সেপ্টেম্বর ০১, ২০২৩ ১৫:৩৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ১  সেপ্টম্বের ( শুক্রবার)  ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ খবরগুলো শিরোনাম জানিয়ে দেব।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা-১৮ কোটি মানুষের কাছে মাথা নত করতে হবে সরকারকে: গয়েশ্বর- ইত্তেফাক

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে যানজট কিছুটা হলেও কমবে: ওবায়দুল কাদের- প্রথম আলো
  • টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে : ধারণক্ষমতার তিন গুণ বেশি বন্দি’- দৈনিক কালেরকণ্ঠ
  • সাইবার নিরাপত্তা আইন থেকে কঠোর বিধিমালা বাতিলের আহ্বান অ্যামনেস্টির - যুগান্তর
  • জনগণ এক দফা দাবির আন্দোলনে বিজয় লাভ করবেই : মির্জা ফখরুল- দৈনিক নয়া দিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • তাজ হোটেল উড়িয়ে দেবে দুই পাক জঙ্গি, মুম্বই পুলিশের কাছে এল হুমকি ফোন-দৈনিক আজকাল
  • যতদূর সম্ভব হয় একসঙ্গে লড়ব’, মুম্বইয়ের মেগা বৈঠকে প্রতিজ্ঞা INDIA জোটের: সংবাদ প্রতিদিন
  • সব ভারতীয়ই হিন্দু, হিন্দু মানেই ভারত’, বিস্ফোরক দাবি RSS প্রধান মোহন ভাগবতের– দৈনিক সংবাদ প্রতিদিন
  • যাঁরা অন্যের ধর্মগ্রন্থের অবমাননা করেন, তারা আসলে নিজের ধর্মকে অপমান করেন…… স্বামী চন্দ্রদেবজী মহারাজ: পূবের কলম 

শ্রোতাবন্ধুরা এবার বাংলাদেশের কয়েকটি খবরের বিস্তুারিত

এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে যানজট কিছুটা হলেও কমবে: ওবায়দুল কাদের- প্রথম আলো

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ চালু হলে যানজট কিছুটা হলেও কমবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (কাওলা-ফার্মগেট অংশ) উদ্বোধনের সুধী সমাবেশস্থল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ যান চলাচলের জন্য উদ্বোধন করবেন। 

এ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১০ থেকে ১১ মিনিটের মধ্যে কাওলা থেকে ফার্মগেটের তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করা যাবে। এর সুফল রাজধানীবাসী পাবে। সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ পদ্মা সেতুর সুফল পাচ্ছে। উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত চালু করা মেট্রোরেলের সুবিধাও মানুষ ভোগ করছে। অক্টোবরে যখন মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়ে যাবে, তখন আরও বেশি সুবিধা মানুষ পাবে। তখন যান চলাচল আরেকটু সহজ হবে, যানজটের বিরাজমান পরিস্থিতির লাঘব হবে। ওবায়দুল কাদের বলেন, ঢাকার যানজট পরিস্থিতির সমাধান হয়তো আজকেই পাওয়া যাবে না। তবে কিছুটা তো পাওয়া যাবে। মেট্রোরেলের সব কটি লাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে ঢাকা আরও আধুনিক শহরের রূপ নেবে।

টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে : ধারণক্ষমতার তিন গুণ বেশি বন্দি’- দৈনিক কালেরকণ্ঠ

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) ধারণক্ষমতার সাড়ে তিন গুণ বেশি বন্দি বা নিবাসী রয়েছে। সেখানে ছোট একটি চিকিৎসাকেন্দ্র থাকলেও তাতে চিকিৎসক-নার্সসহ লোকবল নেই। ফলে কোনো নিবাসী অসুস্থ হয়ে পড়লে সেখানে প্রাথমিক চিকিৎসাও পায় না। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির বিভিন্ন বিভাগেও আছে লোকবলের সংকট। গত মঙ্গলবার টঙ্গীর কলেজ গেট এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে গিয়ে জানা যায় এসব তথ্য।

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, ৫.৩৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র নানা সংকটে জর্জরিত। একটি পাঁচতলা ও একটি দোতলা ভবনে থাকে শিশু-কিশোর বন্দিরা। এখানে ধারণক্ষমতা ২০০ বন্দির। কিন্তু আছে ৭২৭ জন। তবে ৩০০ বন্দি থাকার অনুমোদন আছে। চলতি বছর এই প্রতিষ্ঠানের দুই বন্দি মারা গেছে তত্ত্বাবধায়ক বলেন, প্রতিষ্ঠানটির অনুমোদিত কর্মকর্তা-কর্মচারীর পদ আছে ৬৩টি। বর্তমানে কর্মরত আছেন ৩১ জন। সিএসপিবি (চাইল্ড সেনসিবল প্রটেক্ট ইন বাংলাদেশ) প্রকল্পের আওতায় কর্মরত আছেন সাতজন। প্রতিষ্ঠানটির নিরাপত্তার জন্য ৫৫ জন আনসার সদস্য কাজ করছেন। কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, কেন্দ্রের চিকিৎসাকেন্দ্রে সরকারি অনুমোদিত পদ আছে দুটি। একজন নার্স ও একজন কম্পাউন্ডার।

জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা-১৮ কোটি মানুষের কাছে মাথা নত করতে হবে সরকারকে: গয়েশ্বর- ইত্তেফাক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৮ কোটি মানুষের কাছে এই সরকারের সমর্থন নেই। বিদেশিদের কাছে মাথানত করল কী করল না, এটা বিএনপির মাথাব্যথা নয়। তাই সরকারকে ১৮ কোটি মানুষের কাছেই মাথা নত করতে হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। ছবি: সংগৃহীত

বিদেশিরা কেন বিএনপির পক্ষে সমর্থন দিচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন,  আমাদের কথা হলো তাদের (বিদেশিদের) সমর্থন আদায় করার বিষয় না। আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, তারা (বিদেশিরা) গণতন্ত্রের পক্ষে কথা বলছে; আমরা ন্যায়বিচার চাই, তারা এ দেশে ন্যায়বিচার চায়, জনগণের অধিকার ভূলুণ্ঠিত না হয় সেটা তারা চায়। তারা মানবাধিকারের কথা বলে, তারা খুন-গুমের বিরুদ্ধে বলে। সুতরাং আমাদের এখানে চাওয়ার ব্যাপার নেই। তাদের নিজস্ব বিবেচনা বোধ থেকে তারা আমাদের দেশের জনগণের পক্ষে কথা বলছে।

সাইবার নিরাপত্তা আইন থেকে কঠোর বিধিমালা বাতিলের আহ্বান অ্যামনেস্টির - যুগান্তর

সরকার প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের (সিএসএ) খসড়া থেকে কঠোর বিধিমালা বাতিলের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  সম্প্রতি মন্ত্রিসভায় আইনটির খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান এ আহ্বান জানান।

অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, মন্ত্রিসভার সাইবার সিকিউরিটি অ্যাক্টকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলা উচিত হবে না। কারণ এটি মোটাদাগে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিলিপি এবং এটি একসময় বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও স্বাধীনতা খর্ব করতে ব্যবহার করা হয়েছে। নাদিয়া রহমান বলেন, সাইবার নিরাপত্তা আইনের অনেক বিধিই আইনি বৈধতা, প্রয়োজনীয়তা, সমানুপাতিকতা পূরণে ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে বেমানান।

যতদূর সম্ভব হয় একসঙ্গে লড়ব’, মুম্বইয়ের মেগা বৈঠকে প্রতিজ্ঞা INDIA জোটের: সংবাদ প্রতিদিন

মুম্বইয়ে (Mumbai) ইন্ডিয়া (INDIA) জোটের মেগা বৈঠকে মিলিত হল ২৮টি বিরোধী দল। এবং ২০২৪ সালের নির্বাচনে একসঙ্গে লড়াই করার শপথ নিল তারা। তবে ‘যতদূর সম্ভব’ আসন সমঝোতা করেই। বাণিজ্যনগরীর এই বৈঠক বিরোধী ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। এর আগে তারা পাটনা ও বেঙ্গালুরুতে মিলিত হয়েছিল।

এরই পাশাপাশি ১৩ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথাও ঘোষণা করা হয়েছে বৈঠকের পরে। কারা আছেন এই কমিটিতে? জানানো হয়েছে, এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে সি বেণুগোপাল, শরদ পওয়ার, এম কে স্ট্যালিন, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, সঞ্জয় রাউত, রাঘব চাড্ডা, ডি রাজা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি।

