এপ্রিল ২৪, ২০২৩ ১৯:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৪ এপ্রিল সোমবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • স্বতন্ত্র ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা বাংলাদেশের: মানবজমিন
  • ট্রলারে ১০ লাশের রহস্য দ্রুতই উদ্‌ঘাটন করা হবে: ডিআইজি আনোয়ার -দৈনিক প্রথম আলো
  • কার্যভার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, যে কারণে বড় আনন্দিত বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ–যুগান্তর।
  • ৫ হাজার কোটির প্রকল্প পাস নিরাপদ সড়কের জন্য : ওবায়দুল কাদের -কালের কণ্ঠ
  • আলোচনার জন্য ফের ঢাকায় আসছে আইএমএফ দল -নয়াদিগন্ত

 

  • ভারতের শিরোনাম:
  • ঈদের নামায চলাকালীন পাথর ছুঁড়ে মারার অভিযোগ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে-- দৈনিক পুবের কলম
  • যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের ফেরাতে নয়া উদ্যোগ, শুরু ‘অপারেশন কাবেরী’- সংবাদ প্রতিদিন  
  • অর্পিতার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা এল কী ভাবে? প্রশ্ন শুনে তিনটি শব্দে জবাব পার্থের-আনন্দবাজার পত্রিকা

 

 এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

স্বতন্ত্র ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা বাংলাদেশের- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান, যুক্তরাষ্ট্র এবং বৃটেন সফরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বতন্ত্র  ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করা হয়েছে। কাল থেকে সরকার প্রধানের ত্রিদেশীয় সফর শুরু হচ্ছে। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বা কোয়াড সদস্য  যুক্তরাষ্ট্র এবং জাপান এবং পশ্চিমের প্রভাবশালী রাষ্ট্র বৃটেনে প্রধানমন্ত্রীর সরকারি সফরের বিস্তারিত সোমবারের সংবাদ সম্মেলনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আর বাংলাদেশের নিজস্ব ইন্দো-প্যাসিফিক আউটলুক সবিস্তারে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তিনি বলেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে তার ‘ভিশন ২০৪১’ বাস্তবায়ন তথা ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক, জ্ঞান-ভিত্তিক, উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বৈশ্বিক জিডিপিতে সামষ্টিক অংশ, আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রগণ্য অবস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সামগ্রিক কার্যক্রম এবং প্রযুক্তি খাতে গতিশীল বিকাশ বাংলাদেশের দীর্ঘমেয়াদী টেকসই অর্থনীতি ও সমৃদ্ধি নিশ্চিতকল্পে একটি সুদূরপ্রসারী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ তাই এই অঞ্চলের সংশ্লিষ্ট সকলের সমৃদ্ধির লক্ষ্যে একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক-এর ধারণা বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করে।

ট্রলারে ১০ লাশের রহস্য দ্রুতই উদ্‌ঘাটন করা হবে: ডিআইজি আনোয়ার শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, কক্সবাজার সদর হাসপাতাল মর্গের কাছে আজ সোমবার দুপুরে নিহত ১০ জনের লাশের জন্য অপেক্ষায় ছিলেন মহেশখালী ও চকরিয়ার ১০ থেকে ১২ জন নারী-পুরুষ। তাঁদের কারও ছেলে, কারও স্বামীর লাশ মর্গের ভেতরের একটি কক্ষে রাখা।

আজ দুপুর ১২টার দিকে মর্গে পৌঁছায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি দল। এ সময় ডিআইজি ট্রলারডুবির ঘটনায় নিহতদের কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলেন। ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ট্রলারডুবির ঘটনা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক দল। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে অপরাধীদের আইনে আওতায় আনা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত নিহত ১০ জনের মধ্যে চারজনকে তাঁদের স্বজনেরা শনাক্ত করতে পেরেছেন। বাকিদের এখনো শনাক্ত করা যায়নি। লাশের ডিএনএ নমুনা সংগ্রহে রাখা হবে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কার্যভার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, যে কারণে বড় আনন্দিত বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাহাবুদ্দিন আজ সোমবার ১১ বৈশাখ (২৪ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। এর আগে সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এদিকে, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করার পর আজ সোমবার থেকে ভারমুক্ত হলেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। দায়িত্ব হস্তান্তর শেষে বঙ্গভবন ছেড়ে যাওয়ার সময় গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানান বিদায়ী রাষ্ট্রপতি। তিনি বলেন, এ বিদায় আনন্দের।

