আগস্ট ০৫, ২০২৩ ১৬:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৫ আগস্ট শনিবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সবগুলো পত্রিকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের খবরটি প্রধান খবর হিসেবে প্রকাশ করেছ। তো আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • ইমরান খানের ৩ বছরের জেল, গ্রেপ্তার: কে হচ্ছেন পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান!: মানবজমিন
  • অনুমতি না পেলেও কর্মসূচি দিয়ে যাবে জামায়াত-দৈনিক প্রথম আলো
  • জুলাই মাসে যানবাহন দুর্ঘটনায় নিহত ৬৪৪–যুগান্তর।
  • জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় সমমনা জোট-কালের কণ্ঠ
  • রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া : কাদের; সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না: রিজভী- এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত

 

  • ভারতের শিরোনাম:
  • ফের উত্তপ্ত মণিপুর, বাফারজোন অতিক্রম করে সংঘর্ষে হত ৩, অগ্নিসংযোগ একাধিক বাড়িতে - দৈনিক পুবের কলম
  • এবার হিজাব নিয়ে অশান্তি ত্রিপুরায়, হিন্দুত্ববাদীদের হামলায় জখম ছাত্র – দৈনিক গণশক্তি
  • ইঞ্জিনিয়ার রেখে লাভ কী?’ কেইআইআইপি-র কাজে ক্ষুব্ধ মেয়র -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

ইমরান খানের ৩ বছরের জেল, গ্রেপ্তার: কে হচ্ছেন পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান!- শীর্ষক আলাদা এ দুটি খবরে দৈনিক মানবজমিন লিখেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এ অপরাধে তাকে তিন বছরের জেল দিয়েছে আদালত। রায় ঘোষণার সামান্য সময়ের মধ্যেই তাকে লাহোরের বাসভবন থেকে গ্রেপ্তার করে জেলে নেয়া হয়েছে। ইমরান খানের পক্ষ থেকে মামলা অগ্রহণযোগ্য দাবি করে পিটিশন করা হয়েছিল। বিচারক সেই পিটিশন খারিজ করে দিয়ে তার বিরুদ্ধে তিন বছরের জেল ঘোষণা করেন।

ইমরান খান

এদিকে, দ্রুত সময় শেষ হয়ে যাচ্ছে। হাতে আর মাত্র ৫টি দিন বাকি। এরপরই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভেঙে দেবেন পাকিস্তানের পার্লামেন্ট। ফলে তিনি কাজ শেষ করে এনেছেন বলেই মনে করা হচ্ছে। কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী তা এখন তিনি ক্ষমতাসীন জোটের ৮টি মিত্রের কোটে ঠেলে দিয়েছেন। তারা আলোচনা চালাচ্ছেন। পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে ১২ই আগস্ট মধ্যরাতে। শোনা যাচ্ছে এ পদে পারস্পরিকভাবে দলগুলো একজন ব্যক্তিকে নিয়োগ দেয়ার বিষয়ে একমত হয়েছে। তিনি কে তা প্রকাশ করা হয়নি।

অনুমতি না পেলেও কর্মসূচি দিয়ে যাবে জামায়াত শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, সভা–সমাবেশের মাধ্যমে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। আপাতত দলটির লক্ষ্য সংঘাত এড়িয়ে কর্মসূচি চালিয়ে যাওয়া। এরই অংশ হিসেবে একের পর এক কর্মসূচির ঘোষণা দিচ্ছে দলটি। যদিও গত জুনে ঢাকায় একটি সমাবেশের পর পুলিশ জামায়াতকে আর কোনো কর্মসূচির অনুমতি দেয়নি। কিন্তু দলটি বারবার কর্মসূচি পিছিয়ে আবার আবেদন করে যাচ্ছে। এর মধ্য দিয়ে দলটি দেখাতে চাইছে যে তারা নিয়ম মেনে একের পর এক আবেদন করছে, কিন্তু সরকার ও প্রশাসন তাদের প্রতি চরম বৈরী আচরণ করছে। এরপরও জামায়াত সংঘাতে না গিয়ে ঘোষিত কর্মসূচি স্থগিত করে আবার নতুন কর্মসূচি ঘোষণা করছে। এই কৌশল তারা অব্যাহত রাখবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।

