মে ০২, ২০২৩ ১৫:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২ মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল চান সম্পাদক পরিষদ-মানবজমিন
  • পদ্মা সেতুতে অর্থায়ন না করার ভুল বিশ্বব্যাংক বুঝতে পেরেছে : তথ্যমন্ত্রী -কালের কণ্ঠ
  • এক আসামির জবানবন্দি-পিটিয়ে ১০ জনকে হত্যার পর ডুবিয়ে দেওয়া হয় ট্রলার-প্রথম আলো
  • বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল–ইত্তেফাক
  • এবারের ঈদযাত্রায় ৩৪১ দুর্ঘটনায় নিহত ৩৫৫-যুগান্তর
  • খুন-গুমের মাধ্যমে মানুষের বাঁচার অধিকার হরণ করা হচ্ছে: জিএম কাদের-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • ওরা বজরংবলিকেও বন্দি করতে চায়’, বজরং দল নিষিদ্ধ করা নিয়ে কংগ্রেসকে তোপ মোদির -সংবাদ প্রতিদিন
  • শাসকদলের মিছিলে সমস্যা হয় না? ডিএ-র দাবিতে নবান্ন অভিযানের অনুমতি দিয়ে প্রশ্ন তুলল হাই কোর্ট -আনন্দবাজার পত্রিকা
  • তিহার জেলে খুন কুখ্যাত গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া -গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

Image Caption

 

মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে প্রক্রিয়াধীন আইন এখনই স্থগিতের দাবি সম্পাদক পরিষদের-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে যেসব আইন প্রক্রিয়াধীন আছে, সেই প্রক্রিয়া এখনই স্থগিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠনটি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি সম্পাদক পরিষদের পক্ষ থেকে তুলে ধরেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।

সম্পাদক পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে যেসব আইন প্রক্রিয়াধীন আছে, সেই প্রক্রিয়া এখনই স্থগিত করা। আইনগুলোর মধ্যে যেসব ধারা স্বাধীন সাংবাদিকতাকে ব্যাহত করতে পারে, সেগুলো আইন থেকে বাদ দেওয়া।

২. ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। আর যদি তা বাতিলে সরকারের কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে এমন একটি ধারা যুক্ত করতে হবে, যেখানে বলা থাকবে, এই আইন গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য প্রযোজ্য নয়। সাংবাদিকতার কারণে আজ পর্যন্ত যেসব মামলা করা হয়েছে, সেগুলো প্রত্যাহার ও গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তি দিতে হবে।

৩. যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, সেটি সরকার উদ্যোগী হয়ে যেন একেবারেই মুছে ফেলে।

৪. সাংবাদিকতার সুরক্ষার জন্য আইন হতে পারে, যা সংবিধানের চেতনার মধ্যে রয়েছে।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এক আসামির জবানবন্দি-পিটিয়ে ১০ জনকে হত্যার পর ডুবিয়ে দেওয়া হয় ট্রলার-প্রথম আলো

কক্সবাজারে ডুবন্ত ট্রলারে অর্ধগলিত ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরেক আসামি কামাল হোসেন ওরফে বাইট্যা কামাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি মামলার ১ নম্বর আসামি। কামাল হোসেন বলেছেন, ঘটনার সময় তিনি কক্সবাজার শহরে ছিলেন। তবে ট্রলারের মাঝিমাল্লাদের সঙ্গে তাঁর কয়েক দফার কথায় নিশ্চিত হয়েছেন ১০ জনের ট্রলারটি সাগরে ডাকাতি করতে নেমেছিল। ডাকাতির একপর্যায়ে কয়েকটি ট্রলারের জেলেরা ১০ জেলেকে ধরে প্রথমে গণপিটুনি দেন। এরপর গুম করার জন্য লাশগুলো বরফ রাখার কক্ষে আটকে রেখে ছোট ট্রলারটি (ডুবন্ত ট্রলার) সাগরে ডুবিয়ে দেওয়া হয়।

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল-ইত্তেফাক

নির্বাচন কমিশন

বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ।’যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়। তবে নির্বাচনে জনমতের প্রতিফলন দেখতে চায় তারা। প্যাটেল বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

এবারের ঈদযাত্রায় ৩৪১ দুর্ঘটনায় নিহত ৩৫৫-যুগান্তর

সড়ক দুর্ঘটনা

পবিত্র ঈদুল ফিতরে যাতায়াতে দেশের সড়ক মহাসড়কে ৩০৪টি সড়ক দুর্ঘটনার ৩২৮ জন নিহত এবং ৫৬৫ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৩৪১টি দুর্ঘটনায় জন ৩৫৫ নিহত ও ৬২০ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রার সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানীর বিষয়টি দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করে আসছে।

পদ্মা সেতুতে অর্থায়ন না করার ভুল বিশ্বব্যাংক বুঝতে পেরেছে : তথ্যমন্ত্রী-কালের কণ্ঠ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে ভুল করেছিল, সেটি তারা অনুধাবন করতে পেরেছে। সে কারণে প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে তারা ওয়াশিংটনে নিয়ে গেছে। এদিকে, মানবজমিনের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে ওয়াশিংটনে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা। বিশ্বব্যাংকের সদরদপ্তরের সামনে তাদের  মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন আহত হয়েছেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ওরা বজরংবলিকেও বন্দি করতে চায়’, বজরং দল নিষিদ্ধ করা নিয়ে কংগ্রেসকে তোপ মোদির-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী

ক্ষমতায় এলে PFI থেকে শুরু করে বজরং দল পর্যন্ত সমস্ত উগ্র ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা হবে। কর্ণাটকের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেসের দেওয়া এই প্রতিশ্রুতি নিয়ে এবার রীতিমতো তেড়েফুঁড়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কর্ণাটকের এক সভা থেকে মোদি বললেন, এতদিন ওদের শুধু রামকে নিয়ে সমস্যা ছিল। এখন তো দেখছি যারা জয় বজরংবলি বলে তাঁদের নিয়েও সমস্যা আছে। আসলে মঙ্গলবারই কর্ণাটক নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেসের ইস্তাহারে যে কোনও উগ্র ধর্মীয় সংগঠনকেই নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী সুকৌশলে PFI প্রসঙ্গ এড়িয়ে গিয়ে স্রেফ বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে কংগ্রেসকে বিঁধলেন।  

আচমকাই ইস্তফা এনসিপি প্রধান শরদ পাওয়ারের, ভবিষ্যৎ নেতা কে?-সংবাদ প্রতিদিন

এনসিপি (NCP) প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার (Sharad Pawar)। সোমবার আচমকাই তিনি ঘোষণা করেন, দলীয় প্রধানের পদ ছাড়তে চলেছেন তিনি। আগামী দিনে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান কে হবেন, সেই প্রসঙ্গে অবশ্য দলের তরফে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, মহারাষ্ট্র তথা গোটা ভারতীয় রাজনীতিতে বিরোধী নেতা হিসাবে যথেষ্ট প্রভাবশালী পাওয়ার। সোমবার দুপুরবেলা নিজের আত্মজীবনী বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ার। সেখান থেকেই ঘোষণা করেন, দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে সক্রিয় রাজনীতি চালিয়ে যাবেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২