এপ্রিল ০৯, ২০২৩ ১৬:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৯ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ডিজিটাল নিরাপত্তা আইন তেজগাঁও থানার মামলাতেও জামিন পেলেন শামসুজ্জামান-প্রথম আলো
  • রমজানে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই: বাণিজ্যমন্ত্রী-ইত্তেফাক
  • অহেতুক রাজনৈতিক খেলা খেলে মানুষকে কষ্ট দেবেন না, বিএনপিকে হানিফ- বাংলাদেশ প্রতিদিন
  • দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ-কালের কণ্ঠ
  • আওয়ামী লীগ নেতার কুরুচিপূর্ণ ফোনালাপের অডিও ভাইরাল-মানবজমিন
  • মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন চান মন্ত্রী-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • বকেয়া ইস্যুতে কেন্দ্রকে তোপ অভিষেকের। টাকা আদায়ে ১ কোটি চিঠি দিন, জনতার দরবারে আবেদন নেতার।-সংবাদ প্রতিদিন
  • নাম ধরে ধরে 'চাকরি চোর' বলেছেন শুভেন্দু- আনন্দবাজার
  • মোদীর বান্দিপুর জাতীয় উদ্যান পরিদর্শনকে কটাক্ষ কংগ্রেসের-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ৯৭ বার পেছাল। এটি দৈনিক প্রথম আলোর খবর। কী বলবেন আপনি?

২. মধ্যপ্রাচ্যে পরমাণু সাবমেরিন মোতায়েন করছে আমেরিকা- এমন একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। মার্কিন এই পদক্ষেপকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ৯৭ বার পেছাল-প্রথম আলো

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ রোববার। কিন্তু র‍্যাবের পক্ষ থেকে আজও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।আদালত আগামী ২২ মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এই তারিখ ঠিক করেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের নথিপত্রের তথ্য বলছে, এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৯৭ বার সময় দিলেন।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন।সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাঁদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।

সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানা-পুলিশ।চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‍্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র‍্যাব।

রমজানে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই: বাণিজ্যমন্ত্রী-ইত্তেফাক

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করায় রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (৯ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি দাবি করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য অসচ্ছলদের মাঝে বিক্রি করছে। এখন রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এ জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।’

বিএনপির উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। এ কারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা।’

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সবাইকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে দেশের অবস্থা আরও ভালোর দিকে যাবে।’

দেশের চূড়ান্ত জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ-ইত্তেফাক/কালের কণ্ঠ

দেশে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ। জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।এতে বলা হয়, পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১৫ থেকে ২১ জুন দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। শুমারি শেষ হওয়ার এক মাসের মধ্যে ২৭ জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের গণনাকৃত মোট জনসংখ্যার হিসাব দেওয়া হয়। পরিসংখ্যানিক পদ্ধতি ও আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শুমারি সম্পন্নের পর গণনাকালে সৃষ্ট কভারেজ ও কনটেন্ট এরর নিরূপণের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) গত বছরের অক্টোবরে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি পরবর্তী যাচাই পিইসি জরিপ পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

আওয়ামী লীগ নেতার কুরুচিপূর্ণ ফোনালাপের অডিও ভাইরাল-মানবজমিন

আতাউর রহমান লাভু

সিরাজগঞ্জে এক গৃহবধূর সঙ্গে কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (লাভু)। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ জেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে।  অডিও ক্লিপসে দু'জনের কথোপকথনে শোনা যায়, ওই গৃহবধূ ধর্মীয় সভা শোনার জন্য স্থানীয় জঞ্জালিপাড়া নামক স্থানে ছিলেন। এ সময় আতাউর রহমান (লাভু) ওই গৃহবধূকে ফোন দিয়ে তার বাসায় ভোর ৬টা ৩০ মিনিট থেকে ৭টার মধ্যে আসার কুপ্রস্তাব দেন। সেই সঙ্গে তার ছেলের বউকেও আনার কথা বলেন। দু'জন মিলে ৫শ’, ৫শ’ করে ১ হাজার টাকা দিবেন বলেও স্বীকার করেন এই আওয়ামী লীগ নেতা।আওয়ামী লীগ নেতার ৪ মিনিট ১ সেকেন্ডের ওই কুরুচিপূর্ণ অডিও ক্লিপসটি স্থানীয় বিভিন্ন ব্যক্তির মুঠোফোনে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছেন।

