অল্পদিনের মধ্যে মাথাপিছু আয় ২০০০ ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- রিফাত হত্যায় এখনো ধরা পড়েননি ৬ আসামি-দৈনিক প্রথম আলো
- অল্পদিনের মধ্যে মাথাপিছু আয় ২০০০ ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী- দৈনিক কালের কণ্ঠ
- ওয়ারীতে ধর্ষণের পর খুন; সায়মা হত্যায় হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি-দৈনিক যুগান্তর
- জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করলেন কাদের সিদ্দিকী-দৈনিক ইত্তেফাক
- নেশার টাকার জন্য মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা-দৈনিক মানবজমিন
- পাবনার রায়ে বিচার বিভাগের ধসে পড়া প্রমাণিত হয়েছে : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- এক ধাক্কায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, আশঙ্কার মেঘ দেখছে শেয়ার বাজার- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- অমর্ত্য সেনকে হুঁশিয়ারি দিলেন তথাগত রায়, সমালোচনা তুঙ্গে-দৈনিক আজকাল
- সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা আগ্রায়, নয়ানজুলিতে বাস উলটে মৃত কমপক্ষে ২৯-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
রিফাত হত্যায় এখনো ধরা পড়েননি ৬ আসামি
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে ছয়জন এখনো গ্রেপ্তার হননি। এর মধ্যেই হত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও ফুটেজে আরও একজনকে চিহ্নিত করা হয়েছে, যাঁকে মামলার আসামি করা হয়নি।
পুলিশ সূত্র জানায়, এজাহারভুক্ত প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এর বাইরে এজাহারভুক্ত আসামি রিফাত ফরাজী, চন্দন, হাসান, অলিউল্লাহ ও টিকটক হৃদয় গ্রেপ্তার হয়েছেন। এজাহারভুক্ত বাকি ছয়জন এখনো গ্রেপ্তার হননি। তাঁরা হলেন রিশান ফরাজী, মুসা বন্ড, রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম ও রায়হান।

এজাহারভুক্ত আসামি ছাড়াও সন্দেহভাজন হিসেবে সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কামরুল হাসান, সাগর, তানভীর, রাফিউল ইসলাম রাব্বি ও নাজমুল ইসলাম। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ছয়জন হলেন সাগর, চন্দন, মো. হাসান, অলিউল্লাহ ও তানভীর হাসান।
অল্পদিনের মধ্যে মাথাপিছু আয় ২০০০ ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী- দৈনিক কালের কণ্ঠ
অল্পদিনের মধ্যে মাথাপিছু আয় ২০০০ ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দারিদ্র্যের হার কমিয়ে মাথাপিছু আয় বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। আজ সোমবার সকাল ১০টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন ফিন্যান্সিয়াল রেগুলেটর ট্রেনিং ইনিসিয়েটিভ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩-২৪ সালে জিডিপি দুই অঙ্কে পৌঁছাবে। অল্পদিনের মধ্যে মাথাপিছু আয় ২০০০ ডলার ছাড়িয়ে যাবে। এ দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে বাংলাদেশ সব শর্ত পূরণ করেছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
ওয়ারীতে ধর্ষণের পর খুন; সায়মা হত্যায় হারুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি-দৈনিক যুগান্তর
রাজধানীর ওয়ারীর বনগ্রামের স্কুলছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হারুন অর রশিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারীর আদালতে সোমবার সে সায়মা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্বীকারোক্তি দেয়া শুরু করে হারুন। আসামির জবানবন্দি রেকর্ড করেন বিচারক সারাফুজ্জামান আনছারী।

এর আগে রোববার পুলিশকে দেয়া জবানবন্দিতে হারুন জানায়, ছাদ ঘুরে দেখানোর কথা বলে বাসার ৮ তলার লিফট থেকে সায়মাকে ছাদে নিয়ে যায় সে। সেখানে নবনির্মিত ৯ তলার ফ্ল্যাটে নিয়ে সায়মাকে ধর্ষণ করে। এরপর নিস্তেজ অবস্থায় পড়ে থাকে সায়মা। মৃত ভেবে সায়মার গলায় রশি বেঁধে টেনে রান্নাঘরে রেখে পালিয়ে যায় এই নরপশু।
জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করলেন কাদের সিদ্দিকী-দৈনিক ইত্তেফাক
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জোট ত্যাগ করার এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত শনিবার অনুষ্ঠিত দলের এক সভায় সকল পর্যায়ের নেতারা ফ্রন্ট ছাড়ার জন্য মত দেন। সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব বা ঠিকানা খোঁজার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে জনগণের সকল সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গীকারে কৃষক শ্রমিক জনতা লীগ নতুন উদ্যমে পথ চলা শুরু করছে।’
জাতীয় ঐক্যফ্রন্টের কার্যকারিতা এবং তৎপরতা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা। একাদশ সংসদ নির্বাচনের আগে গত ৫ নভেম্বর ফ্রন্টে যোগ দিয়েছিল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।
নেশার টাকার জন্য মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা-দৈনিক মানবজমিন
নেশা করার টাকা না দেয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। পরে মরদেহ রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটে।নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তার স্বামীর নাম মো. শাহাবুদ্দিন। ঘটনার পর থেকে তাদের অভিযুক্ত ছেলে আবদুস সালেক (৩২) পলাতক রয়েছে।

