মার্চ ১৩, ২০১৮ ১৬:২৪ Asia/Dhaka

বাংলাদেশে ছত্রাকজনিত রোগ দাঁদের প্রকোপ বাড়ছে। আমাদের অর্থাৎ মানুষে ত্বক বা চামড়ার উপরিভাগে কেরোটিন থাকে এই উপাদান ত্বক, চুল এবং নখ গঠনে সহায়তা করে ৷

ফাঙ্গাস বা ছত্রাক ত্বকের এ উপাদানকে আক্রমণ করে এবং এখানেই বসবাস ও বংশবৃদ্ধি করে। ফলে দেহের ওই এলাকার ত্বকের গঠন বদলে যায়। তা আঁশ আঁশ ও মোটা-পুরু হয়ে যায় এবং পানি বের হয় বা ঘায়ের মত সৃষ্টি হয়।  আর এটিই দাঁদ নামে পরিচিত। এ রোগকে টিনিয়া (Tinea) বা  রিংওয়ারমর্সও বলা হয়। বর্তমানে বাংলাদেশে এর প্রকোপ আশংকাজনক ভাবেই বাড়ছে। কেনও হঠাৎ করেই এ রোগের প্রকোপ বাড়ল? হ্যা তা নিয়ে দু'পর্বে আলোচনা করেছেন বাংলাদেশের যশোর জেলার সদর হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট এবং ডারমেটলজিস্ট বা ত্বক সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুর রহমান।

ট্যাগ