ফার্সি ভাষায় সে سه মানে তিন (১১৬তম পর্ব)
পাঠক! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন আপনারা। ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি।
আজো আমরা ব্যায়াম এবং পালোয়ান বিষয়ে কথা বলার চেষ্টা করবো। গত কয়েকটি আসরে আমরা জেনেছি যে ইরানী সংস্কৃতিতে বীরত্ব বা চ্যাম্পিয়ন হওয়াটা একটা কৃতিত্ব আর পালোয়ান হওয়া বা পালোয়ানী মন-মানসিকতা পোষণ করাটা অনেক উঁচুমানের কৃতিত্ব। ইরানীদের মাঝে বহু ব্যায়াম-বীর রয়েছেন যাঁরা চারিত্র্যিক সৎ গুণাবলি ও পছন্দনীয় নৈতিকতার অধিকারী। তাঁরা জনগণের খুব প্রিয়। যেখানেই কোনো অন্যায় দেখেন তার বিরুদ্ধে সংগ্রাম করেন। এ ধরনের বীর-পালোয়ানেরা ইরানীদের স্মৃতিতে অমর হয়ে থাকেন। এ ধরনের ইরানী আরেকজন বীর-পালোয়ানের সাথে আজকের আসরে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আপনারা হয়তো ইরানের টেকভান্দু চ্যাম্পিয়ন হাদি সায়ীর কথা জেনে থাকবেন। তিনি তিনটি অলিম্পিকে অংশগ্রহণ করে গোল্ড মেডেল লাভ করেন। টেলিভিশনে এখন খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে। সেখানে হাদি সায়ীর সর্বশেষ প্রতিযোগিতাটা দেখাচ্ছে। মুহাম্মাদ এবং রমিন তাঁকে নিয়েই কথাবার্তা বলছে। তাদের আলোচনা শোনার আগে চলুন আজকের আসরের নতুন শব্দগুলোর সাথে পরিচিত হই।
تلويزيون - نگاه کن - هادي ساعي - مسابقه - مسابقه ها - آن نشان مي دهد - قهرمان - تکواندو - رشته تكواندو - المپيک - پکن - آتن - سيدني - مدال - طلا - برنز - او مدال گرفته است - او گرفت - قبل - او شرکت کرده است - او شركت داشت - سال - ২০০৪ - او قهرمان شد - ايران - آسيا - جهان - بزرگ - سه - نشان - نشان پهلواني - شايستگي - زلزله - شهر بم - او نشان داد - او فروخت - مردم - آسيب ديده - او كمك كرد - چه جالب - جوان - خوش اخلاق - مهربان
টেলিভিশন / দেখো / একজন ইরানী বীরের নাম / প্রতিযোগিতা / প্রতিযোগিতাগুলো / তা প্রমাণ করে / চ্যাম্পিয়ন / একটি খেলার নাম / টেকভান্দু বিভাগ / অলিম্পিক / বেইজিং / এথেন্স / সিডনি / মেডেল / স্বর্ণ / ব্রোঞ্জ / সে পদক পেয়েছে / সে পেয়েছে / আগে / সে অংশ গ্রহণ করেছে / তার অংশগ্রহণ ছিল / সাল / ২০০৪ / সে চ্যাম্পিয়ন হয়েছে / ইরান / এশিয়া / বিশ্ব / বড়ো / তিন / চিহ্ন / পালোয়ানী চিহ্ন / যথার্থতা / ভূকম্পন / বাম নামক ইরানের শহর / সে দেখিয়েছে / সে বিক্রি করেছে / জনগণ / ক্ষতিগ্রস্ত / সে সাহায্য করেছে / কী মজার / যুবক / সচ্চরিত্রবান / দয়ালু ।
বাংলা অর্থসহ আজকের আসরের নতুন শব্দগুলো জানলেন এতোক্ষণ। এবারে চলুন মুহাম্মাদ এবং রমিনের কথোপকথনটি শুনি। তবে প্রথমেই যথারীতি অনুবাদসহ। رامين - محمد تلويزيون را نگاه کن . مسابقه هادي ساعي را نشان می دهد . محمد - هادي ساعي ؟ رامين - بله . او در رشته تکواندو قهرمان است . در المپيک پکن هم مدال طلا گرفته است . محمد - او در المپيک هاي قبل هم شرکت کرده است ؟رامين - بله . او در المپيک آتن در سال ২০০৪ قهرمان شد . او قهرمان ايران ، آسيا و جهان است . محمد - پس او قهرمان بزرگي است . رامين - بله . او در سه المپيک شرکت کرده است .محمد - هادی ساعی در المپيک سيدني هم شرکت داشت ؟رامين - بله . ساعی در آن مسابقه ، مدال برنز گرفت . محمد - آيا او هم نشان پهلوانی دارد ؟رامين - او شایستگی اش را در زلزله شهر بم نشان داد . ساعی مدالهایش را فروخت و به مردم آسیب دیده کمک کرد .
