ডিসেম্বর ২৬, ২০২৩ ১৭:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে ১৮ প্রার্থীর: টিআইবি-প্রথম আলো
  • '১৪ ও ১৮ সালে আমরা ভোট ডাকাতি করেছি': আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল-মানবজমিন
  • জাতীয় নির্বাচন-১০ হাজারের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ-ইত্তেফাক
  • আরেকবার সুযোগ দিন: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • তারা সত্যিকারের অর্থনীতিবিদ হলে ডাহা আতঙ্কজনক নম্বর দিতেন না: সিপিডি বিষয়ে মোমেন-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • কাশ্মীর হবে গাজা! বিস্ফোরক মন্তব্যে কীসের ইঙ্গিত ফারুক আবদুল্লার?-সংবাদ প্রতিদিন
  • নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই ঠিক হবে প্রধানমন্ত্রীকে হবেন : শরদ পাওয়ার–গণশক্তি
  • ২৭৬ জন ফিরলেও কেন ফ্রান্সে রয়ে গেলেন ২৭ যাত্রী? বিমানকাণ্ড কি প্রভাব ফেলবে দুই দেশের সম্পর্কে?-আনন্দবাজার পত্রিকা
  • লোকসভার আগে রাজ্যে বিজেপির ১৫ সদস্যের নির্বাচনী কমিটি-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. এক কোটির বেশি আয় ১৬৪ জন এমপি প্রার্থীর- এ তথ্য দিয়েছে টিআইবি। কী বলবেন আপনি?

২. সিরিয়ায় ইরানের একজন শীর্ষ সেনা উপদেষ্টা শহীদ হয়েছেন। ইরান প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। আসলে কী হতে যাচ্ছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে ১৮ প্রার্থীর: টিআইবি-প্রথম আলো

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী অংশ নিচ্ছেন, তাঁদের মধ্যে ১৮ জনের ১০০ কোটি টাকার বেশি সম্পদ (অস্থাবর সম্পদ মূল্যের ভিত্তিতে) আছে । মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামার তথ্যচিত্র: জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক এই বিশ্লেষণ তুলে ধরা হয়। প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছে, তা বিশ্লেষণ করেছে টিআইবি। 

পাশাপাশি জনগণের জানার জন্য টিআইবি ‘হলফনামায় প্রার্থী পরিচিতি’ শীর্ষক একটি ড্যাশবোর্ড তৈরি করেছে। এই ড্যাশবোর্ডে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ছয় হাজার হলফনামার আটটি তথ্যের বহুমাত্রিক-তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এই ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড থেকে ঘরে বসেই ভোটারেরা নিজ এলাকার প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

মানুষ পুড়িয়ে কিসের রাজনীতি, প্রশ্ন টিআইবির-প্রথম আলো

রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন বা আন্দোলনের নামে মানুষ পোড়ানোর অধিকার কোনো রাজনৈতিক দলের নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে গণপরিবহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে গণতন্ত্র হয় না। বরং অগণতান্ত্রিক শক্তির বিকাশ হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে টিআইবি।

আজ মঙ্গলবার ভোর পাঁচটার পর রাজধানীতে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ট্রেনে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করে টিআইবি বলেছে, এ ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণপরিবহনে প্রতিনিয়ত আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ট্রেনের লাইন কেটে ফেলা হচ্ছে। এসব ঘটনার মাধ্যমে কোনোভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। ভোটের অধিকারের দাবিতে আন্দোলন হিসেবেও বিবেচিত হতে পারে না।

মানুষ পুড়িয়ে কিসের রাজনীতি, এমন প্রশ্ন রেখে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতা মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। মরদেহ নিয়ে রাজনীতির অধিকার কোনো রাজনৈতিক দলের নেই।  

ইফতেখারুজ্জামান বলেন, মানবতা জিম্মি করে মানুষের লাশকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা বা দলীয় অ্যাজেন্ডা হাসিল করা এখন রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, এবারের জাতীয় নির্বাচনে সারা দেশের ১০ হাজার ৩০০টিকে ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার ইসির দায়িত্বশীল সূত্রে বিষয়টি জানা গেছে। এবারের জাতীয় নির্বাচনে ৪২ হাজার ১৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

আরেকবার সুযোগ দিন: প্রধানমন্ত্রী-যুগান্তর

শেখ হাসিনা

নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।মঙ্গলবার দুপুরে তারাগঞ্জে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি।

রংপুরবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেওয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি।

নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ অবহেলিত ছিল। তাদের মাথাপিছু আয় বাড়েনি। জীবনমান উন্নয়ন হয়নি। অবহেলার শিকার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য।

তিনি বলেন, আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে যান। আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন।

