অক্টোবর ২৯, ২০১৯ ১৮:২৮ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • বাংলাদেশ–ভারত টি–টোয়েন্টি সিরিজে হামলার হুমকি-দৈনিক প্রথম আলো
  • একই দৈনিক আরেকটি খবর- প্রধানমন্ত্রী বলেছেন, সাকিবের ব্যাপারে খুব বেশি কিছু করার নেই
  • নুসরাত হত্যা: ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে- দৈনিক কালেরকণ্ঠ

  • ক্রিকেটকে আপনি নদীতে নিয়ে যাচ্ছেন কেন? প্রশ্ন প্রধানমন্ত্রীর: দৈনিক যুগান্তর

  • ক্লাশ পরীক্ষায় ফিরছেন না বুয়েট শিক্ষার্থীরা-দৈনিক মানবজমিন
  • সরকারের দয়ায় খালেদা জিয়া কারামুক্ত হবেন না : আফরোজা আব্বাস–দৈনিক  নয়া দিগন্ত

ভারতের খবর:

  • মোদীর বিমানে আপত্তি পাকিস্তানের, হস্তক্ষেপ করতে নারাজ আইসিএও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভাইফোঁটার দুপুরে মমতার বাড়িতে শোভন-বৈশাখী, তুঙ্গে জল্পনা-দৈনিক এইসময়
  • বিদেশি প্রতিনিধিদের সফরের মধ্যেই পুলওয়ামায় সিআরপিএফ–এর উপর জঙ্গি হামলা-দৈনিক আজকাল    

বাংলাদেশ–ভারত টি–টোয়েন্টি সিরিজে হামলার হুমকি-দৈনিক প্রথম আলো

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে তারা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম এ সিরিজ নিয়ে জানিয়েছে শঙ্কার এক খবর। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। বিরাট কোহলিদের ওপর হামলার হুমকি দিয়ে একটি চিঠি পেয়েছে এনআইএ। এরপরই জাতীয় দলের নিরাপত্তা জোরদারের নির্দেশ পেয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় ক্রিকেট দল

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (সাবেক ফিরোজ শাহ কোটলা) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লি পুলিশের সূত্র দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি এবং যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন, তাঁদের ওপর হামলার টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে তাদের চিঠিতে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, এ চিঠি ভুয়াও হতে পারে। কিন্তু তারা কোনো ঝুঁকি নেবে না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে দিল্লি পুলিশ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। বিশ্রাম নিয়েছেন তিনি। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

চিঠিটি পাওয়ার পর তা ভারতীয় ক্রিকেট বোর্ডেও পাঠিয়েছে এনআইএ। এর আগে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন হুমকি এসেছিল। তবে সেটির সত্যতা মেলেনি। হুমকিদাতাও গ্রেপ্তার হয়েছিলেন। রাজকোট ও নাগপুরে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট।

প্রধানমন্ত্রী বলেছেন, সাকিবের ব্যাপারে খুব বেশি কিছু করার নেই: প্রধানমন্ত্রী-প্রথম আলো

সাকিব আল হাসানকে নিয়ে আইসিসির তদন্তের ঘটনায় চারদিকে তোলপাড়। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক কিছু না জানালেও তারা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তবে প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, তাঁদের পক্ষে সাকিবের ব্যাপারে খুব বেশি কিছু করার নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজারবাইজান সফরের বিস্তারিত জানাতে ডাকা সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রথমেই সাকিব আল হাসানের প্রসঙ্গ এসেছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে এবং তাকে সব ধরনের সহযোগিতা করবে। ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করে। ওর যেটা ভুল হয়েছে, যখন যোগাযোগ করা হয়েছে, তখন বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়নি। সে কথাটি আইসিসিকে জানায়নি। নিয়মটা হচ্ছে, সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল। সে এটাই ভুল করেছে। আইসিসি যদি অবস্থান নেয়, সে ক্ষেত্রে আমাদের তো খুব বেশি কিছু করণীয় থাকে না। আমাদের দেশের ক্রিকেটার এবং খেলোয়াড় হিসেবে তার একটি অবস্থান আছে। সে ভুল করেছে, এটা ঠিক। সে সেটা বুঝতেও পেরেছে। আর বিসিবি বলেছে, তার পাশে তারা থাকবে। এর চেয়ে খুব বেশি যে করণীয় কিছু আছে, তা কিন্তু না।’

