প্রতারণার টাকায় বাগানবাড়ি-ডুপ্লেক্স ভবন
ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ৫০ জন নারীর সঙ্গে প্রেম -প্রতারণা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস দমন–পীড়ন চলছে: হিউম্যান রাইটস ওয়াচ-প্রথম আলো/যুগান্তর
- নির্বাচনে বিদেশি শক্তির থাবা রয়েছে, বললেন সিইসি-ইত্তেফাক/প্রথম আলো
- ভয়েস অব আমেরিকার রিপোর্ট বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি-মানবজমিন
- নতুন মুখের জয় জয়কার, নৌকা হারালেন ৭১ এমপি-যুগান্তরের শীর্ষ শিরোনাম
- অবরোধ-যাত্রী বলছে গাড়ি নাই, পরিবহন শ্রমিক বলছে যাত্রী নাই-ডেইলি স্টার বাংলা
কোলকাতার শিরোনাম:
- আব্বাসের মুখে ডায়মন্ডে লড়াইয়ের হুঙ্কার, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলেরও-আনন্দবাজার পত্রিকা
- বিজেপির ‘বঞ্চনা’ সভায় যোগ, বুধে কলকাতায় ঝটিকা সফর অমিত শাহর-সংবাদ প্রতিদিন
- দেশে-রাজ্যে বন্ধ কেন কারখানা, প্রশ্ন ছুঁড়ছে ইনসাফ যাত্রা -গণশক্তি
- কংগ্রেস-বিআরএস সমঝোতা নিয়ে রাহুলকে কটাক্ষ অমিত শাহের-আজকাল
শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করেছে।
প্রথম আলোর রাজনীতির খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণই আওয়ামী লীগের সঙ্গী ও বন্ধু। তাই আওয়ামী লীগের কোনো সঙ্গী খোঁজার দরকার নেই।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল রোববার আওয়ামী লীগ ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। দলীয় মনোনয়নের তালিকা অনুযায়ী, শরিকদের অনেকের আসনে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করেছে। তবে দলটি মাত্র দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি। এর ফলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো জোট থাকবে কি না, সেই প্রশ্ন উঠেছে। এ ছাড়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা ছাড় পেতে পারেন। এসব বিষয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নতুন নতুন সময়ে নতুন নতুন কৌশলও দলকে গ্রহণ করতে হয়। এ সময়ে যে কৌশল দরকার, নেত্রী সে কৌশল ঠিক করেছেন। দলের অবস্থান অনুযায়ী, ভবিষ্যৎ মাথায় রেখে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন এবং দেন।
আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবারও ১৪ দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে। তাই ২৯৮ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হলেও জোটের সঙ্গে তা সমন্বয় করা হবে। এদিকে, যুগান্তর লিখেছে, ৭১ এমপি নৌকা হারালেন।
ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই শেখ হাসিনার গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।
নির্বাচনে বিদেশি শক্তির থাবা রয়েছে, বললেন সিইসি-ইত্তেফাক,প্রথমআলোসহ প্রায় সব জাতীয় দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে, নির্বাচন নিয়ে দেশ সংকটে। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল আছে। বিদেশি শক্তির থাবা রয়েছে। গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। নির্বাচনের দিনটি গুরুত্বপূর্ণ। হয় সফল, না হয় ব্যর্থ হব। বিতর্ক হবে না, এমন ফলাফল চায় নির্বাচন কমিশন। তবে আমরা অবশ্যই সফল হবো। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট।নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের দেওয়া বিভিন্ন বিবৃতির প্রসঙ্গ নিয়েও কথা বলেন সিইসি। তিনি বলেন, ‘আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে, যে দাবিটা আমাদের জনগণের এবং পাশাপাশি বাহিরের, ওরা খুব বেশি দাবি করেনি, ওদের একটাই দাবি যে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন ফ্রি ফেয়ার হতে হবে। কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না।’নির্বাচনের বিশ্বাসযোগ্যতা চোখে দেখা যায় না বলে মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে পাবলিক পারসেপশন জরুরি। জনগণকে বলতে হবে, নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে, সাধারণভাবে জনগণ যদি এটি বলে থাকেন তাহলে সেটি হবে গ্রহণযোগ্য নির্বাচন।’ ইসি আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে এলে সার্বিক সহযোগিতা করা হবে।
বাংলাদেশে নির্বাচনের আগে সহিংস দমন–পীড়ন চলছে: হিউম্যান রাইটস ওয়াচ-প্রথম আলো
