সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৭:০৪ Asia/Dhaka

ক. আসরের প্রথমেই এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরানো শ্রোতা ভাই ভাই মৌলভি মোহাম্মদ হামিদ।

গত বছরের আগস্ট মাসের ১১ তারিখে এটি লেখা হয়েছে। পোস্ট কার্ডের গায়ে লেখা তারিখ থেকে এটি নির্ধারণ করা গেছে। ভাই মৌলভি হামিদ লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত সব অনুষ্ঠাই ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে কোরআনের আলো শুনতে। এরপর তিনি আরও লিখেছেন, ট্রাম্প নিজেকে খুব বুদ্ধিমান বলে দাবি করেন তা এবারে একটি মাছি তৈরি করে দেখাক দেখি!

বহলুল: দারুণ চ্যালেঞ্চ। তারপর আর কি লিখেছেন এ ভাই?

খ. তিনি আরও লিখেছেন, হে ইরানবাসী তোমাদের কোনও ভয় নেই। আর ইরান এবং ইসলামের প্রধান শত্রু হলো সৌদি আরব, ইসরাইল এবং আমেরিকা। এর সাথে আরও কয়েকটি দেশ এর সাথে যুক্ত হয়েছে। এরপর তিনি লাল কালিতে লিখেছেন, ইরানের গায়ে হাত দিলে কেয়ামত আরম্ভ হয়ে যাবে। ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে।

বহলুল: এক্কেবারে সত্য কথাই বলেছেন।  আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ হামিদ।

ক. ইরানের পবিত্র কোম নগরীতে অবস্থিত আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র মো আশিকুর রহমানের নামটি আমাদের কাছে পরিচিত হয়ে উঠেছে। আজ তিনি আমাদেরকে তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা শোনাবেন। .....

বহলুল: বাতাসে নড়ছে আলোর প্রদীপ। চমৎকার উপমা। এরচেয়ে সুন্দর ভাবে আর কিছু বলা হয়ত সম্ভব হয়। ধন্যবাদ।

ক. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে দেখার অভিজ্ঞাতা শোনাচ্ছিলেন বাংলাদেশের ছাত্র আশিকুর রহমান। ...

বহলুল: ফেসবুকের রেডিও তেহরানের গ্রুপে এবং রেডিও তেহরানের ওয়েব সাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে এ বারে সে দিকে নজর দেবো।

খ. নজর আপনি দিবেন না। আমিই দিয়েছি। হ্যা  রাশিয়ার হুঁশিয়ারি:

নিষেধাজ্ঞা তুলে নিলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আবার আলোচনা হতে পারে খবরটি প্রকাশিত হয়েছে ৭ জুলাই। এ খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো যথাযথভাবে পালন করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পরমাণু সমঝোতার প্রতি ইঙ্গিত করে এ আহ্বান জানান।

ক. ইরানের উচিত পরমানু কর্মসূচি চালিয়ে যাওয়া এবং কারো অপেক্ষায় না থাকা এবং এ ইস্যূতে আন্তর্জাতিক মহলের তোয়াক্কা না করা। হ্যা ফেসবুকের রেডিও তেহরানের অফিসিয়াল গ্রুপে এ মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী নামের এক পাঠক ভাই।

বহলুল: বাহ! বাহ!!

খ. এদিকে সৌদি সেনাঘাঁটিতে ইয়েমেনের যিলযাল ক্ষেপণাস্ত্রের আঘাত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে, ৬ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি সেনাঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। সৌদি আরবের এই সেনা ঘাঁটিটি ইয়েমেনের অভ্যন্তরে তায়িজ প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। অনুচরদের সহযোগিতায় ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনী।

ক. এ খবরে ফেসবুকের গ্রুপে আবদুস সেলিম লিখেছেন, ইহুদি আলে সৌদকে ধ্বংস করে দাও।

বহলুল: বড়ই কড়া কথা। কিন্তু নির্যাতিত মানুষের প্রাণের কথা।

খ. এদিকে ৭ জুলাই প্রকাশিত একটি খবরের শিরোনাম হলো বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান আবার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। ভাই সাইফুল আলম এ জন্য ইরানকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে ক্লাউড ক্লাউড ছদ্মনামের ভাই লিখেছেন, আপনাদের এই ন্যায্য অধিকারের লড়াই ও সৎ সাহসিকতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইরান প্রশাসন। আর ভাই আবু তাহের লিখছেন চালিয়ে যাও।

বহলুল: চমৎকার মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ। এ দিকে  আসরের সময় শেষ হয়ে এসেছে। তাই এবার বিদায় নিতে হবে।  

ক. হ্যা সত্যিই তো। শ্রোতা বন্ধুরা ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।  #

ট্যাগ