ফার্সি ভাষায় ন'ম نام মানে নাম (১২৭তম পর্ব)
পাঠক! আপনাদের নিশ্চয়ই মনে আছে মুহাম্মাদ এবং তার বন্ধু সাঈদ ফার্স প্রদেশ ভ্রমণে যাবার কথা ছিল। তারা গতরাতে শিরায শহরের বিমানবন্দরে পৌঁছেছে এবং সরাসরি হোটেলে উঠে বিশ্রাম করেছে।
আজ তাদের সফরের কর্মসূচির শুরুতেই রয়েছে তাখতে জামশিদ ভ্রমণ। তারা বাসে চড়ে শিরায থেকে তাখতে জামশিদ গেছে। এখন তাদের সবাই আড়াই হাজার বছরের পুরোণো ঐতিহাসিক এই স্থাপনাটি দেখায় ব্যস্ত। ঐতিহাসিক এই স্থাপনা শিরায শহরের কাছেই অবস্থিত। এর প্রাচীন নাম ছিল পারেসা। গ্রিক ভাষায় যাকে পার্সপোলিস অর্থাৎ পার্সদের শহর বলে। আধুনিক ফার্সিতে এই স্থাপনাটিকে বলা হয় তাখতে জামশিদ। জামশিদ ছিলেন ইরানের একজন নামকরা বাদশাহ। কিন্তু প্রকৃতপক্ষে তাখতে জামশিদ ছিল হাখামানেশীয় দুই বাদশার প্রাসাদ। একজন হলেন কুরুশ আর অপরজন দারিয়ূশ। তাখতে জামশিদের প্রাচীনতম অংশটি খ্রিষ্টপূর্ব ৫১৫ সালে দারিয়ূশের আমলে নির্মিত হয়েছে। এই স্থাপনাটি নির্মাণে স্থপতি,শিল্পী,বিশেষজ্ঞ,শ্রমিক নির্বিশেষে বহু নারী-পুরুষ অংশগ্রহণ করেছিল। যাই হোক,আমরা মূল আলোচনায় যাবার আগে যথারীতি আসরের নতুন শব্দগুলোর সাথে পরিচিত হবার চেষ্টা করি।
تخت جمشيد - پارسه - نام - شهر - باستاني - بزرگ - قديمي - قبلا" - من ديده بودم - عکس - با شکوه - باشکوه تر - بنا - دو هزار و پانصد - سال - پيش - قبل - آن ساخته شده است - کاخ - آن بوده است - پله - ستون - آن باقي مانده است - همين طور است - پادشاهان - هخامنشي - منطقه - قصر - پرسپوليس - نزديکي - واژه - يوناني - مجموعه - بزرگ - چگونه - ১২০ سال - آن طول کشيده - آن داشته است - مراسم - رسمي - تشريفات - زندگي خصوصي - خزانه شاهي - دژ حفاظتي - تخريب - ৩৩০ - قبل از ميلاد - اسکندر مقدوني - او حمله کرد - او به آتش کشيد - حيف - بناي زيبا - من فكر مي كنم - محافظت مي شود - ما سعي مي کنيم محافظت کنيم - يونسكو - به عنوان - ميراث جهاني - آن به ثبت رسانده است -
ইরানের প্রাচীন একটি স্থাপনা / তাখতে জামশিদের প্রাচীন নাম / নাম / শহর/ প্রাচীন / বড়ো / পুরোণো / আগেই / আমি দেখেছিলাম / ছবি/ আড়ম্বরপূর্ণ / আরো বেশি জাঁকজমকপূর্ণ / স্থাপনা / ২ হাজার ৫ শ'/ বছর / আগে / আগে / তা নির্মিত হয়েছে / প্রাসাদ / তার ছিল / সিঁড়ি / থাম / অবশিষ্ট আছে / এরকম / বাদশাগণ / একটি যুগের নাম / এলাকা / প্রাসাদ / গ্রিক ভাষায় তাখতে জামশিদের নাম / নৈকট্য / শব্দ / গ্রিক / কমপ্লেক্স / বড়ো / কীভাবে / ১২০ বছর / সময় লেগেছে / ছিল / অনুষ্ঠান / রাষ্ট্রীয় / আনুষ্ঠানিকতা / বিশেষ বা ব্যক্তিগত জীবন / শাহী কোষাগার / প্রতিরক্ষা দূর্গ / ধ্বংস / ৩৩০ / খ্রিষ্টপূর্ব / আলেক্সান্দার / সে হামলা করেছে / আগুণে পুড়েছে / পরিতাপের বিষয়/ সুন্দর স্থাপনা / আমার মনে হয় / সুরক্ষিত হবে / আমরা রক্ষা করতে চেষ্টা করবো / জাতিসংঘের একটি সংস্থা / হিসেবে / বিশ্ব ঐতিহ্য / তা তালিকাভুক্ত হয়েছে।

শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার আমরা তাখতে জামশিদে যাবো এবং মুহাম্মাদ আর তার ভ্রমণ-গাইডের কথাবার্তাগুলো শুনবো। তবে ফার্সিতে শোনার আগে যথারীতি একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছে। খুব ভালোভাবে লক্ষ্য করুন।
َََراهنماي تور - اينجا تخت جمشيد است . نام ديگر آن پارسه است . پارسه از شهرهاي باستاني ايران است . محمد - اينجا بسيار بزرگ و قديمي است . من قبلا" عکس هايي از تخت جمشيد را ديده بودم . اما اينجا بسيار باشکوه تر از آن عكس ها است . راهنما - بله . اين بناي باشکوه ، دو هزار و پانصد سال پيش ساخته شده است . محمد - آيا اينجا يک کاخ بزرگ بوده که فقط پله ها و ستون هايش باقي مانده است ؟ راهنما - همين طور است . در زمان پادشاهان هخامنشي ، اين منطقه پايتخت ايران و اين بنا قصر آنها بوده است . محمد - پرسپوليس کجاست ؟ آنجا هم در همين نزديکي است ؟راهنما - پرسپوليس نام ديگر پارسه يا تخت جمشيد است . پرسپوليس يک واژه يوناني است . محمد - اين مجموعه بزرگ چگونه ساخته شده است ؟راهنما - ساخت اين بنا ، صد و بيست سال طول کشيده و اين مجموعه چند کاخ داشته است . يک کاخ براي مراسم رسمي و تشريفات و چند کاخ براي زندگي خصوصي / البته خزانه شاهي و دژ حفاظتي هم داشته است . محمد - اين بنا چگونه تخريب شد ؟ راهنما - در سال ৩৩০ قبل از ميلاد ، اسکندر مقدوني به ايران حمله کرد و تخت جمشيد را به آتش کشيد . محمد - حيف از اين بناي زيبا و با شکوه / اما فکر مي کنم الان از اين بنا محافظت مي شود . راهنما - بله . يونسكو ، تخت جمشيد را به عنوان ميراث جهاني به ثبت رسانده است و ما سعي مي کنيم از آن محافظت کنيم .
