অক্টোবর ২২, ২০১৯ ১৬:৪৩ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আসরের শুরুতেই যথারীতি একটি হাদিস। রাসূলে আকরাম (সা.) বলেছেন, মহান আল্লাহ পবিত্র- তিনি পবিত্রতা ভালোবাসেন, তিনি সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন এবং তিনি ক্ষমাশীল ও ক্ষমাকারী ব্যক্তিকে ভালোবাসেন।

খ. আমরা সবাই এসব খোদায়ী গুণ অর্জনের চেষ্টা করব- এ কামনার মধ্য দিয়ে চিঠিপত্রের দিক নজর দিচ্ছি।  আসরের প্রথমেই যে ইমেইল হাতে তুলে নিয়েছি তা এসেছে বাংলাদেশ থেকে। ঢাকার গেণ্ডারিয়া থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই জিল্লুর রহমান।  

বহলুল: চিঠিটি আমি পড়েছি। বেশ বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন।

খ. এই দেখুন বহলুল ভাই, শ্রোতাবন্ধুদের চিঠি পড়া আপনার হবি সে কথা আমরা সবাই জানি। কিন্তু আগেভাগে চিঠির বিষয়বস্তু বলে দিলে…

বহলুল: থুক্কু মানে দুঃখিত। ভাল খাবার দেখে জিহ্বাকে সামলাতে না পারার মতো। ভবিষ্যতে চুপ করে দেখে মুখ বুজে থাকবো। চিঠিতে কি লিখেছেন সে কথা তাহলে শুনি।

ক.ভাই জিল্লুর লিখেছেন, ১৭ জুলাই ২০১৯ তারিখ রেডিও তেহরানের ওয়েবসাইট ও ফেইসবুক পাতায় প্রকাশিত "মিয়ানমারের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা" শীর্ষক প্রতিবেদনটি পড়লাম। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির শীর্ষ চারজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইতোপূর্বে উক্ত সহিংসতার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা মিয়ানমারের সাতজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

খ. তিনি আরো লিখেছেন, এ নিষেধাজ্ঞার কারণে মেজর জেনারেল মং মংকে মিয়ানমার সরকার সাথে সাথে বরখাস্ত করেছিল এবং আরেকজন কর্মকর্তা লে: জে: অং কেও জ তখন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগে বাধ্য হয়েছিল। উপরোক্ত বরখাস্ত ও পদত্যাগ ঘটনার  সময়কার বিভিন্ন ধরণের ফুটেজ ও নিষেধাজ্ঞা মূলত রাখাইনে সংগঠিত অপরাধের সত্যতার প্রমাণ বহন করে। এরপর তিনি আরও লিখেছেন, আমি মনে করি, যতদিন রাশিয়া, চীন ও ভারত মিয়ানমারের উপর কোন কার্যকর চাপ প্রয়োগ না করবে, ততদিন রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ সমাধান হবে না। ধন্যবাদ রেডিও তেহরানের সকলকে।

খ. বক্তব্য অস্বীকার করার কোনও উপায় নেই। সত্যিই মিয়ানমার সরকার যদি তার বৃহৎ প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে চাপ অনুভব করত তাহলে সে কখনোই রোহিঙ্গা মুসলমানদের ওপর এভাবে গণহত্যা ও দমন অভিযান চালানোর সাহস পেত না।  ধন্যবাদ ভাই জিল্লুর। ভবিষ্যতে আরও চিঠি দেবেন এবং অন্যকেও চিঠি দিতে উৎসাহিত করবেন।

ক. এবারে তা হলে শ্রোতাবন্ধুদের কথা শোনা যাক।

বহলুল: শুনুন শুনুন শুনুন সবে দিয়া মন ....

বহলুল: ফান্দে পড়িয়া বগা কান্দেরের অবস্থায় না যাওয়া পর্যন্ত আগ্রাসী শক্তিগুলো সিধা হবে না ভাই সিদ্ধার্থ।

খ.  ইতিহাস তো তেমন রায়ই দিয়ে রেখেছে বহলুল ভাই। হ্যাঁ এতোক্ষণ পশ্চিমবঙ্গের মেদিনীপুরের শ্রোতা ভাই সিদ্ধার্থ ভট্টচার্যির কথা শুনছিলেন। আপনারা যে কেউ প্রিয়জনের আসরে আপনার কথা বলতে পারেন। এ জন্য অডিও মেসেজ পাঠাতে পারেন বা দিতে পারেন ফোন নম্বর। সে ক্ষেত্রে রেডিও তেহরান থেকে ফোন করা হবে। এতে আপনার কোনও অর্থ ব্যয় হবে না।

বহলুল: দেখুন আজ কিন্তু চোখ বন্ধ করে কোনও চিন্তা ভাবনা করিনি। তা হলে শুরু হোক

ক. জ্বি রেডিও তেহরানের ওয়েবসাইট এবং রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে প্রকাশিত খবরে যেসব বক্তব্য জমা হয়েছে এবারে সে দিকে নজর দেই।

খ. একটু দাঁড়ান। এ্যাই দেখুন ২২ জুলাই ফেসবুকের লাইভ অনুষ্ঠানে শ্রোতা ভাইদের দেয়া কয়েকটি বক্তব্য রয়েছে আগে সে দিকে নজর দেই। হ্যাঁ ভাই জামাল আহমেদ সুবর্ণ লিখেছেন, ভীষণ ভালো লাগছে আমার কাছে আজকের আয়োজনগুলো। অন্যদিকে প্রচারিত হাদিস সম্পর্কে মতামত দিয়েছেন যুবরাজ চৌধুরী। তিনি লিখেছেন, চমৎকার হাদিস। আর আহসান হক লিখেছেন দি রেডিও মাই লাভ। অর্থাৎ এ রেডিও আমার ভালোবাসা।

বহলুল: চমৎকার। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ তা হলে আপনি শুরু করুন।

ক. জ্বি। মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিলেন সৌদি রাজা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২০ জুলাই। ফেসবুকের গ্রুপে এ খবরে মন্তব্যের ঝড় বয়ে গেছে।

খ. এ সব মন্তব্যের কয়েকটি তুলে ধরছি।  মো হজরত আলী লিখেছেন, যখন সৌদি নারীরা মার্কিন সেনাদের দ্বারা গণধর্ষণের শিকার হবে তখন বুঝতে পারবে ওরা কত ভুল করল। নিজের পায়ে নিজেই কুড়াল মারল ওরা। সৌদি রাজ পরিবার নিপাত যাক।  এ ছাড়া, হোসনি মোবারক নামের পাঠক বন্ধু লিখেছেন, সৌদি নিজের বিপদ নিজেই ডেকে আনলো। এইচ আর হাবিব ওয়াজেদ লিখেছেন,  এই সৌদিকে নিয়ে কি কমেন্ট করবো... বুঝতে পারছিনা... ছি: ছি: ছি: অন্যদিকে ভাই নাজির হোসেইন লিখেছেন কি আর লিখব, ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তুমি সকল মুসলমান ভাই বোনকে রক্ষা করো আমিন।

বহলুল: সত্যিই এ সবই হচ্ছে মানুষের মনের কথা।

ক. যা বলেছেন একেবারে ঠিক কথা।  এনিয়ে আরো বলতে চাই...

বহলুল: না না আর কিছু নয়।  

ক. আধা মিনিট বা এক মিনিট সময় দিন।

বহলুল: না তা আর সম্ভব নয়। ওই দেখুন প্রযোজক খানমে হোসেইনী সময় শেষ হওয়ার ইংগিত দিচ্ছেন। আজকের মতো আর সময় নেয়া যাবে না। #

ট্যাগ