আগস্ট ১০, ২০২৩ ১৭:৩৪ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ১০ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণযোগ্য : বিশ্বব্যাংক= দৈনিক কালেরকণ্ঠ
  • প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে ১৪ দিন মতামত নেবে সরকার: প্রথম আলো
  • দলের প্রয়োজনে নিজের মার্কিন ভিসা জ্বালিয়ে দেবেন কাদের মির্জা: দৈনিক যুগান্তর
  • আন্দোলনের মুখেই সরকারের পতন হবে: ফখরুল- মানবজমিন
  • বিএনপিকে নিষিদ্ধ করার দাবি যুবলীগের: নয়াদিগন্ত
  • তারেক-জোবায়দাকে ফিরিয়ে আনতে যা যা করার করব: স্বরাষ্ট্রমন্ত্রী: দৈনিক ইত্তেফাক

ভারতের পত্রপত্রিকার শিরোনাম

  • অনাস্থা প্রস্তাব ঈশ্বরের আশীর্বাদ’, আরও বড় ব্যবধানে জেতার হুঙ্কার মোদির- সংবাদ প্রতিদিন
  • অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে আসতে পারে প্রস্তাব, জল্পনা রাজ্য বিধানসভার অন্দরে: আনন্দবাজার
  • দাম কমার আশ্বাস, ৭০ টাকা কেজিতে মিলবে টম্যাটো বললেন অর্থমন্ত্রী নির্মলা: দৈনিক পুবের কলম

বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (১০ আগস্ট)
১. ঋণ দিতে পারবে না ইসলামী ব্যাংকের কোনো শাখা। দৈনিক মানবজমিনের এই খবরকে আপনি কীভাবে দেখছেন?
২. সাত বছর পর তেহরানে ফের সৌদি দূতাবাসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। সৌদি আরবের এই পদক্ষেপ সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত 

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে ১৪ দিন মতামত নেবে সরকার: প্রথম আলো

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে ১৪ দিন পর্যন্ত মতামত গ্রহণ করবে সরকার। এ জন্য আইনের খসড়া ওয়েবসাইটে দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনের খসড়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতও গ্রহণ করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ উপস্থিত ছিলেন।

দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নেয় সরকার। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দলের প্রয়োজনে নিজের মার্কিন ভিসা জ্বালিয়ে দেবেন কাদের মির্জা: দৈনিক যুগান্তর

দলের প্রয়োজন মনে করলে নিজের যুক্তরাষ্ট্রের ভিসা জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই।

বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে কাদের মির্জা এ ঘোষণা দেন। 

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

প্রায় ২২ মিনিটের লাইভ বক্তৃতায় কাদের মির্জা বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। তলোয়ারের নিচে যে সংগঠনের জন্ম, সেই দলের কর্মীদের কেউ ভিসানীতির ভয়, কেউ রক্তচক্ষু দেখিয়ে এবং কেউ আগুনসন্ত্রাস করে কখনো দমাতে পারবে না। আমার আমেরিকার ভিসা আছে, দলের প্রয়োজনে যদি মনে করি ভিসা সাংবাদিকদের ডেকে জ্বালিয়ে-পুড়িয়ে দেব।

কাদের মির্জা বলেন, আমেরিকা ও তাদের আজ্ঞাবহ জাতিসংঘ সুষ্ঠু নির্বাচন করতে এবং বিরোধীদের আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল হতে বিবৃতি দেয়। অথচ এই বিরোধীরা যে রাস্তায় গাড়ি ভাঙচুর ও আগুনসন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করছে, তা নিয়ে তাদের কোনো কথা নেই। মূলত তাদের এসব কথাবার্তায় প্রমাণিত হয়— যারে দেখতে নারী তার চলন বাঁকা।

তারেক-জোবায়দাকে ফিরিয়ে আনতে যা যা করার করব: স্বরাষ্ট্রমন্ত্রী: দৈনিক ইত্তেফাক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে আনতে যা যা করার করা হবে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তারেকের স্ত্রী জোবায়দাকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এর আগে চার দফা দাবিতে যুবলীগের পক্ষে থেকে মন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এরমধ্যে তারেক রহমান ও জোবায়দাকে ফিরিয়ে আনার দাবিও রয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করব। এরই মধ্যে তারেক জিয়া ও তার স্ত্রী আদালত-দ্বারা দণ্ডিত। তাদের ফিরিয়ে আনার জন্য যা যা করার আমরা করব।

বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণযোগ্য : বিশ্বব্যাংক= দৈনিক কালেরকণ্ঠ

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলোও বাংলাদেশের এই উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে। ইহসানুল করিম আরো জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের সার্বিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিশ্বব্যাংকের কর্মকর্তাকে অবহিত করেন।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। 

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে, কারণ তাঁর সরকার ও দল (আওয়ামী লীগ) সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পর তা বাস্তবায়ন করে। আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন। আমরা প্রতিটি মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই। এ সময় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অগ্রগতির পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তার সংস্থা রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ইতোমধ্যে ৭০ কোটি মার্কিন ডলার প্রদান করেছে। রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে হবে।

