নভেম্বর ০২, ২০১৯ ১৬:০১ Asia/Dhaka

ক. আসরের প্রথমে তুলে নিচ্ছি ভারতের একটি চিঠি। পশ্চিমবঙ্গের, উত্তর দিনাজপুরের বাঁশথুপি, থেকে এ চিঠি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরান শ্রোতা ভাই ডা. মৌলভি মোহাম্মদ হানিফ। গত বছরের এপ্রিলে পাঠানো পাঠানো চিঠি কয়েক দিন আগে আমাদের হাতে এসে পৌঁছেছে।

বহলুল: দিন কয়েক আগেও তার একটা চিঠি আসরে পড়া হয়েছিল। তাই না?  

খ.  হ্যা ঠিকই বলেছেন। পুরানো এ শ্রোতা ভাই লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানমালা মানুষকে শুভ কাজ করার অনুপ্রেরণা যোগায়। এরপর কোরআনের আলো অনুষ্ঠানের প্রশংসা করে লিখেছেন, এটি খুবই ভালো একটি অনুষ্ঠান। বারবার শুনতে মন চায়।

বহলুল: এ জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভাই হানিফ। আর চিঠিতে কোনও পিন নম্বর দেন না। ফলে ইচ্ছা থাকলেও যোগাযোগের উপায় নেই।

ক. ভাই হানিফ সুন্দর চিঠি লেখার জন্য ধন্যবাদ। ভারতের অনেক শ্রোতা বন্ধু তাদের চিঠিতে পিন নম্বর দেন না। এটি সত্যিই দুঃখজনক। ভবিষ্যতে চিঠি দেয়ার সময় এ দিকে খেয়াল রাখবেন।

বহলুল: তা হলে এবারে পুরান এক শ্রোতাবন্ধুর সঙ্গে কথা শুনি।

ক. প্রচণ্ড কর্মব্যস্ত জীবন-যাপন করার পরও কিভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনেন এ কথাই বলেছেন তিনি। হ্যাঁ ....

বহলুল: জ্বি আপনার পাঠানো শ্রবণ প্রতিবেদন নিয়মিতই পাই আমরা। ভালো লাগে পড়তে। ধন্যবাদ ভাই সিদ্ধার্থ।

খ. পশ্চিমবাংলার পশ্চিম মেদিনীপুরের শ্রোতাভাই সিদ্ধার্থ ভট্টচার্যির কথা শুনছিলাম এতোক্ষণ। সত্যি বলতে কি ভাই সিদ্ধার্থ আপনি সত্যিই একজন আদর্শ শ্রোতাবন্ধু। ধন্যবাদ ভবিষ্যতে আপনার কথা আরও শোনার ইচ্ছা আছে।

বহলুল: হ্যা  তাহলে রেডিও তেহরানের ওয়েবসাইট এবং ফেসবুকের গ্রুপে খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো। হ্যা তা হলে আপনিই শুরু করুন। না না আপনিই শুরু করুন।

ক. ইসরাইলের সঙ্গে করা সব চুক্তি বাতিল করলেন মাহমুদ আব্বাস শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ জুলাই। এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত করা সব চুক্তি বাতিল করেছেন। জেরুজালেম আল-কুদস নগরীর উপকণ্ঠে ইসরাইল বহু ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙে দেয়ার পর এ ঘোষণা দিলেন তিনি।

বহলুল: ফেসবুকের রেডিও তেহরানের গ্রুপে এ খবর বেশ আলোড়ন তুলেছে।

খ. হ্যা একদম ঠিক বলেছেন বহলুল ভাই। এই দেখুন, আল্লাহ মেহেরবান ছদ্মনামের পাঠক ভাই লিখেছেন, ৮০ হাজার ফিলিস্তিনি মুসলিম হত্যাকারীদের সাথে কোন আপোস নয়। অন্যদিকে শাহাদত হোসেইন নামের পাঠক ভাইয়ের বক্তব্য একটু সংশোধন করে তুলে ধরছি। তিনি লিখেছেন, এত দিনে বুঝলেন! হামাসের সাথে ভালো সম্পর্ক করুন, না হলে সৌদি, ইসরাইল আমেরিকা এই তিন মিলে আপনার দল এবং জীবন ধ্বংস করে দিবে।

বহলুল: জব্বর বলেছেন। ধন্যবাদ আপনাদের।

ক. এদিকে ইয়েমেন বিরোধী যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে আমেরিকা: আনসারুল্লাহ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৬ জুলাই। এ খবরে বলা হয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা কেবল সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্রই যোগাচ্ছে না বরং দেশটির বিরুদ্ধে চলমান নির্মম যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো প্রবীণ সদস্য মোহাম্মদ আল-বুখতাইতি এ কথা বলেছেন।

বহলুল: হক কথা। তা পাঠক ভাইয়েরা কি বলেছেন?

খ. প্রতিনিধিত্বশীল মন্তব্য করেছেন পাঠক বন্ধু শহিদুল ইসলাম। তিনি লিখেছেন, গুড়িয়ে দাও পাশ্চাত্যের দুর্গ।

বহলুল: দারুণ বলেছেন। হ্যা এরপরের খবর কি?

ক. জয় শ্রীরাম ধ্বনি এখন এক যুদ্ধের হুঙ্কার, রামের নামে উন্মাদনা বন্ধ হোক শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৪ জুলাই। এ খবর বলা হয়েছে ভারতে গণপিটুনি ও ধর্মের নামে উন্মাদনা বেড়ে চলায় প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। চিত্র পরিচালক, অভিনেতা, লেখক, সাহিত্যিক, সমাজসেবী, চিকিৎসক, পরিবেশবিদ, ভাস্কর, চিত্রকর, শিক্ষাবিদ, গায়ক, ফ্যাশন ডিজাইনারের মতো বিভিন্ন পেশার ৪৯ জন বিদ্বজ্জন ওই চিঠিতে সই করেছেন।

খ. চিঠিতে দলিত, মুসলিম ও অন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানানো হয়েছে।

ক. এ খবরে তপন খান মন্তব্য করেছেন শ্রীরাম একজন ন্যায়নিষ্ঠ রাজা ছিলেন তার নামে একী উন্মত্ততা!!! ভারতের মতো এই নিষ্ঠুর উন্মাদনার খেলা পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না। ধিক ভারতের এই বিজেপি রাজনৈতিক মতাদর্শ।

বহলুল: চমৎকার।  তা যাক সময়ের অভাবে বাকি মন্তব্য নিয়ে আজ আর আলাপ করা হলো না।

খ. হ্যা সত্যিই সময়ের অভাবে পড়েছি মানে আসরের সময় শেষ হয়ে আসছে। আমরা সবাই সত্যের পথে থাকবো এবং ন্যায়রে পথে চলবো এবং সাহসী সেনা হয়ে উঠবো এ আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।

ক. কথা হবে আগামী আসরে।#

ট্যাগ