অক্টোবর ২৮, ২০১৯ ১৯:২৭ Asia/Dhaka

ক. এই দেখুন বহলুল ভাই কিন্তু আজ চিঠি নিয়ে আসে নি। আমি আগেই টের পেয়েছি যে।

খ. ওই ফেসবুকের রেডিও তেহরানের অফিসিয়াল গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েব সাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেয়া হবে। তা আমিই শুরু করছি।

বহলুল: একটু থামুন। আসলেই উনিই শুরু করবেন বলে আগে ঠিক করা আছে। তা হলে শুরু হোক

ক. ধন্যবাদ বহলুল ভাই। হ্যাঁ ইরাকে তুর্কি কূটনীতিক নিহত, আঙ্কারার তীব্র ক্ষোভ; ইরানের শোক প্রকাশ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৮ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরাকের এরবিল শহরের একটি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনায় তুরস্কের একজন কূটনীতিক ও একজন কনস্যুলেট কর্মী নিহত হয়েছেন। ইরাকের নিরাপত্তা বাহিনী ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, হামলায় অপর একজন আহত হয়েছেন।

খ. রেডিও তেহরানে ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে অন্যতম মন্তব্যকারী হলেন  পাঠক বন্ধু বিপ্লব। তিনি লিখেছেন, অনেক দিন যাবত লক্ষ্য করছি ইরানের বিভিন্ন প্রতিবেশী দেশে বিশ্ব সন্ত্রাসবাদের একটি চক্র বোমা হামলা করে,গোপনে খুন করে পরিবেশ বিষিয়ে তুলছে। এই চক্রটি হল ইহুদী চক্র,যারা নিজেরা অন্যদেশে গোপনে সন্ত্রাস করে ইরান ও তার প্রতিবেশী দেশ গুলিকে অস্থির করে তুলছে। ইহুদীবাদীদের একটাই লক্ষ্য মধ্যপ্রাচ্যে অস্থিরতা জিইয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করা।

বহলুল: পাঠক বন্ধুদের হাতে ধরা পড়ে গেলেন হে ষড়যন্ত্রকারীরা। একেই বলে চরম ধরা।  ধন্যবাদ ভাই বিপ্লব।

ক. এদিকে ১৬ জুলাই প্রকাশিত একটি খবরের শিরোনাম হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলাচলে বিধিনিষেধের নিন্দা জানাল জাতিসংঘ। খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের চলাচলের ওপর মার্কিন সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জারিফসহ ইরানের কূটনৈতিক প্রতিনিধিদলের ওপর আরোপিত বিধিনিষেধের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বলেছেন, “এ সম্পর্কে আমরা আমাদের উদ্বেগের কথা স্বাগতিক দেশ আমেরিকাকে জানিয়েছি।”

 খ. রেডিও তেহরানে ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে অন্যতম মন্তব্যকারী বন্ধু হলেন জাফর পাঠান। তিনি লিখেছেন, সময় এসেছে আমেরিকা থেকে “জাতিসংঘ” অফিস সরিয়ে নেয়ার। কোনো নিরপেক্ষ দেশে জাতিসংঘের সদর দফতর স্থাপন করা হোক। আরেক মন্তব্যকারী বন্ধু মুহাম্মদ ইলিয়াস লিখেছেন, জাতিসংঘ সদর দপ্তর গণচীন অথবা রাশিয়ায় স্থানান্তরিত করা হোক।

বহলুল: ধন্যবাদ সব মন্তব্যকারী বন্ধুকে। তবে এ দফতর ইরানেও সরিয়ে আনা যেতে পারে। তা যাক আজ এখন আর কেউ কোনদিকে হাত বাড়াবেন না। বরং

ক. শ্রোতাবন্ধুদের কথা শুনবেন তাই না? হ্যাঁ আসুন তা হলে  শুনি। কয়েক দিন আগে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এবং টাঙ্গাইল দর্পণ নামের অনলাইন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক ভাই আবু তাহেরের সঙ্গে কথা হয়েছে কয়েক দিন আগে। তিনি একজন মিডিয়ার মানুষ এ কথা বলা যায় কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন....

সংবাদপত্রের জগতে আসার ক্ষেত্রে রেডিও তেহরান কোনও ভূমিকা রেখেছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন .....

বহলুল: ধন্যবাদ ভাই আবু তাহের।

খ. এতোক্ষণ বাংলাদেশের টাঙ্গাইল জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এবং টাঙ্গাইল দর্পণ নামের অনলাইন পত্রিকার সম্পাদক এবং প্রকাশক ভাই আবু তাহেরের কথা শুনছিলেন।.....

বহলুল: এবারে ফেসবুকের দিকে নজর দেয়া যায়। তাই না?

ক. অবশ্যই। এই দেখুন না গোলান ফেরত নেয়ার বিষয়টিই অগ্রাধিকার পাচ্ছে: সিরিয়া শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে অধিকৃত গোলান মালভূমি ফেরত নেয়ার বিষয়টিকেই তার দেশ এখন অগ্রাধিকার দিচ্ছে। এজন্য সম্ভাব্য সব বৈধ পন্থা অবলম্বন করা হবে বলে তিনি জানান।

খ. ফেসবুকের রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুকের গ্রুপে এ খবরে প্রতিনিধিত্বশীল মন্তব্য করেছেন এম ডি লিটন। তিনি লিখেছেন শুভকামনা রইল। আর আলহামদুলিল্লাহ বলার পর কয়েকটা হৃদয়ের ইমোজি দিয়েছেন ফারুক শাহমিন।

বহলুল: কতো অল্পে অর্থপূর্ণ অনেক কথা বলেছেন বন্ধুরা। সত্যি ধন্যবাদ।

ক. পারস্য উপসাগরে মার্কিন জোটে কোনো সেনা পাঠানো হবে না: জাপান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৩ জুলাই। এ খবরে যে সব মন্তব্য হয়েছে তার একটি হলো কেনো? জাপানের তেল বাহী জাহাজ আটকে পড়বে তাইতো?? আর এ মন্তব্য করেছেন নাজির হোসেইন।

বহলুল. ধন্যবাদ সবাইকে। এদিকে সময় শেষ হয়ে এসেছে আজ সেদিকে খেয়াল করছেন না।

খ. হ্যাঁ শ্রোতা বন্ধুরা এবারে সত্যিই আসর গুটানোর পালা। সবাই ভাল থাকবেন এবং রেডিও তেহরানের ওয়েবপেইজের খবরে নিয়মিত মন্তব্য করবেন এ কামনা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।

ক. কথা হবে আগামী আসরে#

ট্যাগ