আগস্ট ২১, ২০১৯ ২০:৫৯ Asia/Dhaka

ক. শ্রোতা বন্ধুরা, আসরের শুরুতেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশের ইমেইল। গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় থেকে এ মেইলটি করেছেন রেডিও তেহরানের পুরানো শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ সিপন ।

চিঠিতে তিনি একটি মর্মান্তিক বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেছেন। তিনি লিখেছেন, বরগুনায় দিন-দুপুরে শত শত মানুষের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হলো। এভাবে যদি অপরাধীরা  সবার সামনেই অপরাধ করতে থাকে  তাহলে দেশের আইন ব্যবস্থার প্রতি জনগন আস্থা হারিয়ে ফেলবন।  অপরাধীদের দ্রুত আইনের  আওতায় নিয়ে আসা উচিত তা না হলে এই ধরনের অপরাধ বাড়তেই থাকবে। এ দিকে  কতৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষণ করছি উল্লেখ করে তিনি আরও লিখেছেন, আশা করছি অপরাধী যে দলেরই হোক না কেন তাকে  অবশ্যই দ্রুত আটক করে  উপযুক্ত বিচারের ব্যবস্থা করা  হবে।

বহলুল: বাংলাদেশের সাধারণ মানুষের কথাই যেন শুনতে পাচ্ছি এ চিঠিতে। আইনের চাকা দ্রুত সচল হয়ে উঠবে এ আশাই করছি আমরা।

খ. ভাই  ফয়সাল আহমেদ সিপন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে ইমেইল করবেন আশা করছি। আর অন্যদেরকেও চিঠি লিখতে উৎসাহিত করবেন।

বহলুল: চিন্তুা করনা হারানো ইউসুফ কেনানে আবার আসবে ফিরে... মানে হারানো এক শ্রোতা ভাই

ক. নতুন করে আবার রেডিও তেহরান শোনা শুরু করেছেন। এবং তার প্রতিক্রিয়া আমাদের শুনিয়েছেন। আজ তার কথাই শুনবো। আর তিনি নাম পরিচয় নিজের মুখে বলেছেন। তাই আর নতুন করে বলার প্রয়োজন নেই। তাই না বহলুল ভাই?

বহলুল: ঠিক মানে দুইশ ভাগ ঠিক। না তা হলে আর বিলম্ব নয়।

খ. এতোক্ষণ টাঙ্গাইলের শ্রোতা ভাই আবু তাহের ভাইয়ের কথা শুনছিলাম। ধন্যবাদ ভাই আবু তাহের। ভবিষ্যতে আপনার কথা আরও শোনার ইচ্ছা রইল।….

বহলুল: ফেসবুকের রেডিও তেহরানের অফিসিয়ার গ্রুপে এবং রেডিও তেহরানের ওয়বসাইটের খবরে  যে সব মন্তব্য হয়েছে

ক. এবারে সে দিকে নজর দেবো। তাই না? তা হলে আর বিলম্ব নয়। হ্যাঁ বাড়ল উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ: প্রতিরোধের ডাক শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ জুন। এ খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পদক্ষেপকে শত্রুতামূলক হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির মুখে কখনোই নতি স্বীকার না করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে উত্তর কোরিয়া।

খ. ফেসবুকের গ্রুপে এ খবরে ভাই শহীদুল আলম লিখেছেন, ওয়ার্ল্ডের সব দেশ এক হয়ে মার্কিনদের উপর নিষেধাজ্ঞা দেয়া উচিত বলে আমি মনে করি। অন্যদিকে তপন খান লিখেছেন, বেশি প্যাচ দিতে দিতে যেমন প্যাচ কেটে যায়, সেই ভাবে আমেরিকা বেশি নিষেধাজ্ঞা দিতে দিতে নিষেধাজ্ঞার গুরুত্ব শূন্যের কোঠায় পৌঁছেছে!!! হাস্যকর নিষেধাজ্ঞা!!!

বহলুল: হাস্যকর বলতে হাস্যকর! এক্কেবারে যাকে বলে অট্টহাস্যকর! হ্যা এরপরের খবরটি কি?

ক. ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৭ জুন। এ খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। বিশেষজ্ঞরা যখন বলছেন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলবে তখন ট্রাম্প ভিন্ন কথা বললেন।

খ. ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে ভাই আবদুল মোনেম খান লিখেছেন, যখন কোন যুদ্ধ শুরু হয়, সে যুদ্ধের য়ন্ত্রণ যুদ্ধ শুরু ব্যক্তির হাতে থাকে না, সুতরাং যুদ্ধ শুরু করার আগে সবাইকে পরিস্থিত সম্পর্কে চিন্তা করতে হবে। আর অন্যদিকে তপন খান লিখেছেন হ্যাঁ যুদ্ধ স্থায়ী হবে না ;অল্প সময়ের ভিতর ইজরায়েল ধুলিস্যাৎ হয়ে যাবে মানচিত্র থেকে।

বহলুল: দেখছেন পাঠক-শ্রোতারা সব দিকেই খেয়াল রাখছেন। অল্প কথায়ই তারা অনেক বেশি বলছেন। এদিকে আজ না কথা বাড়ানোর আর অবকাশ নেই। কারণ আসরের সময় শেষ হয়ে এসেছে।

ক. হ্যা সবাই ভাল থাকবেন।#

ট্যাগ