মার্চ ৩০, ২০২৩ ১৫:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৩০ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রুচি ও মূল্যবোধের ভীষণ অবক্ষয় চলছে, মামুনুর রশীদের সঙ্গে একমত অভিনয় শিল্পী সংঘ-মানবজমিন
  • দেশে এখন আর কেউ না খেয়ে দিন কাটায় না : সেতুমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন
  • বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শনে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ ১২ দেশ-প্রথম আলো
  • প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ -ইত্তেফাক
  • র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: সেই যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শুরু-যুগান্তর
  • রাজধানীর মিরপুর থেকে একসঙ্গে ৪ বান্ধবী নিখোঁজ-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • কর্ণাটক হাতছাড়া হচ্ছে বিজেপির! ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষায়-সংবাদ প্রতিদিন
  • মোদী-শুভেন্দুকে পদহারা করতে মামলা তৃণমূলের-ধরনা শেষ হলেই- আনন্দবাজার
  • মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ধিক্কার জানিয়ে শুরু কর্মী সমাবেশ-গণশক্তি
  • শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এদিকে, পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গভীররাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। কী বলবেন আপনি?
২. ‘এক মাসের মধ্যে’ ইরান-রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। সম্ভাব্য এই চুক্তির গুরুত্ব কোথায়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। খবরটি প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিকটির অপর এক খবরের শিরোনাম এরকম।

৩০ ঘণ্টা পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে আনা হয়েছে-প্রথম আলো

শামসুজ্জামানের জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টার বেশি সময় পর সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার  দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হয় শামসুজ্জামানকে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন তাঁর আইনজীবী প্রশান্ত কর্মকার।

শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার ২০ ঘণ্টার বেশি পর গতকাল বুধবার রাতে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এ মামলার প্রধান আসামি। সেই মামলাতেই শামসুজ্জামানকে আজ আদালতে আনা হয়েছে।

২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

এই ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি। থানায় নথিভুক্ত হওয়া এজাহার অনুযায়ী গতকাল দিবাগত রাত ২টা ১৫ মিনিটে মামলাটি হয়েছে। বাদীর পরিচয় লেখা হয়েছে, তিনি ঢাকার কল্যাণপুরের বাসিন্দা। তাঁর ফেসবুক পেজের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংসতা ও ভীতি প্রদর্শনে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ ১২ দেশ

প্রথম আলো-ঢাকা ট্রিবিউনসহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) ১২ সদস্য। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এমএফসি এ উদ্বেগ প্রকাশ করেছে।

এমএফসি বলছে, সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনের সংবাদ সংগ্রহের সময়ে সাংবাদিকদের ওপর হামলা, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবরে তারা উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এমএফসির সদস্য হিসেবে এ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ইত্তেফাকে প্রকাশিত রাজনীতির তিনটি খবর এরকম- বাংলাদেশের তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, এক-এগারোর কুশীলবরা ও বিএনপি একজোট হয়ে ষড়যন্ত্র করছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নষ্ট করেছে বিএনপি। তিনি বলেন,  দেশে এখন আর কেউ না খেয়ে দিন কাটায় না। পানিসম্পদ উপমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান।

র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু: সেই যুগ্মসচিবের বিরুদ্ধে তদন্ত শুরু-যুগান্তর

র‌্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যু

র‌্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হকের দায় আছে কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে নওগাঁ জেলা প্রশাসক থেকে প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে। জানা গেছে, বৃহস্পতিবারের মধ্যে এই প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যুগ্ম সচিব এনামুল হক কারও বিরুদ্ধে মামলা করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে সচিব জানান, সব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত প্রতিবেদনের পর। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা তদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। জেসমিনের মৃত্যুর ঘটনায় এনামুলের ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।  এনামুল হক নিজেই একটি মামলার আসামি। এক নারীর দায়ের করা মামলায় তার বিচার চলছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান ও জেসমিনের স্বজনদের অভিযোগে জানা গেছে, এনামুল হক নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে নওগাঁর সদর উপজেলার ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিনকে র‌্যাবের হাতে তুলে দেন। মামলা ছাড়াই জেসমিনকে তুলে নিয়ে যাওয়ার পর র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু হয়।

