অক্টোবর ২০, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ২০ অক্টোবর (শুক্রবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  •  ইসরাইলি বোমা হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪০০০ ছাড়াল: নয়াদিগন্ত
  • গাজায় ১৩ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ১৮ সাংবাদিক নিহত- ইনকিলাব
  • ৮০ শতাংশ ইসরায়েলি ভাবেন, হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতা নেতানিয়াহুর: জরিপ- প্রথম আলো
  • বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা: যুগান্তর
  • ডিসি-এসপি যাঁরা নির্বাচন পরিচালনা করবেন, তাঁদের কাছে টাকা পৌঁছে গেছে: মির্জা ফখরুল -আজকের পত্রিকা
  • ১০ ডিসেম্বরের মতো পরিণতি হবে বিএনপির: ওবায়দুল কাদের- ইত্তেফাক
  • কবুল করলো ইসি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই: মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • দিল্লি থেকে কানাডার ৪১ কুটনীতিক প্রত্যাহার, ভারতের তিন শহরে অতি সাবধানে চলাফেরা করার নির্দেশ কানাডার: আনন্দবাজার
  • ফিলিস্তিনে দূতাবাস খুলবে কলোম্বিয়া, বিবৃতি জারি গুস্তাভো পেট্রোর: পূবের কলম
  • ইজরায়েল, ইউক্রেনকে বিপুল সহায়তার ঘোষণা বাইডেনের: গণশক্তি

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ইসরাইলি বোমা হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৪০০০ ছাড়াল: নয়াদিগন্ত

ফিলিস্তিনের গাজায় ইসরাইল অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে শিশুই রয়েছে ১৬০০’র বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু রয়েছে ১ হাজার ৬৬১টি।

সেইসাথে আহতের সংখ্যা ১৩ হাজার ২৬০ জন বলে জানান তিনি। তিনি বলেন, হাসপাতালগুলোর মেঝে, মাটিতে, বারান্দায় অপারেশন করতে হচ্ছে।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে একটি গ্রিক অর্থোডক্স চার্চে বৃহস্পতিবার ইসরাইলি বোমা হামলায় ১৮ খ্রিষ্টান নিহত হয়েছেন। তবে চার্চের পক্ষ থেকে মৃত্যুর চূড়ান্ত তথ্য জানানো হয়নি।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০০ মুসলিম ও খ্রিস্টান ইসরাইলি বোমা হামলা থেকে বাঁচতে গির্জাটিতে আশ্রয় নিয়েছিল।

৮০ শতাংশ ইসরায়েলি ভাবেন, হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতা নেতানিয়াহুর: জরিপ- প্রথম আলো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালানো স্থল অভিযানকে সমর্থন করেন ইসরায়েলের ৬৫ শতাংশ নাগরিক। আর ২১ শতাংশ নাগরিক এর বিপক্ষে। ইসরায়েলি দৈনিক মারিভের এক নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশ ইসরায়েলি মনে করেন, ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেতানিয়াহুকে নিতে হবে। এর মধ্যে ৬৯ শতাংশই গত বছর নেতানিয়াহুর লিকুদ পার্টিকে ভোট দিয়েছিলেন। মাত্র ৮ শতাংশ সাধারণ জনগণ মনে করেন, নেতানিয়াহু দায়ী নন।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা: যুগান্তর

বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কতা জারি করেছে।

শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে এ খবর জানিয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে, ‘বিশ্বের বিভিন্ন স্থানে বাড়তে থাকা উত্তেজনা, সন্ত্রাসী হামলার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ এবং সহিংস কর্মকাণ্ডের কারণে বিদেশে অবস্থানরত নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে পররাষ্ট্র দপ্তর।’ সতর্কবার্তায় নিজেদের নাগরিকদের করণীয়সহ বেশ কিছু পরামর্শও দিয়েছে যুক্তরাষ্ট্র।

ডিসি-এসপি যাঁরা নির্বাচন পরিচালনা করবেন, তাঁদের কাছে টাকা পৌঁছে গেছে: মির্জা ফখরুল -আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারছে না। অন্যদিকে সরকার আবারও রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ডিসি-এসপি যাঁরা নির্বাচন পরিচালনা করবেন, তাঁদের বিপুল পরিমাণ টাকা দিচ্ছে।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালি দল আয়োজিত ‘কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি: সরকারের অব্যবস্থাপনা, কৃষক ও জনগণের’—শীর্ষক সেমিনারে ফখরুল এসব কথা বলেন।

১০ ডিসেম্বরের মতো পরিণতি হবে বিএনপির: ওবায়দুল কাদের- ইত্তেফাক

২৮ অক্টোবর বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। তাদের কোনো শুভবোধ নেই।’

