জানুয়ারি ২৩, ২০২৪ ১৫:২৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। ২৩ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই শিরোনামগুলো জানিয়ে দেবো। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • নতুন সংসদ সদস্যদের ৬৭ শতাংশ ব্যবসায়ী, ৯০ শতাংশ কোটিপতি: সুজন- প্রথম আলো
  • রায়ের ব্যাখ্যা দেওয়ার আপনি কে? ব্যারিস্টার খোকনকে আদালত- যুগান্তর
  • ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে মার্কিন ১২ সিনেটরের চিঠি- ইত্তেফাক
  • বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ এখন 'বন্দুকপ্রতিম': রিজভী- মানবজমিন
  • বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত- কালেরকণ্ঠ
  • সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১০৭ বার -ডেইলি স্টার বাংলা

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • রামমন্দিরে ভিড়ের চাপে অসুস্থ বেশ কয়েক জন, বিশৃঙ্খলা চরমে, বন্ধ করে দিতে হল মন্দিরের দরজা- আনন্দবাজার পত্রিকা অনলাইন
  • এবার রাম রাজ্য আসছে: ভাগবত- পূবের কলম
  • অসমে পুলিশি বাধার মুখে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’- আজকাল
  • ল্যান্ডিংয়ের পর আচমকাই বিপত্তি, মিজোরামে রানওয়ে থেকে পিছলে পাশের জমিতে পড়ল সেনা বিমান- জিনিউজ   

বিশ্লেষণের বিষয়:

১. যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত। এটি দৈনিক মানবজমিন পত্রিকার খবর। কিভাবে দেখছেন খবরটিকে?

২. সৌদি আরব বলেছে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। সৌদি আরবের এই ঘোষণা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

নতুন সংসদ সদস্যদের ৬৭ শতাংশ ব্যবসায়ী, ৯০ শতাংশ কোটিপতি: সুজন- প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৬৭ শতাংশ ব্যবসায়ী। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় ৯০ শতাংশই কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে।

সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ মঙ্গলবার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’ করে সুজন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। শতকরা হিসাবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ।

রায়ের ব্যাখ্যা দেওয়ার আপনি কে? ব্যারিস্টার খোকনকে আদালত- যুগান্তর

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে সতর্ক করেছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, আপিল বিভাগের রায়ের ব্যাখ্যা দেওয়ার আপনি কে?

বর্তমান সংসদের এমপিদের শপথকে ‘অসাংবিধানিক’ ব্যাখ্যা দেওয়া এবং এ সংক্রান্ত আপিল বিভাগের রায়ে ‘অস্পষ্টতা রয়েছে’ মর্মে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় খোকনকে সতর্ক করে এ কথা বলেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এসব কথা বলেন।

আজ আপিল বিভাগের কার্যতালিকায় থাকা ১৪ নম্বর মামলাটি শুনানিতে অংশ নিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডায়াসের সামনে দাঁড়ান। এসময় তাকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘কোনও রায়ের বিষয়ে অস্পষ্টতা থাকলে আপনি রিভিউ করতে পারেন। পাবলিকলি রায় নিয়ে এসব কী বলে বেড়ান? এভাবে আপনি বলতে পারেন না।

জবাবে ব্যারিস্টার খোকন বলেন, ‘মহামান্য আদালত আমি রায়ে থাকা ফিকশন নিয়ে কথা বলেছি।

এসময় প্রধান বিচারপতি বলেন, ‘রায়ের ব্যাখ্যা দেবেন একমাত্র সুপ্রিম কোর্ট। আপনি ব্যাখ্যা দেওয়ার কে?