উচ্চশিক্ষিত সালেক দীর্ঘদিন ধরে মাদকসেবন করে আসছিলো। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। তখন নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান।কিন্তুমা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সালেক গলায় রশি পেঁচিয়ে মায়ের মরদেহ ঝুলিয়ে দেয়ার চেষ্টা করেন যাতে সবাই আত্মহত্যা বলে মনে করে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিলো। আবার মাথা থেকে রক্ত ঝরছিলো। ঘটনাস্থলে পড়ে ছিলো হাতুড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতুড়ি জব্দ করেছে।
পাবনার রায়ে বিচার বিভাগের ধসে পড়া প্রমাণিত হয়েছে : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাবনায় বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে যে রায় দেয়া হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ ধসে পড়েছে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেঙে পড়েছে। আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতাকে স্থায়ী করার লক্ষ্যে অত্যন্ত সুচতুরভাবে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন , সরকার বিচারপতি খায়রুল হকের রায়ের মধ্য দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রবর্তন একে একে সংবিধানের গণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে সংশোধনী এনে একদলীয় ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নিয়ে আসার মারাত্মক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে দলীয়করণ করা হয়েছে। ফলে জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
এক ধাক্কায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, আশঙ্কার মেঘ দেখছে শেয়ার বাজার- দৈনিক আনন্দবাজার পত্রিকা
বাজেটের পর থেকেই শেয়ার বাজারে পতনের প্রবণতা অব্যাহত। সপ্তাহের শুরুতে সোমবারও সেই প্রবণতা লক্ষ্য করা গেল। এ দিন বাজার খুলতেই ৭৭৮ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ৩৮,৭৩৫.১৩ অঙ্কে দাঁড়ায়। অন্য দিকে, নিফটি ২৪৫ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১,৫৫৬.৬০ অঙ্কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। দুপুরের দিকে এক ধাক্কায় ৯০০ পয়েন্ট নেমে যায় সেনসেক্স। যা এখনও পর্যন্ত বছরের সবচেয়ে খারাপ প্রবণতা বলে মনে করা হচ্ছে। কোনও একদিনে সূচকের সর্বোচ্চ পতনের নিরিখে ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এটি প্রথম দশটি পতনের মধ্যে একটি।

এই প্রবণতা কেন চলছে তাঁর ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিনিয়োগকারীদের কাছে বাজেট খুব একটা সন্তোষজনক হয়নি। ফলে তার একটা প্রভাব পড়ছে শেয়ার বাজারে। শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে ঘোষণা করেছিলেন এনএসই-র তালিকভুক্ত সংস্থাগুলোয় পাবলিক শেয়ার হোল্ডিং ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার জন্য সেবিকে প্রস্তাব দেবেন।
অমর্ত্য সেনকে হুঁশিয়ারি দিলেন তথাগত রায়, সমালোচনা তুঙ্গে-দৈনিক আজকাল
তিনি সতর্ক করেছিলেন। সমাজে ঐক্য বজায় রাখতে সচেতন করতে চেয়েছিলেন। এটাই ছিল তাঁর অপরাধ! তাই বাক্যবাণে বিদ্ধ হতে হয়েছিল। বিদ্ধ করেছিলেন গেরুয়া শিবিরের নেতারা। রাজ্যজুড়ে জয় শ্রীরাম স্লোগান তুলে লাগামছাড়া হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর কথায়, ‘জয় শ্রীরাম ধ্বনি এখন মানুষ মারার মন্ত্র। যেখানেই এই ধ্বনি শোনা যাচ্ছে সেখানেই বেধড়ক মারধর খাচ্ছেন মানুষ। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়।’ এই মন্তব্য নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

তিনি বলেন, ‘অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছেন। রাজনীতিতে নয়। তাই তাঁর উচিত নিজের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা। রাজনীতি নিয়ে যত কম বলবেন ততই মঙ্গল।’ এই হুঁশিয়ারি দেওয়ার পর থেকে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এখন দেশজুড়ে রাজ্যপালের মন্তব্যের বিরুদ্ধে জোর সমালোচনা শুরু হয়েছে। একজন রাজ্যপাল দেশের বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এবাবে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিতর্ক আরও বাড়িয়ে দিয়ে বাংলার সংস্কৃতি নিয়ে বলতে গিয়ে তথাগতের তোপ, ‘পশ্চিমবঙ্গের রামজালতলা এবং শ্রীরামপুর নামে কি রাম শব্দ নেই? ভয় পেলেও তো আমরা রাম নাম স্মরণ করি। এভাবেই রাম শব্দ বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যিনি অর্থনীতিতে নোবেল পুরষ্কার জিতেছেন, তাঁর উচিত সেই বিষয় নিয়ে মুখ খোলা।’
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা আগ্রায়, নয়ানজুলিতে বাস উলটে মৃত কমপক্ষে ২৯দৈনিক সংবাদ প্রতিদিন
ভোরের দিকে চোখ লেগেছিল চালকের। রাস্তার ধারে নয়ানজুলিতে উলটে গেল বাস। সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে। এখনও পর্যন্ত যা খবর, দুর্ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে ২৯ জন। আহত বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখনউ থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে দিল্লির দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সোমবার ভোরে বাসটি যখন আগ্রায় কাছাকাছি পৌঁছায়, তখন দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে যমুনা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। তারপরই সোজা রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে নয়ানজুলিতে উলটে যায়। প্রথমে দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। আনা হয় ডুবুরি ও উদ্ধারকারীদের। আগ্রার পুলিশ আধিকারিক বাবলু কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়ের ধারে নয়ানজুলি থেকে ২৯টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পার্সটুডে/বাবুল আখতার/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।