আগস্ট ২৮, ২০২৩ ২১:৫১ Asia/Dhaka
  • একনজরে ২৮ আগস্ট প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

ক) শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২৮ আগস্ট (সোমবার) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম জানিয়ে দেব।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ভুয়া চেক ইস্যুতে ক্ষুব্ধ ফখরুল-‘আন্দোলন দমন করতে না পেরে প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ’- ইত্তেফাক
  • দুটি ধারা জামিনযোগ্য করে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন- প্রথম আলো
  • আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি : ডিবি প্রধান- দৈনিক কালেরকণ্ঠ
  • আ.লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসলে বিএনপি মেনে নেবে: গয়েশ্বর- যুগান্তর
  • এমটিএফই’র প্রতারণার জালে ৮০০০০০ মানুষ- মানবজমিন
  • ফোকলা অর্থনীতির কারণে ব্রিকসে সদস্য দেয়নি বন্ধুরাষ্ট্র : ড. মঈন খান- দৈনিক নয়া দিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • ৩৭০ ধারা রদ নিয়ে মামলা করতেই সাসপেন্ড অধ্যাপক! ‘প্রতিশোধ?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের: সংবাদ প্রতিদিন
  • দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে সাসপেন্ড করা হল নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে, কর্তব্যে গাফিলতির অভিযোগ– আনন্দবাজার
  • নগ্ন করে গাছে উলটো ঝুলিয়ে বেধরক মার ৪ দলিত যুবককে, থুতু চাটানো সহ গায়ে করা হল প্রস্রাব: পূবের কলম 

শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তুারিত

 দুটি ধারা জামিনযোগ্য করে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন- প্রথম আলো

আরও দুটি ধারা জামিনযোগ্য করে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, এখন কারিগরি ধারা ছাড়া খসড়া আইনের আর কোনো ধারা অজামিনযোগ্য নেই।

সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন সাইবার নিরাপত্তা আইন করছে। ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে অংশীজন ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ ছিল, আইনে সাজা কিছু কমানো ও ধারা জামিনযোগ্য করা ছাড়া বিষয়বস্তুতে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। এতে মানুষের হয়রানি কমাবে না। ৯ আগস্ট আইনটির খসড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চাওয়া হয়। এ জন্য তারা ১৪ দিন সময় দিয়েছিল। প্রায় ৫০০টি মতামত জমা পড়ে। মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদনের আগে খসড়া আইনের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক) ভুয়া চেক ইস্যুতে ক্ষুব্ধ ফখরুল-‘আন্দোলন দমন করতে না পেরে প্রোপাগান্ডা চালাচ্ছে আওয়ামী লীগ- ইত্তেফাক

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন শীর্ষ নেতা। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়েছে। সেখানে লেখা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন মির্জা ফখরুল। পরে বিভিন্ন মাধ্যমে যাচাই করে দেখা যায়, চেকটি সম্পূর্ণ ভুয়া। বিষয়টি নজরে এলে মির্জা ফখরুল ক্ষুদ্ধ হন এবং এটিকে আওয়ামী লীগের পরিকল্পিত প্রোপাগান্ডা উল্লেখ করেন। বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, আমরা আন্দোলন করছি। সরকার নিপীড়ন-নির্যাতন করে এই আন্দোলন কোনোভাবেই দমন করতে পারছে না। দেশের মানুষ এই আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হয়ে পড়ছেন। তাই সরকার নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এমন একটি জায়গায় চলে গেছে, এটাকে আমরা বলি নষ্ট সময়, নষ্ট রাজনীতি। কত টাকা আছে তাদের? লক্ষ-কোটি টাকার মালিক হয়েছে জনগণের সম্পদ-ব্যাংক লুট করে। কিন্তু তাদের বুঝতে হবে যে মির্জা ফখরুলকে কেনা যায় না।

আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি : ডিবি প্রধান- দৈনিক কালেরকণ্ঠ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি। যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপরাধীদের শনাক্ত করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারেন, ডিবি কার্যালয় একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড বা হতাশ হব না। এটা আমাদের মানবিক দিক। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ডিবিপ্রধান সাংবাদিকদের এসব কথা বলেন। ডিবি কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মধ্যাহ্নভোজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এবার ছাত্রদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই আলোচনা-সমালোচনার জবাব দেন তিনি। ছাত্রদল নেতাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশকে দুর্বল মনে করে কোনো অস্ত্র কারবারি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী ঢাকা শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে, তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার আমরা তা করব। ডিবি কাউকে ভয় পায় না।’ 

আ.লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসলে বিএনপি মেনে নেবে: গয়েশ্বর- যুগান্তর

