মে ০৬, ২০২৩ ১৬:২১ Asia/Dhaka

গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন বিখ্যাত মনীষী গিয়াসউদ্দিন জামশিদ কাশানির জীবনী ও তার গবেষণাকর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা জামশিদ কাশানির জীবনী নিয়ে আলোচনা অব্যাহত রাখবো।

গিয়াসউদ্দিন জামশিদ কাশানির যুগে জ্যোতির্বিদদের অনেকেই জ্যোতিষি-চর্চা বা গণক-বৃত্তির মত কুসংস্কার চর্চায় লিপ্ত হলেও কাশানি এইসব লাভজনক ও রমরমা ব্যবসা থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখেছিলেন।

জ্যোতির্বিদ্যায় অনেক উদ্ভাবনের জনক ছিলেন গিয়াসউদ্দিন জামশিদ কাশানি। গ্রহ-নক্ষত্র বিষয়ক নানা পরিমাপ যেমন, গ্রহ-নক্ষত্রের অবস্থান,  দ্রাঘিমা রেখা ও নিরক্ষ রেখার মত বিষয়গুলোর মাপ নেয়ার জন্য একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছিলেন কাশানি। তিনি এই যন্ত্রের নাম দিয়েছিলেন ‘এলাকার পরিমাপক থালা’ বা ‘তাবাকুল মানাত্বেক্ব’। এই যন্ত্র ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য  তিনি ‘নুজহাল হাদায়েক্ব’ বা ‘প্রফুল্লতার বাগান’ নামের একটি বই লেখেন। গবেষকরা এ ব্যাপারে একমত যে কেপলারের দুই’শ বছর আগেই কাশানি চাঁদ ও বুধ গ্রহকে  ডিম্বাকৃতির বলে উল্লেখ করেছিলেন।

মাত্র ৪২ বছরের জীবনে বিশ্বখ্যাত ইরানি বিজ্ঞানী গিয়াসউদ্দিন জামশিদ কাশানি বিশ্বকে দিয়ে গেছেন অনেক কিছু। তার ‘সুল্লামুস সামা’ বা ‘আকাশের সিঁড়ি’ শীর্ষক বইটি এক অনন্য কীর্তি। আরবিতে লেখা বিশ্বকোষ-জাতীয় এ বইটি ‘রিসালাতুল কামালিয়া’ নামেও পরিচিত। কাশানি বইটি লেখা শেষ করেন ৮০৯ হিজরিতে বা ১৪০৭ খ্রিষ্টাব্দের ১ মার্চ। বলা হয় এ বইটি তিনি কামালউদ্দিন মাহমুদ নামের এক মন্ত্রীর নামে উৎসর্গ করেছিলেন। ‘আকাশের সিঁড়ি’ শীর্ষক বইয়ে কাশানি পৃথিবী, চাঁদ ও সূর্যের ব্যাসসহ অন্য অনেক গ্রহ-নক্ষত্রের নানা পরিমাপ এবং পৃথিবী থেকে সেগুলোর দূরত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আকাশে নানা গ্রহ-নক্ষত্রের অবস্থান ও সেসবের নানা দিক নিয়ে যেসব মতপার্থক্য আছে তা দূর করার উদ্দেশ্যেই এ বইটি লেখার কথা উল্লেখ করেছেন জামশিদ কাশানি।

গিয়াসউদ্দিন জামশিদ কাশানির লেখা আরেকটি বিখ্যাত বই হল ‘মুখতাসার দার এলমে হায়াত’ অর্থাৎ ‘সংক্ষিপ্ত জ্যোতির্বিজ্ঞান’। বইটি তিনি লিখেছিলেন ফার্সি ভাষায়। কাশানি এ বই লেখা শেষ করেন হিজরি ৮১৩ সালে বা তারও কিছু আগে। তিনি বইটি উৎসর্গ করেছিলেন মির্জা ইস্কান্দার বাহাদুর খানের নামে। ইনি ছিলেন ফার্স ও ইস্ফাহানের শাসক। কাশানি এ বইয়ে চাঁদ ও সূর্যসহ নানা গ্রহ-নক্ষত্রের গতিপথ নিয়ে আলোচনা করেছেন।

‘জিজে খ’কানি’ বা খ’কানি’র সারণী কাশানির আরেকটি বিখ্যাত বইয়ের নাম। খাজা নাসিরউদ্দিন তুসির লেখা ‘জিজে ইলখানি বা ইলখানির সারণী’ বইটিকে পরিপূর্ণতা দেয়ার জন্যই বইটি লিখেছেন তিনি। বইটি লেখা শেষ হয় হিজরি ৮১৬ সালে। কাশানি তার এ বইটি উৎসর্গ করেন সুলতান উলুগ বেগের নামে। খ’কানি’র সারণী লেখা হয়েছে ফার্সি ভাষায়। পঞ্জিকা, ত্রিকোনোমিতি, গাণিতিক জ্যোতির্বিদ্যা এবং গ্রহ-নক্ষত্রের নানা নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে ছয় অধ্যায়ের এ বইটিতে। উলুগ বেগ এ বইটির ভিত্তিতেই লিখেছিলেন নিজস্ব বই ‘জিজে উলুগ বেগ’। এ বইয়ে বিধৃত কাশানির গণনার পদ্ধতি পরবর্তীতে তার লেখা পাটিগণিত ও ত্রিকোনোমিতির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।

