জুলাই ০৩, ২০১৬ ১৮:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৩ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

'গুলশান হামলায় নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা'-ইত্তেফাক

গুলশান হামলায় প্রশিক্ষিত শিবির: নাসিম-প্রথম আলো

নিরাপত্তা ইস্যুতে ঘোর সংকটের মুখে বাংলাদেশ ক্রিকেট- মানবজমিন

হামলাকারীরা সবাই জেএমবি : আইজিপি- কালের কণ্ঠ

হামলাকারীরা উচ্চশিক্ষিত, ধনী পরিবারের সন্তান-নয়া দিগন্ত

গুলশান পণবন্দি ঘটনা-সংকটের মুখে রফতানি খাত-মানবকণ্ঠ

খালেদা জিয়ার বিবৃতি জঙ্গিদের সমর্থন করে : নাসিম-যুগান্তর

দেশে সহিংসতার উৎসমুখ খুঁজতে হবে: ড. ইউনূস- যুগান্তর

সাতক্ষীরায় মন্দিরের পুরোহিতকে হত্যা প্রচেষ্টায় থানায় মামলা দায়ের, আটক তিন-ইনকিলাব

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

কেন্দ্রের প্রবল চাপের মুখে রাজ্য, বিদ্যুতের মাশুল বৃদ্ধির সম্ভাবনা-বর্তমান

উত্তরাখণ্ডে মৃত বেড়ে ১৭, ফের মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস-সংবাদ প্রতিদিন

ঢাকার হামলাকারীরা আই এস নয়!, বলল ঢাকা-আজকাল

কারা চালাচ্ছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ? ভাবাচ্ছে দিল্লিকে-আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

গুলশান হামলার ফলোআপ খবর প্রথমে তুলে ধরছি।

গুলশান হামলায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বলেছেন, আস্থা রাখুন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করবো'। প্রধানমন্ত্রীর আজকের একটি বক্তব্য ছাপা হয়েছে প্রথমআলোসহ প্রায় সব দৈনিকে। খবরটির শিরোনাম:

‘হামলাকারীদের শেকড় খুঁজে বের করা হবে’

ঢাকার গুলাশানের ক্যাফেতে যারা হামলা চালিয়েছে তাদের ‘শেকড়’খুঁজে বের করা হবে, কারা তাদের অস্ত্র-বিস্ফোরক দিচ্ছে সেটিও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা কিহারার সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ প্রতিদিনের খবর:

বীভৎস হামলায় নিহত ২৮

রাতেই ২০ জিম্মিকে হত্যা, সাড়ে ১১ মিনিটের অপারেশন থান্ডারবোল্ট, তিন বিদেশিসহ উদ্ধার ১৩, দুই দিনের রাষ্ট্রীয় শোক

কালের কণ্ঠের শিরোনাম: হামলাকারীরা সবাই জেএমবি

পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানে হামলাকারীরা সবাই জেএমবি সদস্য। তবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে তাদের যোগাযোগ থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আজ দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ কনস্টেবল ও মাইক্রোবাসচালককে দেখার পর সাংবাদিকদের সাথে এ কথা বলেন আইজিপি।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ‘প্রশিক্ষিত শিবির’ জড়িত থাকতে পারে।

সবার একটি কৌতুহল হামলাকারীরা কারা।

হামলাকারীদের পরিচয় সম্পর্ক ইত্তেফাকের খবরের শিরোনাম;

হামলাকারীদের খোঁজ মিলছে ফেসবুকে

মৃত হামলাকারীদের ও অস্ত্রহাতে আইএসের পতাকার সামনে দাঁড়ানো হামলাকারীদের ছবি প্রকাশের পর এবার একে একে তাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকেই জানাচ্ছেন, হামলাকারীরা তাদের পরিচিত।

হামলাকারীদের মধ্যে সম্পূর্ণ পরিচয় পাওয়া রোহান ইমতিয়াজকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে। কেননা তার বাবা ইমতিয়াজ খান বাবুল আওয়ামী লীগের একজন নেতা। সম্প্রতি ঢাকা থেকে আওয়ামী লীগের ব্যানারে কাউন্সিলর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। গত ২১ জুন থেকে ছেলের খোঁজ পাচ্ছিলেন না তিনি। এর প্রমাণ তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস।

হামলাকারীদের মধ্যে অপর একজনের নাম নিব্রাস ইসলাম। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।

মীর সাবিহ মুবাশ্বের স্কলাসটিকার ছাত্র। এ লেভেল পরীক্ষার আগে গত মার্চে মুবাশ্বের নিখোঁজ হন বলে তার এক সহপাঠীর বরাত দিয়ে জানিয়েছেন তিনি।

