ফার্সি ভাষায় জেন্দেগী زندگي মানে জীবন (১৩৫তম পর্ব)
পাঠক, ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আসরে আমরা ফার্সি শেখার পাশাপাশি ইরানের একজন বিখ্যাত চিকিৎসকের সাথে পরিচিত হবো। ইরানী ঐ চিকিৎসকের নাম মোহাম্মাদ ক্বারিব।
ডাক্তার মোহাম্মাদ ক্বারিব ১৯০৯ সালে তেহরানে জন্মগ্রহণ করেন। সে সময় অধিকাংশ শিশু মক্তবে লেখাপড়া করলেও তার বাবা তাকে স্কুলে ভর্তি করেন। স্কুলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি মেডিকেলে পড়ার উদ্দেশ্যে ফ্রান্সে গমন করেন। সেখানে তিনি চিকিৎসা বিদ্যার ওপর উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেন এবং ফ্রান্স সরকারের পক্ষ থেকে পদক পান। ইরানে ফিরে তিনি শিশুদের রোগের ওপর বিশেষজ্ঞ ডাক্তার তৈরি করার লক্ষ্যে এ সংক্রান্ত বিদ্যার ভিত্তি স্থাপন করেন। তিনি ইরানে সর্বপ্রথম শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত শিশুদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন। এবারে চলুন আজকের আলোচনায় ব্যবহৃত শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।
سریال - جالب - روزگار قریب - موضوع - چیست ؟ - زندگي - پزشک - معاصر - تو گفتی - يعني- او نیست - او فوت کرده است - متخصص - كودكان - خارج - او تحصیل کرده است - دیپلم - او گرفت - رشته - او رفت - او بازگشت - متعهد - دانشمند - كارهاي بزرگ - او انجام داد - او پایه گذاری کرد - او داشت - خصوصی - او تدریس می کرد - دانشگاه - شاگرد.
ধারাবাহিক - ইরানে ধারাবাহিক নাটককে سریال বলা হয়। আকর্ষণীয়। ক্বারিবের জীবনী। বিষয়। কী? জীবন। চিকিৎসক। সমকালীন। তুমি বলেছো। অর্থাৎ। সে নেই। সে মারা গেছে। বিশেষজ্ঞ। শিশুরা। বাইরে বা বিদেশ। সে লেখাপড়া করেছে। ডিপ্লোমা - ইরানে উচ্চমাধ্যমিক ডিগ্রিকে دیپلم বলা হয়। সে নিয়েছে। বিভাগ। সে গিয়েছে। সে ফিরে এসেছে। প্রতিশ্রুতিশীল। বিজ্ঞানী। মহান কাজ। সে করেছে। সে ভিত্তি স্থাপন করেছে। তার ছিলো। সে শিক্ষা দিতো। বিশ্ববিদ্যালয়। ছাত্র।
পাঠক, এবারে চলুন ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদের কাছে। দেখা যাক সে তার ইরানী বন্ধু রমিনের সাথে কী কথা বলছে। রমিন টেলিভিশনে 'ক্বারিবের জীবনী' নামক ধারাবাহিক নাটক দেখছে। এই ধারাবাহিকটিতে ডাক্তার মোহাম্মাদ ক্বারিবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
رامین - این سریال خیلی جالب است . آیا سریال " روزگار قریب " را می بینی ؟ محمد - نه . تاكنون این سریال را ندیده ام . موضوعش چیست ؟رامین- زندگی دکتر محمد قریب . او یکی از پزشکان معاصر ایرانی بود. محمد - گفتی او پزشک معاصر بود ، يعني اکنون دیگر زنده نیست .رامین - بله . او در سال 1974 فوت کرده است . قريب ، متخصص پزشکی کودکان بود . محمد - او در خارج از ایران تحصیل کرده است ؟رامین - بله . او در تهران دیپلم گرفت و برای تحصیل در رشته پزشکی به فرانسه رفت . محمد - آیا او دوباره به ایران بازگشت یا در فرانسه ماند ؟رامین - البته که به ایران بازگشت ، او پزشکي متعهد و دانشمند بود .محمد - او چه کارهای بزرگی انجام داد ؟رامین - او پزشکی کودکان در ایران را پایه گذاری کرد و یک بیمارستان خصوصی هم داشت . محمد - دكتر قريب در دانشگاه هم تدریس می کرد ؟رامین - بله . بسیاری از متخصصان کودکان در ايران از شاگردان دکتر محمد قریب هستند .
(টেলিভিশনে নাটক প্রচারের শব্দ)
রমিন : এই ধারাবাহিক নাটকটি অত্যন্ত আকর্ষণীয়। মোহম্মাদ ক্বারিবের জীবনী নামক নাটকটি কি তুমি দেখো?মোহাম্মাদ : না, আমি এখনো নাটকটি দেখি নি। এর বিষয়বস্তু কি?রমিন : ডাক্তার মোহাম্মাদ ক্বারিবের জীবনী। তিনি ইরানের একজন সমকালীন চিকিৎসক ছিলেন।মোহাম্মাদ : কি বললে- তিনি সমকালীন চিকিৎসক ছিলেন? তার মানে তিনি আর জীবিত নেই?রমিন : না। তিনি ১৯৭৪ সালে ইন্তেকাল করেছেন। ক্বারিব শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। মোহাম্মাদ : তিনি কি ইরানের বাইরে পড়াশুনা করেছেন?রমিন : হ্যা। তিনি তেহরানে উচ্চমাধ্যমিক সমাপ্ত করার পর চিকিৎসাবিদ্যায় পড়াশুনা করার জন্য ফ্রান্সে গিয়েছিলেন। মোহাম্মাদ : তিনি ইরানে ফিরে এসেছিলেন, নাকি ফ্রান্সে থেকে গিয়েছিলেন?রমিন : অবশ্যই তিনি ইরানে ফিরে এসেছিলেন, তিনি ছিলেন প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান চিকিৎসক।মোহাম্মাদ : তিনি কি কি মহান কাজ করেছেন?রমিন : তিনি ইরানে শিশু বিশেষজ্ঞ চিকিৎসা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছেন এবং তার একটি বেসরকারী হাসপাতালও ছিলো।মোহাম্মাদ : ডাক্তার ক্বারিব কি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করতেন?রমিন : হ্যা। ইরানের বহু শিশু বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক মোহাম্মাদ ক্বারিবের ছাত্র।
মোহাম্মাদ ও রমিন দুজনে মিলে ডাক্তার মোহাম্মাদ ক্বারিব নাটকটি দেখলো। আজকের পর্বে দেখানো হয়েছে, ডাক্তার ক্বারিব তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা করছেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং দয়ালু। তরুণ চিকিৎসকরা তার কাছ থেকে চিকিৎসাবিদ্যার অনেক কিছু শিখেছেন। শিশুদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতা অর্জন করেছিলেন। রোগীকে এক নজর দেখেই তিনি বলে দিতে পারতেন তার কী রোগ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও তার বেশ খ্যাতি ছিলো। শেষ জীবনে তিনি মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে ভর্তি হন। নিজের চিকিৎসা চলার সময়ও তিনি হাসপাতালে বহু রোগীর চিকিৎসা করেছেন, রোগীদের খোঁজ খবর নিয়েছেন। ১৯৭৪ সালে তেহরানের ঐ হাসপাতালে তার মৃত্যু হয়।#