আগস্ট ০৩, ২০১৯ ১৭:৫৫ Asia/Dhaka

ক. বন্ধুরা,আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম মোহাম্মাদ জাওয়াদ (আ.) বলেছেন,মুসলমানরা পরস্পরের দ্বীনি ভাই। এই ভ্রাতৃত্ব হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যদি কোনো ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে তৈরি হয় তাহলে সে বন্ধুত্ব এক সময় শত্রুতায় পরিণত হয়।

খ. মূল্যবান হাদিসের পর আজকের আসরের শুরুতেই যে ইমেইল হাতে তুলে নিলাম তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সিঙ্গি গ্রাম থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মোহাম্মাদ শহিদুল্লাহ। চিঠিটি চলতি বছরের জানুয়ারি মাসের ১ তারিখে লেখা হয়েছে। চিঠির প্রথমেই তিনি জানিয়েছেন যে রেডিও তেহরানের সকল অনুষ্ঠাই তার ভাল লাগে।  এ ছাড়া, বিশেষ দিবস উপলক্ষে যে সব অনুষ্ঠান প্রচার করা হয় তাও তার ভাল লাগে। তিনি আরো লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত গঠনমূলক অনুষ্ঠানে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে থাকেন। রেডিও তেহরানের প্রাসঙ্গিকতা পূর্ণ অনুষ্ঠান শ্রোতাদের মুগ্ধ করে রাখে বলেও জানিয়েছেন তিনি।

ক. ভাই শহিদুল্লাহ সত্যিই আপনার চিঠি পেয়ে আমরা খুশি হয়েছি। ভবিষ্যতে আরো চিঠি দিবেন।  চিঠির পাশাপাশি সম্ভব হলে ইমেইলও করবেন এবং অনুষ্ঠান সম্পর্কেও মতামত দেবেন ভাই শহিদুল্লাহ।

বহলুল: বাংলাদেশের বিদগ্ধ শ্রোতা এবং রেডিও তেহরানের একনিষ্ঠ অনুরাগী জুলফিকার আলী লিটন ভাইয়ের কথা মনে হচ্ছে।

খ. বুঝেছি তার কথা শুনতে চাইছেন। ভাগ্যিস আজ এজন্য তৈরি হয়েই এসেছি। হ্যা তা হলে আসুন শুনি। ইরানের ইসলামি বিপ্লব সফল হওয়ার পর যখন প্রথম তেহরান থেকে বাংলা ভাষায় রেডিও অনুষ্ঠান প্রচার শুরু হলো সে সময় থেকে রেডিও শুনছেন আমাদের এই অতি পুরানো শ্রোতা। রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে অন্য সংবাদ মাধ্যমকেও মূল্যায়ন করতে শেখেন তিনি। এখানে সে কথাই বলেছেন। তা হলে আসুন আজ সে কথা শোনা যাক। ....

বহলুল: চমৎকার। মানে জ্ঞানের পথে চলার উৎসাহ যোগাবে এ সব কথা।

ক. ধন্যবাদ জুলফিকার আলী লিটন ভাই। আপনার উপলব্ধি সবাইকে অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে আরো কথা শোনার ইচ্ছা রইল। এতোক্ষণ বাংলাদেশের বিদগ্ধ শ্রোতা এবং রেডিও তেহরানের একনিষ্ঠ অনুরাগী জুলফিকার আলী লিটন ভাইয়ের কথা শুনছিলেন।...

বহলুল: আর বিলম্ব নয়। গত হয়েছে অনেক সময়।

খ. হ্যা এ জন্যেই আগেভাগেই এক্কেবারে তৈরি হয়ে বসে আছি। অর্থাৎ রেডিও তেহরানের ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে এবারে সেদিকে নজর দেবো। এ্যাই দেখুন শুরু করছি,হ্যাঁ ইরানি তেল বিক্রির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে আমেরিকার শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ এপ্রিল। এ খবরে বলা হয়েছে,আমেরিকা শিগগিরি ঘোষণা করতে যাচ্ছে যে,সমস্ত আমদানিকারককে দ্রুত ইরান থেকে তেল কেনা বন্ধ করতে হবে, অন্যথায় মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।

ক. ফেসবুক গ্রুপে এ খবরে  বন্ধু মোহাম্মদ কাওসারের বক্তব্য সবার নজর কেড়েছে। তিনি লিখেছেন,আমেরিকার পতন মনে হয় শুরু হয়েছে না হয় তাদের প্রেসিডেন্ট এত পাগলামী করত না।

বহলুল: লাখ কথার এক জবাব! চমৎকার।

খ. ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন সৌদি ভাড়াটে নিহত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২২ এপ্রিল। এ খবরে বলা হয়েছে,ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের কয়েকজন ভাড়াটে সেনা মারা গেছে। এ হামলায় আরো কয়েক ডজন ভাড়াটে সেনা আহত হয়েছে।

ক. ফেসবুক গ্রুপে এ খবরে ‘ভালো হয়েছে ওদের শেষ করো’ বলে মন্তব্য করেছেন সেলিম খান। অন্যদিকে মো ইকবাল লিখেছেন ‘ঠিক হয়েছে।’ আর ‘ভালো হয়েছে’ বলে মন্তব্য করেছেন মো জহিরুল ইসলাম জহির। এদিকে তেহরানে আন্তর্জাতিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিন দিনের উৎসব শুরু শীর্ষক ফটো গ্যালারি প্রকাশিত হয়েছে ২২ এপ্রিল। ফেসবুকে গ্রুপে এতে মন্তব্য করেছেন পুরানো বন্ধু শাহান মারুফ। তিনি লিখেছেন,ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৮ কোটি মানুষের উচ্চশিক্ষার জন্য মোট ৯৩ টি চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় রয়েছে!

বহলুল: ভালোই বলেছেন ভাই শাহান মারুফ।

খ. এদিকে রেডিও তেহরানের ফেসবুকের গ্রুপে প্রকাশিত....

বহলুল: এটা আগামী সপ্তাহের জন্য রেখে দিন। কারণ সময় শেষ হয়ে এসেছে।

খ. হ্যা সত্যিই শ্রোতাবন্ধুরা, প্রিয়জনের আজকের আসরের সময় শেষ হয়ে এসেছে। তাই এখানেই বিদায় চাইছি। #

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