ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১৮:১৬ Asia/Dhaka
  • দিল্লিতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি, সীমানা অবরুদ্ধ!

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করার আহ্বান সিপিজের-প্রথম আলো
  • বাড়তে পারে মন্ত্রিসভার পরিধি-ইত্তেফাক
  • ওবায়দুল কাদের বললেন,পরিস্থিতি কখন কী হয় বলা যায় না-মানবজমিন
  • জীবনযাত্রার উচ্চ ব্যয়: গ্রামে ফিরতে বাধ্য হচ্ছে মানুষ-ডেইলি স্টার বাংলা
  • কারাবন্দি ইমরান খানের দল এখন কোন পথে এগোবে?-যুগান্তরের শিরোনাম

কোলকাতার শিরোনাম:

  • ২০০টি কৃষক সংগঠনের অভিযান ঠেকাতে দিল্লিতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি, সীমানা অবরুদ্ধ-আনন্দবাজার পত্রিকা
  • নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবেই ভারত, অস্ট্রেলিয়ায় গিয়ে দাবি জয়শংকরের-সংবাদ প্রতিদিন
  • কংগ্রেস ছাড়লেন অশোক চৌহান-গণশক্তি
  • সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিধায়ক-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। পাকিস্তানের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে দৈনিকগুলোতে গুরুত্বসহ খবর পরিবেশিত হয়েছে। যুগান্তরের শিরোনাম-সরকার গঠন নিয়ে যে ৪ ঘটনা ঘটতে পারে পাকিস্তানে। এতে বলা হয়েছে, পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। তবে ভোটগ্রহণ শেষ হলেও সরকার গঠন নিয়ে শুরু হয়েছে নানা নাটকীয়তা। সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো রাজনৈতিক দল। বরং রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। যে চারটি ঘটনা ঘটতে পারে-তা হচ্ছে-জোট সরকার গঠন করতে যাচ্ছেন নওয়াজ শরিফ, কোনো দল সরকার গঠন না করতে পারলে-সেনাবাহিনীর পদক্ষেপ নিতে পারে, ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের অন্য দলে যোগ দিতে হবে এবং সর্বশেষ পিপিপি ছাড়া জোট অসম্ভব। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনামে লেখা হয়েছে, কারাবন্দি ইমরান খানের দল এখন কোন পথে এগোবে?

সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করার আহ্বান সিপিজের-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।বিবৃতিতে বলা হয়, সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ১২ বছর পূর্ণ হয়েছে গতকাল রোববার।মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে কর্তৃপক্ষ ১০০ বারের বেশি ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সিপিজে। সংগঠনটি বলেছে, সাগর-রুনি হত্যার সরকারি তদন্তে গুরুতর অনিয়ম নিয়ে সিপিজে উদ্বিগ্ন।

সিপিজের বিবৃতিতে বলা হয়, তারা এই হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করার জন্যও তারা আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এত বছরেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন সিপিজে আজ সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

ওবায়দুল কাদের বললেন-পরিস্থিতি কখন কী হয় বলা যায় না-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পরিস্থিতি কখন কী হয় বলা যায় না। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কী হবে সেটি বোঝা যাচ্ছে না। সবকিছু মিলে ২০২৪ সালে কী রেজাল্ট হচ্ছে তা বলা যাচ্ছে না।সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। সেতুমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ। ভিন্ন কৌশলে রূপপুরের জন্য বেশ কিছু জিনিস আনা হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা না হয়। বিএনপি'র ১৩ নেতা জেলে মারা গেছে, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, সেটি জানা নেই। কে কখন মারা গেছে, সেই তথ্য কোথাও তার প্রমাণ দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপিকে পাত্তা দিচ্ছি না এমন না। কার অবস্থা কখন কী হয় বলা যায় না।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

২০০টি কৃষক সংগঠনের অভিযান ঠেকাতে দিল্লিতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি, সীমানা অবরুদ্ধ-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দিয়েছেন পঞ্জাব, হরিয়ানার হাজার হাজার কৃষক। তার আগেই তড়িঘড়ি দু’টি বড় স্টেডিয়ামে অস্থায়ী জেল তৈরি করল হরিয়ানা সরকার। সিরসার চৌধুরি দলবীর সিংহ ইন্ডোর স্টেডিয়াম এবং ডাবওয়ালির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়াম দু’টিকে অস্থায়ী জেলে রূপান্তরিত করা হয়েছে। কৃষকেরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাঁদের আটক করে ওই দু’টি জেলে রাখা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি, কৃষকদের কর্মসূচির আগে দিল্লিতে জারি করা হল ১৪৪ ধারা। এক মাস অর্থাৎ, ১২ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে রাজধানীতে।বিক্ষোভকারীরা যাতে অন্যান্য জেলা থেকে হরিয়ানায় ঢুকতে না পারেন, সেই উদ্দেশ্যে রাজ্যের সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ৫০ কোম্পানি পুলিশ মোতায়েন করেছে সে রাজ্যের সরকার।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবেই ভারত, অস্ট্রেলিয়ায় গিয়ে দাবি জয়শংকরের-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হবেই ভারত, অস্ট্রেলিয়া (Australia) সফরে গিয়ে বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। বিদেশের মাটিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় আত্মবিশ্বাসী বিদেশমন্ত্রী জানান, বিষয়টি একশো শতাংশ নিশ্চিত। তবে ওই প্রাপ্তি সহজ হবে না। যেহেতু একাধিক রাষ্ট্র চায় না নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হোক ভারত।দুদিনের সফরে গতকাল পার্থ শহরে ছিলেন জয়শংকর।তিনি বলেন, “অনেকেই আমাদের আটকাতে চাইবে।” কিন্তু স্থায়ী সদস্যপদের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত আমি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১২

ট্যাগ