জানুয়ারি ২৫, ২০২৪ ১৬:৪২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • শরীফার গল্প নিয়ে কেন এই বিতর্ক?-মানবজমিন
  • পাঠ্যবই থেকে ‘শরীফার গল্প’ বাদ দিতে আইনি নোটিশ-ইত্তেফাক
  • সংসদ সদস্যদের শপথ নিয়ে বিতর্ক, প্রয়োজনে স্পষ্টীকরণের বিষয়টি দেখা হবে: আইনমন্ত্রী-প্রথম আলো
  • ২৫ হাজার কোটি টাকা কমেছে রাজস্ব আয়-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের তালিকা দেখেই বাংলায় প্রার্থীদের নাম ঘোষণা করতে চায় বিজেপি- আনন্দবাজার পত্রিকা
  • সোনিয়ার জরুরি তলব! ন্যায় যাত্রায় কাটছাঁট করে দিল্লি ফিরছেন রাহুল-সংবাদ প্রতিদিন
  • বিনয়ের নামে চলছে 'রামের'শক্তি প্রদর্শন-গণশক্তি
  • আমি মরে যেতাম, মানুষের আশির্বাদে বেঁচেছি : মুখ্যমন্ত্রী-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। তবে দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, পাঠ্যবই থেকে ‘শরীফার গল্প’ বাদ দিতে আইনি নোটিশ। এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফা ও শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

নোটিশে বলা হয়েছে, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প রয়েছে। এখানে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সব অঙ্গ-প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে। কিন্তু সে মনে করে যে সে একজন মেয়ে। তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি। শুধু মানসিকভাবে মনে করে সে একজন মেয়ে।

ওই গল্পের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ট্রান্সজেন্ডারের প্রতি আকৃষ্ট করা হয়েছে। সুকৌশলে কোমলমতি শিক্ষার্থীদের মনে ট্রান্সজেন্ডারদের প্রতি প্রেরণা সৃষ্টি করা হচ্ছে। ট্রান্সজেন্ডার ও হিজড়া এক নয়, তাদের মধ্যে পার্থক্য রয়েছে। 

নোটিশে বলা হয়েছে, হিজড়ারা জন্মগতভাবেই কিছুটা বিকৃত অঙ্গ নিয়ে জন্মায়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু ট্রান্সজেন্ডারদের শারীরিক কোনো ত্রুটি থাকে না, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। উদাহরণস্বরূপ, একজন পুরুষ ট্রান্সজেন্ডার মনে করেন তিনি একজন নারী; একজন নারী ট্রান্সজেন্ডার মনে করেন তিনি একজন পুরুষ।

নোটিশে আরও বলা হয়েছে, এই ট্রান্সজেন্ডাররা বিকৃত যৌনাচারে লিপ্ত হয়। তারা সমমৈথুনে লিপ্ত হয়। বাংলাদেশের আইন অনুযায়ী এই ট্রান্সজেন্ডারদের বিকৃত যৌনাচার সম্পূর্ণ অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির ৩৭৭ অনুযায়ী পুরুষ-পুরুষ, নারী-নারী তথা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাসের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। এ ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি থাকলেও এই ধারায় শাস্তিযোগ্য হবে। এ ক্ষেত্রে বিএলসি ১৯(এইচ ডি)১৭১ এর প্যারাগ্রাফ ৮ তে হাইকোর্ট বলেছেন দণ্ডবিধির ৩৭৭ ধারায় অপরাধের ক্ষেত্রে উভয়ের সম্মতি থাকলেও ছাড় পাবে না।

নোটিশে আরও বলা হয়েছে, সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে এই বিকৃত যৌন রুচির ও মানসিক বিকারগ্রস্ত ট্রান্সজেন্ডারদের প্রতি কোমলমতি শিক্ষার্থীদের আকৃষ্ট করা হচ্ছে। পাশাপাশি এই মানসিক বিকারগ্রস্ত ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ সুকৌশলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে দেশে প্রচার করার চেষ্টা চালানো হচ্ছে। এতে দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে।

উল্লেখ্য, রোববার প্রকাশ্যে ওই গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এরপর তাকে চাকরিচ্যুত করা হয়। যা নিয়ে দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলে। সর্বশেষ এই প্রতিবাদে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী মহিউদ্দিন রনিও। মঙ্গলবার রমনা পার্কে সপ্তম শ্রেণির ওই গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানান তিনি। ট্রেনের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন করে আলোচনায় এসেছিলেন রনি।

নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প পর্যালোচনায় পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশীদকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়েছে। কমিটি আজ থেকে কাজ শুরু করবে।

সংসদ সদস্যদের শপথ নিয়ে বিতর্ক, প্রয়োজনে স্পষ্টীকরণের বিষয়টি দেখা হবে: আইনমন্ত্রী-প্রথম আলো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাদশ জাতীয়  সংসদের মেয়াদ থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথসংক্রান্ত বিষয়ে যা হয়েছে, তা সবকিছুই সাংবিধানিকভাবে হয়েছে। তারপরও নীতিনির্ধারকেরা সংবিধানের এ–সংক্রান্ত বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন মনে করলে বিষয়টি দেখা হবে।একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নিয়ে বিএনপি নেতারাসহ কেউ কেউ প্রশ্ন তুলছেন। তাঁরা বলছেন, এখন দেশে সংসদ সদস্য ছয় শতাধিক। এ নিয়ে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন।প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে। এটি আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটি চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টি নিয়ে আলাপ করা হচ্ছে, এটির বোধ হয় খুব একটা গুরুত্ব নেই। তিনি বলেন, নীতিনির্ধারকরা চাইলে ৬৪৮ এমপির বিষয়টি স্পষ্ট করা হবে।