এ ছাড়া ক্রিকেটারদের দাবিদাওয়ার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তাদের যদি দাবিদাওয়া থাকত, তাহলে পূর্বেই জানাতে পারত। বিসিবিকে জানাতে পারত। কিন্তু সেটা করেনি। কথা নেই বার্তা নেই, ধর্মঘটের ডাক দিয়েছে। আমি এর আগে কখনো শুনিনি ক্রিকেট খেলোয়াড়েরা ধর্মঘট করে। আর ধর্মঘট করতে হলে তো আগে দাবিদাওয়া উত্থাপন করে, একটা সময় দেয়, নোটিশ দেয়, তারপর করে। পরে আলোচনা হয়েছে, তারা গেছে এবং মিটমাট করা হয়েছে সে সমস্যা। এ সমস্যা আর নেই। আমরা বা বিসিবি খেলোয়ারদের যেভাবে সমর্থন দিই, পৃথিবীর খুব কম দেশ তা করে।’

নুসরাত হত্যা: ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে- দৈনিক কালেরকণ্ঠ

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) কপি হাইকোর্টে এসে পৌঁছেছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান কালের কণ্ঠকে জানান, আজ মঙ্গলবার বিকেল ৫টায় ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছেছে।

এর আগে লাল কাপড়ে মুড়িয়ে দুপুর ১২টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারেকের আদালত থেকে তা হাইকোর্টে পাঠানো হয় দুই হাজার ৩২৭ পৃষ্ঠার কপিটি।

নুসরাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামী

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের অফিস সহকারী শামসুদ্দিন জানান, চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপিটি দুপুর দেড়টার দিকে ফেনীর আদালত থেকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

নুসরাত ও তার পরিবার

ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ও মামলার সরকারপক্ষের আইনজীবী হাফেজ আহমেদ বলেন, আসামিদের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে পাঠানোর হয়েছে হাইকোর্টে।

বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, ৩৭৪ ধারায় বলা হয়েছে দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করেন, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না। তিনি বলেন, 'খবরে পড়েছি, নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স প্রস্তুত হলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশ দিয়ে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। মামলা নিষ্পত্তিতে যাতে কম সময় লাগে, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমি কথা বলবো। তাঁর এমন উদ্যোগী ভূমিকায় মামলার বাদী পক্ষের আইনজীবীরা আশাবাদী।' 

ক্রিকেটকে আপনি নদীতে নিয়ে যাচ্ছেন কেন? প্রশ্ন প্রধানমন্ত্রীর​​​​​​​: দৈনিক যুগান্তর​​​​​​​

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ টেস্ট দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরে গেলে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে কিনা? সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্রিকেটকে আপনি নদিতে নিয়ে যাচ্ছেন কেন?

আজারবাইজানে ন্যাম শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের এই ভারত সফরে কলকাতায় টেস্ট ম্যাচ দেখতে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খেলা দেখতে ভারত সফরে যাওয়া প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে ভারতে খেলা দেখতে যাচ্ছি। তিনি একজন বাঙালি কিংবদন্তি ক্রিকেটার। এখন তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েছেন। তিনিই আমাকে ফোন করে ভারত সফরে টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন,আমি হয়ত কলকাতা টেস্টে টস হওয়ার পর বিকালে দেশে চলে আসব, ক্রিকেট খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে তিক্ততা কেন সৃষ্টি করব?

ক্লাশ পরীক্ষায় ফিরছেন না বুয়েট শিক্ষার্থীরা-দৈনিক মানবজমিন​​​​​​​

শাসন যথাযথ সাড়া না দেয়ায় ক্লাশ পরীক্ষায় না ফেরার ঘোষণা দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা চলছে। সেশনজটের সম্ভাবনা থাকলেও দাবি পুরণ করে ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ রেখে যেতে চান।

আজ বিকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের দেয়া ১০ দফা দাবির মধ্যে মাত্র দুটি দাবি পূরণ হয়েছে। বাকি দাবিগুলো বাস্তবায়নের কাজ চলছে। তবে তা সন্তোষজনক নয়। এ অবস্থায় আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া কোন উপায় নেই।