৭ই এপ্রিল যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপটি বিশ্লেষণ করলে শোনা যায় লাভু সেই মহিলার খবর নিচ্ছে। এরপর লাভুর বসতবাড়িতে সেই রুমে মহিলাটিকে সকাল সকাল আসতে বলছে।অর্থাৎ এই মহিলা সেই রুমটি সম্পর্কে পরিচিত। এর পর লাভু বলছে, সকালে তার ছেলে ১০টা পর্যন্ত ঘুমায়। তাই সকাল, ৭টার মধ্যে তাকে আসতে হবে। মহিলাটা আসতে গড়িমসি জানালে লাভু সেই মহিলার ছেলের বউকে আনতে বলে। একপর্যায়ে ৫০০ টাকা পরে এর জন্য ১০০০ টাকার অফার করেন তিনি। এপর্যায়ে মহিলাটি বলে আমার ছেলের বউ আপনার ভাইসতা বউ। লাবু এসময় বলে নাটক থো। একপর্যায়ে মহিলাটি আসবে কি না তা পরে জানাবে বলে জানান। ফোন আলাপে আরো কিছু বাজে মন্তব্য করা হয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ভুয়ো ডিগ্রি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ কেজরীওয়ালের- আনন্দবাজার পত্রিকা

ভুয়ো ডিগ্রি নিয়ে কেউ দেশের প্রধানমন্ত্রী হোন চাই না, আবার কি কেজরীর নিশানায় মোদী? দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর টুইটে লেখেন, ‘‘এই বাচ্চাদের মধ্যেই কেউ আগামীর প্রধানমন্ত্রী। আমরা চাই না, ভবিষ্যতে কেউ ভুয়ো ডিগ্রি নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়ুক!’’

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরোধীরা ডামাডোল কিছু কম করেনি। নরেন্দ্র মোদীর ডিগ্রি দেখতে চেয়ে গুজরাতের আদালতে জরিমানার মুখে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। তার পরেও দিল্লির এক বিজেপি নেতার একটি টুইটকে তুলে ধরে ভুয়ো ডিগ্রি নিয়ে আবার কটাক্ষ ছুড়লেন তিনি। তবে ওই টুইটে কারও নাম করেননি তিনি।

তবে এই প্রথম নয়। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরোধীদের প্রশ্ন বহু দিনের। সম্প্রতি গুজরাত হাই কোর্ট কেজরীওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে। কেজরীওয়াল মোদীর ডিগ্রির প্রতিলিপি দেখতে চেয়েছিলেন। ২০১৬-এর সেই আবেদন মেনে চিফ ইনফরমেশন কমিশনার গুজরাত বিশ্ববিদ্যালয়কে মোদীর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে নির্দেশ দিয়েছিল। গুজরাত বিশ্ববিদ্যালয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়। আদালত বিশ্ববিদ্যালয়ের আর্জি মেনে নেয় এবং কেজরীওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করে।

অতি সম্প্রতি জেলবন্দি আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া জেল থেকেই খোলা চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে। সেখানেও মোদীর শিক্ষাগত যোগ্যতার প্রকৃত বিবরণ চাওয়া হয়েছিল। সব মিলিয়ে মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে ধোঁয়াশার বাতাবরণ তৈরি হয়েছে, আপের পদক্ষেপে তা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।

