জঙ্গি নির্মূলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: আইজিপি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপির কার্যালয়ের সামনে বিষ্ফোরণ, পদপ্রত্যাশীদের মারধর-দৈনিক প্রথম আলো
- কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা:৩০০ প্রাণ যেভাবে বাঁচালেন মঈন উদ্দিন- দৈনিক কালের কণ্ঠ
- সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি সাড়ে ৪ লাখ, ঢাকাতেই দেড় লাখ-দৈনিক যুগান্তর
- ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা-দৈনিক ইত্তেফাক
- জঙ্গি নির্মূলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: আইজিপি-দৈনিক মানবজমিন
- সেতু ভেঙে উপবনের বগি খালে, নিহত ৫, আহত দুই শতাধিক-এনটিভিবিডি অনলাইন
- গোপনে দ্বিতীয় বিয়ে : 'বৈধ অবৈধ জানি না দেনমোহরের টাকা চাই': দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- এই অবস্থা চলতে পারে না! এনসেফ্যালাইটিস নিয়ে ৭ দিনের মধ্যে বিহার সরকারের জবাব তলব সুপ্রিম কোর্টের- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দুর্নীতিতে জড়িতরাই বিজেপিতে যাচ্ছেন’, আক্রমণাত্মক তৃণমূল-দৈনিক আজকাল
- নাবালিকাকে টানা ৫ দিন আটকে রেখে ধর্ষণ করল ৬ জন-দৈনিক আজকাল
- মানবিক প্রধানমন্ত্রী, বিরল রোগে আক্রান্ত কিশোরীকে ৩০ লক্ষ টাকা সাহায্য মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (২৪ জুন, ২০১৯)
১. দেশের নৌ যাতায়াত ব্যবস্থা সমপ্রসারণের লক্ষ্যে সারা দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ পুনঃখনন শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ খবরটি সম্পর্কে আপনি কী বলবেন?
২. ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কেন আমেরকিা এমন অবস্থানে গেল?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
বিএনপির কার্যালয়ের সামনে বিষ্ফোরণ, পদপ্রত্যাশীদের মারধর-দৈনিক প্রথম আলো
জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি শেষ হওয়া কিছুক্ষণ পরে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে মারধরেরও শিকার হয়েছেন ছাত্রদলের কাউন্সিলের পক্ষে অবস্থান নেওয়া কয়েকজন পদপ্রত্যাশী।
আজ সোমবার বেলা সাড়ে এগারোটার পর থেকে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতাদের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হচ্ছিল। ছাত্রদলের এই নেতারা সম্প্রতি ঘোষিত নেতৃত্ব নির্বাচনের তফসিল বাতিলে আন্দোল করছে। বেলা দেড়টার দিকে কর্মসূচি শেষ করে নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি ককটেলের বিস্ফোরণ হয়। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ছাড়া ছাত্রদলের পদ প্রত্যাশীদের কয়েকজন কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের মারধর করে। আজকের মতো অবস্থান অবস্থান কর্মসূচি শেষ করে আগামীকাল মঙ্গলবার আবারও অবস্থানের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।
বিক্ষুব্ধরা চলে যাওয়ার পর ছাত্রদলের কাউন্সিলকে স্বাগত জানিয়ে নয়াপল্টনে আবারও পদপ্রত্যাশীরা মিছিল বের করেন। তারা সকালেও একবার মিছিল করে।
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা:৩০০ প্রাণ যেভাবে বাঁচালেন মঈন উদ্দিন- দৈনিক কালের কণ্ঠ
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় গতকাল রবিবার রাতে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ সময় ২টি বগি লাইনচ্যুত হয়ে খালের মধ্যে ছিটকে পড়েছে। আর ৩টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন বেঁকে যায়। ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর জানান মঈন উদ্দিন নামে এক যুবক। এর ফলে প্রাণহানি থেকে বাঁচল ৩০০ যাত্রী। এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান বলেন, রাত ১২টার কিছুক্ষণ আগে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ট্রেন দুর্ঘটনার খবর জানায়।
