পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
দুর্বল ব্যাংককে সবলের সঙ্গে একীভূত করা ভালো: অর্থমন্ত্রী-
পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই শিরোনামগুলো জানিয়ে দেবো।
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
-
দ্য ইরাবতীর রিপোর্ট-মিয়ানমারে জীবন্ত পুড়িয়ে মারার ভয়াবহ ভিডিও প্রকাশ, বিদ্রোহীরা বলছে দায়ী সামরিক জান্তা- মানবজমিন
- মিয়ানমারের সংঘাত অভ্যন্তরীণ বিষয় : কাদের- নয়াদিগন্ত
- ‘প্রয়োজনে জরুরি আইনে বাজার নিয়ন্ত্রণ করা হবে’- দৈনিক কালেরকণ্ঠ
- ঘুমধুম সীমান্তে মর্টার শেল কুড়িয়ে আনল শিশুরা, অবিস্ফোরিত বলে ধারণা- প্রথম আলো
-
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র-মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে - ইত্তেফাক
- দুর্বল ব্যাংককে সবলের সঙ্গে একীভূত করা ভালো: অর্থমন্ত্রী-দৈনিক যুগান্তর
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:
- কেন্দ্রের ১০০ দিনের পাল্টা রাজ্যের ৫০! রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা, কাজ মিলবে জব কার্ড থাকলেই-দৈনিক আনন্দবাজার
- লোকসভা ভোটের প্রচার’, ‘দিশাহীন’ বলে রাজ্য বাজেটকে আক্রমণ শুভেন্দুর- সংবাদ প্রতিদিন
- এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বাংলা: মমতা- আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
ঘুমধুম সীমান্তে মর্টার শেল কুড়িয়ে আনল শিশুরা, অবিস্ফোরিত বলে ধারণা- প্রথম আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে একটি মর্টার শেল কুড়িয়ে পেয়েছে শিশুরা। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি অবিস্ফোরিত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া বিলে মর্টার শেলটি পাওয়া যায়।
মর্টার শেলটি যেখানে পাওয়া যায়, সেখান থেকে মিয়ানমার সীমান্তের দূরত্ব মাত্র ১০০ মিটার। একটি সূত্র জানিয়েছে, এটি আরএল গোলা। এই গোলা মিয়ানমার সেনাবাহিনীর হতে পারে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, আজ দুপুরে এলাকার বাচ্চারা লাকড়ি কুড়াতে গিয়ে মর্টার শেলটি পায়। এরপর তারা বস্তায় ভরে বসতবাড়ির কাছে নিয়ে আসে। এলাকার লোকজন মর্টার শেলটি দেখে ধারণা করেন যে এটি অবিস্ফোরিত। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা সেটি তাঁদের হেফাজতে নেন। ঝুঁকি বিবেচনা করে বিজিবি মর্টার শেলটি বসতি এলাকা থেকে দূরে বিলের মধ্যে রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র-মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে -ইত্তেফাক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেছেন, মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি আরও বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে মিয়ানমারের সেনাদের গভীর সমুদ্র দিয়ে ফেরত পাঠানো হবে।
পালিয়ে আসা মিয়ানমারের সেনাদের ফিরিয়ে নিতে নাইপিদোর সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমার সরকার তাদের সেনা ও বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে এরইমধ্যে আগ্রহ ব্যক্ত করেছে। এ বিষয়ে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত গতকাল বুধবার বিকালে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আশা করা যাচ্ছে, যত দ্রুত সম্ভব—তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাবে।
প্রয়োজনে জরুরি আইনে বাজার নিয়ন্ত্রণ করা হবে’- দৈনিক কালেরকণ্ঠ
প্রয়োজনে জরুরি আইন প্রয়োগ করে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) সভাপতির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘এবার একটু আমাদের ওপর আস্থা রাখেন, আগে যেভাবে সরকারের পক্ষ থেকে বলার পরও দাম কমেনি সেটা আর হবে না। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্বশীল হতে হবে। চিনির আমদানি শুল্ক কমেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অপরিশোধিত চিনির আমদানি শুল্ক টনপ্রতি তিন হাজার টাকার জায়গায় এক হাজার টাকা, পরিশোধিত চিনির শুল্ক ছয় হাজার থেকে কমিয়ে দুই হাজার টাকা টন করা হয়েছে। এ ছাড়া খেজুরের আমদানি শুল্ক কমেছে ২৫ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ভোজ্য তেলের শুল্ক কমেছে আমদানি পর্যায়ে ১০ শতাংশ। মূল্য সংযোজন কর ১৫ শতাংশ ছিল, এটা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
