জুলাই ৩১, ২০২৩ ১৬:৩৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩১ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ফ্ল্যাটে গুলি, কর্মচারী আহত, আওয়ামী লীগ নেতার ছিনতাইয়ের ‘নাটক’-প্রথম আলো
  • আমরণ অনশনে যাচ্ছেন মাধ্যমিক শিক্ষকরা-ইত্তেফাক
  • একটু আন্দোলন-সংগ্রাম দেখলে ভয় পাবেন না: প্রশাসনের উদ্দেশে প্রধানমন্ত্রী -যুগান্তর
  • ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ হওয়া উচিত: ওবায়দুল কাদের-মানবজমিন
  • হাজার টাকা ঋণে মাজায় দড়ি, বড় খেলাপি নিয়োগ দেন বড় আইনজীবী-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • রাজ্যে ডেঙ্গি বেশি হচ্ছে পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ায়, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা-আনন্দবাজার পত্রিকা
  • ‘জ্ঞানবাপীকে মসজিদ বললে বিতর্ক হবেই’, বিস্ফোরক যোগী ‘-সংবাদ প্রতিদিন
  • মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বিজেপি-ই জানালেন ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

একটু আন্দোলন-সংগ্রাম দেখলে ভয় পাবেন না: প্রশাসনের উদ্দেশে প্রধানমন্ত্রী-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিরোধী দলগুলোর সাম্প্রতিক আন্দোলন দেখে প্রশাসনের কর্মকর্তাদের ‘ভয়’ না পাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘একটু আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে।প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা এখনও কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য এই মুখ গোমড়া করে থাকা আমি দেখতে চাই না, সবাইকে হাসিখুসি দেখতে চাই।প্রধানমন্ত্রী নিজ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, ‘সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। শতভাগ মানুষের ঘর বাড়ি থাকবে। কেউ পিছিয়ে থাকবে না।শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়েও ঢাকায় যতটা হাহাকার, গ্রামেগঞ্জে কিন্তু সেটি নেই। ২০৪১ সালের বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা।

সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে পুলিশের সতর্ক অবস্থান-প্রথম আলো পত্রিকার এ খবরে লেখা হয়েছে, বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, কেউ শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ তাদের সহযোগিতা করে। বিএনপির আজকের সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ হওয়া উচিত: ওবায়দুল কাদের-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ঢাকার প্রবেশপথ বন্ধ করে আন্দোলন করার জন্য বিএনপির ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা সমাবেশ করলাম বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আর তারা করলো নয়াপল্টনে। কিন্তু ঠিক পরের দিন ঢাকার প্রবেশ পথে অবরোধ ডাকলো। ঢাকায় প্রবেশের মুখ বন্ধ করে দিবে এটা কেন? এটা কোন গণতন্ত্র। এটা কোন আন্দোলন। নির্বাচনকে সামনে রেখে যারা এ ধরনের কর্মসূচি নেয় ভিসানীতি তো তাদের উপর প্রয়োগ করা উচিত। এটা পরিষ্কার- তারা নির্বাচন বানচাল করতে চাচ্ছে।

 ফ্ল্যাটে গুলি, কর্মচারী আহত, আওয়ামী লীগ নেতার ছিনতাইয়ের ‘নাটক’-প্রথম আলো

রাজধানীর রমনা এলাকায় গতকাল রোববার এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা ঘটেছে, সেটা ছিনতাই ছিল না। বরং মো. মানিক নামের ওই যুবক গুলিবিদ্ধ হন তাঁর নিয়োগকারী আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ওরফে বাচ্চুর ‘বাসায়’। ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বলছে, বাসা থেকে গুলিবিদ্ধ মানিককে হাসপাতালে নিয়ে যান ইসমাইল। পরে এ ঘটনা ধামাচাপা দিতে তিনি ছিনতাইয়ের নাটক সাজান।ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস প্রথম আলোকে বলেন, এটা ছিনতাইয়ের ঘটনা নয়। আসল ঘটনা ধামাচাপা দিতে ছিনতাইয়ের নাটক সাজানো হয়। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা ইসমাইল হোসেন ও তাঁর বাসার কর্মী মহিউদ্দিন রুবেল নামের দুজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারলে আসল রহস্য বের করা যাবে।’

দৈনিকটির অপর এক খবরের শিরোনাম এরকম-আমরণ অনশনে যাচ্ছেন মাধ্যমিক শিক্ষকরা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারিকরণ) দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা আন্দোলন করছেন। এবার সেই একদফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

হাজার টাকা ঋণে মাজায় দড়ি, বড় খেলাপি নিয়োগ দেন বড় আইনজীবী-কালের কণ্ঠ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘বড় বড় ঋণ খেলাপিরা শত শত কোটি ঋণ নেয় এবং সেই ঋণ যাতে পরিশোধ করতে না হয়- সে জন্য বড় বড় আইনজীবী নিয়োগ করেন। অথচ পাঁচ-দশ হাজার টাকা ঋণের কারণে কৃষকের মাজায় দড়ি পড়ে। তাদের দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসা হয়।’ নারায়ণগঞ্জের এক প্রয়াত ব্যবসায়ীর ঋণ সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার এসব কথা বলেন বিচার বিভাগের প্রধান।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