ব্যক্তিগত কাজেই নওগাঁ যান যুগ্ম সচিব এনামুল, নেননি অনুমতি –যুগান্তর

যুগ্ম সচিব এনামুল হক

নিজে ঘটনাস্থলে থেকে ভূমি অফিসের কর্মী সুলতানা জেসমিনকে র‌্যাবের হাতে তুলে দেন যুগ্ম সচিব এনামুল হক। তিনি ব্যক্তিগত কাজেই নওগাঁ গিয়েছিলেন। যাওয়ার আগে তিনি ঊর্ধ্বতন কারো অনুমতি নেননি। এমনকি সরকারি গাড়ি ব্যবহার করলেও ট্রাভেল হিস্ট্রি লেখা লগবুকে লেখেননি। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (বিতর্কিত যুগ্মসচিব) এনামুল হককে শিগগিরই প্রত্যাহার করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহারসহ ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় পদ-পদবি ব্যবহার এবং নিজ মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করে তিনি সরকারি কর্মচারী আচরণবিধি লংঘন করেছেন। এ ছাড়া তার অভিযোগের ভিত্তিতেই একজন নারী কর্মচারী মৃত্যুর মুখে পতিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এর দায় তিনি এড়াতে পারেন না।

বারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

রামনবমীতে সাম্প্রদায়িক উসকানি বরদাস্ত নয়, ধরনা-মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার-সংবাদ প্রতিদিন

মমতা বন্দোপাধ্যায় (ফাইল ফটো)

ধরনাতেও অবিচল প্রশাসনিক কর্তব্যে। রামনবমীতে কোনও রকম সাম্প্রদায়িক উসকানি বরদাস্ত নয়। ধরনা-মঞ্চ থেকেই বিজেপিকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। যুব সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ধাক্কা কেন্দ্রীয় সংস্থার। তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। দিল্লি হাই কোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রতর জামিনের আবেদনের শুনানি।

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ধিক্কার জানিয়ে শুরু কর্মী সমাবেশ-গণশক্তি

নিজের ধরনা মঞ্চ থেকে ডিএ’র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের চোর ডাকাত বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে জনসভা।মিছিল থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ধিক্কার জানিয়ে স্লোগান উঠেছেন। সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষা কর্মীর সহ একাধিক বিভাগের সরকারি কর্মীরা পা মিলিয়েছেন।  

কর্ণাটক হাতছাড়া হচ্ছে বিজেপির! ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস, ইঙ্গিত সমীক্ষায়-সংবাদ প্রতিদিন

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই কর্ণাটক (Karnataka) নিয়ে চিন্তা বেড়ে গেল বিজেপির। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, দক্ষিণের এই রাজ্যটিও এবার হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। সেরাজ্যে একার শক্তিতে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। এই সমীক্ষা সত্যি হলে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বড়সড় অক্সিজেন পেয়ে যাবে হাত শিবির।

ABP-C Voter সমীক্ষা অনুযায়ী, ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কংগ্রেস একাই পেতে পারে ১১৫ থেকে ১২৭টি আসন। অর্থাৎ ম্যাজিকে ফিগারের থেকে সামান্য বেশি আসন পেয়ে সেরাজ্যে প্রত্যাবর্তন হতে পারে হাত শিবিরের। সেখানে ক্ষমতাসীন বিজেপি (BJP) মাত্র ৬৮ থেকে ৮০টি আসনের মধ্যে আটকে যেতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার দল জেডি(এস) (JDS) পেতে পারে মাত্র ২৩ থেকে ৩৫টি আসন। সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপির ভোট শতাংশ হতে পারে ৩৭। এই সমীক্ষা অনুযায়ী কোনওভাবেই কর্ণাটকে ক্ষমতায় ফেরার কথা নয় বিজেপির।

