আগস্ট ২৬, ২০২৩ ১৬:১৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ২৬ আগস্ট (শনিবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • আগস্টে সর্বোচ্চ ডেঙ্গু রোগী, কমা শুরু হলেও তিন কারণে উদ্বেগ-দৈনিক প্রথম আলো
  • পাঁচ দফা দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ, স্বদেশে ফেরার আকুতি-দৈনিক কালেরকণ্ঠ
  • নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে শক্তিশালী সিন্ডিকেট’- দৈনিক যুগান্তর
  • ডেঙ্গু কেড়ে নিলো ব্যাংক কর্মকর্তা শারমিনের প্রাণ- দৈনিক মানব জমিন
  •  ঢাকা ছাড়া সব মহানগরে আজ বিএনপির কালো পতাকা মিছিল- ইত্তেফাক
  • বাড়তি দামে অসহায় নিম্ন আয়ের মানুষ-মাছ ডিম সবজিতে অস্থির বাজার-দৈনিক নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • চাঁদ ছোঁয়ার ২৩ অগস্ট ‘জাতীয় মহাকাশ দিবস’! গ্রিস থেকে ফিরেই ইসরোয় গিয়ে ঘোষণা প্রধানমন্ত্রীর- দৈনিক আনন্দবাজার প্রত্রিকা
  • এবার আপ শাসিত পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন? মুখ্যমন্ত্রীকে ‘হুঁশিয়ারি’ রাজ্যপালের- সংবাদ প্রতিদিন- সংবাদ প্রতিদিন
  • মাদুরাই স্টেশনের কাছে ট্রেনে অগ্নিকাণ্ড, মৃত অন্তত দশ- দৈনিক আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
আগস্টে সর্বোচ্চ ডেঙ্গু রোগী, কমা শুরু হলেও তিন কারণে উদ্বেগ-দৈনিক প্রথম আলো
দেশে গত পাঁচ বছরের প্রবণতা হলো, মধ্য আগস্টে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ ঘটে। এর পর থেকে কমতে শুরু করে এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ। এবারও তা–ই ঘটেছে। তার আগে আগস্টে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। এবার অন্তত তিনটি কারণে উদ্বেগ থাকছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সরকার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভা হয় গত সোমবার। সেখানেই চলতি বছর এবং গত পাঁচ বছরের ডেঙ্গু সংক্রমণের প্রবণতা তুলে ধরা হয়। সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তুলে ধরা প্রতিবেদনে বলা হয়, সভার আগের দুই সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার হার প্রায় ২২ শতাংশ কমেছে। এ সময়ে সারা দেশে মৃত্যু কমেছে ৮ শতাংশের বেশি। তবে জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক এবং কীটতত্ত্ববিদদের কেউই এবারের ডেঙ্গুর সংক্রমণের নিম্নগতিতে স্বস্তি পাচ্ছেন না। অন্তত তিনটি কারণ তাঁদের উদ্বেগ বাড়াচ্ছে। এর মধ্যে আছে থেমে থেমে বৃষ্টির প্রবণতা, ঢাকার বাইরে সংক্রমণ অনেক ছড়িয়ে যাওয়া এবং পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সম্পৃক্ততার অভাব।
ক) পাঁচ দফা দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ, স্বদেশে ফেরার আকুতি-দৈনিক কালেরকণ্ঠ
মিয়ানমারের আরাকানে (রাখাইন) ছয় বছর আগে সংঘটিত গণহত্যার বিচার ও নিজেদের ভিটাবাড়িতে পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফেরাসহ পাঁচ দফা দাবিতে গতকাল সমাবেশ করেছে রোহিঙ্গারা। ২৫ আগস্ট দিনটিকে তারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আকুতিএ উপলক্ষে গতকাল শুক্রবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়া ও টেকনাফের ৩৩টি নিবন্ধিত ক্যাম্পের মধ্যে ১২টিতে সমাবেশ করেছে তারা। এসব সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেছেন, ‘আমরা আমাদের দেশ মিয়ানমারে ফিরে যাব। রাখাইন আমাদের জন্মভূমি, মিয়ানমার আমাদের দেশ। আমাদের আরাকানে ফিরিয়ে নিতে হবে। না নিলে আমরা ১১ লাখ রোহিঙ্গা মিয়ানমারের পথে রওনা হব। আমাদের দেশে আমরা ঢুকবই।