সরকারের দয়ায় খালেদা জিয়া কারামুক্ত হবেন না : আফরোজা আব্বাস–দৈনিক  নয়া দিগন্ত

জাতীয়তাবাদী মহিল দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, ম্যাডাম (খালেদা জিয়া) কারাগারে থাকলেও তার মনোবল শক্ত আছে। তিনি সরকারের কোন দয়ায় কারামুক্ত হতে চান না। সবাই ওইক্যবদ্ধ থাকলে আন্দোলন সফল হবে। ত্যাগী ও পরীক্ষিতরা দলে উপযুক্ত পদ পাবেন। কেউ বঞ্চিত হবেন না। শিগগিরই বগুড়া জেলা মহিলা দলের কমিটি গঠন করা হবে। 

মঙ্গলবার শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া জেলা শাখার প্রতিনিধি সভায় এসব কথা বলেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন, রাজপথের সফল আন্দোলনের জন্য শক্তিশালী সংগঠন দরকার। সে লক্ষ্যে বগুড়া সহ সারাদশে বিএনপি ও তার অঙ্গদলগুলো তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। দল পূনর্গঠনের কাজ শেষ হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দুর্বার আন্দোলন কর্মসূচি আসবে। সেই আন্দোলনে মহিলা দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বগুড়ায় মহিলা দলকে সামনে রেখে সেই আন্দোলন বগুড়া থেকেই শুরু করা হবে। একইসাথে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। তাই সবাই আন্দোলনের প্রস্তুতি নিন।

জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানের সভাপতিত্বে সভায় মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি শাম্মী আক্তার, নায়েবা ইউসুফ, নূর আফরোজ বেগম জ্যোতি, অ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান্দ বানু, শামীমা আক্তার পলিন, সুরাইয়া জেরিন রনি, নাজমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, মাহবুবুর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী ছালাম, মনিরুজ্জামান মনি মাফতুন আহেম খান রুবেল প্রমুখ ।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

মোদীর বিমানে আপত্তি পাকিস্তানের, হস্তক্ষেপ করতে নারাজ আইসিএও-দৈনিক আনন্দবাজার পত্রিকা

 

প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। তা নিয়ে এবার হাত তুলে নিল আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংগঠন (আইসিএও)-ও। তাদের যুক্তি, শুধুমাত্র যাত্রিবাহী বিমানের ক্ষেত্রেই তাদের নিয়মাবলী খাটে। রাষ্ট্রীয় বা সামরিক বিমানের নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া তাদের এক্তিয়ারের বাইরে। 

আইসিএও আদতে রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন। সর্বসম্মতিতে শিকাগো সম্মেলনে ঠিক হওয়া নিয়মাবলী মেনে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচলের তদারকি করে তারা। কিন্তু ভারত-পাকিস্তান টানাপড়েন থেকে হাত তুলে নিয়েছে তারা।

ওই সংগঠনের মুখপাত্র জানিয়েছেন, ‘‘শিকাগো সম্মেলনের আওতায় শুধুমাত্র যাত্রিবাহী বিমানের ক্ষেত্রেই রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা গড়ে তুলতে হস্তক্ষেপ করতে পারে আইসিএও। রাষ্ট্রীয় বিমান ও সামরিক বিমান সেই এক্তিয়ারের মধ্যে পড়ে না।’’ এ ব্যাপারে তাদের যুক্তি, ‘‘যে বিমানে চেপে কোনও দেশের প্রধান যাত্রা করেন, সেটি ওই দেশের রাষ্ট্রীয় বিমান। তাই সেটি আইসিএও-র এক্তিয়ারের মধ্যে পড়ে না।’’

জম্মু-কাশ্মীর নিয়ে টানাপড়েনের মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে পাকিস্তান। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সৌদি সফরে যাবেন বলে ঠিক হয়। তাঁর বিমানের জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হলে, নয়াদিল্লিকে ফিরিয়ে দেয় ইসলামাবাদ।

এর আগে, ২০ সেপ্টেম্বর মার্কিন সফরে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি পাকিস্তান। ইউরোপ সফরে যাওয়ার আগে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তাই বিষয়টি নিয়ে সরাসরি আইসিএও-র দ্বারস্থ হয় ভারত। কিন্তু এ নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ আইসিএও।

