সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৬:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

বাংলাদেশের শিরোনাম:

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান: মানবজমিন
  • ‘মুরগির চেয়ে বেশি দামে শিম কিনে খাচ্ছি’: দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়ার জন্য বিদেশের হাসপাতালে খোঁজখবর নিচ্ছে পরিবার-দৈনিক প্রথম আলো
  • আওয়ামী লীগ কখনো বিএনপির মনের ইচ্ছা পূরণ হতে দেবে না: তথ্যমন্ত্রী–যুগান্তর।
  • যেকোনো বাংলাদেশি মার্কিন ভিসা বিধিনিষেধে পড়তে পারে: ম্যাথু মিলার-কালের কণ্ঠ
  • বিপদ ধেয়ে আসছে : দুদু - এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত

 

  • ভারতের শিরোনাম:
  • নবী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মোদি, দ্রৌপদী মুর্মু সহ মমতার - দৈনিক পুবের কলম
  • জোটের স্বার্থে অসমে তৃণমূলকে আসন ছাড়তে প্রস্তুত কংগ্রেস! – দৈনিক সংবাদ প্রতিদিনি
  • বিশ্বের উদীয়মান শক্তি’, সুর বদলে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলেন -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের প্রথম চালান:- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে পৌঁছেছে। ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিল।

এদিকে নিরাপত্তার কারণে ভোর থেকেই বঙ্গবন্ধু সেতু হয়ে পাবনা-ঢাকা রুটে বন্ধ রাখা হয় বাস চলাচল। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান জানান, ইউরেনিয়াম রূপপুরে পৌঁছানোর মাধ্যমে পরমাণু প্রযুক্তির বৈশ্বিক এলিট গ্রুপে নিজের অবস্থান গড়লো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ ২০২৪ এবং আগামী ২০২৫ সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও জানান।

মুরগির চেয়ে বেশি দামে শিম কিনে খাচ্ছি:- শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাত পণ্যের দামে বেড়েছে অস্বস্তি। বিভিন্ন সময় নানা পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে আগাম কিছু শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম যেন আকাশছোঁয়া। এর মধ্যে শিম প্রতি কেজি ২০০ টাকা, যা এক কেজি ফার্মের মুরগির চেয়েও বেশি।

রাজধানীর রায়েরবাজারের ক্রেতা আরমান ভুঁইয়া বলেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। সবজিতেও এখন হাত দেওয়া যায় না। মুরগির চেয়ে বেশি দামে শিম কিনে খাচ্ছি।

খালেদা জিয়ার জন্য বিদেশের হাসপাতালে খোঁজখবর নিচ্ছে পরিবার:-শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁকে বিদেশে নিতে চেয়ে করা আবেদনে ইতিবাচক সাড়া মিলবে-এমনটাই আশা পরিবারের সদস্যদের। খালেদা জিয়ার পরিবারের একটি সূত্র আজ শুক্রবার প্রথম আলোকে জানিয়েছে, সরকার যদি অনুমতি দেয়, তাহলে দ্রুত যাতে খালেদা জিয়াকে বাইরে নেওয়া যায়, সে জন্যই এ প্রস্তুতি। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা চার দেশের হাসপাতালে খোঁজ নিচ্ছেন।

খালেদা জিয়া

দেড় মাসের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে।

আওয়ামী লীগ কখনো বিএনপির মনের ইচ্ছা পূরণ হতে দেবে না: তথ্যমন্ত্রী - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনো বিএনপির মনের ইচ্ছা পূরণ হতে দেবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে। আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে কৃষক লীগের সভায় তিনি এ কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা দেশকে খেলার পুতুল বানাতে দেবেন না। তিনি অভিযোগ করেন, নির্বাচন ভন্ডুল করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি-জামায়াত।

ড. হাছান মাহমুদ

 

যেকোনো বাংলাদেশি মার্কিন ভিসা বিধিনিষেধে পড়তে পারে : ম্যাথু মিলার–শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করলে প্রয়োজন অনুসারে যেকোনো বাংলাদেশির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার। এসময় ঢাকায় মার্কিন দূতাবাসসহ অন্য সকল কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করছে- এমন এক প্রশ্নের জাবাবে ম্যাথু মিলার বলেন, আমি এখন নির্দিষ্ট কোনো পদক্ষেপ ঘোষণা করতে যাচ্ছি না।তবে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ঘোষণা অনুসারে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্থ করার কাজে দায়ী কিংবা জড়িত থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার এবং রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসানীতি কার্যকর করার পদক্ষেপ আমরা শুরু করেছি।

বিপদ ধেয়ে আসছে : দুদু:- শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, সরকারকে উদ্দেশ করে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিপদ ধেয়ে আসছে। আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এতো সঙ্কটময় সময় দেখিনি। একবার যদি আগুন লেগে যায়, মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, তাহলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। পুলিশ তার থানা ছেড়ে পালাবে, প্রশাসন তার ঘর ছেড়ে পালাবে। আর ক্ষমতাবানরা তাদের চেহারা পরিবর্তন করতে পারে। বাংলাদেশের রাষ্ট্রদূত আমেরিকায় অনিরাপদ বোধ করছেন বলে জানিয়েছেন। এর একমাত্র সমাধান তত্বাবধায়ক সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, জেদ ধরে লাভ নাই, আপনার সরকারের সময় শেষের দিকে চলে এসেছে। যাওয়ার সময় হয়ে গেছে। এবার নির্বাচন আপনি করতে পারবেন না। নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন।

খালেদা জিয়াকে সাজা দিয়ে কোর্ট বেকায়দায় পড়ে গেছে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, আমেরিকা কোর্টকেও ভিসানীতির আওতায় নিয়ে এসেছে। এ সরকার শেষের দিকে চলে এসেছে।

 

 এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।

নবী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মোদি, দ্রৌপদী মুর্মু সহ মমতার -শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, মিলাদ-উন-নবী দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ট্যুইটে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মিলাদ-উন-নবী দিবসের শুভেচ্ছা। আমাদের সমাজে সৌভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি হোক। সবাই সুখী ও সুস্থ থাকুক। ঈদ মোবারক’।

নবী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে দেশবাসী শান্তি, ভ্রাতৃত্ববোধ, মানবতার উদ্দেশে কাজ করার বার্তা দিলেন রাষ্ট্রপতি।

রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জোটের স্বার্থে অসমে তৃণমূলকে আসন ছাড়তে প্রস্তুত কংগ্রেস! – শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিনি লিখেছে, ‘ইন্ডিয়া’ জোটের স্বার্থে অসমে তৃণমূল কংগ্রেসকে আসন ছাড়তে কোনও সমস্যা নেই কংগ্রেসের। প্রাথমিকভাবে এমন ইঙ্গিতই মিলল দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের সদর দপ্তর থেকে।

সম্প্রতি কলকাতা গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন দলের অসম রাজ্য সভাপতি রিপুন বোরা। সেখানেই কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে যে, আসন্ন লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, দুই থেকে পাঁচটি আসনে প্রার্থী দিতে চাইছে তারা।

বিশ্বের উদীয়মান শক্তি, সুর বদলে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইলেন শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের জন্য কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন তিনি। দেড় সপ্তাহের মধ্যেই সুর নরম করে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্কের পক্ষে সওয়াল করলেন। শুক্রবার তিনি বলেন, ‘‘বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসাবে ভারত আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন উদীয়মান শক্তি।

কানাডা চায় তাদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে গত বছর আমাদের বৈঠকও হয়েছে।

কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