খ) নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে শক্তিশালী সিন্ডিকেট’- দৈনিক যুগান্তর’- 
মৌলভীবাজার সড়ক ও জনপথে চলছে হরিলুট। ২০২২-২৩ অর্থবছরে আরএফকিউতে (রিকোয়েস্ট ফর কোটেশন) লুট হয়েছে কোটি টাকা। আবার রাজস্ব (পিরিয়ডিক্স মেইটেন্যান্স প্রোগ্রাম-পিএমপি মাইনর) খাতে কাজ না করেও ভুয়া ভাউচারে লাখ লাখ টাকার বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব দুর্নীতির দুই-তৃতীয়াংশ হয়েছে জুনে। বর্তমান নির্বাহী প্রকৌশলী যোগদানের পর থেকে মৌলভীবাজার সড়ক ও জনপথে ‘সাগরচুরি’ হচ্ছে। নির্বাহী প্রকৌশলীর সিন্ডিকেটে সম্পৃক্ত উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, হিসাবরক্ষকসহ অফিসের বড় একটি অংশ। যুগান্তরের অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীরা তাদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান যদি কাজ পায় তাহলে অফিস কর্তৃক ক্রয়কৃত মালামাল দিয়েই নামকাওয়াস্তে কাজ করে টাকা ভাগবাটোয়ারা করে নেন। সরকারি চাকরির পাশাপাশি অনেক কর্মকর্তা ঠিকাদারি কাজে নিয়োজিত হচ্ছেন। 
ক) বাড়তি দামে অসহায় নিম্ন আয়ের মানুষ-মাছ ডিম সবজিতে অস্থির বাজার-দৈনিক নয়াদিগন্ত
নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম বেড়ে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রতিদিনের খাবারের উপাদান মাছ ডিম সবজি। এই পণ্যেগুলোর দাম কোনোভাবেই নাগালের ভেতরে আনা যাচ্ছে না। প্রতিদিনই দাম বেড়ে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। ভোক্তা অধিদফতরের অভিযানে সাময়িকভাবে কমলেও দু’-এক দিনের ব্যবধানে আবারো বেড়ে যাচ্ছে। বাড়তি দামের কারণে অসহায় হয়ে পড়েছেন স্বল্প আয়ের ক্রেতারা। গতকাল রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। কিছুদিন আগেও এই ডিম বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা ডজন। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কয়েক দিনের ব্যবধানে রসুনের দামও কেজিতে বেড়েছে ২০ টাকা।
খ) ঢাকা ছাড়া সব মহানগরে আজ বিএনপির কালো পতাকা মিছিল- ইত্তেফাক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ ঢাকা ছাড়া দেশের সব মহানগরে ‘কালো পতাকা মিছিল’ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
প্রতিটি মহানগরে কেন্দ্রীয় একজন সিনিয়র নেতা ছাড়াও নির্বাহী কমিটির সম্পাদক, সহসম্পাদক ও নির্বাহী সদস্যরাও অংশ নেবেন। তাদের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।
একই দাবিতে গতকাল ঢাকায় কালো পতাকা মিছিল করেছিল বিরোধী জোট। কালো পতাকা হাতে গণমিছিল করে সরকারকে পদত্যাগের চূড়ান্ত বার্তা দিতে চাইছে তারা।
ক) এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
চাঁদ ছোঁয়ার ২৩ অগস্ট ‘জাতীয় মহাকাশ দিবস’! গ্রিস থেকে ফিরেই ইসরোয় গিয়ে ঘোষণা প্রধানমন্ত্রীর- দৈনিক আনন্দবাজার প্রত্রিকা