দ্য ইরাবতীর রিপোর্ট-মিয়ানমারে জীবন্ত পুড়িয়ে মারার ভয়াবহ ভিডিও প্রকাশ, বিদ্রোহীরা বলছে দায়ী সামরিক জান্তা- মানবজমিন
মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী দুই যোদ্ধাকে ভয়াবহ নৃশংস নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রথমে তাদেরকে একটি গাছ থেকে ঝুলিয়ে দেয়া হয়। তারপর আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। মাগওয়ে অঞ্চলের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে মিয়ানমারের অনলাইন দ্য ইরাবতী। এতে বলা হয়, নিহত ওই দুই যোদ্ধার বয়স ২০ উত্তীর্ণ। তাদের ওপর চালানো এই নির্যাতনের ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বলা হয়, ঘটনাটি ঘটে প্রায় তিন মাস আগে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ফলে চারদিকে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মনে করা হচ্ছে, ভিডিওটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বর্ণনা দেয়া হয়েছে বিজয়ী একটি কণ্ঠে। প্রতিরোধ গ্রুপ ইয়াও ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ) বলেছে, গাঙ্গওয়া টাউনশিপের মাইউক খিন ইয়ান গ্রামে এই অপরাধের জন্য দায়ী সামরিক জান্তার সেনাবাহিনী এবং তাদের মিত্র পিউ শয়ে হতি মিলিশিয়ারা।
দুর্বল ব্যাংককে সবলের সঙ্গে একীভূত করা ভালো: অর্থমন্ত্রী-দৈনিক যুগান্তর
দুর্বল ব্যাংকগুলোকে সংস্কার করে আগামীতে সবল কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ পদক্ষেপ বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সহমত জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো। এ বিষয়ে আমাদের দুটি আইডিয়া আছে। দু-একটা ব্যাংক এমন আছে তারা একেবারেই কাজই করতে পারছে না। তাদের শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করাই ভালো। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন। এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে বৈঠক করেন।
অর্থমন্ত্রী বলেন, উন্নত অর্থনীতিতে অহরহ একীভূত করা হয়। এক্ষেত্রে সময় দিতে হবে। তবে এখনো তেমন সিদ্ধান্ত নেওয়া কিংবা এটি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের তৎপরতা থাকলেও এটি সময়সাপেক্ষ। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো উদ্যোগ নেয়নি।
কেন্দ্রের ১০০ দিনের পাল্টা রাজ্যের ৫০! রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা, কাজ মিলবে জব কার্ড থাকলেই
কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের পাল্টা ‘কর্মশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা হল রাজ্য বাজেটে। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের ৫০ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নয়া প্রকল্প।
১০০ দিনের কাজের টাকা বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। এ নিয়ে বেশ কিছু দিন ধরেই আন্দোলনে পথে নেমেছে তৃণমূল। গত ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে সাংসদদের নিয়ে রাজধানী দিল্লিতে গিয়ে বাংলার বকেয়ার দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক বার এই দাবি সরব হয়েছেন। কর্মসূচিও নিয়েছেন। তবুও বকেয়া আসেনি দিল্লি থেকে। এই প্রেক্ষিতে এ বার বাজেটে রাজ্যের নিজস্ব কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা হল।
লোকসভা ভোটের প্রচার’, ‘দিশাহীন’ বলে রাজ্য বাজেটকে আক্রমণ শুভেন্দুর
সামাজিক প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ বাড়ানো-সহ একাধিক সুযোগ-সুবিধা নিয়ে বৃহস্পতিবার পেশ হয়েছে চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট (West Bengal Budget 2024)। বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা বাড়ানো হয়েছে। কিন্তু এই বাজেটকেই ‘দিশাহীন’, ‘লোকসভা ভোটের প্রচার’ বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাজেটের একাধিক ত্রুটি বের করলেন তিনি। অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ কোনও ঘোষণা নেই বলে তোপ দাগলেন তিনি। জানালেন, শনিবার বাজেটের বিরোধিতায় নিজেদের মতামত পেশ করতে চান বিজেপি বিধায়করা।
এদিন বাজেট অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা। রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা উঠে তাতে বাধা দিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। এর পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই তাঁরা হই হট্টগোল শুরু করে দেন। নানাভাবে বাধা দিতে থাকেন।