অর্থ পাচার নিয়ে আইএমএফের সতর্কতা-যুগান্তর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ থেকে অর্থ পাচার হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশেষ করে রপ্তানি আয় দেশে না এনে এই পাচারের সমূহ সম্ভাবনা রয়েছে বলে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি মনে করে।

জাহাজীকরণ হওয়া রপ্তানি পণ্যের দাম এবং দেশে আসা রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য পর্যালোচনা করে নভেম্বরের সফর শেষে বাংলাদেশ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই আশঙ্কার কথা তুলে ধরেছে আইএমএফ। সংস্থাটি বলছে, চলতি বছর রপ্তানি আয়ের উল্লেখযোগ্য এখনো দেশে আসেনি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে রপ্তানিতে বেশ প্রবৃদ্ধি হলেও বিপুল পরিমাণ রপ্তানি আয় দেশে আসেনি। এর বড় কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা। কারণ নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত অনেক ব্যবসায়ী রপ্তানি আয় দেশে আনা স্থগিত রেখেছেন।

আইএমএফ বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট এবং বিলাসদ্রব্য আমদানির ওপর কড়াকড়ির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের আমদানি কমেছে প্রায় ১৬ শতাংশ। বড় বড় অংশীদারের সঙ্গে বাণিজ্যে প্রবৃদ্ধি ধীরগতির হলেও মোটা দাগে রপ্তানি চাঙাই ছিল। চলতি হিসাবের ক্ষেত্রেও বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। 

এত কিছুর পরও এই সময়ে দেশের বাইরে গেছে প্রায় ২১০ কোটি ডলার, অর্থাৎ জিডিপির প্রায় দশমিক ৫ শতাংশ। বিপরীতে এই সময়ে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, তার পরিমাণ দেশের জিডিপির প্রায় আড়াই শতাংশ।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

কাশ্মীর হবে গাজা! বিস্ফোরক মন্তব্যে কীসের ইঙ্গিত ফারুক আবদুল্লার? এদিকে ফারুক আবদুল্লার বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। -সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসতে হবে ভারতকে। নাহলে ভূস্বর্গের হাল হবে গাজার মতো! কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যুদ্ধ কোনও সমস্যা সমাধানের বিকল্প পথ নয়। বৈঠক বা আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। তাহলে কোথায় বৈঠক হচ্ছে? নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। ওঁরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাহলে কেন ওঁদের সঙ্গে কথা বলতে আমরা তৈরি নই? কী এমন কারণ রয়েছে।”  তিনি বলেন, “যদি আমরা আলোচনার মাধ্যমে সমাধানে না আসি তাহলে আমাদের পরিণতিও গাজার মতো হবে। যেখানে বোমাবর্ষণ করছে ইজরায়েল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এক মন্তব্য ছিল, আমরা আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশিদের নয়।”  

বলে রাখা ভালো, বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ছক কষা হয়েছে হামলা চালানোর। কিন্তু তীব্র লড়াই করে বারে বারে জেহাদিদের নাশকতার পরিকল্পনা বানচাল করে দিয়েছেন জওয়ানরা। গত বৃহস্পতিবার পুঞ্চ জেলায় জঙ্গিদের হামলায় শহিদ হন পাঁচ জওয়ান। সেই প্রসঙ্গ টেনেই ফারুকের মন্তব্য। এদিকে, পালটা সুর চড়িয়েছে বিজেপি। উপত্যকার বিজেপি নেত্রী হিনা শাফি ভাটের কথায়, “ফারুক আবদুল্লার মতো প্রবীণ নেতার মুখে পাকিস্তানের সঙ্গে আপস করার কথা মানায় না। এই সকরকার পাকিস্তানের সামনে মাথা নত করবে না। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা (পাকিস্তান) বারবার পিঠে ছুরি মেরেছে।”  

উল্লেখ্য, কাশ্মীরকে (Kashmir) অশান্ত করতে সচেষ্ট পাকিস্তান। কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছর ধরেই কাশ্মীরি পণ্ডিতদের ‘টার্গেট কিলিং’ বাড়ছে। আর সবটাই ঘটছে আইএসএইয়ের অঙ্গুলিহেলনে। ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা।

সাংবাদ প্রতিদিনের রাজনীতি বিষয়ক অপর দুটি খবর এরকম-একা শুভেন্দু-সুকান্ততে ভরসা নেই! বিজেপির ‘শাহী’ নির্বাচনী কমিটিতে গুরুত্ব দিলীপ-সহ পুরনোদের।দলের কোর কমিটি ভেঙে দিয়ে লোকসভার কথা মাথায় রেখে নতুন নির্বাচনী কমিটি গঠন করল গেরুয়া শিবির। ১৫ সদস্যের নির্বাচনী কমিটিতে রয়েছেন ৫ কেন্দ্রীয় নেতাও। অন্য খবরে লেখা হয়েছে, বদলাচ্ছে পাহাড়ের রাজনীতি! দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকে অজয় এডওয়ার্ড, কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত। দুটি দল ছাড়া পাহাড়ের প্রায় সব দলের কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত।