জলবায়ু পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, আমরা কার্বন নিঃসরণকারী নই’, তা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ যথেষ্ট খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে। আইয়ার অবশ্য প্রধানমন্ত্রীকে বলেছিলেন, বিশ্বব্যাংক তার ‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে।

শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক একটি বহুমাত্রিক বিনিয়োগ কর্মসূচির আওতায় শহরটিকে আরো বাসযোগ্য করে তোলার লক্ষ্যে পরিবেশগত পুনরুদ্ধার ও ঢাকা শহরের চারপাশের নদীগুলোর নাব্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিশ্বব্যাংকের কর্মকর্তা এ দেশের স্যানিটেশন ব্যবস্থারও প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা অসাধারণ।’

তিনি উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে সমৃদ্ধিশালী বলে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে।

আন্দোলনের মুখেই সরকারের পতন হবে: ফখরুল- মানবজমিন

আন্দোলনের মুখেই বর্তমান সরকারের পতন হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল, সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো বর্তমান নিশিরাতের সরকারের জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জনগণের আন্দোলনের মুখেই অবৈধ সরকারের পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও জামিন লাভের পরেও বিএনপি নেতাকর্মীদেরকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা সম্পূর্ণ অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে অবৈধ সরকার নিরবচ্ছিন্নভাবে এ ধরণের ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনতার বিপুল ঢল দেখে দিশেহারা হয়ে বিরোধী দলগুলোকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। কিন্তু নেতাকর্মীদেরকে হামলা চালিয়ে, গুলি করে, গ্রেপ্তার করে, নির্যাতন চালিয়ে ও কারান্তরীণ রেখে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। বরং বেআইনী কর্মকান্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ অবৈধ সরকারকে জবাবদিহির মুখোমুখি দাঁড়াতেই হবে।

অনাস্থা প্রস্তাব ঈশ্বরের আশীর্বাদ’, আরও বড় ব্যবধানে জেতার হুঙ্কার মোদির- সংবাদ প্রতিদিন

লোকসভায় বুধবার রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রায় ঝড় তুলে দিয়েছিলেন তাঁকে ‘অহংকারী রাবণে’র সঙ্গে তুলনা করে। এরপর থেকে অপেক্ষা ছিল অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে কী বলেন মোদি (PM Modi)। বৃহস্পতিবার বিকেলে ভাষণ দিতে গিয়ে শুরু থেকেই বিরোধীদের চড়া সুরে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেন, ‘অনাস্থা প্রস্তাব ঈশ্বরের আশীর্বাদ।’ তাঁর দাবি, ২০১৮ সালেও বিরোধীরা এমন প্রস্তাব এনেছিল। পরের বছর নির্বাচনের ফলাফলে আগের থেকেও বেশি আসনে জিতেছিল এনডিএ। একই ভাবে ২০২৪ সালে আরও বড় ব্যবধানে জিতে মসনদে ফেরার হুঙ্কার মোদির।

তাঁর কথায়, ”একদিক দিয়ে বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব আমাদের জন্য সৌভাগ্যের। আমি দেখতে পাচ্ছি আপনারা (বিরোধীরা) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানুষের আশীর্বাদধন্য হয়ে এনডিএ ও বিজেপিই ২০২৪ সালে দুর্দান্ত জয় পাবে, আগের সব রেকর্ড ভেঙে।”

পাশাপাশি বিরোধীদের তোপ দেগে মোদি বলেন, ”মানুষের কল্যাণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল আলোচনা হওয়ার কথা। কিন্তু বিরোধীরা রাজনীতি নিয়েই আগ্রহী।” তাঁর দাবি, বিরোধীদের কাছে দেশের ঊর্ধ্বে দল। প্রধানমন্ত্রীর খোঁচা, ”মানুষের খিদের থেকে ওদের কাছে ক্ষমতার খিদেই বেশি গুরুত্বপূর্ণ।” এভাবেই ওয়াকিবহাল মহলের একাংশের ভবিষ্যদ্বাণী মেনে বৃহস্পতিবার বিরোধীদের কাঠগড়ায় তুলে চড়া আক্রমণের পথই বেছে নিলেন মোদি

দাম কমার আশ্বাস, ৭০ টাকা কেজিতে মিলবে টম্যাটো বললেন অর্থমন্ত্রী নির্মলা: দৈনিক পুবের কলম

বর্তমানে টম্যাটোর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। দেশের অনেক রাজ্যে টম্যাটোর দাম কেজি প্রতি ১০০ টাকার উপরে। কোথাও কোথাও টম্যাটোর দাম কেজিতে ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে ৩০০ টাকা কেজি দরে বিকিয়েছে টম্যাটো। মানুষ এখনও টম্যাটোর বাড়তি দামে নাভিশ্বাস উঠছে। বৃহস্পতিবার দাম কমার আশা দেখালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ‘ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগের মধ্যে দিল্লি ও জাতীয় রাজধানীর অঞ্চলগুলিতে টম্যাটো ৭০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে।’

সীতারামন আরও বলেন, ‘ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ) দ্রব্যমূল্য স্বাভাবিক করতে এই সপ্তাহে ভর্তুকি দিয়ে দিল্লি ও জাতীয় রাজধানীর অঞ্চলগুলিতে টম্যাটো বিক্রি করবে।

ট্যাগ