জুলাই ০৩, ২০২৩ ১৬:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৩ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মতামত দুবাইয়ে বাংলাদেশিদের পুঁজি পাচার বিপজ্জনক হয়ে উঠছে- প্রথম আলো 
  • বিএনপির অপকর্ম-দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি আসে: প্রধানমন্ত্রী -যুগান্তর
  • ফ্রান্সে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান -কালের কণ্ঠ
  • অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা -ইত্তেফাক
  • ‘দয়া করে খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছি’ –শেখ হাসিনা-মানবজমিন
  • ক্যাসিনোকাণ্ড : জামিন চেয়ে চেম্বার আদালতে সেলিম প্রধান -বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • পঞ্চায়েত ভোট বাতিল এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে মামলা খারিজ প্রধান বিচারপতির বেঞ্চে -আনন্দবাজার পত্রিকা
  • মহা-রাজনীতির প্রভাব? বেঙ্গালরুতে বিরোধী বৈঠকের দিন ঘোষণা কংগ্রেসের, আমন্ত্রণ সব বিরোধী দলকে -সংবাদ প্রতিদিন
  • বিজেপি’র লাগাতার অত্যাচার, মৃত্যু সিপিআই(এম) প্রার্থীর – গণশক্তি
  • মোদির বাসভবনের ওপর রহস্যজনক ড্রোন, নাশকতার রেকি?-হিন্দুস্তান টাইমস

 এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

বিএনপির অপকর্ম-দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি আসে: প্রধানমন্ত্রী-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপির অপকর্ম-দুঃশাসনের কারণে দেশে জরুরি অবস্থা (ইমার্জেন্সি) ঘোষণা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিটি নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'একবার ভেবে দেখুন এ দেশে আমার বাবা-মা, ভাইকে খুন করা হয়েছে আর সেই খুনিদের বিচার না করে ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে, বিচারের হাত থেকে তাদেরকে রেহাই দেওয়া হয়েছিল। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। আমরা যারা আপনজন হারিয়েছিলাম বাবা-মা, ভাইদের হত্যার বিচার চাওয়ার অধিকার আমাদের ছিল না।'

মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে কারাগারে সাজাভোগ করছেন। দয়া করে তাকে বাসায় থাকতে দিয়েছি। তিনি বলেন, বিএনপির কাজ সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মানুষ খুন করা, ভোট চুরির জন্য ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করা। এ সমস্ত কাজ বিএনপি করে গেছে।

অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম তার মতামত কলামে লিখেছেন, দুবাইয়ে বাংলাদেশিদের পুঁজি পাচার বিপজ্জনক হয়ে উঠছে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ‘গোল্ডেন ভিসা’ পদ্ধতি চালু করে। কেউ ২০ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি টাকা) বিনিয়োগ করলে বা আমিরাতের কোনো ব্যাংকে জমা রাখলে তাঁকে ১০ বছরের জন্য কোনো প্রশ্ন ছাড়া আমিরাতে অবাধে প্রবেশের ভিসা প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে।

এই গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে বাংলাদেশের ক্রমবর্ধমানসংখ্যক ব্যবসায়ী তিন বছর ধরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার পাশাপাশি দুবাইয়ে পুঁজি পাচারকে আকর্ষণীয় বিষয় হিসেবে বেছে নিতে শুরু করেছেন।

ব্যবসাকেন্দ্র হিসেবে দুবাই এখন সিঙ্গাপুর ও হংকংয়ের চেয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সেই বিবেচনা থেকেই আমি মনে করছি, দুবাই ক্রমেই বাংলাদেশের অর্থনীতির জন্য পুঁজি পাচারের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে। যথাযথ গুরুত্বসহ দুবাইয়ে অবৈধ পুঁজি পাচারের বিষয়টি দমনের প্রয়াস নেওয়া প্রয়োজন বলে মনে করছি।

মনে রাখতে হবে, সৌদি আরবের পর সংখ্যার দিক থেকে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি অভিবাসীদের দ্বিতীয় প্রধান গন্তব্য। এর ফলে দেশে প্রবাসী আয় পাঠানো বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য হুন্ডি ব্যবসায়ীরা আমিরাতে অত্যন্ত সক্রিয়, আমিরাত থেকে বাংলাদেশে পাঠানো প্রবাসী আয়ের সিংহভাগ হুন্ডি ব্যবসায়ীরাই দখলে নিয়ে নিয়েছেন বহুদিন যাবৎ। এখন যখন আমিরাত ‘গোল্ডেন ভিসা’ চালু করেছে, তাই অন্যান্য দেশে পুঁজি পাচারের পাশাপাশি খোদ আমিরাতে এবং বিশেষত দুবাইয়ে পুঁজি পাচারে প্রচণ্ড গতি সঞ্চারিত হয়েছে গত সাড়ে তিন বছরে।

এ পর্যায়ে উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম তিন মাসে আমিরাত থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক পথে প্রবাসী আয়ের প্রবাহ সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে পাঠানো প্রবাসী আয়কে ছাড়িয়ে গেছে। কিন্তু এ তথ্য বিভ্রান্তিকর হতে পারে। কারণ, সম্প্রতি কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে দুবাইয়ে যে ক্রমবর্ধমান হারে অবৈধ পুঁজি পাচার হয়ে চলেছে, সে বিষয়কে আড়াল করে দিতে পারে সাম্প্রতিক এই প্রবাসী আয়ের প্রবাহের চিত্র। এ ক্ষেত্রে স্মরণ করা প্রয়োজন, হুন্ডিওয়ালাদের অনেকেরই আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে।