আনন্দবাজার পত্রিকার খবর, ২৭৬ জন ফিরলেও কেন ফ্রান্সে রয়ে গেলেন ২৭ যাত্রী? বিমানকাণ্ড কি প্রভাব ফেলবে দুই দেশের সম্পর্কে? বিস্তারিত খবরে লেখা হয়েছে, মানবপাচারের অভিযোগে দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে উড়ে যাওয়া একটি বিমানকে আটকানো হয়েছিল ফ্রান্সের শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে। বেশ কয়েক দিনের টালবাহানার পর মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি।তবে মঙ্গলবার আটক বিমানে সওয়ার হয়ে ২৭৬ জন যাত্রী ভারতের মাটিতে পা রাখলেও দুই শিশু-সহ মোট ২৭ জন যাত্রী ফ্রান্সেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেন তাঁরা ফ্রান্সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কারও কারও মতে, তাঁরা নাকি বিমানটির পূর্বনির্ধারিত গন্তব্য নিকারাগুয়াতেই যেতে চেয়েছিলেন, পরিবর্তিত গন্তব্যস্থল ভারতে নয়।আগেই জানা গিয়েছিল যে, বিমানটিতে থাকা ৩০৩ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ভারতীয়। তবে ফ্রান্সে থেকে যাওয়া ২৭ জন যাত্রী কোন দেশের নাগরিক, তা প্রকাশ্যে আনতে চায়নি ফরাসি প্রশাসন।এই ২৭ জনই ফ্রান্সের কাছে আশ্রয় চেয়েছেন। আন্তর্জাতিক আইন অনুসারে, কোনও ব্যক্তি কোনও দেশের প্রশাসনের কাছে আশ্রয় চাইলে তাঁকে জোরপূর্বক তাঁর দেশে ফিরিয়ে দেওয়া যায় না।

তবে শরণার্থী সমস্যা নিয়ে যখন উন্নত দেশগুলি জেরবার, তখন ফ্রান্স এই যাত্রীদের সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়েই আশ্রয় চাওয়ার আর্জি মঞ্জুর করবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্যারিস বিমানবন্দরে ওই যাত্রীদের কাগজপত্র খতিয়ে দেখতে শুরু করেছে ফরাসি পুলিশ।

এই যাত্রীদের মধ্যে দু’জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে। তাঁদের বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বাকিদের আপাতত ফ্রান্সে থাকার অনুমতি দেওয়া হলেও ওই দু’জনকে দেশ ছাড়তে বলার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁদের আইনজীবী।

গত শুক্রবার জ্বালানি ভরার জন্য প্যারিস থেকে ১৫০ কিলোমিটার দূরে শালোন-ভ্যাত্রি বিমানবন্দরে অবতরণ করেছিল আদতে নিকারাগুয়ার উদ্দেশে উড়ে যাওয়া ওই বিমানটি। বিমানে যাত্রীদের মধ্যে ছিল ১১টি শিশু, যাদের কোনও অভিভাবক ছিল না।

নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই ঠিক হবে প্রধানমন্ত্রীকে হবেন : শরদ পাওয়ার-গণশক্তি

লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই ঠিক হবে প্রধানমন্ত্রীকে হবেন। ইন্ডিয়া মঞ্চের প্রধানমন্ত্রীত্বের মুখ কে হবে এই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সোমবার পাওয়ার ১৯৭৭ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘১৯৭৭ সালের লোকসভা নির্বাচনের সময় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কাউকে মুখ করা হয়নি। ফলাফলের পর মোরাজ্জি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়। এমনকি সেই সময় নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। প্রধানমন্ত্রীত্বের মুখ থাকলো কি না থাকলো তাতে কোন সমস্যা হয় না।’’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে, মানুষ যদি মনে করেন যে তারা সরকার পরিবর্তন করবে তবে তা কোন ভাবে আটকানো যাবে না।

গত ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকের মূল বিষয় ছিল আসন ভাগাভাগি। সেই বৈঠকে ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব করেন। তাকে সমর্থন জানায় কেজরিওয়াল। সেদিন সংবাদমাধ্যমের প্রশ্নে খাড়গে বলেছেন, ‘‘আগে বিজেপি’কে হটানোর জন্য একজোটে নামা দরকার। সেটিই সবচেয়ে জরুরি। আগে জয় নিশ্চিত করতে হবে।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৬

ট্যাগ