ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানি তরুণীর রৌপ্য ও ব্রোঞ্জ পদক
https://parstoday.ir/bn/news/iran-i148994-ভারোত্তোলন_বিশ্ব_চ্যাম্পিয়নশিপে_ইরানি_তরুণীর_রৌপ্য_ও_ব্রোঞ্জ_পদক
পার্স টুডে: পেরুতে চলমান ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপে আলাদা দুটি ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানি এক নারী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৩, ২০২৫ ১৬:২১ Asia/Dhaka
  • বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারী ভারোত্তোলনে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন ইরানি নারী
    বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারী ভারোত্তোলনে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন ইরানি নারী

পার্স টুডে: পেরুতে চলমান ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপে আলাদা দুটি ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানি এক নারী।

 পার্স টুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি তরুণী আলমা হোসেইনি ৬৪ কেজি ওজন শ্রেণিতে দুই ধাপে ১১১ কেজি ওজন উত্তোলন করে রৌপ্য পদক অর্জন করেছেন।

এছাড়া, তিনি মোট ১৯৭ কেজি ওজন উত্তোলন করে এই বিভাগে বিশ্ব তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন এবং ব্রোঞ্জ পদক জয়লাভ করেন।

পার্সটুডে/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।