কিছুদিন আগে অর্থমন্ত্রী বলেছিলেন, প্রায় অর্ধেক প্রবাসী আয় এখন হুন্ডি পদ্ধতিতে দেশে আসছে। আমার ধারণা, বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশের সিংহভাগ প্রবাসী আয় প্রেরক হুন্ডি পদ্ধতি ব্যবহার করছেন।

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা-ইত্তেফাক

বেতন বৃদ্ধির দাবিতে আগামী ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা। সোমবার (৩ জুলাই) সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেট পোস্টগ্রাজুয়েশন ট্রেইনি ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়ে বার বার কর্তৃপক্ষ সমর্থন দিয়ে থাকলেও, তাদের আশ্বাস বরাবরের মতোই মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রাইভেট ট্রেইনিদের ব্যাপারে যে মন্তব্য করেছেন সেটা থেকে প্রতীয়মান হয় যে, তিনি আমাদের কাজের পরিধি এবং আমাদের মানবেতর জীবন সম্পর্কে মোটেও অবগত নন।

ফ্রান্সে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান-কালের কণ্ঠ

টানা ছয় দিন ধরে বিক্ষোভে উত্তাল রয়েছে ফ্রান্স। তাই দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। রবিবার দূতাবাস থেকে জনসতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন প্যারিসের কাছাকাছি স্থান নস্তের শহরতলিতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়।

এ ঘটনার পর প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। অনলাইন সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে, অভিভাষী অধ্যুষিত এলাকা- বেজোনস, জেনিভিলিয়ার্স, গার্গেন-নেস-গোনেসে, অ্যাসিনিয়েরেস-সুর সেইন, মন্ট্রিউই, নিউলিপুর-মারুন, ফ্ল্যামাট, মিউডনসহ মার্সেই এবং রোখদো শহরে ব্যাপক দাঙ্গা, লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। প্রায় সহস্রাধিক লোক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সের কোনো কোনো এলাকায় সান্ধ্য আইন জারিসহ যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

মোদির বাসভবনের ওপর রহস্যজনক ড্রোন, নাশকতার রেকি?-হিন্দুস্তান টাইমের এ খবরে লেখা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের ওপরে দেখা গেছে রহস্যময় এক ড্রোন। এ নিয়ে উঠেপড়ে লেগেছে পুলিশ। কোনো নাশকতার রেকি করার জন্য এই ড্রোন ওড়ানো হয়েছে কি না, তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে ভারতের রাজধানীতে। চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরের আকাশসীমা ‘নো ফ্লাই জোন’-এর আওতায় পড়লেও কীভাবে সেখানে ড্রোন পৌছালো তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্নের। এখনও ড্রোনটির সন্ধান পায়নি গোয়েন্দারা। তবে জোর তদন্ত চলছে এ নিয়ে। ওই ড্রোনটি রহস্যজনক ভাবে চক্কর কাটতে থাকে মোদির বাসভবনের ওপর। 

বাসভবনে নিযুক্ত এসপিজি সদস্যদের নজরে পড়ে সেই উড়ন্ত ড্রোনটি। সঙ্গে সঙ্গে এই নিয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তারা জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি তারা। এই পরিস্থিতি এই ড্রোন নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে।

মহা-রাজনীতির প্রভাব? বেঙ্গালরুতে বিরোধী বৈঠকের দিন ঘোষণা কংগ্রেসের, আমন্ত্রণ সব বিরোধী দলকে-সংবাদ প্রতিদিন

মহা-রাজনীতির প্রভাব কি ক্রমেই প্রকট হচ্ছে বিরোধী জোটের উপর। বিরোধী বৈঠক নিয়ে কংগ্রেসের সিদ্ধান্ত সেই জল্পনাই নতুন করে উসকে দিল। কারণ বেঙ্গালুরুর বৈঠক পিছিয়ে যাওয়ার কথা থাকলেও তড়িঘড়ি বৈঠকের দিন ঘোষণা করে দিলেন কেসি ভেনুগোপাল। সোমবার কংগ্রেসের (Congress) তরফে ভেনুগোপাল বলে দেন, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক হবে ১৭ ও ১৮ জুলাই। কংগ্রেসের পক্ষ থেকে পাটনার বৈঠকে হাজির সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, শরদের শিবিরে ভাঙন ধরায় জাতীয় স্তরে হঠাৎই কোণঠাসা এনসিপি। বিরোধী জোটের মুখ হিসেবে অনেকটাই প্রকট হয়ে উঠছে রাহুল গান্ধীর মুখ। এমনকী উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও।

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন বাতিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ হয়ে গেল। সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়। ওই মামলায় পঞ্চায়েত ভোট বাতিলের পাশাপাশি, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য কেন্দ্রের কাছে রিপোর্ট চাওয়ার আর্জিও জানানো হয়েছিল।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিংহের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সোমবার তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৩

ট্যাগ