মে ০৪, ২০১৯ ১৮:৩১ Asia/Dhaka

পাঠক ! মুহাম্মদ বিশ্ববিদ্যালয়ে গেছে। আজকের একটি ক্লাস হচ্ছে ইসলাম পরবর্তী ইরানের ইতিহাস। এ ক্লাসে বিশেষভাবে আলোচিত হবে ইরানের জ্ঞানী গুনী ব্যক্তিদের নিয়ে। ড: কারিমি এই বিষয়ে আলোচনা করবেন। মুহাম্মদ ও তার সহপাঠীরা ক্লাসে অপেক্ষা করছে তাদের শিক্ষকের জন্যে।

তিনি আজ ইবনে সিনা বা আবু আলী সিনা সম্পর্কে আলোচনা করবেন। ইবনে সিনা বা আবু আলী সিনা প্রায় ১০০০ বছর পূর্বে বোখারায় জন্ম গ্রহণ করেন। এই অসাধারণ পন্ডিত ব্যক্তি যেমন একাধারে ছিলেন চিকিৎসক তেমনি দর্শন , গণিত এবং অন্যান্য বিষয়েও ছিলেন সমান পারদর্শী । তিনি খুব কম বয়সে শিক্ষা শুরু করেন। তাঁর অসাধারণ প্রতিভা ও অধ্যবসায়ের ফলে তিনি তরুণ বয়সেই একজন খ্যতিমান চিকিৎসক ও জ্ঞানী ব্যাক্তিতে পরিণত হন। সে সময় তিনি ইরানের সর্বাধিক জ্ঞানী ব্যাক্তি হিসেবে সর্বজনের স্বীকৃতি লাভ করেন । তিনি অনেক বই লিখেছেন । কিন্তু দূর্ভাগ্যজনকভাবে তাঁর অনেক বই দীর্ঘ সময়ের পরিক্রমায় হারিয়ে যায় । তাঁর লেখা অল্পসংখ্যক বই আমাদের হাতে আছে । তিনি শুধু ইরানের নয়,সমগ্র বিশ্বের জন্য জ্ঞানের এক উজ্জল নক্ষত্র । ইবনে সিনার অনেক ছাত্র ছিল যারা সে সময়ের অন্যতম জ্ঞানী হিসেবে সমাদৃত হয়েছিল । আসুন আজকের আসরে নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেয়া যাক ।

ابن سينا- هزار سال پيش- بخارا - او به دنيا امد -حتماً -نام -كتاب -شما شنيده ايد -استاد - شفا - در مورد - فلسفه - فيلسوف -منطق - او توشت است - درست است - علا بر اينكه - پزشك - پزشكي - مشهور -او بوده است -حتماً- او دارد - معروفترين - قانون -سريال - تلويزيوني - داستان - معالجه -معالجات - ما دیده ایم -شما ديده ايد- فقير - فقرا- پادشاهان- مطب- من شنیده ام - بفرمائید - پرفروش ترین - آن بوده است - همین طور است - منبع- منابع - علم -درسي - آموزشی - دویست - دانشگاه - مهم - اروپا - آن تدیش می شد - ادبیات - چیزي - شما نگفتید - حق با شما ست -حتی - شاعر -زبر دست - ای کاش -تمام- ৪৫০ - دست - ما در دست داشتیم

১০০০ বছর পূর্বেও একজন ইরানি চিকিৎসক ও দার্শনিকের নাম / ১০০০ বছর পূর্বে /একটি শহরের নাম / তিনি জন্ম গ্রহন করেন / অবশ্যই / নাম / বই /তোমরা শুনে থাকবে / অধ্যাপক ইবনে সিনা লিখিত একটি দর্শন শাস্ত্রে র বই / বিষয়ে / দর্শন / দার্শনিক / যুক্তিবিদ্যা / তিনি লিখেছেন / সঠিক / এটি ছাড়াও / চিকিৎসক / চিকিৎসা / বিখ্যাত / তিনি ছিলেন / অবশ্যই / তার আছে / সর্বাধিক বিখ্যাত / ইবনে সিনা লিখিত একটি চিকিৎসা শাস্ত্রের বই / ধারাবাহিক নাটক /টেলিভিশন / গল্প / চিকিৎসা / চিকিৎসা সমুহ / আমরা দেখছি / তোমরা দেখেছ /দরিদ্র /দরিদ্ররা / বাদশাহরা / ডাক্তারের চেম্বার / আমি শুনেছি /একটি সৌজন্যমূলক বাক্য /সর্বাধিক বিক্রিত / নিকট অতীতে সেটি ছিল / ঠিক এমনটিই / উৎস / উৎসসমুহ / জ্ঞান / পাঠ্য / শিক্ষণীয় / দুই শত / বিশ্ববিদ্যালয় / গুরুত্বপূর্ণ / ইউরোপ / সেটি পড়ানো হত / সাহিত্য /কিছুই /আপনি বলেননি / তুমি সঠিক বলেছ / এমনকি / কবি / দক্ষ / হায় / সম্পূর্ণ / ৪৫০ / হাত / আমাদের হাতে ছিল নতুন শব্দগুলো ও তাদের অর্থ জেনে নেওয়া গেল, আসুন আমরা ক্লাসের আলোচনা শুনবো । তবে ফার্সিতে শোনার আগে যথারীতি একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি

 استاد - ابن سینا- هزار سال پیش در بخارا به دنیا امد . حتماً نام او و کتابهایش را شنیده اید .دانشخو - بله . او کتاب "شفا " را در مورد فلسفه منطق نوشته است.استاد- درست است .اما ابن سینا علاوه بر اینکه فیلسوف بزرگی بود ، پزشگ مشهوري نیز بوده استمحمد - پس حتماً در مورد پزشکي نیز کتابهایي دارد .استد - بله . او در مورد پزشکي چند کتاب نوشته که معروفترین آن " قانون " است .دانشجو - استاد در سریال تلویزیونی ابن سینا ، داستان هاي معالجات پزشکی او را دیده ایم .استاد -خوب است که آن سریال را دیده ایده اید . او پزشک فقرا و پادشاهان بود .دانشجو - من شنیده ام ، کتاب قانون از پر فروش ترین کتابها در دنیا بوده است .استاد- بله . همین طور است . این کتاب ،از معنابع مهم علم پزشکي بوده است .دانشجو- پس" قانون" ابن سینا ، کتاب درسی وآموزشی است .استاد - بله . تا دویست سال پیش این کتاب در دانشگاههای مهم اروپا تدریس می شد .دانشجو -اس درمورد فلسفه و ادبیات ابن سینا چیزی نگفتید .استاد - حق با شماست . ابن سینا فیلسوفی بسیار بزرگ بود و حتی شاعری زبر دست نیز بود .ای کاش تمام ৪৫০ اثر ابن سینا را در دست داشتیم

অধ্যাপক- ইবনে সিনা ১০০০ বছর পূর্বে বোখারায় জন্ম গ্রহণ করেন । তোমরা অবশ্যই তাঁর নাম ও বইয়ের বিষয়ে শুনে থাকবে ।ছাত্র - হ্যাঁ, তিনি দর্শন ও যুক্তিবিদ্যা বিষয়ক একটি বই 'শাফা' লিখেছেন ।অধ্যাপক- সঠিক বলেছ । কিন্তু তিনি শুধু একজন বড় দার্শনিকই ছিলেন না, তিনি একজন বিখ্যাত চিকিৎসকও ছিলেন ।মুহাম্মদ- তাহলে অবশ্যই তিনি চিকিৎসা সংক্রান্ত অনেক বইও লিখেছেন ।অধ্যাপক- হ্যাঁ । তিনি চিকিৎসা বিষয়ক কয়েকটি বই লিখেছেন, 'কানুন' এমনই একটি বিখ্যাত বই । ছাত্র- স্যার ! টেলিভিশনের ধারাবাহিক নাটক ইবনে সিনায় আমরা তাঁর চিকিৎসার গল্প দেখেছিঅধ্যাপক- ধারাবাহিক নাটকটি দেখে খুবই ভাল করেছ। তিনি ধনী-গরিব সকলের চিকিৎসক ছিলেন ।ছাত্র- আমি শুনেছি কানুন বইটি সারা পৃথিবীতেএকটি বহুল বিক্রিত বই ।অধ্যাপক - হ্যাঁ । ঠিক এমনটি । এই বইটি হচেছ চিকিৎসা বিজ্ঞানেরএকটি অন্যতম উৎস ।ছাত্র- তাহলে ইবনে সিনার 'কানুন' একটি পাঠ্যসূচিভুক্ত বই ।অধ্যাপক- হ্যাঁ । ২০০ বছর পূর্বে ইউরোপের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলতে এই বই পড়ানো হত ।ছাত্র- স্যার ! ইবনে সিনার দর্শন ও সাহিত্য সম্পর্কে কিছুই বলেননি ।অধ্যাপক-তুমি সঠিক বলেছ , ইবনে সিনা একজন বড় দার্শনিক ও শক্তিমান কবি ছিলেন ।হায় ! ইবনে সিনার ৪৫০ টি বইয়ের সবগুলোই যদি আমাদের কাছে থাকতো ।

অধ্যাপক তার আলোচনায় আরো বলল,ইবনে সিনা মাত্র ১৮ বছর বয়েসে যুক্তিবিদ্য , দর্শন ,ধর্ম চিকিৎসি বিষয়ক জ্ঞান আয়ত্ত করে তার সময়ের সর্বাধিক জ্ঞানী ব্যাক্তিতে পরিণত হন ।তিনি তাঁর সমগ্র জীবন জ্ঞান অন্বেষণে নিয়োজিত ছিলেন এমনকি যখন তিনি মন্ত্রী হিসেবে নিযুক্ত হন, সে সুযোগও জ্ঞান ও গবেষণার কাজে লাগান । তিনি ধনী-গরবি নির্বিশেষে সবারই চিকিৎসা করতেন । রোগীদের চিকিৎসাই করাই ছিল তার মূল লক্ষ্য,অর্থ প্রাপ্তি নয় । সুর নিয়েও তিনি বিভিন্ন মতামত উপস্হাপন করেছেন। তিনি অনেক হৃদয়গ্রাহী কবিতাও লিখেছিলেন । তার মৃত্যুর পরও তার বইগুলো জ্ঞানী ব্যক্তিদের পথ প্রদর্শন করেছে । প্রতিদিন অসংখ্য পরিদর্শণার্থী হামেদানে তার সমাধি কেন্দ্রে শ্রদ্ধা জানাতে আসেন।#