ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১৬:৪৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • পাকিস্তানের জাতীয় পরিষদের ভোট-জনগণ তাদের রায় দিয়েছে-ইমরান খান-প্রথম আলো
  • ঘুমধুম-উখিয়ার সীমান্তে ফের গোলাগুলির শব্দ-ইত্তেফাক
  • বিদেশিরা শেখ হাসিনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে: ওবায়দুল কাদের-মানবজমিন
  • ক্ষমতার উন্মত্ত বহিঃপ্রকাশের নামই ‘ধর্ষণ’-ডেইলি স্টার বাংলা
  • ক্ষমতায় গেলে ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা হবে: মান্না-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • এ বার দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা মোদীর, নেপথ্যে কোন ‘সবুজ’ সঙ্কেত?-আনন্দবাজার পত্রিকা
  • মোদি ক্ষমতায় ফিরলেও ২০১৯ লোকসভার তুলনায় কমবে আসন?-সংবাদ প্রতিদিন
  • মসজিদ এবং মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে হিংসা ছড়াচ্ছে বিজেপি-গণশক্তি
  • মার্চেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা?-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

প্রথম আলোর শিরোনাম-ঢাকায় দুই ট্রেনে আগুন কারা দিল, এখনো জানে না পুলিশ। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাজধানীর তেজগাঁও ও গোপীবাগে দুটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলার তদন্ত নিয়ে পুলিশ এখনো অন্ধকারে। তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের প্রায় দুই মাস পার হয়েছে। আর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু দুই মামলার কোনোটির তদন্তে কোনো অগ্রগতি নেই। দুই ট্রেনে অগ্নিসংযোগকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ।গত ১৯ ডিসেম্বর ভোরে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মা-শিশুসহ চারজনের মৃত্যু হয়। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে গত ৫ জানুয়ারি রাতে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনের মৃত্যু হয়।

অভিমত-হাতকড়া দেখিয়ে কি চালের দামের লাগাম টানা যাবে-প্রথম আলোর এ শিরোনামের কলামে লেখা হয়েছে, নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হলেও খাদ্যমন্ত্রীর পদ পরিবর্তন হয়নি। অপরিবর্তিত খাদ্যমন্ত্রী সম্প্রতি কুষ্টিয়া সফরে গিয়েছিলেন। পত্রপত্রিকা অবশ্য এ সফরকে অভিযান বলেছে। গত ৩১ জানুয়ারি সেই সফরে তিনি দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরে গিয়ে চালকলমালিক তথা ব্যবসায়ীদের সৎ থাকার আহ্বান জানান। মোটা চাল সরু না করার পরামর্শ দেন। এরপর মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসেন। এতে লেখা হয়েছে, হাতকড়া না হোক জরিমানার রসিদ আর সিলগালা নিয়ে অনেকে বাজার শাসনের কাজে মাঠে নেমেছেন। সংবাদমাধ্যমে সেগুলোর প্রচারও চলছে দিনরাত। কিন্তু দাম কি কমছে?

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ঘুমধুম-উখিয়ার সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত ঘুমধুম ও উখিয়ার থাইংখালি রহমতের বিল সীমান্তের ওপারে এ ঘটনা ঘটছে। দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, মিয়ানমারে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছেই। এ পর্যন্ত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩২৯ জন বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। এর মধ্যে মিয়ানমারের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা আত্মরক্ষার্থে প্রবেশ করেছেন। তবে সীমান্তে কিছু এলাকায় কয়েকজন গুপ্তচর প্রবেশ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

মোদি ক্ষমতায় ফিরলেও ২০১৯ লোকসভার তুলনায় কমবে আসন? প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট। সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ‘আব কি বার ৪০০ পার’। লোকসভায় দাঁড়িয়ে এমন হুঙ্কারই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আত্মবিশ্বাসী সুরে বলে দিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই পাবে ৩৭০ আসন। আর এনডিএ জোট পেরিয়ে যাবে চারশোর গণ্ডি। কিন্তু মুড অফ দ্য নেশনের সমীক্ষা বলছে অন্য কথা। মোদি ৩.০ জমানা শুরু যে সময়ের অপেক্ষা, তা এই সমীক্ষাতেও স্পষ্ট। তবে ২০১৯-এর তুলনায় এনডিএ-র আসন সংখ্যা কমতে চলেছে বলেই দাবি করা হচ্ছে এই সমীক্ষায়।

এ বার দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা মোদীর, নেপথ্যে কোন ‘সবুজ’ সঙ্কেত?-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আরও তিন ভারতীয়কে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতিই দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এ বার দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছেন মোদী। এই দু’জনের কেউই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নন। তবে একই সঙ্গে দু’জনের কেউই গান্ধী পরিবারের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন না। মোদীর ভারতরত্নের তালিকায় এক বিজ্ঞানীও রয়েছেন। শুক্রবার সেই তালিকা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, নেপথ্যে কোনও সবুজ সঙ্কেত কাজ করছে কি?

মসজিদ এবং মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে হিংসা ছড়াচ্ছে বিজেপি-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মসজিদ এবং মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে নিজেপি শাসিত উত্তরাখন্ডে নতুন করে সামপ্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার আদালতের নির্দেশে হাল্দওয়ানির একটি মসজিদ এবং মাদ্রাসা ভাঙার জন্য যান প্রশাসনিক আধিকারিকরা। সেই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পক্ষ থেকে সেই কাজে বাঁধা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। যদিও উত্তরাখন্ড হাই কোর্ট মসজিদ এবং মাদ্রাসা ভাঙার কাজে স্থগিদাদেশের নির্দেশ দিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি এই বিষয় শুনানি রয়েছে হাই কোর্টে।

জল্পনা উস্কে দিল্লিতে জগন! মোদীর সঙ্গে বৈঠক অন্ধ্রের মুখ্যমন্ত্রীর, চন্দ্রবাবুকে আটকাতেই? আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নায়ডুর পরে এ বার দিল্লিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি জগন্মোহন রেড্ডি। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকও করলেন।  লোকসভা ভোটের আগে তাঁর এই দিল্লি সফর ‘রাজনৈতিক মাত্রা’ পেয়েছে। ্র

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৯

ট্যাগ