ভাইফোঁটার দুপুরে মমতার বাড়িতে শোভন-বৈশাখী, তুঙ্গে জল্পনা-দৈনিক এইসময়

ভাইফোঁটার দুপুরে সেরা চমকের সাক্ষী থাকল শহর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, এদিন দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ গোলপার্ক থেকে রওনা দেন শোভন ও বৈশাখী। পৌনে দুটো নাগাদ তাঁরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে এসে পৌঁছন। উপস্থিত সকলে অবাক হয়ে যান তাঁদের দেখে।

Image Caption

গত শুক্রবার দুপুরে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে বিজয়ার শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বৈশাখী। সেখানে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে যে নানান বিষয়ে আলোচনা হয়েছে, তা দু'জনেই জানান। তখন থেকেই শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়। যদিও এই বিষয়ে কথা বলতে রাজি হননি প্রাক্তন মেয়র, তাঁর বান্ধবী এবং তৃণমূল শীর্ষ নেতৃত্ব কেউই।উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্যের জেরে ১৪ অগস্ট বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গী হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শোভনের পারিবারিক সমস্যা নিয়ে মমতার সঙ্গে শোভনের সম্পর্ক তিন্তু নতুন শিবিরে গোড়া থেকেই প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছিলেন তাঁরা। সোজাসুজি বিবৃতি না দিলেও দলীয় নেতৃত্বের আচরণে তাঁদের অসন্তোষ স্পষ্ট হয়েছে এই কয়েক দিনেই।

বিদেশি প্রতিনিধিদের সফরের মধ্যেই পুলওয়ামায় সিআরপিএফ–এর উপর জঙ্গি হামলা-দৈনিক আজকাল

ইইউ–র ২৩ সদস্যের প্রতিনিধি দলের সফরের মধ্যেই অশান্ত জম্মু–কাশ্মীর। মঙ্গলবার বিকেলে পুলওয়ামা জেলার ড্রাবগামে একটি স্কুলের বাঙ্কারে মোতায়েন সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। প্রায় ৬–৭ রাউন্ড গুলি ছোড়ে জঙ্গিরা। প্রাথমিক ধাক্কা সামলিয়ে তৎক্ষণাৎ জবাব দেয় সিআরপিএফ। ওই পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই স্কুলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআরপিএফ এবং স্থানীয় পুলিস। জঙ্গি হামলার খবর পেয়ে ড্রাবগামে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে প্রশাসন। এদিকে, ইওরোপিয়ান পার্লামেন্টের ফিশারিজ কমিটির লিবারেল ডেমোক্র‌্যাট এমপি ক্রিস ডেভিস মঙ্গলবারই কেন্দ্রের বিরুদ্ধে তাঁকে জম্মু–কাশ্মীরে স্বাধীনভাবে ঘোরাফেরায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন।

এদিন বিবৃতি দিয়ে তিনি বলেছেন, গত সাত তারিখ তাঁকে জম্মু–কাশ্মীরে অবারিতভাবে ঘুরে বেড়ানোর এবং স্থানীয় মানুষদের স্বাধীনভাবে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারত সরকারের তরফে। সেই মতো তিনি শ্রীনগর এসেছিলেন। কিন্তু তার তিন দিন পরই সেই আমন্ত্রণপত্র প্রত্যাহার করে নেয় দিল্লি। এমনকি তাঁকে বাধা দেওয়া হয় স্বাধীনভাবে উপত্যকায় ঘোরাফেরার জন্য। বিবৃতিতে তাঁর প্রশ্ন, ‘‌ভারত সরকার ঠিক কী লুকোতে চাইছে?‌’‌এদিন দুপুরেই শ্রীনগর পৌঁছন ইইউ–র ২৩ জন প্রতিনিধি। তাঁরা শ্রীনগরে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সেখানেই মধ্যাহ্নভোজনও সারেন। সেই সফরকে কটাক্ষ করে ডেভিস বলেছেন, মোদি সরকারের জনসংযোগ নাটকে যোগ দিয়ে সব থাকার মিথ্যা বলতে তিনি রাজি নন। ডেভিস বলেছেন, ‘‌এটা পরিষ্কার যে কাশ্মীরে গণতান্ত্রিক নৈতিকতা চেপে দেওয়া হয়েছে এবং বিশ্বের এখন সেদিকে নজর দেওয়া উচিত।’‌#

পার্সটুডে/বাবুল আখতার/ ২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