দুর্ঘটনার পরপরই ওই যুবক ৯৯৯ নম্বরে ফোন না দিলে বড় ধরনের ঘটনা ঘটতো। খবর পেয়ে তখনই ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দেই আমরা। ওসি বলেন, হতাহতদের উদ্ধারে কাজ করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবি। ট্রেনের অন্য যাত্রীদেরও নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল রবিবার রাত ১১টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল লেভেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন। এতে চারজন নিহত ও অন্তত ২০০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি সাড়ে ৪ লাখ, ঢাকাতেই দেড় লাখ-দৈনিক যুগান্তর
রাজধানী ঢাকাসহ সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি এবং চালকের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে লাইসেন্স নিয়ে নবায়ন না করা গাড়ি ও চালকের বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন আদালত। সোমবার ফিটনেসবিহীন গাড়িসংক্রান্ত বিআরটিএর প্রতিবেদন উপস্থাপন করার পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিআরটিএর চেয়ারম্যান ও বিআরটিএর সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালককে এ আদেশ পালন করতে বলা হয়েছে।
আদালতে জমা দেয়া বিআরটিএর ওই প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে লাইসেন্সধারী ফিটনেসবিহীন চার লাখ ৫৮ হাজার ৩৬৯ গাড়ি রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা শহরেই রয়েছে এক লাখ ৬৮ হাজার ৩০৮টি। এর আগে সকালে আদালতের নির্দেশে হাইকোর্টে হাজির হন বিআরটিএর সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুব-ই-রাব্বানী। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক। বিআরটিএর পক্ষে ছিলেন ব্যারিস্টার মঈন ফিরোজী ও রাফিউল ইসলাম।
ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা-দৈনিক ইত্তেফাক
ডিআইজি মিজান ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা যেন দেশ ত্যাগ করতে না পারে সে জন্য ইমিগ্রেশনেও চিঠি দেওয়া হয়েছে। সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা হয়। তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, পুলিশ সদর দফতরে সংযুক্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বেশ কিছু অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অনুসন্ধান করছিলেন খন্দকার এনামুল বাছির। সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির। এ বিষয়ে ডিআইজি মিজান দুদক পরিচালক এনামুল বাছিরের সঙ্গে ঘুষ সংক্রান্ত অডিও ফাঁস করেন।
জঙ্গি নির্মূলে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: আইজিপি-দৈনিক মানবজমিন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গি নির্মূলে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতার মধ্য দিয়ে দেশ থেকে আজ জঙ্গি নির্মূল করা সম্ভব হয়েছে। পুলিশ এখন মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স হিসাবে কাজ করছে। মাদককে নির্মূল করতে তিনি দেশের সকল জনগোষ্ঠির সহযোগিতার আহবান জানান।
আইজিপি আজ সকালে ফরিদপুর কমিউনিটি পুলিশিং আয়োজিত মাদক ও জঙ্গীবাদ নির্মূল বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদপুর পুলিশ সুপার জাকির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা প্রমূখ।
সেতু ভেঙে উপবনের বগি খালে, নিহত ৫, আহত দুই শতাধিক-এনটিভিবিডি অনলাইন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ভয়ানক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত দুই শতাধিক। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক গণমাধ্যমকে বলেন, ‘সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা উপবন এক্সপ্রেস ট্রেনটি গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে ইসলামাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিকের বগিতে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যে সামনে বড়ছড়া ব্রিজ ভেঙে একটি বগি পড়ে যায়। আরো তিনটি বগি ব্রিজের পাশে উল্টে দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া অন্য দুটি বগি লাইনচ্যুত হয়।’
