জুলাই ০৪, ২০১৯ ১৬:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • রিফাত হত্যায় আ’লীগের কেউ জড়িত থাকলে রেহাই নেই: কাদের-দৈনিক যুগান্তর
  • নারায়ণগঞ্জে এবার এক ভয়ংকর মাদ্রাসা অধ্যক্ষ-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনা-লি দ্বিপক্ষীয় বৈঠক : ৯ চুক্তি সই-দৈনিক ইত্তেফাক
  • ৯ জনের ফাঁসির আদেশে জাতি বিস্মিত : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
  • ‘আমেরিকা পাঠানোর নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা’-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • আমি আর নেই, কাউকে পাশে পাইনি, টুইটারে চিঠি লিখে ক্ষোভ উগরে দিলেন রাহুল-দৈনিক আনন্দবাজার
  • বাংলা’ নামে বাগড়া, প্রস্তাব ঝুলিয়ে রেখে গড়িমসি-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

শেখ হাসিনা-লি দ্বিপক্ষীয় বৈঠক : ৯ চুক্তি সই-দৈনিক ইত্তেফাক

Image Caption

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্ঠা ধরে চলা এ বৈঠকের পর দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য সংক্রান্ত এলওসি। এর আওতায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য চীন ২ হাজার ৫শ’ মেট্রিক টন চাল সরবরাহ করবে বলে পররাষ্ট্র সচিব জানান।

রিফাত হত্যায় আ’লীগের কেউ জড়িত থাকলে রেহাই নেই: কাদের-দৈনিক যুগান্তর

ওবায়দুল কাদের বললেন,রিফাত হত্যায় আ’লীগের কেউ জড়িত থাকলে রেহাই নেই

বরগুনা সদরে রাস্তায় ফেলে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে আওয়ামী লীগের কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে রেহাই নেই। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নয়ন বন্ডকে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। নয়ন পুলিশকে লক্ষ্য করে বন্দুক তাক করেছিল, পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি করেছে। এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বরগুনার রিফাত হত্যার মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানির সময় আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই মন্তব্য করেন।

অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে নুসরাতের শ্লীলতাহানির মামলা ট্রাইব্যুনালে-দৈনিক প্রথম আলো

সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের শ্লীলতাহানির ঘটনায় সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বরখাস্ত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলার বিরুদ্ধে করা মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে। ফেনীর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আজ বৃহস্পতিবার সকালে শুনানি শেষে এই আদেশ দেন। আগামী ১০ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

নারায়ণগঞ্জে এবার এক ভয়ংকর মাদ্রাসা অধ্যক্ষ-দৈনিক প্রথম আলো

Image Caption

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষণের ঘটনার পর এবার একই ধরনের অভিযোগে এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। ওই অধ্যক্ষের মুঠোফোন ও কম্পিউটারে তল্লাশি চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে। আটক করা অধ্যক্ষের নাম আল আমিন। বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূঁইয়াপাড়া এলাকায়। তিনি বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ।

‘আমেরিকা পাঠানোর নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা’-দৈনিক মানবজমিন

আমেরিকা পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক আলতাফ হোসেন

আমেরিকা পাঠানোর নাম করে একটি চক্র গত ৪-৫ বছর ধরে প্রতারণা করে আসছিলো। এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অবশেষে সংঘবদ্ধ এ প্রতারক চক্রের মূলহোতা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা সিআইডি। গতকাল তাদের গ্রেপ্তার করা হয়। আজ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় সংস্থাটি। আটককৃতরা হলেন আলতাফ হোসেন (৪৮) ও শরীফুল ইসলাম। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

৯ জনের ফাঁসির আদেশে জাতি বিস্মিত : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

২৪ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির ঘটনায় ৯ জনকে ফাঁসি আদেশ দেয়ার ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেছেন,পাবনায় যে রায় দেয়া হয়েছে, এতে গোটা জাতি বিস্মিত হয়েছে। 

এ সম্পর্কিত এক খবরে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে এমন যে, মির্জা ফখরুল মিথ্যাবাদী বলেছেন নাসিম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ নাসিম