রোজা ঘিরে সিন্ডিকেটের কবজায় ফলের বাজার-যুগান্তর

ডলার সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আমদানিতে অতিরিক্ত শুল্কারোপের কারণে ফল ও খেজুরের দাম এমনিতেই সাধারণ মানুষের নাগালের বাইরে। এর মধ্যে আমদানিকারক সিন্ডিকেট রমজান ঘিরে বাড়তি মুনাফা করার ছক তৈরি করছে। আমদানি পর্যায় থেকে বাড়িয়েছে দাম। যে কারণে পাইকারি পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফল ও খেজুর। ফলে প্রভাব পড়েছে খুচরা বাজারে। এতে পরিবারের জন্য যারা নিয়মিত ফল কিনতেন, তারা বাজারের তালিকা থেকে পুষ্টিকর এ পণ্যটি বাদ দিচ্ছেন। এছাড়া খুব প্রয়োজন হলে খরচ সমন্বয় করে একটি-দুটি করে ফল ওজন দিয়ে কিনছেন। এমন পরিস্থিতিতে বাড়তি মূল্যের কারণে ইফতারে ফল কিনে খাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোক্তাসাধারণ।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

সোনিয়ার জরুরি তলব! ন্যায় যাত্রায় কাটছাঁট করে দিল্লি ফিরছেন রাহুল-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলায় ন্যায় যাত্রা শুরুতেই শেষ! আপাতত স্থগিত কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। বৃহস্পতিবার দুপুরেই তড়িঘড়ি দিল্লি ফিরে গেলেন রাহুল গান্ধী। সূত্রের খবর, সোনিয়া গান্ধী জরুরি তলব করেছেন তাঁকে। দুপুরেই হাসিমারা থেকে বিশেষ বিমানে রওনা দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।  বৃহস্পতিবারই অসম থেকে কোচবিহারে দিয়ে বাংলায় প্রবেশ করে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। বাংলায় ঢোকার কয়েক ঘণ্টার মধ্যে তড়িঘড়ি সোনিয়াপুত্রের এই দিল্লিযাত্রা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রাথমিকভাবে খবর শোনা গিয়েছিল, কংগ্রেস নেত্রী অসুস্থ। তাই হয়তো ফিরছেন রাহুল। বেলা গড়াতেই জানা যায়, সোনিয়া গান্ধীই জরুরি তলব করেছেন। আর এই তলব নিয়ে শুরু হয়েছে জলঘোলা।  

বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে ধাক্কা, মমতার পথে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী-গণশক্তিসহ বিভিন্ন দৈনিকে প্রকাশিত  খবরে লেখা হয়েছে, ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছিল। তাতে ছিল বিজেপিবিরোধী সব রাজনৈতিক দল। সেই জোটে জট বাঁধতে শুরু করেছে। গতকাল বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন, তার দল একা নির্বাচনে লড়বে। এর কয়েক ঘণ্টা পরেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, আপ দলের নেতা ভগবত মানও মমতার পথ অনুসরণ করে জানিয়েছেন, পাঞ্জাবে তারা কংগ্রেসের সঙ্গে জোট করবেন না, একা লড়বেন। প্রাথমিক প্রার্থী তালিকাও ঠিক হয়ে গেছে তাদের।

লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের তালিকা দেখেই বাংলায় প্রার্থীদের নাম ঘোষণা করতে চায় বিজেপি-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আগে তৃণমূল। পরে বিজেপি। পদ্মশিবির এমনই চাইছে। বিষয়: লোকসভা ভোটের প্রার্থীদের তালিকা। কেন্দ্রের শাসকদল চাইছে, আগে বাংলার শাসকদল লোকসভায় তাদের প্রার্থীদের নাম ঘোষণা করুক। তা দেখে নিয়েই তারা নিজেদের প্রার্থীদের নাম ঠিক করবে।এখন রাজ্যে বিজেপির সাংসদের সংখ্যা ১৬। তাই খাতায়কলমে বিজেপিকে ২৬ জন নতুন প্রার্থী দিতে হবে। ওই ১৬ জনের মধ্যে কাজের বিচারে কয়েকজন বিজেপি নেতৃত্বের আতশকাচের তলায় রয়েছেন।

পরপর অত্যাচারের ঘটনায় নীরব, কন্যাসন্তানদের স্তুতি মোদীর মুখে-গণশক্তি পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ভাষণ দেওয়ার বা বক্তব্য রাখার সময়ে কন্যাসন্তানদের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়ে ওঠেন, মহিলাদের জন্য তাঁর শ্রদ্ধার মনোভাব প্রকাশ করেন অকৃপণভাবে। কিন্তু বাস্তবে দেশের কন্যাসন্তান বা মহিলারা যখন বিজেপি’র লোকজনের হাতে নিপীড়নের শিকার হন, বিজে‍‌পি-শাসিত রাজ্যে যখন কন্যাসন্তানদের উপর শারীরিক অত্যাচার হয়, তখন তিনি মুখে কুলুপ এঁটে থাকেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৫

ট্যাগ