আগামী বছরের ৭ জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের কর্তৃপক্ষ দেশটির বিরোধী নেতা-কর্মী-সমর্থকদের লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। হিউম্যান রাইটস ওয়াচের এই বিজ্ঞপ্তি গতকাল সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের কর্তৃপক্ষের নিরপেক্ষভাবে সহিংসতার সব ঘটনার তদন্ত করা উচিত। এর মধ্যে এমন সব ঘটনাও আছে, যে ক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করেছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন।এর আগে ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই তৎপর ছিলেন। এর মধ্যে তাঁর বিদেশ সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়।
ভয়েস অব আমেরিকার রিপোর্ট-বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি-মানবজমিন
যদিও বাংলাদেশে নির্বাচন কমিশন আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, অধিকারকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- নির্বাচনের জন্য মোটেও উপযোগী নয় দেশের পরিস্থিতি। বিরোধী দলগুলোর বিরুদ্ধে অব্যাহত আছে গণহারে দমনপীড়ন। দেশজুড়ে দলীয় নেতা এবং কর্মীদেরকে খেয়ালখুশিমতো এখনও গ্রেপ্তার করা হচ্ছে। অধিকারকর্মীরা বলছেন, এ অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার ভয়েস অব আমেরিকাকে বলেছেন, জানুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে বিরোধীদেরকে দিয়ে বাংলাদেশের জেলখানা দ্রুতই ভরে ফেলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাসেই রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গণহারে খেয়ালখুশিমতো গ্রেপ্তারের মামলাগুলো প্রামাণ্য আকারে উপস্থাপন করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ব্লেকনার আরও বলেন, বিরোধী দলের সদস্য, সমালোচক এবং মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের চলমান পর্যায়ক্রমিক দমনপীড়নের ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব হয়ে উঠেছে। অনলাইন ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
আন্দোলন সংগ্রামের খবরে প্রথম আলো লিখেছে, বিএনপির ডাকা সপ্তম দফায় সারা দেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। আজ সোমবার অবরোধের দ্বিতীয় দিন ঢাকায় গণপরিবহন চলছে। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও। তবে গতকাল রোববারের তুলনায় আজ বাস কম চলাচল করতে দেখা গেছে। ইত্তেফাক লিখেছে, নাটোরে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডেইলি স্টার বাংলা লিখেছে, ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ যানবাহনে আগুন দিয়েছে।
এদিকে সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এলডিপি বলেছে, ‘বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে। রাজধানীর মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে যান চলাচলের এই চিত্র পাওয়া গেছে।
ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রেম, প্রতারণার টাকায় বাগানবাড়ি-ডুপ্লেক্স ভবন-ডেইলি স্টার বাংলা
এই প্রতারকের নাম মো. বেনজির হোসেন। তিনি নড়াইল সদর উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা।দৃশ্যমান কোনো আয়ের উৎস নেই তার। তারপরেও পাঁচ বিঘা জমির ওপর তিনি গড়ে তুলেছেন দুটি ডুপ্লেক্স ভবন। তার সম্প্রতি কেনা আরেকটি বিলাসবহুল ভবনও তিন বিঘা জমির ওপর তৈরি। আছে ২০ বিঘার মাছের ঘেরসহ দেশের বিভিন্ন জায়গায় নির্মীয়মান আরও কয়েকটি ভবন। ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন সময়ে অন্তত ৫০ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ দিয়ে এ সবকিছু করেছেন তিনি।
এই প্রতারকের নাম মো. বেনজির হোসেন (৪০)। তিনি নড়াইল সদর উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা। ২২ নভেম্বর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের হাতে গেপ্তার হয়েছেন তিনি।
এ ব্যাপারে আজ সোমবার ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, প্রতারক বেনজির যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিদ হাসান নামে এক বাংলাদেশি বিমান চালকের ফেসবুক আইডি কপি করে একটি ভুয়া আইডি তৈরি করেন। এটি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি শাহিদ হাসানের প্রোফাইল থেকে নেওয়া বিমান চালনার ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন। টার্গেট করতেন নিঃসঙ্গ নারীদের। পরে প্রেমের ফাঁদে ফেলে তাদের আমেরিকায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতেন। এক পর্যায়ে বিপদে পড়ার কথা বলে তার দেওয়া বিভিন্ন নগদ নাম্বারে টাকা পাঠাতে বলতেন তিনি।