কবুল করলো ইসি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই: মানবজমিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো রয়েছে বিপরীতমুখী অবস্থানে। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে করছে। সরকারের মিত্র এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও বলছে, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা প্রাক্ নির্বাচনী পর্যবেক্ষক দলও বাংলাদেশে নির্বাচন সহায়ক পরিবেশ নেই জানিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ আলোচনার সুপারিশ করেছে। নির্বাচন কমিশনের আয়োজিত একাধিক সংলাপে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন বিশিষ্টজনরা। তবে নির্বাচন কমিশন বরাবরই দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ আছে বলে দাবি করে আসছিল। গত রোববারও ইসি মো. আলমগীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ঠিকঠাক আছে বলে জানান।

তবে বৃহস্পতিবার গণমাধ্যমের সম্পাদকদের বরাবর পাঠানো এক ধারণাপত্রে নির্বাচন কমিশন বলেছে, ‘অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচনের যে অনুকূল পরিবেশের প্রত্যাশা করা হয়েছিলো সেটি এখনো হয়ে ওঠেনি। ধারণাপত্রে ইসি আরও বলেছে, প্রত্যাশিত সংলাপ ও সমঝোতার মাধ্যমে মতভেদ নিরসন হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রধানতম দলগুলো স্ব স্ব সিদ্ধান্ত ও অবস্থানে অনড়। রাজপথে মিছিল, জনসমাবেশ ও শক্তি প্রদর্শন করে স্ব স্ব পক্ষে সমর্থন প্রদর্শনের চেষ্টা হচ্ছে।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

দিল্লি থেকে কানাডার ৪১ কুটনীতিক প্রত্যাহার, ভারতের তিন শহরে অতি সাবধানে চলাফেরা করার নির্দেশ কানাডার: আনন্দবাজার

ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার দিনই এ দেশে বসবাসকারী কানাডার নাগরিকদের নতুন করে সতর্ক করল অটোয়া। শুক্রবার কানাডার তরফে সে দেশের নাগরিকদের তিনটি ভারতীয় শহর সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এই শহরগুলিতে ‘অতি সাবধানে’ চলাফেরা করুন। এই তিন শহর হল চণ্ডীগড়, বেঙ্গালুরু এবং মুম্বই।

কানাডার তরফে ভারতে বসবাসকারী নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, বিশেষ প্রয়োজন ছাড়া যেন কেউ ওই তিন শহরে না যান। ওই তিন শহরে কোনও সমস্যায় পড়লে তৎক্ষণাৎ নয়াদিল্লির দূতাবাসে যোগাযোগ করতেও বলা হয়েছে। ‘সন্ত্রাসবাদী হামলা’র আশঙ্কা থেকেই এই পরামর্শ বলে জানিয়েছে অটোয়া।

ফিলিস্তিনে দূতাবাস খুলবে কলোম্বিয়া, বিবৃতি জারি গুস্তাভো পেট্রোর: পূবের কলম

একের পর এক হামলা, রকেটের আঘাত, ইসরাইলের দিক থেকে ছুটে আসা গুলি, বোমার ধাক্কায় জর্জরিত গাজা। হামাস যোদ্ধাদের  ‘নিকেশ’-এর লক্ষ্যে ইহুদি সেনারা নির্বিচারে প্রাণ কাড়ছে বহু শিশু, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধার। এতকিছুর পরেও ফিলিস্তিনের পাশে সরাসরি দাঁড়ায়নি আরব বিশ্বের কোনও দেশ। কেবল নীতিমূলক কিছু কথা বলেই দায় সেরেছেন কয়েকটি দেশ। তবে সেক্ষেত্রে অবশ্যই আলাদা করে আলোচনার দাবি রাখে কলোম্বিয়া। এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে দূতাবাস খোলার ঘোষণা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে তিনি জানান, ফিলিস্তিনের কেন্দ্রীয় শহর রামাল্লায় খুব শীঘ্রই দূতাবাস খুলতে চলেছে তারা। কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গালি দাগান এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত রউফ আল-মালিকির সঙ্গে বৈঠকের পর পেট্রো এই বিবৃতি জারি করেছেন।

ইজরায়েল, ইউক্রেনকে বিপুল সহায়তার ঘোষণা বাইডেনের: গণশক্তি

ইজরায়েলকে যুদ্ধের জন্য বিপুল আর্থিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে নিজের দপ্তর থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে সরাসরি সহায়তার ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। আরও আর্থিক সহায়তা দেওয়া হবে ইউক্রেনকেও। 

কেবল তাই নয়, ১০ হাজার কোটি ডলার বিশেষ সহায়তার আওতায় রাখা হয়েছে তাইওয়ানকেও। যার অর্থ, চীনকে ঘিরে সংঘাতে সরাসরি উসকানি দেবে আমেরিকা। বাইডেন স্পষ্ট করেছেন, প্যালেস্তাইন সংঘাত ঘিরে প্রতিযোগী সব শক্তির বিরুদ্ধেই বোঝাপড়ার অক্ষ শক্তিশালী করতে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারো আগামীকাল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