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার হলে কাকে পুরস্কৃত করবে, কাকে প্রধানমন্ত্রী করবে- তা ঠিক করবে জনগণ। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাকি তারেক রহমান, নাকি অন্য কেউ হবে- এটা ঠিক করবে জনগণ। জনগণ যদি আপনাকেও প্রধানমন্ত্রী হিসেবে বসায় আমরা মেনে নেব। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এজন্য সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে।  রোববার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমটিএফই’র প্রতারণার জালে ৮০০০০০ মানুষ- মানবজমিন

এমটিএফই (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ)র প্রতারণার জালে জড়িয়েছিল দেশের প্রায় ৮ লাখ মানুষ। তাদের অনেকে খুইয়েছেন সর্বস্ব। এতে দেশ থেকে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। 
এই এমটিএফইর সঙ্গে বাংলাদেশের যারা জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে সিআইডি এই চক্রকে ধরিয়ে দেয়ার জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে। আর প্রতারণার কাজে সহযোগিতার জন্য এমটিএফইর কর্তাব্যক্তিদের ধরতে মাঠে অভিযান চালাচ্ছে র‌্যাব। কিন্তু, তারা গা-ঢাকা দিয়েছে। সিআইডি অফিসিয়ালি জানিয়েছে যে, দেশের প্রায় ৫ লাখ লোক এই প্রতারণার শিকার হয়েছেন। তবে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা বলছে, এই সংখ্যা ৮ লাখেরও বেশি হবে। 
এ বিষয়ে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, যারা প্রতারণার শিকার হয়েছেন তারা যাতে সিআইডিকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। 

৩৭০ ধারা রদ নিয়ে মামলা করতেই সাসপেন্ড অধ্যাপক! ‘প্রতিশোধ?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের: সংবাদ প্রতিদিন: সংবাদ প্রতিদিন

৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন কাশ্মীরের (Jammu and Kashmir) এক অধ্যাপক। দিন দুই পড়েই তাঁকে সাসপেন্ড করে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা বিভাগ। এই ঘটনায় সোমবার তীব্র অসন্তোষ প্রকাশ করল শীর্ষ আদালত। বিচারপতিদের প্রশ্ন তুললেন, ‘প্রতিশোধ’ নিতেই কি বরখাস্তের সিদ্ধান্ত? উপত্যকার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জহুর আহমেদ বাট। তিনি ডিগ্রিধারী আইনজ্ঞও বটে। ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল হওয়া অনেক মামলার একটির আবেদনকারী। গত ২৩ আগস্ট সুপ্রিম কোর্টে হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অধ্যাপক। সরকারি সিদ্ধান্তকে সংবিধানবিরোধী ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিহিত করেছিলেন। এর পর ২৫ আগস্ট জম্মু-কাশ্মীরের শিক্ষা বিভাগ তাঁকে সাসপেন্ড করেছে।

নগ্ন করে গাছে উলটো ঝুলিয়ে বেধরক মার ৪ দলিত যুবককে, থুতু চাটানো সহ গায়ে করা হল প্রস্রাব: পূবের কলম 

অমানবিক বললেও একে কম বলা হয়! ফের দলিতদের ওপরে ন্যক্করজনক ঘটনা ঘটনানোর অভিযোগ মহারাষ্ট্রে। চোর সন্দেহে ৪ দলিত যুবককে উলটো করে ঝুলিয়ে মারধর করে, প্রস্রাব, জুতো চাটানোর অভিযোগ উঠল। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পর মহারাষ্ট্রে দলিত নির্যাতনের ছবি ফুটে উঠেছে। বার বারই তথাকথিত একশ্রেণির মানুষ নীচু জাতের তকমা দিয়ে দলিতদের ওপরে দমন-পীড়ন নীতি চালিয়ে যাচ্ছে। অথচ নির্বিকার প্রশাসন। পুলিশ সূত্রে খবর, গ্রাম থেকে ছাগল-পায়রা চুরির ঘটনা ঘটছিল। সমস্ত সন্দেহ গিয়ে পড়ে ওই যুবকদের উপরে। উপযুক্ত শাস্তি দিতেই গাছের সঙ্গে উলটো করে ঝুলিয়ে রেখে দেওয়া হল বেধরক মার। এখানেই শেষ নয়, শাস্তি হিসেবে অতি নিকৃষ্ট ধরনের কাজ করতেও বাধল না তাদের। জুতোয় থুতু ফেলে তা চাটতে বলা হয়। মহারাষ্ট্রে আহমেদনগরে এই ঘটনায় হতবাক আধুনিক সমাজ।  সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। বিক্ষোভ, অবরোধও হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