আগুনে পোড়া: চিকিৎসা এবং প্রতিকার: অধ্যাপক বুলবুল সরওয়ার
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৯:৩৩ Asia/Dhaka
আগুনে পোড়া শব্দটির সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। প্রতিবছরই বাংলাদেশে অনেক মানুষ আগুনের পোড়ার শিকার হয়ে প্রাণ হারান।
না হয় দৈহিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। কেউ কেউ পঙ্গুও হয়ে যান। অথচ একটু সতর্ক হলে এমন ভয়াবহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ বিষয়ে দুই পর্বে আলোচনা করছেন বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভারের গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের প্রিভেনটিভ মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল সরওয়ার । বাংলা সাহিত্যের অন্যতম সেরা সাহিত্যিক, কবি এবং অনুবাদক হিসেবে নিজের অবস্থান এরই মধ্যে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞ এ চিকিৎসক।