ব্রিফিংয়ে বলা হয়, বেনজিরের প্রতারণার কাজে ব্যবহৃত এমন ১৩টি নগদ নাম্বারে গত চার মাসে এক কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। নড়াইলের বাড়িতে থেকে প্রতারণার কাজ করলেও তিনি তা ক্যাশ আউট করতেন যশোর ও খুলনার বিভিন্ন ক্যাশ আউট পয়েন্ট থেকে। নগদ নাম্বারগুলোতে ব্যবহৃত সিমকার্ডের রেজিস্ট্রেশন করা হয় অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে।
ক্যাশ আউট করার সময় প্রতারক বেনজির চেহারা গোপনের জন্য ক্যাপ, সানগ্লাস ও মাস্ক পরে থাকতেন বলেও উল্লেখ করা হয় ব্রিফিংয়ে। বলা হয়, সম্প্রতি এমন একজন সিঙ্গেল মাদার বেনজিরের প্রতারণার শিকার হয়ে প্রায় কোটি টাকা খুইয়েছেন। আরেক জন খুইয়েছেন প্রায় ১৫ লাখ টাকা।
এমন একজন গত ২১ নভেম্বর ওয়ারী থানায় মামলা করলে ছায়া তদন্তে নামে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। ২২ নভেম্বর বেনজিরকে খুলনায় নগদ নাম্বার থেকে ক্যাশ আউটের সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।
সিটিটিসি বলছে, রোমান্স স্ক্যাম ছাড়াও বেনজির বিভিন্ন সময় পুলিশ পরিচয়ে প্রতারণা, সেনাবাহিনী ও পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হুন্ডি ব্যবসা ও মানব পাচারের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। প্রতারণার টাকা দিয়ে তিনি অর্থ-সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নড়াইলে পাঁচ বিঘা জমির ওপর দুটি ডুপ্লেক্স ভবনসহ বাগানবাড়ি, জেলার বিভিন্ন জায়গায় ২০ বিঘার মতো মাছের ঘের ও একাধিক নির্মীয়মান ভবনের পাশাপাশি যশোর ও সাভারেও বহুতল ভবন আছে তার।
ব্রিফিংয়ে বলা হয়, বেনজিরের কাছ থেকে জব্দ করা স্মার্ট ফোন থেকে প্রতারণার শিকার ৫০ জনের বেশি নারীর পরিচয় পাওয়া গেছে।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত
বিজেপির ‘বঞ্চনা’ সভায় যোগ, বুধে কলকাতায় ঝটিকা সফর অমিত শাহর-সংবাদ প্রতিদিন
আগামী ২৯ তারিখ ধর্মতলায় মেগা সম্মেলন বিজেপির (BJP)। ১০০ দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের ‘বঞ্চনা’ আন্দোলনের পালটা হিসেবে ২১ জুলাইয়ের সভাস্থলেই সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah)। বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সেই সভায় হাজির থাকবেন শাহ, সোমবার তিনি সফরের কথা নিশ্চিত করেছেন বলে সূত্রের খবর। তবে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে প্রচারের কাজে তিনি ব্যস্ত। তাই কলকাতায় (Kolkata) বস্তুত ঝটিকা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, পুলিশের বাধা কাটিয়ে হাই কোর্টে এই সভার অনুমতি মিলতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বিজেপির অন্দরে। সূত্রের খবর, কলকাতার এই সমাবেশে যোগ দেওয়ার জন্য জেলা থেকে দলের কর্মী, সমর্থকদের নিয়ে আসার ব্যবস্থা করছে বঙ্গ বিজেপি। উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন, বাস বুক করা হয়েছে বলে খবর। সোমবার অমিত শাহ নিজে এই কর্মসূচিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করার পর তৎপরতা আরও বেড়েছে গেরুয়া শিবিরে।
দেশে-রাজ্যে বন্ধ কেন কারখানা, প্রশ্ন ছুঁড়ছে ইনসাফ যাত্রা-গণশক্তি
একটার পর একটা কারখামা বন্ধ করে দেওয়া হচ্ছে। শ্রমজীবীর অধিকার কেড়ে নিচ্ছে দেশের সরকার। আর রাজ্যের সরকার অবিরত মদত দিচ্ছে লুটে। হত্যা করা হচ্ছে গণতন্ত্রকে। চাকরি লুট করে রাজ্যের যুবদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে। কেন্দ্দ্রে আসীন বিজেপি আর রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে লড়াই জোরালো করতে ৭ জানুয়ারি ব্রিগেড সফল হবে।
ইনসাফ যাত্রায় অংশ নিয়ে এভাবেই লক্ষ্য জানিয়েছেন সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী।চৌধুরী বলেছেন, নরেন্দ্র মোদীর শাসনে কারখানার সংখ্যা কমছে দেশে। বেকারি বাড়ছে। রেলের মতো রাষ্ট্রায়ত্ত সব ক্ষেত্র বিক্রি করে দিচ্ছে। এরা সুযোগ পেলে জাতীয় পতাকাও বিক্রি করে দেবে। আর রাজ্যের তৃণমূল সরকার শিল্পের সম্ভাবনা খতম করে দিয়েছে। অভাবনীয় দুর্নীতি চলছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৭