এরপর আপিল বিভাগ ব্যারিস্টার খোকনের মামলার শুনানি গ্রহণ করেননি।

ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে মার্কিন ১২ সিনেটরের চিঠি- ইত্তেফাক

শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূসকে হয়রানি বন্ধে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ১২ জন মার্কিন সিনেটর।

তারা হলেন- সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ইলিনয়ের ডেমোক্রেট দলীয় সিনেটর ডিক ডারবিন, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর টড ইয়াং, নর্দান ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর টিম কেইন, অরিগন রাজ্যের ডেমোক্রেট সিনেটর জেফ মার্কলি, নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্রেট সিনেটর জেন শাহিন, ম্যাসাচুসেটসের ডেমোক্রেট দলীয় সিনেটর এড মার্কি, ওহাইও রাজ্যের ডেমোক্রেট দলীয় সিনেটর শেরোড ব্রাউন, ভারমন্ট রাজ্যের ডেমোক্রেট সিনেটর পিটার ওয়েলস, রোডস আইল্যান্ডের ডেমোক্রেট দলীয় সিনেটর শেলডন হোয়াইটহাউস, অরিগনের ডেমোক্রেট দলীয় সিনেটর রন উয়াইডেন ও নিউজার্সির ডেমোক্রেট সিনেটর কোরি বুকার।

এসব সিনেটর যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। চিঠিতে প্রফেসর ইউনূসকে হয়রানি বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করে বিস্তৃতভাবে বিচার ব্যবস্থার যে লঙ্ঘন করা হচ্ছে সেই ধারা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে।

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে রইস উদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

গতকাল সোমবার রাতে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নিহত রইস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় ভারত থেকে আসা গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহলদল তাঁদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদলের সদস্য সিপাহি মোহাম্মদ রইস উদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ এখন 'বন্দুকপ্রতিম': রিজভী- মানবজমিন

বাংলাদেশের সঙ্গে ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণ এখন আর 'বন্ধুপ্রতিম' নয় 'বন্দুকপ্রতিম' বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দেশের অভ্যন্তরে মানুষের যেমন নিরাপত্তা নেই সীমান্তে কি বাংলাদেশিদের নিরাপত্তা রয়েছে? এতদিন দেখেছি, ভারতীয় সীমান্তরক্ষিবাহিনী বিএসএফের হাতে সাধারণ বাংলাদেশী নিহত হয়েছে। আর এখন দেখছি, সীমান্তে এখন বিজিবিরও নিরাপত্তা নেই। গতকালও, যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। অন্য দেশের সীমান্তরক্ষীবাহিনীর হাতে আরেকটা স্বাধীন দেশের সীমান্তরক্ষীবাহিনী হত্যা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটির সঙ্গে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত।

তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা লোভের ফলশ্রুতিতে নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ আজ তাবেদার রাষ্ট্র। অবৈধ সরকার আজ দেশবিরোধী ঘৃণ্যচক্রান্তের ক্রীড়নক। সীমান্তরক্ষিবাহিনী বিজিবি পর্যন্ত নিরাপত্তাহীনতায়। বাংলাদেশের সঙ্গে ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণ এখন আর 'বন্ধুপ্রতিম' নয় 'বন্দুকপ্রতিম'। আর রাজনীতিতে চলছে সর্বনাশা একনায়কতন্ত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একচ্ছত্র আধিপত্যে পর্যবসিত বাংলাদেশ। সামাজিক সংহতি ধ্বংসের দ্বারপ্রান্তে।

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১০৭ বার -ডেইলি স্টার বাংলা

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়িয়েছেন আদালত। এ নিয়ে ১০৭ বারের মতো সময়সীমা বাড়ানো হলো।

আদালত আজ মঙ্গলবার আগামী ২৭ ফেব্রুয়ারির জানুয়ারির মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

আদালত সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকার মহানগর হাকিম মো. শফি উদ্দিন এ আদেশ দেন।

গত ১৯ ডিসেম্বর একই আদালত র‌্যাবকে আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছিল। এর আগে, দুটি পৃথক আদালত তদন্ত ও হত্যার পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে তদন্তকারীদের ব্যর্থতার জন্য অসন্তোষ প্রকাশ জানায়।

ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

রামমন্দিরে ভিড়ের চাপে অসুস্থ বেশ কয়েক জন, বিশৃঙ্খলা চরমে, বন্ধ করে দিতে হল মন্দিরের দরজা- আনন্দবাজার পত্রিকা অনলাইন

উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যে অযোধ্যায় রামমন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্য এবং জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে সেই ভিড় এমন পর্যায়ে পৌঁছয় যে, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ভিড়ের চাপে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে শেষমেশ মন্দিরের দরজা বন্ধ করে দেন রামমন্দির কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স। ঢুকতে না পেরে অনেকেই মন্দিরের দরজার সামনে বসে পড়েছেন বলে জানা গিয়েছে।

এবার রাম রাজ্য আসছে: ভাগবত- পূবের কলম

রামরাজ্য আসছে। দেশের প্রত্যেকের উচিত বৈরিতা পরিহার করা। ঐক্যবদ্ধ থাকা। সোমবার অযোধ্যা থেকে এই বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এ দিন, ভাগবতের মুখে 'রামরাজ্য' প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য, রামরাজ্যের কথা বলে আসলে 'হিন্দু রাষ্ট্র' প্রতিষ্ঠার কথাই বলছেন ভাগবত। সোমবার সন্ধ্যায় 'ব্যক্তিগত সফরে' বাংলায় আসার আগে অযোধ্যায় ভাগবত বলেন, 'সামান্য বিষয়ে এখন বিবাদের সময় নয়।' এ দিন নিজের ভাষণে ভাগবত বলেন, ৫০০ বছর পর রামলালা ঘরে ফিরলেন। ভারতের গর্ব। আজকের অনুষ্ঠান এক নতুন ভারতের প্রতীক। যা সমগ্র বিশ্বকে সাহায্য করবে। সর্বত্র রাম আছেন জেনে আমাদের নিজেদের মধ্যেসমন্বয় সাধন করতে হবে। একত্রে থাকাই ধর্মের যথার্থ অনুশীলন। এর আগে রবিবার অযোধ্যায় পৌঁছেই ভাগবত বলেছিলেন, রামলালার বিগ্রহের 'প্রাণপ্রতিষ্ঠা'র মাধ্যমেই ভারতবর্ষের 'পুনর্নির্মাণ' অভিযানের নূচনা। অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ জাতীয় গর্বের জাগরণ'।

অসমে পুলিশি বাধার মুখে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা- আজকাল

অসমে পুলিশি বাধার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই পদযাত্রা রুখে দেয় পুলিশ। পালটা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে এই মুহূর্তে অসমের নওগাঁ জেলায় রাহুল গান্ধী। রামমন্দির উদ্বোধনের দিন অসমের বৈষ্ণব সাধক শঙ্করদেবের জন্মস্থান বারদোভা থানায় যাওয়ার কথা ছিল কংগ্রেস নেতার। কংগ্রেস  সূত্রের দাবি, সেই মতো আগে অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দেন, রাহুলের উচিত মন্দির উদ্বোধনের সময় শঙ্করদেবের জন্মস্থান ভ্রমণ এড়িয়ে যাওয়া। এতে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। একই কারণ দেখিয়ে গুয়াহাটি শহরে পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি কংগ্রেসকে।

ল্যান্ডিংয়ের পর আচমকাই বিপত্তি, মিজোরামে রানওয়ে থেকে পিছলে পাশের জমিতে পড়ল সেনা বিমান- জিনিউজ বাংলা

টার্মিনালে পৌঁছনোর আগেই ঘটে গেল দুর্ঘটনা। মিজোরামের লেংপুই এয়ারপোর্টে ওই বিমানটি রানওয়ে থেকে টার্মিনালে আসার পথে পিছলে রানওয়ারে বাইরে চলে যায়। বিমানটি ছিল মায়ানমার সেনার। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিমানটিতে ১৪ জন ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টা ১৯ নাগাদ মায়ানমার সেনার ওই বিমানটি এসে নামে লেংপুই বিমান বন্দরে। মায়ানমারে সেখানকার সেনা ও জনতার মধ্যে লড়াইয়ে দেশ ছেড়ে পালিয়ে লংগাটালাই জেলায় চলে আসে। তারা শেষপর্যন্ত এসেছিলেন লেংপুই বিমানবন্দের। তাদের নিয়ে যেতেই এসেছিল মায়ানমারের ওই সেনা বিমানটি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