৫ হাজার কোটির প্রকল্প পাস নিরাপদ সড়কের জন্য : ওবায়দুল কাদের শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, “নিরাপদ সড়ক করাটাই বড় চ্যালেঞ্জ। নিরাপদ সড়কের জন্য একনেক থেকে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে।” সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমাদের আসলে রাস্তা, ফ্লাইওভার, ফোর লেন, সিক্স লেন, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল- সবকিছু হচ্ছে এরপরেও আমরা পুরোপুরি স্বস্তিবোধ করতে পারছিলাম না একটা কারণে৷ সেটা হচ্ছে শৃঙ্খলার অভাব৷ পরিবহন এবং সড়কে শৃঙ্খলার ঘাটতি। সে শৃঙ্খলার ঘাটতিই আমাদের চ্যালেঞ্জ। 

আলোচনার জন্য ফের ঢাকায় আসছে আইএমএফ দল-শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তির ব্যবহার এবং দ্বিতীয় কিস্তি দেয়ার বিষয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে।

সূত্র জানায়, ২৫ এপ্রিল থেকে ২ মে সফরকালীন আইএমএফ দলটি মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠক করবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ তিন থেকে চার সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেবেন।

 

এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

ঈদের নামায চলাকালীন পাথর ছুঁড়ে মারার অভিযোগ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে-শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, ঈদের নামায চলাকালীন পাথর ছুঁড়ে মারার অভিযোগ হিন্দুত্ববাদী যুবকদের বিরুদ্ধে। এই ঘটনায় মুহাম্মদ ইবাদ নামক এক যুবক গুরুতর আহত হয়েছেন।  এই প্রসঙ্গে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঈদগাহের প্রেসিডেন্ট রহমত উল্লাহ । ইতিমধ্যেই ১২ জন  অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীতের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে পুলিশ।  উত্তরপ্রদেশের মাসুদেবপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রহমত উল্লাহ নামক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঈদ উপলক্ষে গ্রামের একটি ঈদগায় আমরা নামায আদায় করছিলাম। সেই সময় কিছু দুর্বৃত্ত আমাদের ওপর পাথর ছুড়তে শুরু করে। তাঁদের মধ্যে রাহুল মৌর্য, যশবন্ত, এবং অতুল নামক এই তিনজনকে আমি চিনি।

অভিযোগ রয়েছে, এর আগেও মুসলিমদের নামাযে বাধা সৃষ্টি করার জন্য অনেক রকম চেষ্টা হয়েছে। এমনকি ইদ্গাহর প্রাচীর ভেঙে শান্তিপূর্ণ পরিবেশ কে অশান্ত করার চেষ্টা করেছে তারা। স্থানীয় পুলিশের কাছে আমরা অভিযোগ জানালেও তারা কোনও পদক্ষেপ নেয় নি।

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের ফেরাতে নয়া উদ্যোগ, শুরু অপারেশন কাবেরী-শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, অপারেশন বন্দে ভারত’, ‘অপারেশন গঙ্গা’র পর এবার ভারতের ‘অপারেশন কাবেরী’। যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল বিদেশমন্ত্রক। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ইতিমধ্যে সুদানে আটকে থাকা ৫০০ ভারতীয় সুদান বন্দরে পৌঁছে গিয়েছেন। বাকিরা রাস্তায় রয়েছে। তাঁদের ফেরাতে জাহাজ, বিমানের ব্যবস্থা করা হয়েছে। আর এই ঘরে ফেরানোর মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশমন কাবেরী।

অর্পিতার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা এল কী ভাবে? প্রশ্ন শুনে তিনটি শব্দে জবাব পার্থেরশীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল। টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় অর্পিতার দুই ফ্ল্যাটে এত টাকা কে রাখল? কী ভাবেই বা এল এই টাকা? অর্পিতার বাড়িতে এত টাকা পৌঁছল কী ভাবে? প্রশ্ন শুনে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সংক্ষিপ্ত জবাব, ‘‘খুঁজে বার করুন।’’#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।