ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৭:৫৪ Asia/Dhaka
  • ভিসা নিষেধাজ্ঞা নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র, ড. ইউনূসকে ভীতি প্রদর্শন করা হচ্ছে

পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই শিরোনামগুলো জানিয়ে দেবো। এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ভিসা নিষেধাজ্ঞা নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র, ড. ইউনূসকে ভীতি প্রদর্শন করা হচ্ছে- মানবজমিন
  • মিয়ানমারের সংঘাত অভ্যন্তরীণ বিষয় : কাদের- নয়াদিগন্ত
  • অনাদিকাল পর্যন্ত সুর ও অসুরের যুদ্ধ হবে : মৎস‌্যমন্ত্রী- দৈনিক কালেরকণ্ঠ
  • মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী- প্রথম আলো
  • মিয়ানমারের মর্টার শেলে মানুষ মরলেও কারও প্রতিবাদ নেই: রিজভী - ইত্তেফাক
  • বিজিপি ও সেনাসহ মিয়ানমারের ২৬৪ জনের বাংলাদেশে প্রবেশ-দৈনিক যুগান্তর

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:

  • মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত বহু- সংবাদ প্রতিদিন
  • মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ: রাহুল গান্ধী- আজকাল
  • ছুটির লোভে প্রথম শ্রেণির ছাত্রের মাথা থেঁতলে খুন? পুরুলিয়ায় আটক আবাসিক স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া-দৈনিক আনন্দবাজার

বিশ্লেষণের বিষয়

১. নারী আসনে মনোনয়ন ফরম তুলতে সোহানা সাবা, অপু বিশ্বাস, নিপুনসহ অনেকের ভিড়। কীভাবে দেখছেন বিষয়টিকে?

২. মধ্যপ্রাচ্যের শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়ার এ মন্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী- প্রথম আলো

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির লোকজনের বাংলাদেশে প্রবেশ এবং সেখান থেকে আসা গোলাবারুদে বাংলাদেশিদের হতাহতের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘গতকাল সোমবার ও আজ সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের বর্ডার গার্ডের (সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) ২২৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। এরপর আরও কেউ এসেছেন কি না, আমি জানি না। তবে আসার সম্ভাবনা আছে। তাঁরা আমাদের দেশে আশ্রয় নিয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিকভাবে কক্সবাজার ও পরবর্তী সময়ে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘তাদের (মিয়ানমার) ৩০টির মতো মর্টার শেল আমাদের দেশের অভ্যন্তরে এসে পড়েছে এবং দুজন নিহত হয়েছেন। আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল এবং কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আমাদের দেশের অভ্যন্তরে তাদের দেশের মানুষের প্রবেশ এবং সেখান থেকে গোলাবারুদ এসে পড়ার কারণে আমাদের মানুষ হতাহত হওয়া—এই পুরো জিনিসটা নিয়েই তাদের প্রতিবাদ জানানো হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যখন আমরা কাজ করছি, সেই প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটি আমরা জানিয়েছি। বিজিপির সদস্য যাঁরা পরিবার নিয়ে থাকতেন, তাঁরা এসেছেন।’

বিজিপি ও সেনাসহ মিয়ানমারের ২৬৪ জনের বাংলাদেশে প্রবেশ-দৈনিক যুগান্তর

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাসহ দেশটির অন্যান্য বাহিনীর ২৬৪ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, কোনোভাবেই রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঢুকতে দেব না বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এসব কথা জানান। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আমি মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল আমি নিজে কক্সবাজার পরিদর্শন যাব। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।  তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন এসেছে মিয়ানমার থেকে। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন আহত ছিল। তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত ছিল, তাদের মধ্যে ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। 

মিয়ানমারের মর্টার শেলে মানুষ মরলেও কারও প্রতিবাদ নেই: রিজভী - ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিয়ানমারের মর্টার শেল বাংলাদেশে এসে পড়ছে। এতে বাংলাদেশের নাগরিক মারা যাচ্ছে। অথচ এ নিয়ে সরকারের কারো কোনো প্রতিবাদ নেই। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

এসময় কটাক্ষ করে রিজভী আরও বলেন, ‘কারণ তারা (সরকার) তো মাথা আগেই বিক্রি করে দিয়েছেন। যারা মাথা বিক্রি করেন—তারা সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলেন।’ 