জ্যোতির্বিদ্যার ‘জিজ’ বা ‘সারণী’ নামের বইগুলোতে থাকতো গ্রহ-নক্ষত্রসহ মহাকাশের বস্তুগুলোর অবস্থান সম্পর্কিত নানা তথ্য। যেমন, সূর্যোদয় ও সূর্যাস্ত এবং অন্যান্য গ্রহ-নক্ষত্রের উদয় ও অস্ত যাওয়ার সময়সহ সেসবের স্থান-ইত্যাদি সারনীর আকারে লেখা থাকতো। এ ধরনের বইয়ের তথ্য-উপাত্ত দিয়ে দিন ও রাতের সময় নির্ধারণ, পঞ্জিকা বা ক্যালেন্ডার তৈরি করা, গ্রহ-নক্ষত্রসহ আকাশের নানা বস্তু পর্যবেক্ষণ করা হত। এ ছাড়াও দিক-নির্ণয়ের মত মহাকাশ সম্পর্কিত নানা কাজ করা হত ‘জিজ’ দিয়ে।

অতীতে প্রত্যেক বড় জ্যোতির্বিদ কিংবা প্রত্যেক বড় মহাকাশ পর্যবেক্ষন কেন্দ্রের থাকতো জ্যোতির্বিদ্যার নিজস্ব সারণী এবং এভাবে অতীতের এ সংক্রান্ত সারণীগুলোকে সংশোধন করা হত। এইসব সারণীর কোনো কোনোটির নাম রাখা হত রাজা-বাদশাহ বা শাসকদের নামে। এইসব সারণীর কোনো কোনো কপি এখনও জাদুঘরগুলোতে দেখা যায়। এমনকি আধুনিক এই যুগেও সেইসব প্রাচীন সারণীর মত বই বা সারণী ব্যবহার করা হয় মহাকাশ এবং বিজ্ঞান সম্পর্কিত নানা তৎপরতায়। তবে বর্তমান যুগের এইসব সারণী অনেক বেশি ত্রুটিমুক্ত।     

‘মহাকাশ পর্যবেক্ষণ-সামগ্রীর বর্ণনা সংক্রান্ত গবেষণা-পত্র’ বা ‘রিসালেহ দার শারহে আলাতে রাসাদ’  গিয়াসউদ্দিন জামশিদ কাশানির লেখা আরেকটি বিখ্যাত বই। বইটি তিনি লিখেছেন হিজরি ৮১৬ সালে বা খ্রিস্টিয় ১৪১৬ সনের জানুয়ারি মাসে। ফার্সি ভাষায় লেখা এ বইটি তিনি উৎসর্গ করেছিলেন ইস্ফাহানের শাসক সুলতান ইস্কান্দারের নামে। কাশানি বইটি সম্ভবত ইস্ফাহানে লিখেছিলেন। এতে মহাকাশ পর্যবেক্ষণ সংক্রান্ত নিজের আবিষ্কৃত ৮টি যন্ত্রের পরিচিতি, সেগুলো তৈরির পদ্ধতি ও ব্যবহার সম্পর্কে বর্ণনা দিয়েছেন তিনি। এ বইটির পর প্রায় একই সময়ে তথা ১৪১৬ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি কাশানি তার ‘প্রফুল্লতার বাগান’ বা ‘নুজহাল হাদায়েক্ব’ নামের বইটি লেখা সম্পন্ন করেন।  তিনি এ বইটিতেও নিজের আবিষ্কৃত মহাকাশ পর্যবেক্ষন সংক্রান্ত কয়েকটি যন্ত্রের পরিচিতি ও সেসব তৈরির পদ্ধতি তুলে ধরেন। কাশানি এ দু’টি বইয়ের সংযোজনীতে মহাকাশ সংক্রান্ত কয়েকটি পরিমাপ ও পর্যবেক্ষনের ফলাফল তুলে ধরেন এবং চাঁদ ও বুধ গ্রহ যে ডিম্বাকৃতির তা উল্লেখ করেন।

কাশানি তার ‘প্রফুল্লতার বাগান’ বা ‘নুজহাল হাদায়েক্ব’ নামের বইয়ে ‘এলাকার পরিমাপক থালা’ বা ‘তাবাকুল মানাত্বেক্ব’ নামক যন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন। তার আবিষ্কৃত এই যন্ত্রের মাধ্যমে চাঁদ ও সূর্য এবং আরও ৫টি গ্রহ-নক্ষত্রের অবস্থান এবং পৃথিবী থেকে সেগুলোর দূরত্ব দেখানো যায়। এ ছাড়াও দেখানো যায় কখন চন্দ্র ও সূর্য-গ্রহণ ঘটবে।  বইটির শেষাংশে কাশানি তার আবিষ্কৃত যন্ত্র ‘সংযোজক বোর্ড’ বা ‘লওহে এত্ত্বেসালাত’ সম্পর্কে বর্ণনা দিয়েছেন।

জামশিদ কাশানি গণিত বিষয়েও কয়েকটি অমর বই রেখে গেছেন। তিনি ‘রিসালা আল মুহিত্বিইয়া’ বা ‘বৃত্তের পরিধি সম্পর্কে গবেষণা-পত্র’ শীর্ষক বইটি লেখা সম্পন্ন করেন ৮২৭ হিজরিতে।  কাশানি আরবি ভাষায় এ বইটি লিখেছিলেন সমরকন্দে। অত্যন্ত মূল্যবান এ বইয়ে তিনি বৃত্তীয় পরিমাপ বিষয়ে কালোত্তীর্ণ নানা পদ্ধতি তুলে ধরেছেন। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