চন্দ্রযান-৩-এর অবতরণস্থলের নাম এখন থেকে ‘শিবশক্তি’। শনিবার সকালে গ্রিস থেকে ফিরেই ইসরোর দফতরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এই ঘোষণা করলেন তিনি। পাশাপাশি, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নামকরণ করলেন তিনি। নাম দিলেন ‘তেরঙা’। চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ অগস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবেও ঘোষণা করেন মোদী। সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘‘ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির শঙ্খনাদ শোনা যাচ্ছে।’’ চন্দ্রযান-৩ অভিযানের সাফল্য নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মোদী। চোখে জল নিয়ে মোদী বলেন, ‘‘ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। ইসরো আমাদের দেশকে গর্বিত করেছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি, সেখানে আগে কেউ পৌঁছয়নি। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। চন্দ্রযান-৩ ভারতের না, মানবতার সাফল্য। 
খ) মাদুরাই স্টেশনের কাছে ট্রেনে অগ্নিকাণ্ড, মৃত অন্তত দশ- দৈনিক আজকাল
ট্রেনে অগ্নিকাণ্ড।
শনিবার ভোর পাঁচটা পনেরো নাগাদ মাদুরাই স্টেশনের কাছে স্পেশাল ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লাগে। রেল সূত্রের খবর, আইআরসিটিসির বিশেষ ট্রেন পুনালুর–মাদুরাই এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই বিশেষ ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত দশ জন যাত্রীর আগুনে ঝলসে মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ট্রেনটিতে ৬৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আর সকলেই ছিলেন তীর্থযাত্রী। 
দুর্ঘটনাটি যখন ঘটে তখন যাত্রীরা সকলেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। আর ট্রেনটি ছিল দাঁড়িয়ে। মাদুরাই স্টেশনের কাছে প্যান্ট্রি কারে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়ঙ্কর আগুন লাগে। পরে তা আশপাশের আরও দু’টি বগিতে ছড়িয়ে পড়ে। মাদুরাই জংশন থেকে এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেতেই মাদুরাই স্টেশন থেকে আপদকালীন একটি দল ছুটে যায় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। 
ক) এবার আপ শাসিত পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন? মুখ্যমন্ত্রীকে ‘হুঁশিয়ারি’ রাজ্যপালের- সংবাদ প্রতিদিন
এবার INDIA জোটের শরিক আম আদমি পার্টির দখলে থাকা পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসনের ‘হুমকি’ দিলেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত (Banwarilal Purohit)। তাঁর অভিযোগ, রাজ্যর মাদক পাচার চক্র নিয়ে বারবার চিঠি লেখা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তাঁকে কোনও তথ্য দিচ্ছেন না। রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ না করলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে তিনি বাধ্য হবেন। আসলে মাদক পাচার নিয়ে গত কয়েক সপ্তাহ লাগাতার রাজ্যপাল পুরোহিত এবং মুখ্যমন্ত্রী মানের মধ্যে কার্যত ঠান্ডা লড়াই চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কার্যত রোজই কিছু না কিছু মন্তব্য করে চলেছেন। আবার মুখ্যমন্ত্রী মানকে (Bhagwant Maan) চিঠি লিখেও মাদক পাচার নিয়ে একাধিকবার কৈফিয়ত চেয়েছেন তিনি। কিন্তু মান কোনও জবাব দেননি। এরপরই পাঞ্জাবের রাজ্যপাল চিঠি দিয়ে বলছেন, মুখ্যমন্ত্রী যদি সরকারি চিঠির জবাব না দেন, তাহলে তিনি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে বাধ্য হবেন। যা একপ্রকার হুমকির শামিল।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