محمد - چه جالب !رامين - هادی ساعی ورزشكاري جوان و خوش اخلاق و مهربان است .
রমিন : মুহাম্মাদ টিভি দেখো। হাদি সায়ীর প্রতিযোগিতাটা দেখাচ্ছে।মুহাম্মাদ : হাদি সায়ী?রমিন : হ্যাঁ। টেকভান্দু খেলায় তিনি চ্যাম্পিয়ন। বেইজিং অলিম্পিকেও তিনি স্বর্ণ জিতেছেন।মুহাম্মাদ : তিনি কি আগের অলিম্পিকগুলোতেও অংশ গ্রহণ করেছেন?রমিন : হ্যাঁ। তিনি ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ইরান,এশিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়ন।মুহাম্মাদ : তাহলে তো তিনি মহাবীর।রমিন : তিনটি অলিম্পিকে তিনি অংশ নিয়েছেন।মুহাম্মাদ : সিডনি অলিম্পিকেও কি হাদি সায়ী'র অংশ গ্রহণ ছিল?রমিন : হ্যাঁ। সেই প্রতিযোগিতায় সায়ী ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।মুহাম্মাদ : আচ্ছা। তাঁর মাঝেও কি পালোয়ানের চিহ্ন আছে?রমিন : বাম শহরে ভূমিকম্পের সময় তিনি তাঁর উপযুক্ততা দেখিয়েছেন। সায়ী তাঁর পদকগুলো বিক্রি করে ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করেছেন।মুহাম্মাদ : কী চমৎকার ব্যাপার।রমিন : হাদি সায়ী সচ্চরিত্রবান, দয়ালু এক যুবক খেলোয়াড়।

রমিন তার কথা চালিয়ে যেতে যেতে বললো এই যুবক পালোয়ান ২০০৩ খ্রিষ্টাব্দে যখন বুঝতে পারলেন যে,বাম শহরে সংঘটিত ভূমিকম্পে বহু লোক মারা গেছে এবং আরো বহু লোক আশ্রয়হীন হয়ে পড়েছে,তখন তিনি গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেন। তিনি বিশ্ব প্রতিযোগিতায় যেসব মূল্যবান পদক পেয়েছিলেন সেগুলো দান করে দেন যাতে সেগুলো বিক্রির পয়সা দিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায়। তিনি সবসময় অভাবগ্রস্তদের সাহায্য করেন। হাদি সায়ী তেহরানের দক্ষিণাঞ্চলীয় মধ্যবিত্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হবার জন্যে তিনি ব্যাপক প্রচেষ্টা চালান। তাঁর নিজস্ব ভাষ্য অনুযায়ী প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে তিনি কোনো একটি মাযার যিয়ারতে যান এবং আল্লাহর কাছে সাফল্য প্রার্থনা করেন। ইরানী জনগণ গর্বিত এই যুবকের প্রশংসায় পঞ্চমুখ। মুহাম্মাদ এবং রমিন হাদি সায়ীর খেলাটি টিভিতে দেখলো। তিনি বেইজিং অলিম্পিকেও গলায় স্বর্ণপদক পরতে সক্ষম হয়েছেন এবং ইরানী জাতির গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছেন।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন