বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৩১ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না: মির্জা ফখরুল-প্রথম আলো
- দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন-মানবজমিন
- বিএনপির দুই নেতার মামলার সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র নেই : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
- দায়িত্ব হালকাভাবে নেবেন না: ভোটগ্রহণ কর্মকর্তাদের সিইসি-ইত্তেফাক
- ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত-যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- বিদেশে গেলেই জিন্নার আত্মা ভর করে রাহুলের উপরে’, মোদির সমালোচনার পালটা বিজেপির-‘সংবাদ প্রতিদিন
- স্কুলে এখনই শেষ হচ্ছে না গরমের ছুটি, মেয়াদ আরও দিন দশেক বাড়ানোর কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার!-আনন্দবাজার পত্রিকা
- নীতীশের বৈঠকে যোগ দেবেন উদ্ভব ঠাকরে-দৈনিক পুবের কলম
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না: মির্জা ফখরুল-প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কখনো গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’ আজ ঢাকায় সাংবাদিকদের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল আবারও এই মন্তব্য করলেন এমন এক সময়, যখন কয়েক দিন আগে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রক্রিয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে।
আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে যে বক্তব্য দিলেন বিএনপি মহাসচিব, সেই বক্তব্যের পেছনে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বল প্রয়োগ করে ভিন্ন মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন করেছে, ক্ষুণ্ন করেছে ভোটের অধিকার।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সে প্রসঙ্গ টেনে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, ‘এখন আওয়ামী লীগ বলছে, যুক্তরাষ্ট্র তো অংশগ্রহণমূলক ভোটের কথা বলেনি। এতে তারা মজা পাচ্ছে। কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন তখনই হবে, যখন তা অংশগ্রহণমূলক হবে।’
বিএনপির দুই নেতার মামলার সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র নেই : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ফরমায়েশি বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বক্তব্য দেশের আইন ও পবিত্র আদালত অবমাননা করেছেন।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে এই বিবৃতি দেওয়া হয়।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির মামলায় ইতোপূর্বে বিএনপির দুই নেতাকে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রেখে দেশের উচ্চ আদালত যে রায় দিয়েছেন, সে সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ‘ফরমায়েশি রায়’ বলে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছে তা দেশের আইন ও পবিত্র আদালত অবমাননার শামিল। বিএনপির এই দুই নেতার আজকের পরিণতি তাদের ধারাবাহিক অপরাজনীতিরই ফসল।’
দায়িত্ব হালকাভাবে নেবেন না: ভোটগ্রহণ কর্মকর্তাদের সিইসি-ইত্তেফাক
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার (৩১ মে) সকালে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে আস্থা থাকতে হবে- নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে ভোটাররা, তারা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের অধিকার কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না। নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ভোটার তাদের ভোট প্রদানের অধিকার রয়েছে, সেই অধিকারকে কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না।
ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত-যুগান্তর
ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে উপজেলার আমিরাবাদ-কারিরহাট সড়কে জমাদ্দারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর শেখ (২২), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের জাবেদ খান (২৩)। আহত নজরুল ইসলামকে (৩০) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমাদ্দারডাঙ্গী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের নিচের অংশের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পূর্ব পাশের মাটি ধসে পড়ে তাদের ওপর। এ সময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।
দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন-মানবজমিন
একদিকে দেশব্যাপী বইছে তাপপ্রবাহ, আরেকদিকে চলছে ভয়াবহ লোডশেডিং। তীব্র গরমে হাঁসফাঁস করছে প্রাণিকূল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে লোডশেডিংয়ের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর কোনো কোনো এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত তিন-চারবার লোডশেডিং করা হচ্ছে। গ্রামাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। দিনের অর্ধেক বেলাও বিদ্যুৎ থাকছে না। রাজধানী উত্তর বাড্ডার স্বাধীনতা সরণীর বাসিন্দা ওসমান আলী জানান, সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎ চলে গিয়েছিল। একঘণ্টার পর আসলেও ঠিক ১০ মিনিট পর ফের বিদ্যুৎ চলে যায়।
জানা গেছে, ডলারের অভাবে কয়লা আমদানি করতে পারছে না সরকার। এতে পায়রা, রামপালসহ একাধিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সংকটে পড়েছে।
এ অবস্থায় চলমান লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
বিদেশে গেলেই জিন্নার আত্মা ভর করে রাহুলের উপরে’, মোদির সমালোচনার পালটা বিজেপির-‘সংবাদ প্রতিদিন
বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ফের আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভগবানের সঙ্গে বসিয়ে দিলে মোদি তাঁকেও বিভ্রান্ত করে দেবেন, আমেরিকায় দাঁড়িয়ে এমনই কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মন্তব্যের জবাবে কী বলে বিজেপি, সেদিকেই চোখ ছিল ওয়াকিবহাল মহলের। এহেন পরিস্থিতিতে পদ্ম শিবিরের মুক্তার আব্বাস নকভি রাহুলের উদ্দেশে পালটা খোঁচা দিলেন। তাঁর কটাক্ষ, ”রাহুল গান্ধী বিদেশে গেলেই তাঁর মধ্যে জিন্নার আত্মা ঢুকে পড়ে।”
ঠিক কী বলেছেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”রাহুল গান্ধী বিদেশে গেলেই তাঁর মধ্যে ঢুকে পড়ে জিন্নার আত্মা কিংবা আল কায়দার মতো চিন্তাভাবনা করা লোকেরা। আমি তাঁকে পরামর্শ দেব দেশে ফিরে কোনও ভাল ওঝার থেকে ঝাড়ফুঁক করে নিতে। আসলে রাহুলের সমস্যা হল, উনি এখনও মেনে নিতে পারেননি নরেন্দ্র মোদি ওঁর জমিদারি সম্পত্তিকে ধ্বংস করে এমন উন্নয়ন করতে পেরেছেন। উনি রাজতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের তুলনা করে বেড়ান।”
স্কুলে এখনই শেষ হচ্ছে না গরমের ছুটি, মেয়াদ আরও দিন দশেক বাড়ানোর কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার!-আনন্দবাজার পত্রিকা
এখনই শেষ হচ্ছে না গরমের ছুটি। রাজ্যের স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ বাড়ল আরও ১০ দিন। ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল, আগামী ৫ জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি। ৭ জুন থেকে প্রাথমিক স্কুলগুলিও খোলার ঘোষণা করা হয়। তবে বুধবার রাজ্যের তরফে গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে তা ১৫ জুন পর্যন্ত করে দেওয়া হল।
গত ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছিল। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তার পর ৫ তারিখ থেকে স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছিল। এর পরেই বিজ্ঞপ্তি দিয়ে ৫ জুন থেকে স্কুল খোলার কথা জানানো হয়। কিন্তু বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এখনই গরমের ছুটি শেষ হচ্ছে না। পাশাপাশি গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।