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালের নেওয়ার পথে আরো একজন মারা যান। আহতদের কুলাউড়া, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ ও সিলেটের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে,’ বলেন কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দুলাল চন্দ্র দাস। আজ সোমবার সকাল ৭টার দিকে স্টেশন মাস্টার আরো বলেন, ‘দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেনি। বগির উদ্ধারকাজ ও সেতু মেরামতের কাজ শেষ হলে এই পথে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হবে।’
গোপনে দ্বিতীয় বিয়ে : 'বৈধ অবৈধ জানি না দেনমোহরের টাকা চাই': দৈনিক নয়াদিগন্ত
টাঙ্গাইলের নাগরপুরে প্রথম স্বামীকে তালাক (ডিভোর্স) না দিয়ে সাত বছরের এক কন্যা সন্তানের জননী গোপনে দ্বিতীয় বিয়ে করার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। বর্তমানে ওই গৃহবধূ সন্তানসহ তার প্রথম স্বামীর বাড়িতে দিব্যি বসবাস করে যাচ্ছেন বলেও জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার মামুদনগর ইউনিয়নের কোল কুষ্ঠিয়া গ্রামে। জানা যায়, সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের মৃত জিন্নত মিয়ার মেয়ে রওশনারা আক্তারের সাথে কোল কুষ্টিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে কাতারপ্রবাসী মিজানের সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সংসারে রয়েছে ৭ বছরের এক কন্যা সন্তান।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, স্বামী মিজান বিদেশে থাকায় তার সুযোগ নিয়ে ওই গৃহবধু সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. শহিদুল ইসলামের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই গৃহবধূ রওশনারা প্রথম স্বামীকে তালাক (ডিভোর্স) না দিয়ে ছলনার ফাঁদে ফেলে ২০১৭ সালের ২৯ জানুয়ারি শহিদুল ইসলামকে টাঙ্গাইলের নোটারি পাবলিকের মাধ্যমে ৪ লক্ষ টাকা দেনমোহর ধার্যে বিয়ে করেন। যার রেজি নং : এ, ভলিয়ম নং -০১/১৭ পৃষ্ঠা নং ৫৭। দেনমোহরের টাকা অসৎ উদ্দেশ্যে হাতিয়ে নিতে গৃহবধূ রওশনারা তার দ্বিতীয় বিয়ের দীর্ঘ দশ মাস পরে প্রথম স্বামী মিজানকে তালাক দেন। এরপর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে দেনমোহরের টাকার দাবিতে আদালতে মামলা করেন। এ ব্যাপারে সদর ইউনিয়নের নিকাহ্ রেজিষ্ট্রার আব্দুল্লা হেল বাকী জানান, ৪৯৪ ধারা মোতাবেক কোনো নারী দ্বিতীয় বিয়ের পূর্বে তার প্রথম স্বামীকে অবশ্যই ডিভোর্স দিতে হবে এবং কমপক্ষে ৯০ দিন তাকে অপেক্ষা করতে হবে।
সরেজমিনে কোল কুষ্ঠিয়া গ্রামে মিজানের বাড়িতে গিয়ে দেখা যায়, গৃহবধূ রওশনারা তার কন্যা সন্তানসহ প্রথম স্বামীর সাথেই সংসার করছেন। এ বিষয়ে জানতে চাইলে রওশনারার প্রথম স্বামী মিজান জানান, তার স্ত্রী (রওশনারা) ভুল করে ছিল। গ্রামের মাতাব্বরদের সুপারিশে তাকে ঘরে তুলে সংসার করছি। প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা আইনগত বৈধতা আছে কিনা জানতে চাইলে রওশনারা জানায়, বৈধ অবৈধ জানি না, আমার দেনমোহরের টাকা চাই
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
এই অবস্থা চলতে পারে না! এনসেফ্যালাইটিস নিয়ে ৭ দিনের মধ্যে বিহার সরকারের জবাব তলব সুপ্রিম কোর্টের- দৈনিক আনন্দবাজার পত্রিকা
এনসেফ্যালাইটিস নিয়ে সাঁড়াশি চাপে বিহার সরকার। মারণ রোগ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাত দিনের মধ্যে বিহার সরকারকেএ বিষয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অন্য দিকে কেন্দ্রীয় ও বিহার স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে গাফিলতির মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছে মুজফ্ফরপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালত।
একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এটা চলতে দেওয়া যায় না। এর উত্তর চাই। যদিও নীতীশ কুমার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন এনসেফ্যালাইটিস নিয়ন্ত্রণে। গত প্রায় এক মাস ধরে মূলত মুজফ্ফরপুর-সহ বিহারের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকার নিয়েছে এনসেফ্যালাইটিস। শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি মতে সংখ্যাটা দেড় শতাধিক।
