জুলাই ২৯, ২০১৯ ১৯:৫৮ Asia/Dhaka

ক. বন্ধুরা,আপনাদের অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) বলেছেন, যে ব্যক্তি তোমাকে খুশি করতে গিয়ে তোমাকে সঠিক পথ দেখানো থেকে বিরত থাকল সে প্রকারান্তরে তোমার সঙ্গে শত্রু তা করল।

খ.মূল্যবান হাদিসের পর আমি একটি পোস্টকার্ড হাতে তুলে নিয়েছি। আর এটি এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মৌলভি মোহাম্মদ হানিফ। গত বছরের মে মাসের ৯ তারিখে এই পোস্টকার্ড পাঠিয়েছেন তিনি। চিঠির শুরু হয়েছে চমৎকার একটি মোনাজাত দিয়ে। এতে বলা হয়েছে, আল্লাহ পাক ইরানকে যেন রক্ষা করেন এবং আল্লাহ পাক যেন ইরানের জন্য রাখাল বন্ধু হিসেবে কাজ করেন।  

বহলুল: জানি চিঠি শেষ হয় নি। তারপরও এখানে কথা না বলে থাকতে পারলাম না। হ্যাঁ মোনাজাতটি খুবই হৃদয়স্পর্শী হয়েছে। ধন্যবাদ ভাই।

ক. ভাই মৌলভি হানিফ আরো লিখেছেন, সৌদি আরবের সব যুবরাজ কি ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদিবাদীতায় দীক্ষিত হয়েছেন! ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সৌদি দহরম-মহরমকে কেন্দ্র করে এ প্রশ্ন তুলেছেন তিনি। তারপর আরো বলেছেন, তারা যেন শুধু ফিলিস্তিনি জনগণই নয় বরং গোটা বিশ্বের সব মুসলমানকে গণকবর দিতে চাইছে।

বহলুল: কি দারুণ বক্তব্য। মন-মগজ পরিষ্কার এবং ধারালো না থাকলে এমন কথা বলা সম্ভব নয়।

খ. জ্বি ভাই মৌলভি হানিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর চিঠি লেখার ঐতিহ্যবাহী অভ্যাস বজায় রাখার জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি আশা করবো সম্ভব হলে আমাদের কাছে ইমেইলও পাঠাবেন। আর অনিবার্য কারণে প্রিয়জনের আসরে আপনার চিঠি দেরিতে উপস্থাপন করায় আমরা দুঃখিত।

বহলুল: বাংলাদেশের বিশিষ্ট শ্রোতা ভাই জুলিফকার আলী লিটন আমাদের সঙ্গে কথা বলার সময় পার্সটুডের ওয়েবসাইট নিয়েও কথা বলতে চেয়েছিলেন। সে কথা কি মনে আছে?

ক. অবশ্যই মনে আছে। আর আজ সে কথাই শুনবো বলে বেশ আয়োজন করে বসেছি। হ্যাঁ শুনি তা হলে সেদিনের সে আলাপ।....

খ.এতোক্ষণ বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবাসকারী রেডিও তেহরানের একনিষ্ঠ শ্রোতা ভাই জুলফিকার আলী লিটনের কথা শুনছিলেন। ধন্যবাদ লিটন ভাই। ভবিষ্যতে আপনার আরো কথা শোনার ইচ্ছা রইল।…

বহলুল: আজ আর কোনও কথা নয়। আপনি,হ্যাঁ আপনিই শুরু করুন। দেরি করা যাবে না।

ক. জ্বি। তা হলে এবারে নজর দিচ্ছি রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সেদিকে।  সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান-রাশিয়া-তুরস্ক শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ এপ্রিল। এ খবরে বলা হয়েছে, ইরান,রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার সন্ত্রাস বিরোধী যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই দেশ তিনটি সিরিয়ায় বিরাজমান যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছে।

খ. ফেসবুক গ্রুপে এ খবরে দেলোয়ার হোসেন বাবুর  মন্তব্য সবার নজর কেড়েছে। তিনি লিখেছেন, হাজার স্যালুট। বক্তব্যটি সচিত্র দেয়া আছে।

বহলুল: চমৎকার।

ক. এদিকে ২৫ এপ্রিল প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল- ভেনিজুয়েলায় আর কখনোই ঢুকতে পারবে না মার্কিন সেনা। এ খবরে বলা হয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন,ভেনিজুয়েলার মাটিতে আর কোনো দিন মার্কিন সেনাদের ঢুকতে দেয়া হবে না। আমেরিকার সঙ্গে ভেনিজুয়েলার সামরিক সহযোগিতা বন্ধের ১৪তম বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেন।

খ. এ খবরকে সঠিক বলেছেন ‘মেঘে ঢাকা চাঁদ’ ছদ্মনামের এক শ্রোতাবন্ধু।  অন্যদিকে সঠিক বলেছেন স্কাইলার্ক শাহিনুর রহমান।

বহলুল: এরপর আর বলার কিছু নেই!

ক. ট্রাম্পের শান্তি চুক্তিমানবে না ফিলিস্তিনিরা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল। এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট সমাধানের জন্য শতাব্দীর সেরা চুক্তিনামে বিতর্কিত যে শান্তি চুক্তির প্রস্তাব করেছেন ফিলিস্তিনের জনগণ কখনো তা মেনে নেবে না।

খ. ফেসবুক গ্রুপে এ খবরে ‘আবদুর রহমান খান বরিশাল’ লিখেছেন গাজা শহর থেকে গাজা খাওয়াইলে গাঁজাখোর ট্রাম্প আর মুসলিমদের বিপক্ষে যাবে না ।

বহলুল: না মন্তব্য শুনে হাসি চেপে রাখা দায়। হয়ত তাই! কারণ বিষে বিষে বিষক্ষয়ের কথা আমরা প্রবাদের গুণে জানি! তা যাক, এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে..

ক. হ্যাঁ এবার বিদায়ের পালা।  তো শ্রোতা ভাই বোনেরা চিঠি লেখা,ইমেইল করা এবং সর্বোপরি এতক্ষণ অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিঠি লেখা ও অনুষ্ঠান সম্পর্কে মতামত দেয়া অব্যাহত রাখবেন আশা করছি।

খ. আবার কথা হবে আগামী আসরে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।#

ট্যাগ