গাইড : এটা হলো তাখতে জামশিদ। এর অপর নাম হলো পারসাহ। পারসা ইরানের প্রাচীন শহরগুলোর একটি।মুহাম্মাদ : এটা তো বেশ বড়ো এবং প্রাচীন। আমি আগে তাখতে জামশিদের বহু ছবি দেখেছি। কিন্তু ছবির চেয়ে বাস্তবে অনেক বেশি আড়ম্বরপূর্ণ।গাইড : হ্যাঁ। জাঁকজমকপূর্ণ এই স্থাপনাটি ২ হাজার ৫ শ' বছর আগে নির্মিত হয়েছে।মুহাম্মাদ : আচ্ছা! এখানে কি বড়ো কোনো প্রাসাদ ছিল যার সিঁড়ি আর পিলারগুলোই কেবল অবশিষ্ট রয়েছে?গাইড : ঠিক তাই।হাখামানেশীয় বাদশাদের আমলে এই এলাকাটি ছিল ইরানের রাজধানী আর এই স্থাপনাটি ছিল তাদের প্রাসাদ।মুহাম্মাদ : পার্সপোলিস কোথায়? সেটাও কি এর ধারেকাছেই?গাইড : পার্সপোলিস হলো পারসা বা তাখতে জামশিদের অপর নাম। পার্সপোলিস একটি গ্রিক শব্দ।মুহাম্মাদ : বিশাল এই কমপ্লেক্সটা কীভাবে তৈরী করা হয়েছে?গাইড : এই স্থাপনাটি তৈলী করতে ১শ'২০ বছর সময় লেগেছে এবং এই কমপ্লেক্সে কয়েকটি প্রাসাদ ছিল। একটি প্রাসাদ রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি বা আনুষ্ঠানিকতা পালনের জন্যে এবং কয়েকটি প্রাসাদ ব্যক্তিগত জীবনযাপনের জন্যে,অবশ্য শাহী কোষাগার এবং নিরাপত্তা দূর্গও ছিল।মুহাম্মাদ : স্থাপনাটি কীভাবে ধ্বংস হলো?গাইড : খ্রিষ্টপূর্ব ৩৩০ সালে আলেক্সান্দার ইরানে হামলা করে তাখতে জামশিদ পুড়িয়ে দিয়েছিল।
মুহাম্মাদ : দুঃখ হয় চমৎকার এই স্থাপনাটির জন্যে।তবে মনে হয় এখন এই স্থাপনাটি রক্ষণাবেক্ষণ করা হয়।গাইড : হ্যাঁ। ইউনেস্কো তাখতে জামশিদকে বিশ্বের ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং আমরা চেষ্টা করবো সেই ঐতিহ্যকে সংরক্ষণ করতে।
গাইডের সহযোগিতায় মুহাম্মাদ এবং তার সফরসঙ্গীরা তাখতে জামশিদের বিভিন্ন দিক ঘুরে ফিরে দেখে। গাইড এই স্থাপনাটির গঠন এবং এর নির্মাণ উপকরণাদি সম্পর্কে ব্যাখ্যা দেয়। জাতি তোরণেরও বর্ণনা দেয় সে। জাতি তোরণ তাখতে জামশিদেরই একটি অংশ। অন্যান্য দেশের নেতৃবৃন্দ হাখামানেশীয় বাদশাদের সাথে দেখা-সাক্ষাৎ করার জন্যে এই গেইট দিয়ে প্রবেশ করতো। এর সিঁড়িগুলো এখনো অবশিষ্ট আছে। আপাদানা প্রাসাদও তাখতে জামশিদের একটি অংশ। মুহাম্মাদ এবং তার সাথীরা এই আপাদানা প্রাসাদটিও দেখে। এই প্রাসাদেও নওরোয উৎসব-অনুষ্ঠানাদি পালিত হতো এবং বিভিন্ন দেশের প্রতিনিধিগণকে এই প্রাসাদেই অভ্যর্থনা জানানো হতো। তাখতে জামশিদে আরো কয়েকটি প্রাসাদের স্মৃতিচিহ্ন লক্ষ্য করা যায় যেগুলো দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে সহজেই। মুহাম্মাদ এবং তার সঙ্গীদের সবার বিশ্বাস শৈল্পিক নির্মাণশৈলীময় এই সুন্দর স্থাপনাটি প্রমাণ করে যে বহু প্রাচীনকাল থেকেই ইরানীরা ছিল যথেষ্ট দক্ষ এবং উন্নত সভ্যতার অধিকারী। ঐতিহ্যগত দিক থেকেও ইরানীদের যথেষ্ট সমৃদ্ধি রয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন