সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১৬:২৩ Asia/Dhaka

পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর থাকবে দুটি খবরের বিশ্লেষণ। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানাবেন শেখ হাসিনা- কালেরকণ্ঠ
  • বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর’- যুগান্তর
  • সুইডেনে ফের পোড়ানো হলো কোরআন, সহিংস বিক্ষোভ - ইত্তেফাক
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী- প্রথম আলো
  • সরকারের কাছে গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়: ফখরুল- মানবজমিন
  • ভারতীয় যুবকের ইসলাম গ্রহণ, নেপথ্যে বিস্ময়কর কাহিনী (ভিডিও)-দৈনিক নয়াদিগন্ত

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • দেশের নাম হঠাৎ বদলাতে হবে কেন? আমরা ‘ভারত’ তো বলিই, নামবদলের জল্পনা নিয়ে প্রশ্ন মমতার- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  •  নুসরতকে তলব, আগামী মঙ্গলবার ইডি-দপ্তরে হাজিরার নির্দেশ- দৈনিক আজকাল
  • সনাতন বিতর্কে উদয়নিধির শিরচ্ছেদের নিদান অযোধ্যার মহন্তের, ১০ কোটি পুরস্কার ঘোষণা- সংবাদ প্রতিদিন

বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন (৫ সেপ্টেম্বর) 
১. ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানআহম্মদ ভূঁইয়া। বিষয়টিকে কীভাবে দেখছেন?
২. কথিত প্রশাসনিক আটকাদেশের আওতায় ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি নাগরিক বন্দী রাখার সব রেকর্ড ভেঙেছে। কী বলবেন আপনি?

ফ্রান্সের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানাবেন শেখ হাসিনা- কালেরকণ্ঠ

বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর’- যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন কিশোরগঞ্জের আদালত। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ১নং আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিএনপি নেতা চাঁদকে আদালতে আনা হয়।

আসামিপক্ষের আইনজীবী কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির ঘটনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর দেওয়া মামলায় আবু সাঈদ চাঁদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জে আনা হয়। সোমবার দুপুরে তাকে একই আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ২৪ মে আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এ মামলায় রোববার সন্ধ্যায় আসামিকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। সোমবার শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় কিশোরগঞ্জ আদালতে তারিখ ধার্য ছিল

সুইডেনে ফের পোড়ানো হলো কোরআন, সহিংস বিক্ষোভ - ইত্তেফাক

সুইডেনের তৃতীয় বৃহত্তর শহরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসলামবিরোধী ইরাকি অ্যাক্টিভিস্ট সালওয়ান মোমিকা ফের গত রোববার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দিলে পরবর্তী সময়ে শহরটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এপির।  সহিংস দাঙ্গায় জড়িত থাকার দায়ে ইতিমধ্যে তিনজনকে আটক করে সুইডেনের পুলিশ। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মালমো শহরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ১০জনকে আটক করেছে। 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার বিকেলে মোমিকা শহরের প্রধান চত্বরে ভার্নহেমস্টরগেটে একটি কোরআনে আগুন ধরিয়ে দেন। ক্ষুব্ধ একদল বিক্ষোভকারী কোরআন পোড়ানো বন্ধ করার চেষ্টা করলে পুলিশ ও তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 
কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুড়েছে, এর মধ্যে কেউ কেউ পুলিশের গাড়িতে ইলেক্ট্রিক স্কুটার নিক্ষেপ করেছে। বেশ কয়েকটি পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 
স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা পেট্রা স্টেনকুলা বলেছেন, আমি বুঝতে পারছি এ ধরনের একটি জনসমাবেশ তীব্র আবেগ জাগিয়ে তোলে কিন্তু রোববার বিকেলে এমন বিশৃঙ্খলা এবং সহিংস অভিব্যক্তি আমরা সহ্য করতে পারি না।

সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনা বেশ বেড়েছে। এর জেরে বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলো ইতিমধ্যে এর কড়া নিন্দা জানিয়েছে। তবে এরপরেও সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা অব্যাহত রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী- প্রথম আলো

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এক আলোচনা সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন।

পরে আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, তাঁর (এমরান আহম্মদ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড. ইউনূস বিচারিক ‘হয়রানির শিকার’, বিবৃতিতে সই করব না: ডেপুটি অ্যাটর্নি জেনারেল

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া আজ সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, তিনি (এমরান আহম্মদ ভূঁইয়া) অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তাঁকে হয় পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তখন সাংবাদিকেরা জানতে চান, তাহলে এখন কী হবে? জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি দেখব।’ ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি (বিবৃতি) পাঠিয়েছেন বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে শতাধিক নোবেলজয়ী রয়েছেন। শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার তাদের ওয়েবসাইটে গত ২৮ আগস্ট এই চিঠি প্রকাশ করে।

গতকাল সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এমরান বলেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এক আলোচনা সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। পরে আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, তাঁর (এমরান আহম্মদ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড. ইউনূস বিচারিক ‘হয়রানির শিকার’, বিবৃতিতে সই করব না: ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া আজ সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, তিনি (এমরান আহম্মদ ভূঁইয়া) অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তাঁকে হয় পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তখন সাংবাদিকেরা জানতে চান, তাহলে এখন কী হবে? জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি দেখব।’

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি (বিবৃতি) পাঠিয়েছেন বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে শতাধিক নোবেলজয়ী রয়েছেন। শিকাগোভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিয়ন পিআর নিউজওয়্যার তাদের ওয়েবসাইটে গত ২৮ আগস্ট এই চিঠি প্রকাশ করে।

গতকাল সোমবার হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

এমরান বলেন, ‘আমি মনে করি, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তাঁর সম্মানহানি করা হচ্ছে এবং এটি বিচারিক হয়রানি।’

সরকারের কাছে গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়: ফখরুল- মানবজমিন

বর্তমান ফ্যাসিস্ট সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে। মঙ্গলবার রাজধানীর শমরিতা হাসপাতালে লালমাই বিএনপির আহত নেতাকর্মীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানার একটি বাসায় সাংগঠনিক সভা চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্বে হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।তিনি বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে, মফস্বলে বাসায় বসে সভা করলেও বাসায়ও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতীয় যুবকের ইসলাম গ্রহণ, নেপথ্যে বিস্ময়কর কাহিনী (ভিডিও)-দৈনিক নয়াদিগন্ত

ইসলাম গ্রহণ করেছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক যুবক। হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি এখন একজন নওমুসলিম।

সোমবার দেশটির সংবাদমাধ্যম ইটিভি ভারত উর্দু ভার্সনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই যুবকের নাম আনকিত প্রকাশ। তিনি রাজ্যের কানপুর জেলার চৌবেপুর এলাকার ওম প্রকাশের ছেলে। তবে ইসলাম গ্রহণের পর যুবকটি নিজের নতুন নাম দিয়েছেন মোহাম্মদ চাঁদ।

মোহাম্মদ চাঁদ চৌবেপুরের একটি গ্রামে বসবাস করতেন। এরই মধ্যে কারিনা নামে ওই গ্রামের এক মুসলিম কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রধরেই চার মাস আগে তারা গ্রাম থেকে নিরুদ্দেশ হন। পরে গত চার দিন আগে প্রেমিকার অনুরোধে ইসলামে প্রবেশ করেন আনকিত। ইটিভি ভারত জানিয়েছে, ইসলাম গ্রহণের পরই যুবকটি ওই মুসলিম কিশোরীকে বিয়ে করেছেন। তাদের বিয়ে সংক্রান্ত একটি ভিডিও-ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যমটি। ভিডিও প্রকাশের পর চৌবেপুরের গ্রামটিতে হানা দিয়েছে পুলিশ। কিন্তু ওই যুবক ও কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। পুলিশ যুবক ও কিশোরীর বিষয়ে তথ্য সংগ্রহ করছে। আর দু’জনের পরিবার জানাচ্ছে- তাদের সাথেও কোনো যোগাযোগ রাখেনি তারা।

দেশের নাম হঠাৎ বদলাতে হবে কেন? আমরা ‘ভারত’ তো বলিই, নামবদলের জল্পনা নিয়ে প্রশ্ন মমতার- দৈনিক আনন্দবাজার পত্রিকা

দেশের নাম বদল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ধন ধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। জি২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া রাষ্ট্রনেতাদের নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র বদলে ‘দ্য প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা নিয়েই বিতর্কের সূত্রপাত।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে, জি২০-র লাঞ্চে না ডিনারে, তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে?’’ তিনি আরও বলেন, ‘‘ইংরিজিতে বলি ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। এতে নতুন করে কিছু বলার নেই। কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে। হঠাৎ এমন কী হল?’’

সনাতন বিতর্কে উদয়নিধির শিরচ্ছেদের নিদান অযোধ্যার মহন্তের, ১০ কোটি পুরস্কার ঘোষণা- সংবাদ প্রতিদিন

সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। ওই ঘটনায় স্ট্যালিন পুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন।

মঙ্গলবার অযোধ্যার মহন্ত জানান, যদি ১০ কোটিতে কাজ না হয়, তবে উদয়নিধির মাথা কাটার জন্য পুরস্কার মূল্য বাড়াতেও রাজি আছেন তিনি। পরমহংস আচার্যর বক্তব্য সনাতন ধর্মের ইতিহাস না পড়ে আলটপকা মন্তব্য করেছেন উদয়নিধি। মহন্তর সাফ কথা, “সনাতন ধর্ম নিয়ে উনি যা যা বলেছেন, তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। নচেৎ কঠোর শাস্তি পাবেন। আমি নিজে হাতে ওঁর শিরচ্ছেদ করব।” তাঁর দাবি, ১০০ কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন ডিএমকে নেতা। যদিও এই হুমকি নিয়ে বিচলিত নন বলে জানিয়েছেন দক্ষিণের রাজ্যের তরুণ নেতা। মঙ্গলবার স্ট্যালিনের পুত্র বলেন, ‘এই সমস্ত হুমকি নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই।”

 নুসরতকে তলব, আগামী মঙ্গলবার ইডি-দপ্তরে হাজিরার নির্দেশ- দৈনিক আজকাল

গত মাসেই অভিনেত্রী, নেত্রী নুসরত জাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার। অভিযোগ ছিল ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা করেছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, ওই মামলাতেই এবার নুসরতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী মঙ্গলবার ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ কী? অভিযোগ, ২০১৪ সালে প্রায় কয়েকশ ব্যাক্তি ফ্ল্যাটের জন্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৩ বছরের মধ্যেই তাঁর নিজেদের ফ্ল্যাট পাবেন। সেই তিনবছর পেরিয়েছে বহু আগেই। কিন্তু ফ্ল্যাট মেলেনি। অভিযোগ  মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থার বিরুদ্ধে। যার অন্যতম ডিরেক্টর নুসরত। সঙ্গেই অভিযোগ ছিল, ফ্ল্যাট দুর্নীতির টাকা দিয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন তিনি। অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর নুসরত সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, '৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি যে, আমি দুর্নীতিতে যুক্ত নই।' সূত্রের খবর, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংকে তলব করেছে ইডি। # 

 

পার্সটুডে/বাবুল আখতার/৫

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