রিজভী আরও বলেন, সরকার ক্ষমতা ছাড়ার ভয়ে আতঙ্কে আছে। এ কারণে অন্যায়ের প্রতিবাদ না করে গণতন্ত্রকামী জনগণ, সেনাবাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরতে বলছেন। কারণ তারা জনগণকে তালাক দিয়ে অবৈধভাবে ক্ষমতা ধরে আছেন। তাই অন্য দেশের ছোড়া মর্টার শেলে জনগণ মারা গেলেও এর প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।  

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ছাত্রলীগের নারী নির্যাতনের আশকারা দিচ্ছে সরকার। জাবির হলে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পরও প্রধানমন্ত্রীর টনক নড়েনি। গত বছরের সিলেট এমসি কলেজে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের এখনও বিচার হয়নি। নারীর শ্লীলতাহানিকে ছাত্রলীগের জন্য অবাধ করে দেওয়া হয়েছে।’ 

‘এ দেশে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই’ জানিয়ে তিনি বলেন, ‘আজকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে। এসব কারণে সরকারের প্রতি মানুষের ক্ষোভের দাবানল তীব্রতর হচ্ছে, তাদের পতন অতি সন্নিকটে।’ 

অনাদিকাল পর্যন্ত সুর ও অসুরের যুদ্ধ হবে : মৎস‌্যমন্ত্রী- দৈনিক কালেরকণ্ঠ

মৎস‌্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, পৃথিবীর জন্ম থেকে এখন পর্যন্ত এমন কি অনাদিকাল পর্যন্ত সুর ও অসুরের যুদ্ধ হবে। আমরা মনে করি, শুভ ও অশুভ  শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত শুভ শক্তিরই বিজয় হবে।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরে জেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সাথে সভা শেষে সাংবাদিকদের ‘নির্বাচনের আগে ও পরে চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছে ও হবে’ এ প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মো. আব্দুর রহমান বলেন, ‘ফরিদপুরের উন্নয়নে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অন‌্য এক ফরিদপুর হবে। এর সুফল সকলে ভোগ করতে পারবেন। তবে কৌশলগত কারণে এখনই প্রকল্পের নাম বলা সম্ভব হচ্ছে না। যখন প্রকল্পগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন।’ এর আগে মন্ত্রী প্রথমবারের মতো দুপুর সাড়ে ১২টা থেকে একটানা বিকেল পৌণে তিনটা পর্যন্ত রুদ্ধদ্বার কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে সভা করেন। সভাশেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাড়িতে রওনা হন।

মিয়ানমারের সংঘাত অভ্যন্তরীণ বিষয় : কাদের- নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ। আমাদের সাথে তাদের এ নিয়ে কোন বিরোধ নেই। তিনি বলেন, ‘মিয়ানমারে ৫৪টা এথনিক কমিউনিটি আছে। বিভিন্ন জায়গা তারা অলরেডি দখল করে নিয়েছে। তাদের সেনাবাহিনীর সাথে অন্য গোষ্ঠীর এটা কনফ্লিক্ট। আমাদের সাথে তাদের (মিয়ানমার) কোনো বিরোধ নেই।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। শুধু মিয়ানমার নয়, আমরা কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আমাদের সিদ্ধান্ত আছে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোনো বিষয় আসে তাহলে জাতিসঙ্ঘের দৃষ্টি আকর্ষণ করব। আন্তর্জাতিক ফোরাম আছে। জাতিসঙ্ঘ যেহেতু আছে তাদেরও একটা ভূমিকা থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ কনফ্লিক্ট সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে। তাদেও গোলা, মর্টার সেল ছিটকে পড়ছে আমাদের এখানে। আমাদের দেশের দুজন নাগরিক মারা গেছে।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ত্যাগী ও পরিক্ষিতদের মনোনয়ন দিবে আওয়ামী লীগ। আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময় মতো সেটা কাজে লাগান।

ভিসা নিষেধাজ্ঞা নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র, ড. ইউনূসকে ভীতি প্রদর্শন করা হচ্ছে- মানবজমিন

ভিসা নিষেধাজ্ঞা ইস্যুতে নীতির কোনো পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ভীতি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন সোমবার। তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। এ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৩সি ভিসা নীতির অধীনে নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে কি আমি জানতে পারি? মুশফিকের এ প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এই নীতির কোনো আপডেট বা পরিবর্তন সম্পর্কে কিছু জানি না আমি। আমার অনুধাবন হলো, এই নীতি অস্তমিত হয়নি। কারণ, নির্বাচন সবেমাত্র শেষ হয়েছে। জানানোর মতো কোনো আপডেট নেই আমার কাছে। 

