সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১৯:১৭ Asia/Dhaka

ক. আসরের প্রথমেই যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। পাবনা জেলার হরিপুর,চাটমোহর, থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরানো শ্রোতা ভাই ডা,এস,এম,এ হান্নান।

মুহতারাম কুশলীবৃন্দ সম্বোধন দিয়ে শুরু করা এ চিঠিতে তিনি লিখেছেন,

জীবন চলার পথে রেডিও তেহরানের কিছু কিছু অনুষ্ঠান আলোক বর্তিকা হিসেবে কাজ করে,শ্রোতাদের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখে,আমাদের শতব্যাস্ততা ও খাদ্য শিক্ষা অর্থের অভাবে প্রতি নিয়ত হিমশিম খাই,এক সময় বাঙালি জনগোষ্ঠীর জীবনে এমন একটি প্রবাদ প্রচলিত ছিল- গোলাভরা ধান, গোয়ালভরা গরু পুকুরভরা মাছ। এখন আর এই প্রবাদ বাক্যটি উচ্চারিত হয় না। কারণ সমাজ-কাঠামোর বাস্তবতা পরিবর্তিত হয়েছে। জমির আয়তন বাড়েনি, কিন্তু জনসংখ্যা বেড়েছে, উৎপাদন কমেছে। তাই প্রয়োজনের ঘাটতি পূরণ হচ্ছে না। ফলে ধাক্কা লেগেছে সাংস্কৃতিক বোধে।

খ. সত্যিই বলেছেন ভাই হান্নান। সংস্কৃতি বোধ আজ বড় একটি ধাক্কার খেয়েছে। তার পরিণাম ফল শুভ হয় নি তাও দেখতে পাই প্রতিদিনের মন খারাপ করা খবরগুলোতে।

বহলুল: তবে নিরাশ হওয়ার কোনও কারণ নেই। এ সবের মোকাবেলা করার জন্য জেগে আছেন অনেক মানুষ।

ক. ধন্যবাদ ভাই হান্নান ভবিষ্যতে আরও চিঠি দিবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন আশা করছি। 

বহলুল: আজ না ভারতের অনেক পুরানো এক শ্রোতাবন্ধুর সঙ্গে কথা বলবো। মানে কয়েকদিন আগে আমিই ফোন করেছিলাম। তা হলে শুনন.....

ক. আপনাকেও বিগত ঈদুল ফিতর এবং আগামী ইদুল আজহার মোবারক একই সঙ্গে জানাচ্ছি। হ্যাঁ তারপর বলুন....

বহলুল: ধন্যবাদ ভাই সিদ্ধার্থ ভট্টাচার্য। ভবিষ্যতে আপনার কথা আরও শুনবো।  শুনবো সুখ-দুখের কথাও।

খ. এতোক্ষণ পশ্চিমবঙ্গের পুরোনো শ্রোতা ভাই সিদ্ধার্থ ভট্টাচার্যের কথা শুনছিলেন।....

ক. বহলুল ভাই, ও বহলুল ভাই কি ব্যাপার ঘুমিয়ে পড়লেন  না কি!

বহলুল: না। মানে চোখ মুদে চিন্তা করছিলাম। না আর বিলম্ব নয়।

খ. হ্যাঁ আমি প্রথমেই ফেসবুকে রেডিও তেহরানের অফিসিয়াল গ্রুপের খবরের দিকে নজর দিচ্ছি। হ্যাঁ  ৬০ দিনের আল্টিমেটাম শেষ; পরমাণু ইস্যুতে নয়া পর্ব শুরু করল ইরান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৭ জুলাই। এ খবরে বলা হয়েছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো ৬০ দিনের সময়সীমার মধ্যে ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ কারণে ইরান পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

খ. ফেসবুকের গ্রুপে এ খবরে তপন খান যে মন্তব্য করেছেন তাই হাতে তুলে নিচ্ছি। তিনি লিখেছেন, ইরান তার নিজস্ব সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা উচিত সেগুলোই করবে তার আগামী প্রজন্মের জন্য। পারমাণবিক প্রবৃদ্ধিকরণ ছাড়া ইরানের দ্বিতীয় কোন বিকল্প নাই। এইটা সমন্বিতভাবে ইরান যদি করতে পারে তাহলে অন্যান্য পরাশক্তিগুলো ইরানের বিরুদ্ধে কথা বলার আগে অন্তত দশবার ভাববে।

বহলুল: তা ঠিক। বুনো ওলকে জব্দ করতে বাঘা তেতুলই লাগে। এ ছাড়া হয় না। হয় না।  হয় না।

ক. এদিকে  ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ইরান নিজে নির্ধারণ করবে: জারিফ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৪ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিজেই নির্ধারণ করবে। ইরানের পরমাণু তৎপরতা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ সতর্কবাণী উচ্চারণ করলেন জারিফ।

ক. রেডিও তেহরানের ওয়েবপেইজে প্রকাশিত এ খবরে মন্তব্য অল্প কথায় মন্তব্য করেছেন কাওসার হোসেন নীরব। তিনি লিখেছেন, ধন্যবাদ।

বহলুল: হ্যাঁ ধন্যবাদ আপনাকেও।

খ. ইরানি জাহাজ না ছাড়লে ব্রিটিশ জাহাজ আটক করা উচিত: মোহসেন রেজায়ি শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৫ জুলাই। এ খবরে বলা হয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, জিব্রাল্টার প্রণালী থেকে অবৈধভাবে আটক ইরানি তেলবাহী ট্যাংকারকে যদি ব্রিটেন ছেড়ে না দেয় তাহলে ইরান সরকারের উচিত হবে ব্রিটিশ জাহাজ আটক করা।

ক. ফেসবুকে গ্রুপে এ খবরে বলা হয়েছে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। হরমুজ প্রণালিতে সব ব্রিটিশ জাহাজ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

বহলুল: এক্কেবারে হক কথা। ধন্যবাদ সবাইকে আজ এবারে মনে হয় আমাদের উঠতে হবে।

ক. হ্যাঁ এদিকে আসরের সময় শেষ হয়ে! হ্যাঁ শ্রোতা ভাই বোনেরা সবাই ভাল থাকবেন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। #

ট্যাগ