ফের কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুরদুয়ারে জনসভায় একশো দিনের কাজে বকেয়া-সহ নানা ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগলেন তিনি। এদিন জনতার প্রতি তাঁর বার্তা,”আমাকে ১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে টাকা ছিনিয়ে আনব।” ১৬ এপ্রিল থেকে শুরু হবে বাংলাজুড়ে স্বাক্ষর ও চিঠি সংগ্রহের নয়া কর্মসূচি। একইসঙ্গে কেন্দ্র ১০০ দিনের প্রকল্পের টাকা না দিলে দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। প্রয়োজনে বঞ্চিতদের দলের খরচায় দিল্লিতে নিয়ে গিয়ে, সেখানে রেখে চলবে আন্দোলন, এমনটা সাফ জানিয়েছেন অভিষেক। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগেও সরব হলেন অভিষেক। তাঁর কটাক্ষ, বালাকোটের নামে বিজেপি ভোট চেয়েছে। ‘হিন্দু খতরে মে’ বলে ভোট চেয়েছে। এ প্রসঙ্গে তাঁর সরাসরি প্রশ্ন, “কী করেছে ওরা হিন্দু ধর্মের জন্য?” এদিন কেন্দ্র সরকার বকলমে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। এরা বাংলার শত্রু, আলিপুরদুয়ারের শত্রু, আপনার শত্রু, সবার শত্রু। গায়ের জোরে টাকা আটকে রেখেছে।” দেশের নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে খোঁচাও দিতে দেখা যায় অভিষেককে। অন্যদিকে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়েও এদিন মন্তব্য রাখেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, “পঞ্চায়েত হবে মানুষের। সবাই ভোটে দাঁড়াবে। যার যাকে খুশি ভোট দেবেন। পঞ্চায়েতে অবাধ, শান্তিপূর্ণ ভোট হবে।”

মহিলাদের পোশাক নিয়ে কু-মন্তব্য কৈলাস বিজয়বর্গির-তোপ তৃণমূলের-সংবাদ প্রতিদিন

নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। যে সব মেয়েরা ‘রুচিহীন’ পোশাক পরে তারা আসলে শূর্পনখার মতো। কৈলাসের এই মন্তব্যেই বিতর্কের ঝড় উঠেছে। এহেন মন্তব্যের তীব্র নিন্দা করে তোপ দেগেছেন তৃণমূল নেতা-মন্ত্রীরাও। এবিষয়ে বাংলার মন্ত্রী শশী পাঁজা কটাক্ষের সুরে বলেন, মহিলাদের অপমান করার বিষয়টা বিজেপির কাছে চিরস্থায়ী হয়ে যাচ্ছে। এভাবে ভারত এগোবে নাকি পিছবে? তাঁর ছেলেও প্রকাশ্যে মারধর করেছিল। এদের থেকে আর কী প্রত্যাশিত! বেটি বাঁচাও বলে, বেটি পোড়ানো হচ্ছে। হাতরাসে সে দৃশ্যই ধরা পড়েছিল। একইসঙ্গে গোটা ঘটনার নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তোপ দেগে তিনি বলেন, বিজেপি নেতারা লিঙ্গভিত্তিক ভেদাভেদে ইন্ধন দেন। একই সঙ্গে নারীবিদ্বেষী মন্তব্যও করে থাকেন। তাঁর বক্তব্য, এই অমৃতকালে ‘নারী তু নারায়ণী’-র মতো কথা আসলে স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তৃণমূলের আরও কটাক্ষ, মহিলারা কী পোশাক পরবেন, তাও বিজেপি নেতারা ঠিক করে দেবেন। নিজেও ছেলের ক্ষেত্রেও কি তেমনটাই করেন কৈলাস? শুধু তৃণমূল তরফেই নয়, বিজেপি নেতার এই মন্তব্যে ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

মোদীর বান্দিপুর জাতীয় উদ্যান পরিদর্শনকে কটাক্ষ কংগ্রেসের-গণশক্তি

দেশে বাড়ল বাঘের সংখ্যা। ২০১৮-র পর বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি। রবিবাসরীয় সকালে কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। অরণ্যপথে ২০ কিমি ‘সাফারি’র পরই তিনি প্রকাশ করলেন দেশভর বাঘের বর্তমান সংখ্যা সংক্রান্ত পরিসংখ্যানও। তিনি বলেন, গত ৪ বছরে দেশে বাঘের (Tiger) সংখ্যা বেড়েছে ২০০। পাশাপাশি দেশে সিংহের সংখ্যাও বেড়েছে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে এশিয়ার হাতির সংখ্যাও সর্বাধিক বলে জানান তিনি। যদিও, কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বান্দিপুর সফরকে কটাক্ষ করেছে এবং একে 'তামাশা' বলে অভিহিত করেছে। কংগ্রেস দাবি করেছে যে প্রকল্পটি ৫০ বছর আগে শুরু হয়েছিল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯

 

ট্যাগ