আগস্ট ১৭, ২০১৯ ১৮:০৪ Asia/Dhaka

বহলুল: আজও আসরের প্রথমেই চিঠি হাতে তুলে নিবেন তাই না? ক. একশ' ভাগ ঠিক। হ্যা আসরের প্রথমে চিঠি হাতে তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপর থেকে এ চিঠি পাঠিয়েছেন মৌলভি মোহাম্মদ হামিদ। পোস্টকার্ডে লেখা চিঠি ডাকে দেয়া হয়েছে গত বছরের জুলাই মাসের ১৮ তারিখে। আর এটি আমাদের হাতে এসেছে কয়েক দিন আগে। বহলুল: বাপরে লম্বা সময়। একেই কি বলে শামুকের গতি!

খ. হয়ত। কিন্তু বহলুল ভাই আপনাকে বুঝতে হবে যে চিঠি লেখার চল কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। তাই অনেকগুলো চিঠি না হলে অতি জরুরি কিছু না হলে ডাক বিভাগ কোনও তাড়াহুড়া করে না। তারপর নয়াদিল্লির দফতরে পৌছানোর পর সেখান থেকে পাঠাতেও দেরি হয়। তা যাক। ভাই মোহাম্মদ হামিদ লিখেছেন, মিয়ানমারে  থেকে মুসলিমদের উচ্ছেদ এবং কুচকাটা যে করল এর পেছনে গোপনে ভিন্ন দেশের মদদ আছে। নিশ্চয়ই এ কাজে কোনও দেশ মিয়ানমারকে গোপনে সহায়তা করেছে। এমন কাজ মিয়ানমারের একা করার সাহস নেই। এখানে চিন্তা করার এবং জানার বিষয় আছে।

বহলুল: সবাই মিলে ভাবলে এবং মিয়ানমারের গতিবিধির দিকে নজর দিলেই গোপন দেশটির নাম প্রকাশ হয়ে যাবে।

খ. তা চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই মৌলভি হামিদ। ভবিষ্যতে আরও চিঠি পাবো বলে আশা করছি।

বহলুল: আজকাল ফেসবকুসহ ভাচুয়াল জগতে ইরানের মিডিয়া নিয়ে অনেকেই তৎপরতার চালান। এ বিষয়ে আজ কথা শুনবো।

ক. ইরানের পবিত্র নগরী কোমের আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলাদেশের রাজধানী ঢাকার  ভাই আশিকুর রহমানের সঙ্গে ক'দিন আগে আমাদের কথা হয়েছিল।  সে সময়ে ফেসবুক তৎপরতা চালানোর অভিজ্ঞাতাও আমাদের শুনিয়েছিলেন। হ্যা তা হলে শুনি আজ সে কথা

বহলুল: মিথ্যার মহা বেলুন ক্রমেই সত্যের ক্ষুদ্র সুইয়ের গুতায় ফুটা হচ্ছে।

খ. হ্যা সে কথাই প্রমাণিত হলো। ধন্যবাদ ভাই আশিকুর রহমান। …..

বহলুল: নো দেরি। ঝটপট

ক. একেবারে তৈরি হ্যা দেখুন মার্কিন চালকহীন বিমান ফেলে দেয়ার বিষয়ে মানজুর টিপু একটি পোস্ট দিয়েছেন আজ প্রথমেই সে দিকে নজর দেই। হ্যা তিনি লিখেছেন, আমেরিকা শুধু হলিউডের রূপালী পর্দাতে আর বেকুবদের মস্তিষ্কেই চিতাবাঘ, বাস্তব যুদ্ধের ময়দানে বড়জোর ঢাকাইয়া মশা।

এই সত্যের প্রমান হইতাছে ট্রাম্প ইরানে আক্রমনের নির্দেশ দিয়া ব্যাপক হাঁটু কম্পনের কারনে একঘন্টার মধ্যে মাত্র ১৫০ জন ইরানী প্রান হারাবে অজুহাত দেখিয়ে লেজ তুলে পালানো।

হাঁটু কাঁপা রোগ একটু কমার পর তার ঘোষনা, “আবার লাগতে আসলে পুরা ইরানরেই নিশ্চিহ্ন কইরা দিমু”! ..এই হইলো তোর ১৫০ জন ইরানীর প্রানের জন্য দরদ? ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু অভুক্ত করে আর বোমা দিয়া মারার কালে তোর মানবিকতা কই থাকে?

বহলুল: মনে হয় মানবিকতা তখন ক্যাজুয়ালটি লিভে থাকে!

খ. ক্যাজুয়াল লিভ কে ক্যাজুয়ালটি লিভ মানে নৈমিত্তিক ছুটিকে আঘাতজনিত ছুটি বানিয়ে দিয়েছেন বহলুল ভাই ভালই হয়েছে। এদিকে মার্কিন পদক্ষেপে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পুনরাবৃত্তি হতে পারে: রাশিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৫ জুন। ওয়েব সাইটে প্রকাশিত এ খবরে পাঠক ভাই হোসাইন মো মির আমির৬ মন্তব্য করেছেন, বিশ্বে ভারসাম্য  প্রতিষ্ঠার জন্য এখন ওয়ারশ প্যাক্টের মতো প্রতিরক্ষা চুক্তি করা উচিত।    

বহলুল: হলে ভালো না হলেও ভালো। এমনিতেই আমেরিকা গর্জন বাদ দিয়ে মিউ মিউ করতাছে।  এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। যাই হোক, খবরে মন্তব্য করার জন্য ধন্যবাদ সবাইকে। 

ক. হ্যা বন্ধুরা আসরের সময় শেষ হয়ে এসেছে। এবার বিদায় নেয়ার পালা। সবাই ভাল থাকবেন পরস্পরে জন্য সব সময় দোয়া করবেন এ কামনা করছি। #

ট্যাগ