জুলাই মাসে যানবাহন দুর্ঘটনায় নিহত ৬৪৪ - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, চলতি বছর শুধু জুলাই মাসে ৫০৫ সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত ও এক হাজার ৫৫ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৪৭টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও আহত ১৫ এবং ৩৮ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৬৮ দুর্ঘটনায় ৬৪৪ জন নিহত এবং ১০৭৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো দুর্ঘটনা প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় সমমনা জোটশীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এ সমাবেশ হয়।

রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া : কাদের; সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না: রিজভী শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে ভয়ঙ্কর বিষফোঁড়া। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি।

এদিকে, সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করার পর নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। তারপর নির্বাচন করবে বিএনপি। এর আগে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সেটা আর নির্বাচন হবে না। সেটা হবে রাতের নির্বাচন বা অন্য কোনো নির্বাচন। পার্লামেন্ট বিলুপ্ত হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। তার অধীনেই নির্বাচন হবে।

শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

ফের উত্তপ্ত মণিপুর, বাফারজোন অতিক্রম করে সংঘর্ষে হত ৩, অগ্নিসংযোগ একাধিক বাড়িতে -শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। শুক্রবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুরের উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাত দুটো নাগাদ নতুন করে সংঘর্ষ ছড়ায় বিষ্ণুপুরের কোয়াকতা এলাকায়। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে নিহত হয়েছেন মেইতেই সম্প্রদায়ের অন্তত তিন জন। মৃতদের মধ্যে বাবা–ছেলে রয়েছে। এই ঘটনার পরেই কুকি জনগোষ্ঠীর একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

এবার হিজাব নিয়ে অশান্তি ত্রিপুরায়, হিন্দুত্ববাদীদের হামলায় জখম ছাত্র -শীর্ষক খবরে দৈনিক সংবাদ গণশক্তি লিখেছে, এবার ত্রিপুরায় হিজাব নিয়ে অশান্তি শুরু করলো আরএসএস-বিজেপি। শুক্রবার বিশালগড়ের করইমুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মহম্মদ  ইলিয়াস সরকারকে বিশ্ব হিন্দু পরিষদ ও এবিভিপি’র  বহিরাগত দুর্বৃত্তরা স্কুল গেটে আক্রমণ করে গুরুতর জখম করেছে। অন্যান্য ছাত্রদেরও মারধর করেছে হিন্দুত্বের বাহিনী। মহম্মদ ইলিয়াস সরকার হাপানিয়ায় টিএমসি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে। কর্নাটকের কায়দায় বিশালগড়ে বিশ্ব হিন্দু পরিষদ কয়েকটি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে দাবি করে যাতে মুসলিম ছাত্রীরা হিজাব পড়ে স্কুলে না আসে। শুক্রবার করইমুড়া স্কুলের সামনে বহিরাগত বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং এবিভিপি'র দুর্বৃত্তরা স্কুলের ছাত্রদের হিজাব পরা মেয়েদের বাধা দিতে বললে তারা আপত্তি জানায়। বহিরাগত দুর্বৃত্তরা স্কুলের ছাত্রদের উপর হামলা চালায়। তাতে দশম শ্রেণির ছাত্র মহম্মদ ইলিয়াস সরকার গুরুতর আহত হয়। এই খবর পেয়ে এলাকার অভিভাবকরা নারী-পুরুষ নির্বিশেষে স্কুলের সামনে এসে দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের গেট বন্ধ করে রেখেছে।

ইঞ্জিনিয়ার রেখে লাভ কী? কেইআইআইপি-র কাজে ক্ষুব্ধ মেয়র শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, অল্প বৃষ্টিতে বেহালায় জল দাঁড়িয়ে যায় প্রায়ই। এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ -এর ইঞ্জিনিয়ারদের এক হাত নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফের সেখানে জল জমার অভিযোগ পেয়ে কেইআইআইপি-র কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। অনুষ্ঠানে ক্ষুব্ধ মেয়র বলেন, ‘‘ইঞ্জিনিয়ারেরা যদি ময়দানে নেমে কাজ না করেন, তা হলে সেই ইঞ্জিনিয়ার রেখে লাভ কী?

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