তবে জল্পনা ছিল, জোটের লোগো শুক্রবার প্রকাশিত হতে পারে। কিন্তু তা হয়নি। শোনা গিয়েছে, বিরোধীদের মধ্যে মতানৈক্যের কারণেই এখনও লোগো প্রকাশিত করা হয়নি। মনে করা হচ্ছে, শিগগিরি লোগো ও জোটের মুখপাত্রের নাম ঘোষণা করা হবে।  এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে দাবি করা হয়েছে, কেবল ওই কমিটিই নয়, চারটি সাব গ্রুপও গঠন করা হবে। এই গ্রুপের তরফে জোটের সমস্ত সভা ও অন্যান্য কর্মসূচির পরিকল্পনা করবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াও তারা দেখভাল করবে। 

সব ভারতীয়ই হিন্দু, হিন্দু মানেই ভারত’, বিস্ফোরক দাবি RSS প্রধান মোহন ভাগবতের– দৈনিক সংবাদ প্রতিদিন

ভারত হিন্দুরাষ্ট্র। তাই এদেশে বসবাসকারী প্রত্যেক নাগরিকই হিন্দু। সমস্ত ভারতবাসীর হয়েই প্রতিনিধিত্ব করে হিন্দু ধর্ম। নাগপুরের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত। তিনি আরও বলেন, এই কথাগুলি বুঝতে পেরেও মানতে চান না দেশবাসীর একটা বড় অংশ। কারণ তাঁরা স্বার্থপর। প্রসঙ্গত, আগেও একাধিকবার ভাগবতের (Mohan Bhagwat) মুখে শোনা গিয়েছে হিন্দুরাষ্ট্রের দাবি। তাঁর মতে, জিনগতভাবেই প্রত্যেক ভারতবাসী হিন্দু ধর্মাবলম্বী।

শুক্রবার নাগপুরের দৈনিক তরুণ ভারত সংবাদপত্রের একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে বলেন, “হিন্দুস্তান তথা ভার‍ত হল হিন্দুরাষ্ট্র। এটাই সত্যি। তাই সব ভারতীয়রাই হিন্দু। আর হিন্দু মানেই সকল ভারতীয়কে বোঝানো হয়। আজ যতজন মানুষ ভারতে বসবাস করেন তাঁরা সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত। হিন্দু রাষ্ট্র থেকে হিন্দু পূর্বসূরি, সমস্ত কিছুর সঙ্গেই হিন্দুত্বের যোগসূত্র রয়েছে।”তিনি আরও বলেন, “সকলেই এই সার বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু অনেকেই এটা অস্বীকার করেন। দীর্ঘদিনের অভ্যাসবশত নিজেদের হিন্দু বলে পরিচয় দেননা তাঁরা। আবার কেউ কেউ স্বার্থপর। কেউ আবার এখনও বুঝতেই পারেননি তাঁরা হিন্দুরাষ্ট্রের অন্তর্ভুক্ত।”

তাজ হোটেল উড়িয়ে দেবে দুই পাক জঙ্গি, মুম্বই পুলিশের কাছে এল হুমকি ফোন-দৈনিক আজকাল

তাজ হোটেল উড়িয়ে দেবে দুই পাক জঙ্গি।

এমনই হুমকি ফোন পেল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার এক ব্যক্তি মুম্বই পুলিশকে হুমকি ফোন করে জানায়, দুই পাকিস্তানি এসে তাজ হোটেল উড়িয়ে দেবে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁর দাবি, সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছে দুই পাক জঙ্গি। সমুদ্রপথেই মুম্বই পৌঁছবে তারা। শহরের বিখ্যাত তাজ হোটেল উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুম্বই আসছে দুই পাক জঙ্গি। পুলিশ কর্তাদের প্রশ্নের মুখে ওই ব্যক্তি জানান, তাঁর নাম মুকেশ সিং। যদিও পরবর্তী তদন্তে জানা যায় ওই ব্যক্তির নাম জগদম্বা প্রসাদ সিং (‌৩৫)‌। উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা এই ব্যক্তি বর্তমানে মুম্বইয়ের সান্তাক্রুজে থাকেন। যদিও হুমকি ফোনকে যথেষ্ট গুরুত্ব দিয়েই তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ।# 

ট্যাগ