মাহবুব রাজীব নামে আরেকজন ফেসবুকে আরেক জঙ্গির ছবি দিয়েছেন। অর্থাৎ হামলাকারী হিসেবে পরিচিত অধিকাংশরাই এসেছে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ থেকে। এদিকে পুলিশ শনিবার রাতে নিহত পাঁচজনের লাশের ছবি প্রকাশ করেছে। দুই ছবির অন্তত চারজনের চেহারার মিল ধরা পড়ে। বাকি একজনের ছবি একই ব্যক্তির কি না, তা স্পষ্ট নয়। এই হামলায় জড়িতদের পাঁচজন চিহ্নিত জঙ্গি বলে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ইতোমধ্যে বলেছেন। তাদের খোঁজা হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।পুলিশ এই পাঁচজনের নাম বলেছে- আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন। তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। কিন্তু পুলিশের দেয়া তথ্যে সঙ্গে ফেসবুকে পরিচয় পাওয়া জঙ্গীদের পরিচয়ে কিছু গরমিল পাওয়া যাচ্ছে। এ বিষয়টি নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অর্থনীতির খবরে দৈনিক মানবকণ্ঠের শিরোনাম:

সংকটের মুখে রফতানি খাত

ইমেজ সংকট পিছু ছাড়ছে না রফতানি খাতের। ভয়াবহ গুলশান হামলার পরে এ সংকট আরো তীব্র হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় নিহতের মধ্যে বেশ কয়েকজন বায়ার বা তাদের প্রতিনিধি রয়েছেন বলেও জানা গেছে। এর ফলে গোটা পোশাক খাতেই দেখা দিতে পারে অস্থিরতা। রফতানি বাণিজ্যে দেখা দিতে পারে সংকট। এছাড়া বিদেশি বিনিয়োগ কমার পাশাপাশি বিনিয়োগকারী বিদেশিরাও অন্যদেশে পাড়ি জমাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বোপরি সার্বিক অর্থনীতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে সংকট সৃষ্টি হতে পারে এ ঘটনায়।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

গুলশান ঘটনা নিয়ে কোলকাতার আনন্দবাজার শিরোনাম করেছে- একটা করে খুন করেই আইএস দফতরে ছবি পাঠিয়ে দিচ্ছিল জঙ্গিরা! তারিশি ভোর বেলা তার বাবাকে ফোন করে বলে, বাবা আমার ভীষণ ভয় করছে! বাথরুমে লুকিয়ে শেষ ফোন তারিশির। ইশরাত আখন্দকে নিয়ে লেখা হয়েছে-হিজাব নেই আবার মুসলমান কীসের! নেমে এল জঙ্গির ধারালো অস্ত্র। দৈনিকটি আরো লিখেছে- কলমা পড়তে না পারলেই গলায় কোপ।

সীমান্তের জেলাগুলিতে অচেনা লোক দেখলেই প্রশাসনকে খবর দিন’-আনন্দবাজার

জঙ্গি মোকাবিলায় ও-পারে শেখ হাসিনার সরকার তৎপরতা বাড়ানোয় উদ্বেগ ছড়িয়েছে এ-পারে। যার জেরে প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে শনিবার তড়িঘড়ি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রের খবর, ঢাকার গুলশনে জঙ্গি হামলার জেরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে শেখ হাসিনা সরকার। বাংলাদেশে চাপ বাড়লেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। ফলে স্বভাবতই সতর্ক থাকতে চাইছে রাজ্য প্রশাসন।

পাকিস্তানের মদতেই জঙ্গি হানা বাংলাদেশে!সংবাদ প্রতিদিন

ঢাকার কূটনৈতিক এলাকায় অভিজাত রেস্তোরাঁয় জঙ্গি হানার দায় স্বীকার করেছিল মৌলবাদী জঙ্গি সংগঠন আইসিস৷ এবার এই আক্রমণের পিছনে পাক গুপ্তচর সংস্থা আএসআই-এরও হাত আছে বলে সন্দেহ প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা৷

‌দশ বছরের মেয়েকে ধর্ষণের পর খুন-আজকাল

দশ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বোল্লারাম অঞ্চলে। গত শনিবার থেকে নিখোঁজ ছিল মেয়েটি। স্থানীয় পুলিস তাঁর মৃতদেহ সেকেন্দ্রাবাদের কাছে রেললাইন থেকে উদ্ধার করেছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