নভেম্বর ০৭, ২০১৯ ১৬:৪২ Asia/Dhaka

প্রতি আসরের শুরুতে আমরা একটি হাদিস শ্রোতাবন্ধুদের শোনাই। আজও তার ব্যতিক্রম হবে না। ইমাম আলী (আ.) বলেছেন, বুদ্ধিমান মানুষ বিপদে পড়লে মন মরা হয়ে বসে না থেকে দুঃখ দূর করার জন্য বুদ্ধিকে কাজে লাগায়। কিন্তু নির্বোধেরা বিপদে পড়লে হতাশ হয়ে পড়ে।

বহলুল: ঈদুল আজহার সুবাস রয়েছে আজকের আসরে। চমৎকার!

. মানে?

. অতি সহজ। শ্রোতাবন্ধুরা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজকের আসরের প্রথমেই সে  সব চিঠির বিষয় তুলে ধরা হবে। হ্যাঁ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় থেকে শ্রোতা ভাই ফয়সাল আহমেদ শিপন এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জের চাপরাইল বাজার থেকে শ্রোতা ভাই  এস, এমসাবেদ  আলী যাকে বলে আগেভাগেই ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে রেডিও তেহরানের প্রিয়জন আসরের সবার মন কেড়ে নিয়েছেন। ভাই শিপন  কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিও তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, "উৎসব একলার নহে, মিলনের মধ্যেই সত্যের প্রকাশ, আর সেই মিলনের মধ্যেই সত্যকে অনুভব করা উৎসবের সম্পূর্ণতা।

. অন্যদিকে আমাদের অনেক পুরনো শ্রোতা ভাই সাবেদ আলী লিখেছেনআমার সালাম সহ  পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা রইল। অনুষ্ঠান নতুন করে আবার শোনা শুরু করেছি।  ভালো লাগছে। এরপর প্রিয় অনুষ্ঠানের কথা তুলে ধরে তিনি লিখেছেন, খবরদৃষ্টিপাত  ও কথা বার্তা  আমার খুবই প্রিয়।

বহলুল: বাহ! বেশ আনন্দ হচ্ছে, মনে হয় ঈদ এখনো যায়নি। পুরোদমে আবার ফিরে এসেছে! সত্যি শুভেচ্ছা জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

. ভারতের পুরনো শ্রোতা ভাই সিদ্ধার্থ ভট্টচার্যি রেডিও তেহরানের সঙ্গে কথা বলার সময় তার উদ্বেগ এবং দুচিন্তার কথা জানিয়েছিলেন।  তিনি পুরো পরিচয় দিয়ে এ কথা বলেন। আসুন তা হলে এবারে ভাই সিদ্ধার্থের কথা শুনি.

. জ্বি ভাই সিদ্ধার্থ নিশ্চয়ই আপনার সন্তানরা ভালো করবে। আমরা অন্তরের অন্তস্থল থেকেই সে কামনা করছি। এতোক্ষণ পশ্চিমবঙ্গের শ্রোতা ভাই সিদ্ধার্থ ভট্টচার্যির কথা শুনছিলেন। ভবিষ্যতে তার আরও কথা শুনবো। .

বহলুল: এবারে পুরনো পথেই পা বাড়াবো।

. মানে পাঠক বন্ধুরা রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো। তাইতো? আমি তৈরি হয়েই বসে আছি। হ্যাঁ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৭ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশ সরকার তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই।

. এ খবরে বি. হোসেইন ছদ্মনামের ভাই যে মন্তব্য করেছেন তা বেশ শক্ত হয়ে গেছে। তিনি লিখেছেন, তার ভাষায়, ভারত সরকার এখন স্বৈরশাসক।

বহলুল: কাশ্মিরে অনেক দিন ধরে যে টানাপড়েন চলছে ভবিষ্যতেও তা চলবে তাই বোঝা যাচ্ছে।

. এদিকেকাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার বিষয়টি জানতো আমেরিকাশীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৭ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর এ খবর ছড়িয়ে পড়েছে যে, ভারতের এই পরিকল্পনা সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে আগেই জানিয়েছিলেন।

. রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে বেশ কয়েকটি মন্তব্য হয়েছে। বিতর্ক হয়েছে। তার সব এখানে তুলে ধরা সম্ভব নয়। হ্যাঁ এ নিয়ে প্রতিনিধিত্বশীল মন্তব্য করেছেন ভাই শোয়েব শাহাব। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ভারত গোপন আঁতাতের মাধ্যমে কাশ্মিরে ক্র্যাকডউন করছে। আর ভাই শাকিল আশরাফ জনি লিখেছেন, এটা ওদের পরিকল্পিত প্লান তবে তোদের ধ্বংস হবেই হবে।

বহলুল: মানুষ ঘুমালেও চোখ খোলা রাখে - এসব মন্তব্যে এ কথার প্রমাণ আবারও পাওয়া গেল।

. যা বললেন বহুলুল ভাই। হ্যাঁ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা চাইলে ইরানের নিরাপত্তায় বিঘ্ন ঘটাবেন না: রুহানির হুঁশিয়ারি শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৬ আগস্ট। এ খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের জনপ্রিয়তা বেড়েছে।

. ভাই মো সালাউদ্দিন এ খবরে যে মন্তব্য করেছন তা সংক্ষিপ্ত এবং যথাযথ। তিনি লিখেছেন, খুব ভালো।

বহলুল: কথার একটিমাত্র গোলাতে মিথ্যার দুর্গ গুড়িয়ে দেয়া আর কি। চমৎকার। এদিকে সময়ে শেষ হয়ে এসেছে।

. হ্যা এবার আসর গুটানোর পালা। যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন এবং এতোক্ষণ ধরে প্রিয়জনের আসর শুনেছেন তাদের সবাইকে আবারো আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কথা হবে আগামী আসরে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।

.কথা হবে আবারো আগামী আসরে।#

ট্যাগ