‘জ্ঞানবাপীকে মসজিদ বললে বিতর্ক হবেই’, বিস্ফোরক যোগী-সংবাদ প্রতিদিন

মন্দিরস্থলেই কি জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) তৈরি হয়েছে? মসজিদ চত্বরের অজুখানায় কি মিলেছে শিবলিঙ্গ? না কি সেটি একটি ফোয়ারা? বিতর্কের নিষ্পত্তিতে মামলা চলছে আদালতে। এর মধ্যেই জ্ঞানবাপী নিয়ে বিস্ফোরক উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। প্রশ্ন তুললেন, “মসজিদে ত্রিশূল এল কোথা থেকে?” পাশাপাশি যোগীর মন্তব্য, “জ্ঞানবাপীকে মসজিদ বললে বিতর্ক হবেই। ঐতিহাসিক ভুলকে সংশোধন করে নেওয়ার বিষয়ে মুসলিম মামলাকারীদের এগিয়ে আসা উচিত।” জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) বৈজ্ঞানিক সমীক্ষা ফের স্থগিত করেছে আদালত। বৃহস্পতিবার শুনানির পরে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court) জানায়, আগামী ৩ আগস্ট পর্যন্ত মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা করা যাবে না। মসজিদ চত্বরে সমীক্ষার কাজ আদৌ নিরাপদ কিনা তা নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ শুনানি হয়েছিল। আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। এর পরেই যোগীর মন্তব্য তাৎপর্যপূর্ণ। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, বিষয়টির দ্রুত নিষ্পত্তি চাইছে তাঁর সরকার।

যোগী সাফ কথা “জ্ঞানবাপীকে মসজিদ বললে ভুল বলা হবে। মসজিদে ত্রিশূল কী করছে? আমরা রক্ষণাবেক্ষণ করতে পারিনি। ওখানে জ্যোতির্লিঙ্গ আছে, দেবতারা আছেন।” গোটা দেশে গেরুয়া শিবিরের অন্যতম মুখ আরও বলেন, “ঐতিহাসিক ভুলকে সংশোধন করে নেওয়ার বিষয়ে মুসলিম পক্ষেরও প্রস্তাব দেওয়া উচিত। আমরা নিষ্পত্তি চাই।” অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপানী মহারাজ যোগীর বক্তব্যকে সমর্থন করে ইতিমধ্যে মুসিলম পক্ষকে প্রস্তাবও করেছেন। চক্রপানী মহারাজ বলেন, “মুসলিম আবেদনকারীদের জন্য ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা দেওয়ার এটি একটি ভাল সুযোগ।”

রাজ্যে ডেঙ্গি বেশি হচ্ছে পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ায়, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা-আনন্দবাজার পত্রিকা

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যখন উদ্বেগজনক, তখন সোমবার বিধানসভা অধিবেশনে কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন কক্ষে ডেঙ্গি নিয়ে বিজেপির প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।’’ এই প্রসঙ্গেই দ্রুত পঞ্চায়েত বোর্ড গঠনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী।বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ডেঙ্গির কারণে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। নবান্ন ও সামগ্রিক ভাবে প্রশাসন ডেঙ্গি ঠেকাতে দফায় দফায় পর্যালোচনা চালাচ্ছে বলেও অধিবেশনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বিজেপি-ই জানালেন ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা-গণশক্তি

প্রধানমন্ত্রী আরও একটি ‘মন কি বাত’ করলেন। কিন্তু তাঁর মুখে ‘মণিপুর কি বাত’ শোনা গেল না। এদিনও চুপ রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর সম্পর্কে তাঁর এই উদাসীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিরোধীদের মঞ্চ ‘ইন্ডিয়া’র সাংসদ প্রতিনিধিরা। মণিপুরের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে রবিবার দিল্লি ফিরে যাওয়ার আগে রাজ্যপাল অনুসূয়া উইকির সঙ্গে সাক্ষাৎ করে সবিস্তারে জানিয়ে একটি স্মারকলিপিও তুলে দেয় প্রতিনিধিদল। স্মারকলিপিতে সাংসদরা উল্লেখ করেছেন, ‘মণিপুরের পরিস্থিতি ভয়াবহ। উৎকন্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন মণিপুরবাসী। দুর্বিষহ অবস্থায় রয়েছে ত্রাণ শিবিরগুলি। একেকটি শিবিরে চার থেকে পাঁচশো মানুষ গাদাগাদি করে বাস করছেন। শিবিরে করুণ অবস্থায় আছেন শিশু ও বৃদ্ধরা। দুই গোষ্ঠীর মধ্যে আগে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ নিতে হবে।’ প্রায় ৪৫ মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন সাংসদরা। রাজ্যপাল প্রতিনিধিদলকে বলেছেন, ‘‘রাজ্যে শান্তি ফিরিয়ে আনার কাজকে অগ্রাধিকার দিতে আমি রাজ্য সরকারকে বলেছি। সরকার ও বিরোধীপক্ষ মিলে সর্বদলীয় প্রতিনিধিদল রাজ্যের বিবদমান দুই গোষ্ঠীর সঙ্গে কথা বললে আরও ভালো হতো।’’ তখন সাংসদরা বলেন, ‘‘বিরোধীরা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে মণিপুরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাতে প্রস্তাব দিয়েছে। কিন্তু কেন্দ্র এই প্রস্তাবে রাজি হয়নি।’’ #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৩১

ট্যাগ