আসলে কর্ণাটকে বিজেপির দুর্নীতির অভিযোগে বিদ্ধ। সেরাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইকে ৪০ শতাংশ কমিশনের মুখ্যমন্ত্রী বলে দেগে দিয়েছে কংগ্রেস (Congress)। তাছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে হাত শিবিরের দুই যুযুধান নেতা সিদ্ধারামইয়া এবং ডিকে শিবকুমার একসঙ্গে কাজ করছেন। অন্যদিকে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। তাছাড়া রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রারও ভাল প্রভাব পড়েছে দক্ষিণের রাজ্যটিতে।

আসলে কর্ণাটকে বিজেপির দুর্নীতির অভিযোগে বিদ্ধ। সেরাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইকে ৪০ শতাংশ কমিশনের মুখ্যমন্ত্রী বলে দেগে দিয়েছে কংগ্রেস (Congress)। তাছাড়া গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে হাত শিবিরের দুই যুযুধান নেতা সিদ্ধারামইয়া এবং ডিকে শিবকুমার একসঙ্গে কাজ করছেন। অন্যদিকে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। তাছাড়া রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রারও ভাল প্রভাব পড়েছে দক্ষিণের রাজ্যটিতে।

মোদী-শুভেন্দুকে পদহারা করতে মামলা তৃণমূলের, মমতার ধর্না শেষ হলেই অভিষেকের নির্দেশ কার্যকর-আনন্দবাজার পত্রিকা

Image Caption

 

বুধবার শহিদ মিনারের মঞ্চ থেকে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের আইনজীবী সেলকে নির্দেশ দিয়েছিলেন, সুরত আদালতের সেই রায়কে হাতিয়ার করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদ খারিজের বিষয়ে উদ্যোগী হতে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার শেষ দিন। সন্ধ্যায় কর্মসূচি শেষ হওয়ার কথা। আর তার পরেই অভিষেকের নির্দেশ কার্যকর করতে আলোচনায় বসবে তৃণমূলের আইনজীবী সেল। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যে রাহুলের সাংসদ পথ খারিজ নিয়ে সুরত আদালত যে রায় দিয়েছে তার প্রতিলিপি হাতে পেয়েছেন দলের আইনজীবী সেলের নেতারা। প্রাথমিক ভাবে তৃণমূলের আইনজীবী সেলের নেতাদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গেলেও, কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচি শেষ হলে।

দলের আইনজীবী সেলের নেতা তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “রায়ের প্রতিলিপি পর্যালোচনার পাশাপাশি, এফআইআর এবং মামলা দায়ের করার মতো বিষয়গুলিও রয়েছে। যা ধাপে ধাপে আমাদেরকে করতে হবে। সে ক্ষেত্রে আমাদের আইনজীবী সেলের নেতারা, সব দিক পর্যালোচনা করেই এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন।

ভাঁড়ারে টান! অর্থবর্ষের শুরুতেই ৮.৮ লক্ষ কোটি টাকা ঋণ নেবে কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রকের-সংবাদ প্রতিদিন

নির্মলা সীতারমন

অর্থবর্ষের (Fiscal Year) শুরুতেই বিশাল অঙ্কের ঋণ নিতে চলেছে কেন্দ্র। এই বিষয়ে বুধবার একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সেখানে জানানো হয়েছে, ২০২৩-২০২৪ অর্থবর্ষে (2023-2024 Financial Year) প্রায় ১৬ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তার মধ্যে ৮.৮ লক্ষ কোটি টাকা ধার নেওয়া হবে প্রথম ছয় মাসের মধ্যেই। প্রসঙ্গত, আগামী অর্থবর্ষে ২০১৯ সালের দ্বিগুণ ঋণ নেবে কেন্দ্র।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