দুর্নীতিতে জড়িতরাই বিজেপিতে যাচ্ছেন’, আক্রমণাত্মক তৃণমূল-দৈনিক আজকাল
যাঁদের কোনও নীতি নেই তাঁরাই দলবদল করছেন। যাঁরা কোনও না কোনও দুর্নীতিতে জড়িত, পুলিস এবং তদন্তের ভয় পাচ্ছেন তাঁরাই এভাবে বিজেপিতে যোগদান করছেন। বুধবার লাভপুরের বিধায়ক মণিরুল ইসলামের বিজেপিতে যোগদানের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন তৃণমূল নেতা তাপস রায়। এদিন নবান্নে সাংবাদিকদের সামনে দলের হয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাপস বলেছেন, ‘মানুষের সমর্থন মমতা ব্যানার্জির সঙ্গেই আছে। আমরা ২০২০–২১–এ সেকথা প্রমাণ করব। এধরনের দলবদলে তৃণমূলের কিছু এসে যায় না। ভোটে হারার দায় যেমন কারও উপর বর্তায় না তেমনই জয়ের কৃতিত্বও কারও নয়। এটা নিয়ে যেন কেউ দম্ভ না করেন।’ তাপসের পাশে এদিন ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও।
নাবালিকাকে টানা ৫ দিন আটকে রেখে ধর্ষণ করল ৬ জন-দৈনিক আজকাল
১৬ বছরের এক নাবালিকাকে প্রথমে আটকে রাখা হয়। তারপর ৫ দিন ধরে আটকে রেখে তাকে ধর্ষণ করে ৬ জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ওঙ্গল শহরে৷ ৫ দিন ধরে ঘরে তালাবন্ধ করে রেখে ওই নাবালিকাকে বারংবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিস৷ বিষয়টির তদন্তে নেমেছে পুলিস। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এম সুচরিতা জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষ পুলিস আধিকারিক সিদ্ধার্থ কৌশল সাংবাদিকদের জানান, গত ১৭ জুন ওই নাবালিকার সঙ্গে অপরাধীদের একজনের পরিচয় হয়েছিল আরটিসি বাস স্ট্যান্ডে৷ তাদের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়৷ বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওই অভিযুক্ত যুবক তাকে একটি ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে দেয়৷ এরপর টানা ৫ দিন ধরে ৬ জন মিলে ক্রমাগত ধর্ষণ করে ওই নাবালিকাকে৷ পরে কোনওক্রমে সেখান থেকে পালিয়ে আসে ওই নাবালিকা৷ শনিবার সন্ধ্যেয় পুলিস উদ্ধার করে ওই নির্যাতিতাকে৷ তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ ধর্ষিতাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিস ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
মানবিক প্রধানমন্ত্রী, বিরল রোগে আক্রান্ত কিশোরীকে ৩০ লক্ষ টাকা সাহায্য মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
এ প্লাস্টিক অ্যানিমিয়া। যে রোগে আক্রান্ত হলে শরীরে উপযুক্ত পরিমাণ রক্তকণিকা তৈরি হয় না। চিকিৎসা, সে অর্থে নেই। এমনিতে প্রতি সপ্তাহে বদলে ফেলতে হয় শরীরের সব রক্ত। স্থায়ী নিরাময়ের একমাত্র উপায় অস্থিমজ্জার পরিবর্তন। যা অত্যন্ত খরচ সাপেক্ষ। আগ্রার ১৬ বছরের তরুণী ললিতা সিং এই বিরল রোগেই আক্রান্ত হয়েছিল। কিন্তু বাবা সুমের সিং দিনমজুর। কোনওক্রমে দিন আনা দিন খাওয়া। সুমেরের পক্ষে মেয়ের চিকিৎসা চালানো সম্ভব ছিল না। বাধ্য হয়ে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আরজি জানান সাহায্যের। আর সাহায্য না করতে পারলে তাঁকে যেন ইচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হয়। সেই ব্যক্তির আবেদনে সাড়া দেন প্রধানমন্ত্রী। তাঁর ত্রাণ তহবিল থেকে ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই মেয়েকে নিয়ে লোকের দরজায় দরজায় ঘুরছিলেন সুমের সিং। মেয়ের বিরল রোগের চিকিৎসা করাতে ইতিমধ্যেই ঘটিবাটি খোয়াতে হয়েছে তাঁকে। নিজের জমি-বাড়ি সব বিক্রি করে প্রায় ৭ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন সুমের সিং। মেয়েকে নিয়ে ইতিমধ্যেই একাধিকবার দিল্লি গিয়েছেন। কিন্তু, সেখানকার চিকিৎসকরা ললিতার চিকিৎসা করতে চাননি। শেষে মেয়েকে নিজে জয়পুরে যান সুমের। সেখানে তাঁকে জানানো হয়, ললিতাকে বাঁচাতে হলে তাঁর অস্থিমজ্জা পরিবর্তন করতে হবে। সুমেরের অন্য সন্তানদের সঙ্গে তাঁর অস্থিমজ্জার মিল রয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখতেই চলে যাবে কয়েক হাজার টাকা। কিন্তু, সুমেরের কাছে আর কোনও টাকাই অবশিষ্ট ছিল না।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।