সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৯:০৯ Asia/Dhaka

ক. আসরের প্রথমেই যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। পাবনা জেলার হরিপুরের পছশুয়াই রেডিও শ্রোতা ক্লাব থেকে এটি পাঠিয়েছেন ডা,এস,এম,এ হান্নান। তিনি লিখেছেন, রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা নিবেন। রেডিও তেহরানে অনুষ্ঠান নিয়মিত শুনি। চলছে বর্ষাকাল তাই বর্ষাকাল নিয়ে প্রতিবেদন শুনতে চাই। বর্ষাকাল আমার খুব প্রিয় ঋতু।

বহলুল: বাংলাদেশের বর্ষাকাল সত্যিই আমারও খুব প্রিয়। রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা শুনেই না প্রাণটা ভরে গেল। পুরা বর্ষাকাল চোখে দেখতে এবং কানে শুনতে পাচ্ছি।

খ. এরপর এ শ্রোতা ভাই আরও লিখেছেন, বর্ষা কখনো নিটোল প্রেমের অনুঘটক, কখনোবা কামনা-বাসনা জাগানিয়া। আবার কখনো প্রকৃতির রূপ বর্ণনায়, কখনো শৈশব বা কৈশোরের সোনালি স্মৃতির দর্পণ। ফুলে ফুলে সুশোভিত, কুহুকুহু পাখির ডাক আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় অকুল পাথারে।

বহলুল: না ভাই অকুল পাথারে ভাসা চলবে না। তবে একটা ইমেইল গোটা বর্ষাকালকে পুরে দিতে পেরেছেন।

ক. ধন্যবাদ ভবিষ্যতে আরও চিঠি দিবেন। অন্যকে চিঠি দিতে উৎসাহিত করবেন ভাই ডা,এস,এম,এ হান্নান।

বহলুল: ভাই আবু তাহেরের সঙ্গে কয়েক দিন আগে কথা হয়েছিল। তার সব কথা শোনা হয় নি। আজ আবার তার কথা শোনা ইচ্ছা হচ্ছে। 

ক. বুঝেছি, বাংলাদেশের টাংগাইল জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ভাই আবু তাহেরের কথা বলছেন। তিনি রেডিও তেহরান প্রচারিত অনুষ্ঠানগুলো নিয়ে কথা বলেছিলেন। আজ না হয় সেখান থেকেই শুনি...

বহলুল: রেডিও তেহরানের পুরানো অনুষ্ঠানগুলো অন্যতম স্বাস্থ্যকথা। হ্যা

খ. জ্বি। আচ্ছা রেডিও তেহরান কি করে শোনা শুরু করেছিলেন সে কথাও বলেছেন ভাই আবু তাহের। এবারে সে কথাই শুনি....

বহলুল: টাংগাইল শুনলে না চমচমে কথা মনে হয়। ভাই আবু তাহের চমচম নিয়ে কিছু বলেন নি।

ক. না এখনও বলেন নি। এতোক্ষণ বাংলাদেশের টাংগাইল জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি ভাই আবু তাহেরের কথা শুনছিলেন। ...

ক. আজ তা হলে আমিই শুরু করছি বহলুল ভাই?

বহলুল: এই দেখুন চোখ বন্ধ করে চিন্তুা করছিলাম। তা মানে আপনিই না না আপনি নন উনি কারণ আগেই আমাকে বলে রেখেছিলেন।

খ. ধন্যবাদ। এবারে নজর দিচ্ছি ফেসবুকের রেডিও তেহরানে অফিসিয়াল গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে। হ্যাঁ কাশ্মির নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টের প্রতিবাদ জানালো ভারত শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৯ জুলাই। এ খবরে বলা হয়েছে, কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে জাতিসংঘের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মিরি জনতার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং ভারতের উচিত ওই অধিকারকে সম্মান জানানো।

ক. ফেসবুকের  গ্রুপে  এ খবরে অনেক মন্তব্য হয়েছে। তার সবগুলো তুলে আনা গেলে ভালো হতো। তা বোধহয় সম্ভব না। ভাই মো কুদ্দুস মন্ডল লিখেছেন, রিপোর্টতো মিথ্যা লেখেনি। যা ঘটছে তাই তুলে ধরছে। অন্যদিকে তপন খান বড় বক্তব্যের অংশ বিশেষ তুলে ধরছি। তিনি লিখেছেন, প্রতিবাদ জানিয়েছে খুবই ভালো কথা, তাহলে ভারত জাতিসংঘকে আহ্বান জানাক প্রতিটি কাশ্মীরের বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের সাথে ইন্টারভিউ এর মাধ্যমে জানুক সেখানে কি হচ্ছে প্রতিদিন।

বহলুল: শ্রোতা বা পাঠক ভাইদের সবাই ঘুমের মধ্যেও জেগে থাকেন। দারুণ দারুণ। এদিকে ৯ জুলাই অপর এক খবরের শিরোনাম ছিল

খ. ইরানি তেল ট্যাংকার আটকের জবাব দেওয়া হবে: জেনারেল বাকেরি। আর এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি  বলেছেন, ইরানের তেল ট্যাংকার আটকের জবাব দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সময় ও স্থানে এ জবাব দেওয়া হবে বলে তিনি জানান।

ক. দ্রুত সমুচিত জবাব প্রত্যাশা করি বলে এ খবরে যে মন্তব্য করেছেন আবদুস সালিম তার মধ্য দিয়ে অনেক কিছুই বলা হয়ে গেছে।

বহলুল: চমৎকার। তবে আজ আর কোনো দিকে নজর দেয়া যাবে না। সময় শেষ হয়ে এসেছে।

খ. জ্বি বহলুল ভাই। সময় ফুরিয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, হ্যাঁ এবারে প্রিয়জনের  আসর থেকে বিদায় নেয়ার পালা, যারা চিঠি লিখছেন, ইমেইল করছেন, ওয়েবসাইটের সংবাদে মন্তব্য করছেন এবং প্রিয়জনের আসরে আমাদের এতোক্ষণ সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় চাইছি। কথা হবে আগামী আসের।#

ট্যাগ