পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা
একনজরে ৩ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৩ নভেম্বর শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সবগুলো দৈনিকে আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। তো আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের
বাংলাদেশের শিরোনাম:
- ১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম, বিরোধীদের আন্দোলনে সমর্থন ঘোষণা ইসলামী আন্দোলনের: মানবজমিন
- বিএনপি নেতা আমীর খসরু ও জহির উদ্দিন ৬ দিনের রিমান্ডে: মির্জা ফখরুলের মুক্তির দাবিতে দেশের ৬৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি: দৈনিক ইত্তেফাক
- অবরোধ দিলে দিক, তারা ক্লান্ত হয়ে গেছে: ওবায়দুল কাদের: দৈনিক প্রথম আলো
- কী হতে যাচ্ছে সরকার পতনে বিএনপির চূড়ান্ত কর্মসূচি?:যুগান্তর।
- বিএনপি নির্বাচনে না এলে সেটি হবে আত্মঘাতী : দিলীপ বড়ুয়া: কালের কণ্ঠ
- হুমায়রা হিমুর 'প্রেমিক' আটক: এ খবরটি দিয়েছে দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- আইআইটির ছাত্রীকে নগ্ন করে শ্লীলতাহানি ৩ যুবকের, উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় - দৈনিক পুবের কলম
- উত্তরপ্রদেশে একপেশেভাবে ৬৫ আসনে লড়ার ঘোষণা অখিলেশের, ক্ষুব্ধ কংগ্রেস– দৈনিক সংবাদ প্রতিদিনি
- কেন তিনি মমতার পাশে? পাঁচ মাস পর বাংলায় এসে ব্যাখ্যা দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরি-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
১০ই নভেম্বরের মধ্যে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম, বিরোধীদের আন্দোলনে সমর্থন ঘোষণা ইসলামী আন্দোলনের:- শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, আগামী ১০ ই নভেম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই আল্টিমেটাম দিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। একইসঙ্গে বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে সমর্থন ঘোষণা করেন তিনি।
বিএনপি নেতা আমীর খসরু ও জহির উদ্দিন ৬ দিনের রিমান্ডে: মির্জা ফখরুলের মুক্তির দাবিতে দেশের ৬৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি:- শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, ডিবির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম আমীর খসরু মাহমুদ ও জহির উদ্দিন স্বপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. জাকি আল ফারাবী এই আদেশ দেন। এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনকে আজ বেলা আড়াইটার দিকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন দেশের ৬৭ বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক বিবৃতিতে তাঁরা বলেছেন, রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অবরোধ দিলে দিক, তারা ক্লান্ত হয়ে গেছে: ওবায়দুল কাদের:-শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অবরোধ দিলে দিক। বিএনপি ক্লান্ত হয়ে গেছে।’ আগামী রবি ও সোমবার বিএনপির অবরোধ কর্মসূচি। এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা হয় জেলে, না হয় পালিয়ে থাকবে। বসে বসে হিন্দি সিরিয়াল দেখবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি। বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে নিরাপদ রাখতে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে।
কী হতে যাচ্ছে সরকার পতনে বিএনপির চূড়ান্ত কর্মসূচি? - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। পরিপ্রেক্ষিতে নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন ইতিবাচক সাড়া না পাওয়ায় আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে সামনে ‘পরিস্থিতি বুঝে কঠোর কর্মসূচি’র কথা ভাবছে বিএনপি।
এদিকে দলটির নেতারা প্রথম দফায় তিন দিনের অবরোধ কর্মসূচি নিয়ে বেশ সন্তুষ্ট। কারণ তারা মনে করছেন ইউনিয়ন থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতা ও সংগঠকদের ব্যাপক ধরপাকড় সত্ত্বেও সড়ক-মহাসড়ক কার্যত অচল ছিল, এমনকি রাজধানী ঢাকাতেও রাস্তাঘাটে লোক চলাচল ছিলো ‘তুলনামূলকভাবে অনেক কম’।
দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, সারা দেশে সাঁড়াশি আক্রমণ চলছে। এর মধ্যেও মানুষ খুব প্রয়োজন ছাড়া এই তিনদিন বের হয়নি। এর মানেই হলো মানুষ অবরোধকে সমর্থন দিয়েছে। এটিই আমাদের অর্জন।
বিএনপি নির্বাচনে না এলে সেটি হবে আত্মঘাতী : দিলীপ বড়ুয়া: –শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, ‘নির্বাচনের পূর্বে মাঠের আন্দোলনে বিরোধী পক্ষ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু দিন শেষে সবারই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আর যদি বিএনপি নির্বাচনে না আসে সেটি হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
হুমায়রা হিমুর 'প্রেমিক' আটক:- শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, জনপ্রিয় টিভি অভিনেত্রী হুমায়রা হিমুর ‘আত্মহত্যা’র পর পলাতক তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে তার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন জানানো হলেও হিমুর মৃত্যুর পর তার নাম উরফি জিয়া বলে জানা যাচ্ছিল। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শ্রোতাবন্ধুরা এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।
আইআইটির ছাত্রীকে নগ্ন করে শ্লীলতাহানি ৩ যুবকের, উত্তাল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় -শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, শ্লীলতাহানি শিকার বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র ছাত্রী। ক্যাম্পাস চত্বরে ঘটনাটি ঘটেছে বলেই খবর। অভিযোগ, বুধবার রাতে হস্টেলের কাছেই বাইকে সওয়ার তিন যুবক ওই ছাত্রীকে উত্যক্ত করে।
শুধু তাই নয়, তাঁর নগ্ন শরীরের ভিডিয়ো রেকর্ড করা হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও করেছে বলেও জানান তিনি। এদিকে এই ঘটনাকে ঘিরে উত্তরপ্রদেশের বারাণসীতে তীব্র শোরগোল পড়ে যায়।বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি, অবিলম্বে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে।

উত্তরপ্রদেশে একপেশেভাবে ৬৫ আসনে লড়ার ঘোষণা অখিলেশের, ক্ষুব্ধ কংগ্রেস –শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিনি লিখেছে, মধ্যপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে যে বিবাদ শুরু হয়েছিল। যত দিন যাচ্ছে সেই বিবাদ যেন বেড়েই চলেছে। মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েও সাড়া পাননি অখিলেশ যাদব। যার পালটা হিসাবে তিনি ঘোষণা করে দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৬৫ আসনে একাই লড়বে সমাজবাদী পার্টি। বাকি আসনগুলো ভাগ করে দেওয়া হবে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে।
কেন তিনি মমতার পাশে? পাঁচ মাস পর বাংলায় এসে ব্যাখ্যা দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরি –শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একাধিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারাম ইয়েচুরির পাশাপাশি ছবি নিয়ে সিপিএমের নিচুতলায় বিস্তর ক্ষোভ তৈরি হয়েছিল। দীর্ঘ দিন পর রাজ্য সিপিএমের শীর্ষনেতাদের সামনে এক মঞ্চে থাকার ব্যাখ্যা দিলেন দলের সাধারণ সম্পাদক। সরাসরি মমতার পাশে তাঁর ছবির প্রসঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, ‘‘অনেকে আপনারা বলেছিলেন, কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম। বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা নয়। গোটা দেশ জানে, তৃণমূল আগে বিজেপির শরিক ছিল। আবার দরকারে তারা বোঝাপড়া করতে পারে।
কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পার্সটুডে/রেজওয়ান হোসেন
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।