এ পর্যায়ে মুশফিক তার কাছে জানতে চান- এখনও কি সেই নীতি বিদ্যমান? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, হ্যাঁ, নীতিতে কোনো পরিবর্তন নেই। তার কাছে মুশফিক পাল্টা প্রশ্ন করেন। জানতে চান- বাংলাদেশে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে নিয়ে আরেকটি প্রশ্ন। নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ এনেছে বাংলাদেশ। আরেকটি আদালতের নির্দেশের মাধ্যমে তার বিদেশ সফরের সক্ষমতা বাধাগ্রস্ত করছে সরকার।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত বহু- সংবাদ প্রতিদিন

মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ। মৃত অন্তত ৬। জখম আরও ৩০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালের এই ঘটনার অভিঘাত এখনও চলছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৬০টি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় কারখানার আশপাশের অন্তত ১০০টি বাড়ি খালি করা হয়েছে।

বিজেপিশাসিত মধ্যপ্রদেশের হারদা জেলার বইরাগড় এলাকা পুলিশের নজরে ফাঁকি দিয়ে গজিয়ে উঠেছিল অবৈধ বাজি কারখানা। এদিন সাতসকালে সেই কারখানাতেই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে অন্তত ১০০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৬ জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। আরও ৩০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের জেরে শুধুমাত্র কারখানা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনটা নয়। আশপাশের বসতির অন্তত ৫০-৬০ জন বিস্ফোরণে জখম হয়েছেন। কারখানার আশপাশে থাকা শখানেক বাইক-স্কুটারও জ্বলে খাক হয়ে গিয়েছে।

মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ: রাহুল গান্ধী- আজকাল

ফের একবার মমতাকে জোটবার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে বলতে শোনা গেল, মমতা এখনও ইন্ডিয়া জোটের এক উল্লেখযোগ্য অংশ।রাহুল বলেন, মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ। বাকি সদস্যদের অধিকাংশই এখনও জোটেরই অংশ। নীতীশ কুমার জোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আপনারা বুঝতেই পারছেন কেন তিনি জোট ছাড়লেন। সে ঠিক আছে। আমরা বিহারেও লড়ব ইন্ডিয়া জোট হিসেবেই সুতরাং আমি একমত নই যে আমাদের বহু সঙ্গীই আর জোটের অংশ নয়। প্রসঙ্গত, এর আগেও এমন কথা বলতে দেখা গিয়েছে রাহুলকে। সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই গুয়াহাটি থেকে কংগ্রেস নেতা রাহুল বলেন, আমার সঙ্গে ব্যক্তিগত ও দলের সঙ্গে মমতা ব্যানার্জির ভালো সম্পর্ক। ছোটখাটো বিষয় থাকে। তবে সমস্যা যাই থাক, সেসব মিটে যাবে। মমতার সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাঁকে। এবার ফের জোটবার্তা দিতে দেখা গেল তাঁকে।

ছুটির লোভে প্রথম শ্রেণির ছাত্রের মাথা থেঁতলে খুন? পুরুলিয়ায় আটক আবাসিক স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া-দৈনিক আনন্দবাজার

স্কুলে ছুটি পাওয়ার লোভে আবাসিক প্রথম শ্রেণির এক ছাত্রের মাথা পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগে আটক হল ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার থানার জবলার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে। অভিযুক্তকে আটক করে হোমে পাঠানো হয়েছে। কারও কাছে সে শুনেছিল, স্কুলে কারও মৃত্যু হলে ছুটি মিলবে হস্টেল থেকে। ছুটির লোভে ‘খুনের’ পরিকল্পনা সাজায় অষ্টম শ্রেণির পড়ুয়া। টার্গেট করে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে। স্থানীয় সূত্রে খবর, গত ৩০ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে হস্টেল সংলগ্ন মাঠে খেলা করতে গিয়েছিল প্রথম শ্রেণির ওই পড়ুয়া। তার পর থেকেই তার আর কোনও খোঁজ নেই। পরে হস্টেল সংলগ্ন পুকুর থেকে ওই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শিশুকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে মানবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর নাক, মুখে ক্ষতচিহ্ন থাকায় ঘটনাটি খুন হিসাবে সন্দেহ হয় সকলের। ঘটনার তদন্তের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় মৃত শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ৫ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করে।#

পার্সটুডে/বাবুল আখতার/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