খবরটিতে লেখা হয়েছে, পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গুলিবর্ষণ এবং বোমা হামলা মামলার রায় প্রত্যাখ্যান করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে মিথ্যাবাদী ও ভণ্ড বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কত বড় ভণ্ড ও মিথ্যাবাদী হলে তিনি (ফখরুল) এ কথা বলতে পারেন। ঈশ্বরদীতে যখন বোমা হামলা ও গুলিবর্ষণ হয়, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি- বিএনপির সন্ত্রাসীরা কত জঘন্য ও কত ভয়াবহ। আজ ২৫ বছর পার হলেও এ ঘটনার বিচার হচ্ছে। শেখ হাসিনার বাংলাদেশে অন্যায় করে কেউ পার পাবে না, সে যেই হোক।

দিনে আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত-দৈনিক মানবজমিন

crc

বন্দুক যুদ্ধে আরও একজন নিহত

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম ওয়ালী উল্লাহ (৩১) । পুলিশের দাবি, তিনি ডাকাত ও মাদক ব্যাবসায়ী ছিলেন। বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালী উল্লাহ বেড়া পৌর সদরের শানিলা মহল্লার আকবর আলী মাষ্টারের ছেলে। পুলিশ বলছে, নিহতের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানা ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মোট ৮টি ডাকাতি এবং মাদক মামলা রয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আমি আর নেই, কাউকে পাশে পাইনি, টুইটারে চিঠি লিখে ক্ষোভ উগরে দিলেন রাহুল-দৈনিক আনন্দবাজার

রাহুল গান্ধী

সংসদ ভবন থেকে বেরোচ্ছিলেন। রোজ একই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত রাহুল গাঁধী এ দিন কিছুটা বিরক্তির সুরে বললেন, ‘‘আমি তো সভাপতি নেই। এক মাস আগেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির উচিত ছিল নতুন সভাপতি ঠিক করে নেওয়া। দেরি হয়ে যাচ্ছে। ওদের দ্রুত করা উচিত। আমি এ সব ঠিক করব না।’’ কয়েক ঘণ্টা পরেই টুইটে একটি খোলা চিঠি লিখে পদত্যাগের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন রাহুল। টুইটারে মুছলেন ‘কংগ্রেসের সভাপতি’ শব্দটিও। এখন তিনি শুধুই ‘কংগ্রেস’ ও ‘সংসদে’র সদস্য। খোলা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি-আরএসএসের বিরুদ্ধে তোপ দাগলেন, নিজের দলের নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন। বোঝালেন, লোকসভা ভোটে হারের দায় নিয়ে তাঁর মতো আরও অনেকেরও ইস্তফা দেওয়া উচিত।

সোনিয়া টুইট করে ভাই রাহুল গান্ধীর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে

এদিকে, ভাই রাহুলের পদত্যাগ নিয়ে প্রশংসা করে প্রিয়াঙ্কা টুইট করে জানিয়েছেন, তুমি যা করেছো তা খুম কম জনেরই করার সাহস থাকে।তোমার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। প্রিয়াঙ্কা এখন বিদেশে রয়েছেন। সেখান থেকেই রাহুলের পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে টুইট করেন।

বাংলা’ নামে বাগড়া, প্রস্তাব ঝুলিয়ে রেখে গড়িমসি-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গড়িমসি করছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে দ্বিচারিতার অভিযোগও উঠেছে। আড়াই বছর ধরে বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন। এর মধ্যে বহুবার বিষয়টি সংসদে উত্থাপিত হয়েছে। প্রতিবারই এড়িয়ে গেছে সরকার। বুধবারও রাজ্যসভায় সাংসদ ঋতব্রত বানার্জির প্রশ্নের জবাবে সংবিধান সংশোধনের কথা বলেছে নরেন্দ্র মোদি সরকার। তারপর বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন চলছে। এরমধ্যে সংসদের বাইরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী জি কিসান রেড্ডি সাংবাদিকদের বললেন, ‘পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের কোনও প্রস্তাবই আসেনি রাজ্য থেকে।’

এদিকে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না দেবার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এতে তিনি রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিতে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দু’জনকে পাঠানো চিঠিতে বলেছেন, বাংলা ও বাঙালির আবেগের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ‘বাংলা’ নামে অনুমোদন দেওয়া হোক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