মার্চ ৩১, ২০২৩ ১৬:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৩১ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • প্রথম আলোর কর্মীদের হয়রানি বন্ধের আহ্বান সিপিজের-প্রথম আলো
  • কিছু পত্রিকা উদ্দেশ্য প্রণোদিত নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী-ইত্তেফাক
  • ইসলামপুরের ২০০ টাকার কাপড় গুলশানে এসে ৫০০ টাকা!-কালের কণ্ঠ
  • ব্রয়লারের দামে ফের আগুন, ফল-সবজিও চড়া -যুগান্তর
  • ১১০০ কোটি টাকা আত্মসাৎ ভারত থেকেও লাপাত্তা সোহেল রানা কোথায়?-মানবজমিন
  • কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস-বাংলাদেশ প্রতিদিন 
  • উল্টো পথে মধ্যবিত্তের নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে প্রত্যাহার বেশি-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • রামের মিছিলে রিভলভার! -আনন্দবাজার পত্রিকা
  • ওরা বোমা মারতে পারে না, নাটের গুরু বিজেপি’, হাওড়া কাণ্ডে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার-সংবাদ প্রতিদিন
  • আদানির বিদ্যুৎ প্রকল্প ঘিরে অভিযোগ বাংলাদেশেও-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কাশিমপুর কারাগারে

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে নিয়ে প্রায় প্রতিটি দৈনিকের অনলাইন সংস্করণে নানামুখী খবর পরিবেশিত হয়েছে। প্রথম আলোর কয়েকটি খবর এরকম, প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ স্থানান্তর করা হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছায়।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামান

অন্য একটি খবরে লেখা হয়েছে, সাংবাদিকতার কারণে প্রথম আলোর কর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক সব তদন্ত বন্ধে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দিতে আহ্বান জানিয়েছে। আর দৈনিকটির মতামত কলামে  কল্লোল মোস্তফা বলেছেন,  প্রেস কাউন্সিল থাকতে সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে কেন?

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তিসহ ৩ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

১১০০ কোটি টাকা আত্মসাৎ ভারত থেকেও লাপাত্তা সোহেল রানা কোথায়?-মানবজমিন

সোহেল রানা

ই-অরেঞ্জের নামে গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা সোহেল রানা এখন আর ভারতেও নেই। তিনি সেখান থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোহেল রানা কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে নেপাল পালানোর সময় বিএসএফ’র হাতে ধরা পড়েন। কিছুদিন বিচারপর্ব চলার পর তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে   ছিলেন। তারপর তিনি জামিনের আবেদন করেন। শর্তসাপেক্ষে জামিনও পান। জামিনের শর্ত ছিল যে, তিনি সপ্তাহে একদিন করে কোচবিহারের মেখলিগঞ্জ থানায় হাজিরা দেবেন। প্রথমবার হাজিরা দিলেও তিনি আর এখন আদালতে যাচ্ছেন না। আদালতকে কোচবিহার জেলা পুলিশ জানিয়েছে যে,  একটি ই-মেইল পাঠিয়ে সোহেল রানা জানান যে, শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। তিনি বিদেশ যাবেন চিকিৎসা করাতে, তাই আপাতত তিনি আসতে পারবেন না।

এরপরই সোহেল রানা লাপাত্তা হয়ে যান। ওয়াকিবহাল মহল মনে করছে, সোহেল রানা নেপাল কিংবা সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা আবুধাবি চলে যেতে পারেন। এই ঘটনায় রাজ্য পুলিশ মহলে তোলপাড় শুরু হয়েছে। জামিনে থাকা অবস্থায় একজন আন্তর্জাতিক অপরাধী কীভাবে পালালো তা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।

ইসলামপুরের ২০০ টাকার কাপড় গুলশানে এসে ৫০০ টাকা!-কালের কণ্ঠ

ব্রয়লারের দামে ফের আগুন, ফল-সবজিও চড়া

রাজধানীর কারওয়ান বাজারের ৩২ টাকার পটোল যেমন শান্তিনগর বাজারে গিয়ে ৮০ টাকা কেজি হয়ে যায়, তেমনি ইসলামপুরের ২০০ টাকা গজের কাপড় গুলশানে গেলে হয়ে যায় ৫০০ টাকা গজ। বাজারে এভাবে পণ্য মূল্যবৃদ্ধি রোধে আমাদের কাজ করতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, লাভ করতে হবে। তাই বলে এত বেশি লাভ করতে হবে কেন, একটা যৌক্তিক পর্যায়ে তো লাভ করতে হবে।’ কথাগুলো বলেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, ব্রয়লারের দামে ফের আগুন, ফল-সবজিও চড়া।

