অক্টোবর ০৫, ২০১৯ ১৭:৩৯ Asia/Dhaka

ক. আসরের প্রথম ইমেলই এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর থেকে এ চিঠি পাঠিয়েছেন মৌলভি মোহাম্মদ হামিদ। চিঠিটি গত বছরের অক্টোবর মাসের ৪ তারিখে পোষ্ট করা হয়েছে।

চিঠিতে তিনি শর্ট ওয়েবে প্রচারিত রেডিও তেহরানের অনুষ্ঠান ভালো ভাবে শোনা যায় না বলে অভিযোগ করেছেন।

বহলুল: অভিযোগ সত্য। কখনো কখনো এমনটা হয়।

খ. এ জন্য আজকাল অনেকেই রেডিও শুনছেন ইন্টারনেটের মাধ্যমে। সেখানে এ ধরণের ঝামেলা তো নেই। এমনকি ঘড়ি ধরেও অনুষ্ঠান শোনার প্রয়োজন থাকে না। সময় করে আপনি অনুষ্ঠানমালা শুনতে পারবেন।

ক. এরপর এ ভাই লিখেছেন, ইরানের উন্নতি, সম্মান এবং সঠিক কর্মকাণ্ড দেখে অনেক দেশ ইরানকে দুর্বল করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে।

বহলুল: আপনার পর্যবেক্ষণ সঠিক এবং এ সব দেশ কাদের তাবেদার বা কাদের হাতের ইশারায় চলে সে কথাও সবাই জানেন।

খ. চিঠি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই মৌলভি মো হামিদ। ভবিষ্যতে আরও চিঠি দিবেন।

ক. পুরানো শ্রোতা ভাইদের সঙ্গে কথা বলার মজাই আলাদা। তাই আজ এক জন অতিপুরানো শ্রোতা ভাইয়ের সঙ্গে আলাপ হবে। ভারতের এ শ্রোতা ভাই আমাদের বলেন...

বহলুল: বারে ভাই প্রদীপ চন্দ্র কুণ্ডু কি করেন সে কথা বলেন নি?

খ. আরে আপনিইতো বলেন, আস্তে রাধে ধীরে খায়, জুড়ালে তার মজা পায়। তা এবার না হয় অপেক্ষা করুন হ্যা তারপর বলুন ভাই প্রদীপ.....

ক. ভারতের ত্রিপুরা রাজ্যের পুরানো শ্রোতাভাই, সাবেক শিক্ষক প্রদীপ চন্দ্র কুণ্ডের কথা শুনছিলেন এতোক্ষণ। ভবিষ্যতে আরও কথা শুনবো ভাই প্রদীপ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।.....

বহলুল: দেখুন ভাই প্রদীপ চন্দ্র কুণ্ডের কথা শুনতে শুনতে সময়জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তাই বর্তমান পর্ব খানিকটা দ্রুত করতে হবে।

ক. তা হলে আমিই শুরু করছি। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি ১১ জুলাই প্রকাশিত এ খবরে আরও বলা হয়েছে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দুই দাবিতে বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বঙ্গভবনে গিয়ে এ স্মারকলিপি দেন। প্রেসিডেন্টের প্রেস সচিব স্মারকলিপিটি গ্রহণ করেছেন।

খ. ফেসবুকে রেডিও তেহরানের অফিসিয়াল গ্রুপে এ খবরে মারাত্মক কিছু মন্তব্য হয়েছে। তার সবগুলো তুলে দেয়া যাবে না। অবশ্য রেড বার্ডস ছদ্মনামের বন্ধু যে মন্তব্য করেছেন তা এখানে তুলে ধরছি। তিনি লিখেছেন, ইসলাম যখন জেনা ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলে তখন নারীবাদীরা খুবই মানবতা বাদী হয়ে ওঠে।ধর্ষণ ও যেনা ব্যভিচারের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত সঙ্গে সঙ্গে নারী ও পুরুষের ক্ষেত্রে পর্দা ফরজ হওয়া উচিত।

বহলুল: ধর্ষণ, খুন এবং গুমের খবরগুলো দেখলেই ভাষা হারিয়ে ফেলি। বড় কষ্ট লাগে বুকে।

ক.সত্যিই বলেছেন বহলুল ভাই। হ্যা নেতানিয়াহু ও বোল্টনের নির্দেশে পরমাণু সমঝোতা হত্যা করেছেন ট্রাম্প শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১০ জুলাই। এ খবরে বলা হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেনআমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরমাণু সমঝোতা ধ্বংস করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসাহিত করেছেন। 

খ. ফেসবুকের গ্রুপে এ খবরে পাঠক বন্ধুরা সঠিক বলে মন্তব্য করেছেন। মানে এ ক্ষেত্রে তারা বেশ কথা বলেন নি।

বহলুল: মারহাবা। মারহাবা। এক কথাই সব কর্মকাবার। ধন্যবাদ সব মন্তব্য কারীকে। এ দিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। তাই না?

ক. জ্বি একদম ঠিক কথা। শ্রোতা বন্ধুরা, এ এবার বিদায়ের পালা। সবাই ভাল থাকুন এবং নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত ইমেইল করবেন, চিঠি লিখেবেন এবং রেডিও তেহরানের ওয়েবসাইটে নিয়মিত মন্তব্য করবেন এ কামান করে আজও গান শুনতে শুনতে এখানেই বিদায় নেবো।

খ. কথা হবে আগামী আসরে।#

ট্যাগ