উল্টো পথে মধ্যবিত্তের নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে প্রত্যাহার বেশি-নয়া দিগন্তের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চাকরি থেকে অবসরে গিয়ে কিভাবে চলবেন। এ নিয়ে দুশ্চিন্তা ছিল না মধ্যবিত্তের। সারাজীবনের চাকরি শেষে এককালীন যে অর্থ পেতেন তা নির্বিঘ্নে সঞ্চয়পত্র বিনিয়োগ করতেন। অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের কেউ তিন মাস অন্তর আবার কেউ প্রতি মাসে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা দিয়ে সংসার চালাতেন। সরকারও সাধারণের এ নিরাপদ বিনিয়োগের অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাতেন। এতে ব্যাংক থেকে বাজেট ঘাটতি অর্থায়নের জন্য বাড়তি ঋণ নিতে হতো না। কিন্তু নানা জটিলতায় এ সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন উল্টো পথে হাটছে। সর্বশেষ তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছিল ৫৫ হাজার ৮৬২ কোটি টাকা। সেখানে উত্তোলন হয়েছে ৫৯ হাজার ৩৭২ কোটি টাকা। আলোচ্য আট মাসে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ না হয়ে বরং ঘাটতি হয়েছে তিন হাজার ৫১০ কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে কাক্সিক্ষত বিনিয়োগ না আসায় বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

রামের মিছিলে রিভলভার! নবমী-বিতর্কে ভিডিয়ো প্রকাশ্যে আনল তৃণমূল, জবাবে উল্টো তির পদ্মের-আনন্দবাজার পত্রিকা

রামনবমীর মিছিলে অস্ত্র হাতে

রামচন্দ্র ক্ষত্রিয়, তাই রামের নামে মিছিলে অস্ত্র থাকাই স্বাভাবিক। এমনটাই দাবি করে গেরুয়া শিবির। তাই বলে রিভলভার! ভিডিয়ো প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মিছিলে রিভলভার নিয়ে যোগ দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। দু’টি ভিডিয়ো প্রকাশ্য আনা হয়েছে। ভিডিয়োগুলি টুইট করেছেন দলের ২ সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি অবশ্য, অভিযোগ অস্বীকার করে এটা তৃণমূলের ‘সাজানো’ বলে দাবি করেছে

ওরা বোমা মারতে পারে না, নাটের গুরু বিজেপি’, হাওড়া কাণ্ডে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার-সংবাদ প্রতিদিন

মমতার হুঁশিয়ারি

হাওড়া কাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রশাসনের পাশাপাশি হামলাকারীদের উদ্দেশে কড়াবার্তা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আমরা হাতে চুড়ি বসে নেই। নাটের গুরুদের দিকে নজর রাখা হচ্ছে। তাঁঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।” শুক্রবারের পবিত্র নমাজের সময় হাওড়ায় ফের উসকানি দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে শান্তিবজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে মামলা! কেজরিওয়ালকে জরিমানা গুজরাট হাই কোর্টের-সংবাদ প্রতিদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে মোটা অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। গুজরাট হাই কোর্ট সাফ জানিয়ে দিল, মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনা অপ্রয়োজনীয়। উলটে অহেতুক RTI করায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হল।

কেজরিওয়ালকে জরিমানা গুজরাট হাই কোর্টের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্য আনার দাবিতে বছর সাতেক আগে একটি RTI করেছিলেন। সেই RTI-এর প্রেক্ষিতে ২০১৬ সালে জাতীয় তথ্য কমিশন গুজরাট বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি প্রকাশ্যে আনার নির্দেশ দেয়। কিন্তু কমিশনের সেই নির্দেশ মানতে রাজি হয়নি গুজরাট বিশ্ববিদ্যালয়। তারা জানিয়ে দেয়, এভাবে RTI-এর মাধ্যমে কোনও ছাত্রের ডিগ্রি প্রকাশ করা আইনবিরুদ্ধ।

আদানির বিদ্যুৎ প্রকল্প ঘিরে অভিযোগ বাংলাদেশেও-গণশক্তি

আদানির বিদ্যুৎ প্রকল্পে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশে। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতেই ক্ষোভ যথেষ্ট। বাংলাদেশে ক্ষোভের কারণ চড়া হারে আদানির বিদ্যুৎ কিনতে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে ক্ষয়। আদানির সঙ্গে বৈদেশিক চুক্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে সংসদেই। লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার আগে ফেব্রুয়ারিতে সেই প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